পুলিশের চাকরি

[New] WBP Constable Answer Key 2021 Pdf | WBP Constable Question Paper 2021 Download

WBP Constable Answer Key 2021 Download ( www.wbpolice.gov.in) : West Bengal Police Recruitment Board ২৬ শে সেপ্টেম্বর ২০২১ সফল ভাবে পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনা করেছে। যদি আপনি WBP Constable Question Paper 2021 এবং WBP Constable Answer Key 2021 এমন একটি ওয়েবসাইট খুজছেন যেখান থেকে খুব সহজে WBP Constable Question Paper 2021 Download করা যায় তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আপনারা এই পোস্ট এ খুব সহজে WBP Constable Question Paper 2021 Download করতে পারবেন।

2021 এ West Bengal Police Recruitment Board (WBPRB) ৭৪৪০ জন কনস্টেবল এবং লেডি কনস্টেবল জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা রবিবার 26শে সেপ্টেম্বর, 2021 এ নেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী Wbp Constable Answer Key 2021 PDF খুঁজে থাকেন। West Bengal Police Recruitment Board (WBPRB) থেকে Official Answer Key অক্টোবর মাসে প্রকাশ করা হতে পারে। তার আগে আমরা আমাদের Website এ Unofficial Answer Key প্রকাশ করছি। আমাদের এই Answer Key অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাচাই করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা এখন থেকে তাদের প্রিলিমিনারি তে কত Score করেছে তা দেখতে পারবেন। এর সাথে পরীক্ষার্থীরা West Bengal Police Recruitment Board এর সাম্প্রতিক খবর দেখতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিসিট করতে পারেন।

WBP Constable Answer Key 2021

WBP Constable Exam 2021 Details

Job Type Police Jobs
Board West Bengal Police Recruitment Board (WBPRB)
Total Number of Vacancy7440 টি
Tier IPreliminary
Exam Date 26/09/2021
Exam Time 12 PM to 1 PM
Result Date খুব শ্রীঘই আপডেট করে দেওয়া হবে।
Question Paper Linkনিচে দেওয়া হয়েছে।
Answer Key নিচে দেওয়া হয়েছে।
Official Website www.wbpolice.gov.in

www.policewb.gov.in

WB Police Constable Exam Pattern :

WB Police Constable ও Lady Constable পদের ক্ষেত্রে মোট পাঁচটি ধাপে পরীক্ষা নেওয়া হবে।

  • প্রিলিমিনারি পরীক্ষা। (১০০ নম্বরের )
  • Physical Efficiency Test (PET) – পাশ করতেই হবে।
  • Physical Measurement Test (PMT) – পাশ করতেই হবে।
  • ফাইনাল লিখিত পরীক্ষা – ( ৮৫ নম্বরের )
  • ইন্টারভিউ (১৫ নম্বরের )

Physical Efficiency Test (PET) , Physical Measurement Test (PMT) – পাশ করলেই পরীক্ষার্থীরা মেইন লিখিত পরীক্ষা দিতে পারবেন।

WB Police Constable Preliminary Syllabus :

বিষয় নম্বর
১. জেনারেল আওয়ার্নেস ও জেনারেল নলেজ ৫০
২. মাধ্যমিক স্তরের গণিত ৩০
৩. রিজিনিং ২০
মোট ১০০

Physical Measurement Test (PMT) WBP Constable

কনস্টেবল পদের উচ্চতা ও ওজন :

  • কনস্টেবল পদের জন্য চাকরি প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন হতে হবে ৫৭ কেজি এবং ছাতির মাপ হতে হবে ৭৮ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
  • গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভুক্ত প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি, ওজন হতে হবে ৫৩ কেজি এবং ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

লেডি কনস্টেবল পদের উচ্চতা ও ওজন :

  • লেডি কনস্টেবল পদের জন্য মহিলা চাকরি প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬০ সেমি, ওজন হতে হবে ৪৯ কেজি।
  • গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভুক্ত মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি, ওজন হতে হবে ৪৫ কেজি।

WBP Constable Question Paper 2021 :

এখানে WBP Constable Question Paper 2021 যেটি ২৬শে সেপ্টেম্বর, ২০২১ হয়েছিল সেটি নিচে দেওয়া হলো। আপনারা নিচে ক্লিক করে Download করে নিতে পারেন।

WBP Constable Answer Key 2021

West Bengal Police Recruitment Board (WBPRB) পরিচালনায় রবিবার, ২৬শে সেপ্টেম্বর , ২০২১ পুলিশ কনস্টবল ও লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১ টা অবধি পচিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছিল। এই পরীক্ষার WBP Constable Answer Key পরীক্ষার ১০-১৫ দিন পরে অফিসিয়াল Website এ আপলোড করা হতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটে Answer Key দিয়ে দেওয়ার পর পরীক্ষার্থীরা তা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Official ওয়েবসাইট থেকে চারটি Set এ ( সেট A, সেট B, সেট c, সেট D) Answer Key দিয়ে দেওয়া হবে। তার আগে আমাদের ওয়েবসাইট থেকে Unofficial WBP Constable Answer Key 2021 দেওয়া হলো।

নিচে ক্লিক করে WBP Constable Answer Key 2021 ডাউনলোড করুন :

আপনারা এই WBP Constable Answer Key 2021 অনান্য পরীক্ষার্থীদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button