[99.9%] Madhyamik 2022 Life Science Suggestion | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022 free
Madhyamik 2022 Suggestion All Subject
প্রিয় ছাত্র – ছাত্রীরা, তোমাদের জন্য এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর জীবন বিজ্ঞান সাজেশন ( Madhyamik 2022 Life Science Suggestion ) দেওয়া হলো। নিচে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা পর পর দেওয়া হলো।
মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও মক টেস্ট এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেইসবুক পেজ এ Join করে রাখো।
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
(মান – ২, ৩)
1. স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো
2. প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের দুটি পার্থক্য লেখো।
3. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?
4. মানবদেহে দুটি অন্তঃ ক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম লেখো।
5. অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখ
6. চলন ও গমনের দুটি পার্থক্য লেখো।
7. ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
8. নার্ভ গ্যাফলিয়ন বা স্নায়ু গ্রন্থি কাকে বলে? এর কাজ লেখো?
9. অ্যাড্রেনালিন হরমোনকে আপাতকালীন, সঙ্কটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন?
10. ইস্ট্রোজেন / প্রোজেস্টেরন / টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজগুলি লেখো?
11. GTH এর ভূমিকা লেখো?
12. নিউরোসিয়া কী?
13. জন্মগত ও অজিত প্রতিবর্তক্রিয়া কাকে বলে? উদাহরন দাও ।
14. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো
15. ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখ
16. উদ্ভিদের যেকোনো দুটি ট্রপিক চলন এর ধারণা দাও।
17. জিব্বেরেলিন হরমোনের উৎস ও কাজ লেখো।
18. অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে কেন ?
19. মিশ্র স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও ।
20. দু’টি কৃত্রিম অক্সিন ও দু’টি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো
21. হরমোনকে রাসায়নিক সমন্বয়সাধক বলে কেন ?
22.অগ্রস্থপ্রকটতাকি?
23. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কী বোঝায় ?
Madhyamik 2020 Life science Question Answer
Madhyamik 2022 life science syllabus
Madhyamik Suggestion 2022
(মান – ৫)
1. অক্সিন হরমোনের দুটি কাজ লেখ যার ব্যবহারিক প্রয়োগ দেখা যায়। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখ।
2. বহিক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ। হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণসহ লেখ
জিবনের প্রবাহমানতা
3. উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখ। কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখ।
4. TSH ও LH-এর মধ্যে পার্থক্য লেখ। থাইরক্সিনের তিনটি কাজ লেখ
5. মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকা লেখ। মাছের বক্ষ পাখনার গুরুত্ব লেখ।
6. পিটুইটারি গ্রন্থি কে প্রভু গ্রন্থি বলা হয় কেন? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে- ব্যাখ্যা করো।
7. চলন ও গমনের পার্থক্য লেখ। পাখির গমনে সাহায্যকারী দুটি উড্ডয়ন পেশির নাম কি?
8. সংবেদনশীলতা কাকে বলে? উদ্ভিদের অভিকর্ষ বৃত্ত এবং আলোক বৃত্ত চলন কাকে বলে উদাহরণ সহ লেখ।
9. ডেনড্রন এবং অ্যাকশন এর দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখ। ডেনড্রন অ্যাকশন এর কাজ কি?
10. একটি নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো? কোষদেহ, ডেনড্রন, রানভিয়ারের পর্ব, মায়েলিন সিদ
11.একটি সরল প্রতিবর্ত চাপ এর চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক অঙ্গ, কারোক অঙ্গ, সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু।
Madhyamik 2022 Life Science Suggestion
জীবনের প্রবহমানতা
(মান- ২/ ৩)
1. মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটে তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো।
2. DNA ও RNA এর মধ্যে পার্থক্য লেখ।
3. অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখ।
4. উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখ।
5. ক্রোমাটিডের সংজ্ঞা দাও।
6. জিন কি? জিন কোথায় উপস্থিত থাকে? মাইটোসিস কোথায় ঘটে?
7. মাইটোসিস কে সমবিভাজন বলে কেন?
৪. মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন?
9. কৃত্রিম অঙ্গজ জননের গুরুত্ব লেখ।
10. ক্রোমোজোমের সংজ্ঞা দাও।
11. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখ?
12. স্টক ও সিয়ন কি?
life science madhyamik suggestion 2021
13. উদ্ভিদের বৃদ্ধিতে আলোক ও তাপমাত্রা ভূমিকা লেখ।
14. কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কি?
15. জীবজগতে কোথায় কোথায় মিয়োসিস কোষ বিভাজন হয় তা তালিকাবদ্ধ করো।
16. ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক সম্পর্ক ব্যাখ্যা কর।
17. ক্রসিং ওভার কাকে বলে? এর গুরুত্ব লেখ?
18. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার আবিষ্কৃত হওয়ার ফলে কি কি সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা নির্ধারণ করো।
19. কোন একজন মানুষ বাধ্যক্ষ দশায় উপনীত হলে কি কি পরিবর্তন এর সম্মুখীন হবে তা মূল্যায়ন করো।
20. মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে কোষ থেকে জল বেরিয়ে যেতে শুরু হয়। এর ফলস্বরূপ কি কি ঘটনা ঘটে তা ভেবে লেখ।
21. কোষবিভাজনের সংজ্ঞা দাও।
22. অটোজোম কাকে বলে?
23. মানুষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
24. জনন কাকে বলে ?
25. অযৌন জননের একটি সুবিধা এবং একটি অসুবিধা
26. গ্যামেট কি ? কত প্রকার ও কি কি ?
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
(মান-৫)
1. কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক- বক্তব্যটির যথার্থতা প্রমাণ কর?
2. একটি কোষ চক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হতে পারে?
3. বৃদ্ধির কয়টি দশা ও কী কী? বৃদ্ধির বিভিন্ন দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
4. একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে-এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখ।
5. অঙ্গজ জনন কাকে বলে? প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পর্কে লেখো।
6. জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে উপস্থাপিত করো।
7. সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এর ধাপ গুলি পর্যায়ক্রমে লেখ। কোশচক্রে কোন কোন উপাদান সংশ্লেষিত হয়?
৪. মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজন এর বিভিন্ন দশায় ক্রোমোজোমের গঠন সম্পর্কিত শনাক্তকারী বৈশিষ্ট্য গুলি ক্রমানুসারে লেখ। জিন, ডি এন এ ও ক্রোমোজোম এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
9. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য লেখ
10. কোষ বিভাজনের প্রস্তুতিপর্ব হিসাবে ইন্টারফেজ দশায় পর্যায়ক্রমিক পরিবর্তনগুলি বিবৃত করো। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস এর দুটি পার্থক্য লেখ।
11. সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষ সাইটোকাইনেসিস কিভাবে ঘটে পার্থক্য আকারে বর্ণনা করো। মানব বিকাশের দুটি দশা সম্পর্কে আলোচনা করো।
12. উদ্যান বিদ্যায় শাখা কলম ও জোড় কলম এর ব্যবহারিক প্রয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করো। নিম্নলিখিত বিষয়ে নিরিখে মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতির কোষ বিভাজনের পার্থক্য লেখ।
13. কোষচক্র কাকে বলে? কোষ চক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশা কাজ লেখ।
14. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির বিভিন্ন পর্যায়ে গুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
15. ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গুলি উল্লেখ করো। অযৌন ও অঙ্গজ জননের পার্থক্য লেখ।
16. উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের তিনটি কৌশল বর্ণনা করো। কাটিং ও গ্রাফটিং কি?
17. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। স্যাটলাইট, নিউক্লিওলার অর্গানাইজার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
মান-২
1. মিলার ও উরের পরীক্ষার মাধ্যমে কি সিদ্ধান্ত পাওয়া যায়?
2. জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে পার্থক্য লেখো।
3. ল্যামার্ক এর বিবর্তন সংক্রান্ত সূত্র গুলি কি কি?
4. ক্যাকটাসের পাতায় কি ধরনের অভিযোজন দেখা যায় ও কেন?
5. ব্যবহার ও অপব্যবহার এর সূত্র কি? এবং এর প্রবক্তা কে?
6. সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি কি সুবিধা হয়?
7. বিশুদ্ধ ও শংকর বৈশিষ্ট্য কাকে বলে?
৪. মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব কি?
9. অ্যালিল কাকে বলে? উদাহরণ দাও।
10. বায়ুথলি থাকায় পায়রার আকাশে উড়তে কি সুবিধা হয়?
11. স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
12. ওয়াগেল নিত্য কি?
13. মানবদেহে বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো।
14. পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত?
15. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন বলতে কী বোঝো?
16. ডারউইনের মতবাদ এর ত্রুটি গুলি কি কি ?
17. প্রাকৃতিক নির্বাচন কাকে বলে?
18. জীবাশ্ম কি? উদাহরণ দাও।
19. নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।
20. উভচর সরীসৃপ হৃদপিন্ডের গঠন কিভাবে জৈব বিবর্তন কে সমর্থন করে?
21. থ্যালাসেমিয়া রোগে ঘনঘন রক্ত বদলানোর জন্য মানুষের দেহে কি কি সমস্যা হতে পারে?
22. বংশগতিতে 3:1 অনুপাত বলতে কী বোঝো?
23. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ।
24. উটের লোহিত রক্ত কণিকার (RBC) আকৃতি কিরূপ ও কেন?
25. উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগত গুরুত্ব লেখ।
26. প্রকটতার সূত্র বলতে কী বোঝো?
27. বংশগতি কাকে বলে?
28. থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত দিতে হয় কেন এবং এর ফলে কি ক্ষতি হয়?
29. হিমোফিলিয়া কাকে বলে?
30. থ্যালাসেমিয়া রোগের দুটি উপসর্গ লেখ।
31. মেন্ডেলের স্বাধীন সঞ্চরন সূত্রটি লেখ।
32. দ্বি সংকর জনন পরীক্ষা F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সম্ভাব্য গ্যামেট গুলি কী কী হতে পারে ?
33.মটর গাছের বীজের বর্ন ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জনুতে যে কটি হলুদ ও গোলাকার বীজ যুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপ লেখ।
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
(মান-৫)
1. সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচন এর কারণগুলি লেখ। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
2. সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ গুলি লেখ।
3. মেন্ডেল নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি ছিল?
4. মেন্ডেলের পৃথকীভবন সূত্র এবং স্বাধীন বিন্যাস সূত্রটি লেখ।
5. স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে করতে মেন্ডেল কি কি ধরনের পরীক্ষা করেছিলেন? সূত্রটি ব্যাখ্যা করো।
6. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে টীকা লেখ। জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কি?
7. হিমোফিলিয়া কি ? এটি কয় প্রকার কি কি?
৪. থ্যালাসেমিয়া রোগের উত্তরাধিকার কিভাবে ঘটে?
9. বর্ণান্ধতার কারণ এবং লক্ষণ গুলি উল্লেখ করো।
10. একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহকের (স্ত্রী) সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে,তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? সমগ্র পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো।
11. মানুষের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা বা Y ক্রোমোজোম এর ভূমিকা কি? সংকরায়ন বলতে কী বোঝো?
12. একটি বিশুদ্ধ কালো (প্রকট বৈশিষ্ট্য) গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা (প্রচ্ছন্ন বৈশিষ্ট্য) গিনিপিগের জনন ঘাটালে, দ্বিতীয় অপত্যজনুর ফল থেকে পৃথকীভবন সূত্রটি বুঝিয়ে দাও। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো?
13. দ্বি সংকর জনন কাকে বলে ? মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা টি চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
14. থ্যালাসেমিয়া কাকে বলে? এর কারণ ও লক্ষণ গুলি লেখ।
15.অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটিকে যথার্থতা নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও।
16. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সহ উল্লেখ করো। পৃথকী ভবন সূত্রটি লেখ।
17. মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপনা করো ও সংশ্লিষ্ট সূত্রটি লেখো।
18. থ্যালাসেমিয়া রোগে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা লেখ। এই রোগে মানবদেহের কোন অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়?
19. উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো?
20. কোরকোদগম ও খন্ডীভবন পদ্ধতিতে বংশবিস্তার করে একটি করে জীবের নাম লেখ। যৌন জনন ও অযৌন জনন এর মধ্যে তিনটি পার্থক্য লেখ ?
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
মাধ্যমিক Bengali সাজেশন : Click Here
মাধ্যমিক English সাজেশন : Click Here
মাধ্যমিক History সাজেশন : Click Here
মাধ্যমিক Life Science সাজেশন : Click Here
মাধ্যমিক Physical Science সাজেশন : Click Here
মাধ্যমিক Geography সাজেশন : Click Here
মাধ্যমিক Math সাজেশন : Click Here
Madhyamik 2022 Life Science Suggestion
Madhyamik 2022 Life Science Suggestion
মাধ্যমিকে জীবনবিজ্ঞান সাজেশনটি বিগত কয়েক বছরে মাধ্যমিকের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।
আরও পড়ুন :
Class 10 February Model Activity Task Part 2