Objective Questionsজীবন বিজ্ঞান

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক । Nutrition and metabolism in Bengali 2022 free

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক প্রশ্ন উত্তর

Nutrition and metabolism in Bengali

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

এই পোস্টে পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক (Nutrition and metabolism in Bengali) অধ্যায় থেকে ৮৫টি প্রশ্ন আলোচনা করা হলো।

১. শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান কি ?

উত্তর : ভিটামিন

২.গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কী বলে ?

উত্তর : গ্লাইকোজেনেসিস

৩. ভিটামিন A-র অ্যান্টি ভিটামিন কি?

উত্তর : সাইট্রাল

৪. রাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কী বলে?

উত্তর: প্লাইকোজেনোলাইসিস

৫. কোনটি সরল প্রোটিন ?

উত্তর : অ্যালবুমিন

৬. কোন্ ভিটামিন তাপে নষ্ট হয়?

উত্তর : ভিটামিন C

৭. কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়?

উত্তর : ভিটামিন  B12

৮. জলে দ্রাব্য একটি ভিটামিন ?

উত্তর : ভিটামিন C

৯. কোন ভিটামিনটির অভাবে স্কার্ভি রোগ হয়?

উত্তর : ভিটামিন C

১০. কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

উত্তর: ভিটামিন A এবং D

Nutrition and metabolism in Bengali

১১. মানুষের দেহত্বকে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব?

উত্তর : D

১২. প্রাণীদেহে আয়োডিনের অভাবে কী হয়?

উত্তর : গলগন্ড

১৩. কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয় ?

উত্তর: রাইবোফ্ল্যাভিন

১৪. কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?

উত্তর : লৌহ

১৫. কোন্ খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়?

উত্তর : Ca

১৬. মিথোজীবীর একটি উদাহরন দাও ?

উত্তর: লাইকেন

১৭. ট্রিপসিন কী জাতীয় উৎসেচক?

উত্তর : প্রোটিওলাইটিক

১৮. একটি মৃতজীবীর উদাহরণ দাও?

উত্তর : ইস্ট

১৯. হস্টোরিয়া কী?

উত্তর : চোষক মূল

২০. শিশুদের একটি সুষম খাদ্যের নাম বলো?

উত্তর : দুধ

Nutrition and metabolism in Bengali

২১. শর্করাজাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় কি রুপে ?

উত্তর : গ্লুকোজ

২২. প্রোটিনের ক্ষুদ্রতম একক কি?

উত্তর: অ্যামাইনো অ্যাসিড

২৩. প্রোটিন-জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান কি?

উত্তর : নাইট্রোজেন

২৪. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয়?

উত্তর:  ভিটামিন C

২৫. অ্যাসকরবিক অ্যাসিড কি?

উত্তর: ভিটামিন

২৬. রাতকানা রোগ ভিটামিনের  অভাবে হয়?

উত্তর: ভিটামিন A

২৭. রক্ততঞ্চনে সহায়তা করে কোন  ভিটামিন?

উত্তর: ভিটামিন K

২৮. কোন ভিটামিনের  অভাবে বেরিবেরি হয়?

উত্তর:  B1 -এর

২৯. লৌহের অভাবে উদ্ভিদে কি লক্ষণ দেখা যায়?

উত্তর: ক্লোরোসিস

৩০. খাদ্যে লৌহের অভাবে প্রাণীতে ও উদ্ভিদে যথাক্রমে কি লক্ষণ দেখা যায়?

উত্তর: রাল্পতা, ক্লোরোসিস

Nutrition and metabolism in Bengali

৩১. পাকস্থলীতে অবস্থানকারী প্রোটিন পরিপাককারী  উৎসেচক এর নাম লেখ?

উত্তর: পেপসিন

৩২. জীবদেহে সব উৎসেচক কি জাতীয়?

উত্তর : প্রোটিন

৩৩. অন্ত:কোশীয় পরিপাক ও বহিঃকোশীয় পরিপাক সাধারণত যথাক্রমে কাদের দেহে  দেখা যায়?

উত্তর: অ্যামিবা, মানুষ

৩৪. স্নেহজাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্যে পাচিত হয়?

উত্তর: লাইপেজ

৩৫. কোন  অনুঘটক বা এনজাইম স্নেহপদার্থের ওপর বিক্রিয়া করে? 

উত্তর: লাইপেজ

৩৬. বিপাক কি কি সমন্বয় প্রক্রিয়া ?

উত্তর: উপচিতি, অপচিতির

৩৭. শোষণের প্রধান স্থান কোথায়?

উত্তর: ক্ষুদ্রান্ত্র

৩৮. বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কি?

উত্তর: যকৃৎ

৩৯. জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়াকে কি বলে?

উত্তর: পরিপাক

৪০. উৎসেচক  কি?

উত্তর : এক ধরনের জৈব অনুঘটক

Nutrition and metabolism in Bengali

৪১. থায়ামিনের বিশেষ উৎস কি ?

উত্তর: ঢেঁকিছাঁটা চাল

৪২. একটি ব্যাকটেরিওলাইটিক উৎসেচক এর নাম?

উত্তর: লাইসোজাইম

৪৩. দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে?

উত্তর: Fe এবং Vit-C

৪৪. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে?

উত্তর: 7- ডিহাইড্রোকোলেস্টেরল

৪৫. মানবদেহের যকৃতে শর্করা কি -রূপে সঞ্চিত থাকে?

উত্তর: গ্লাইকোজেন

৪৬. প্রাণীয় শ্বেতসার কি ?

উত্তর : গ্লাইকোজেন

৪৭. কোন পাচক রসে শর্করাজাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না ?

উত্তর: পাকস্থলী রস

৪৮. স্বভোজী এবং পরভোজী উভয়প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদের নাম লেখ ?

উত্তর: কলশপত্রী

৪৯. কোন শর্করাটি দুধে পাওয়া যায়?

উত্তর: ল্যাকটোজ

৫০. মানব পৌষ্টিক নালির কোন অংশে শর্করাজাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না?

উত্তর: পাকস্থলী

Nutrition and metabolism in Bengali

৫১. মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি কি ?

উত্তর: শোষণ

৫২. সারানোকোবালামিনের অভাবে কোন অ্যানিমিয়া হয়?

উত্তর: পানিসিয়াস

৫৩. স্বভোজী নয় এমন একটি উদ্ভিদ  এর নাম লেখ?

উত্তর: স্বর্ণলতা

৫৪. কোন উৎসেচক যেটি প্রোটিন পরিপাকে সাহায্য করে তার নাম?

উত্তর : ট্রিপসিন

৫৫. অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনের নাম লেখ?

উত্তর: Vit-E

৫৬. প্রোটিন পরিপাককারী কোন উৎসেচকটি মানবদেহে থাকে না ?

উত্তর: রেনিন

৫৭. মানবদেহের অস্থিতে ক্যালশিয়ামের উপাদান কত?

উত্তর: 4%

৫৮. দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলে?

উত্তর: অ্যাভিটামিনোসিস

৫৯. উৎসেচক যে-বস্তুর ওপর কাজ করে তাকে কি বল?

উত্তর: সাবস্টেট

৬০. দুধে কোনো রূপ কি না থাকায় বয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ?

উত্তর: রাফেজ

Nutrition and metabolism in Bengali

৬১. উদ্ভিদের পুষ্ঠিতে স্বল্প মাত্রিক মৌল হিসেবে কোন  অধাতবের প্রয়োজন হয়?

উত্তর: সেলুলোজ

৬২. স্নেহ পদার্থের পরিপাকের ফলে কি উৎপন্ন হয়?

উত্তর: গ্লিসারল

৬৩. চন্দন কি?

উত্তর: পরজীবী উদ্ভিদ

৬৪. স্বভোজী নয়  এমন একটি  উদ্ভিদের নাম?

উত্তর: রাফ্লেসিয়া

৬৫. আংশিক মৃতজীবী একটি  উদ্ভিদের নাম?

উত্তর: মনোট্রোপা

৬৬. মটরগাছের মূলের অর্বুদে বসবাস করে একটি ব্যাকটেরিয়া  নাম লেখ?

উত্তর: রাইজোবিয়াম

৬৭. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত একটি উদ্ভিদের নাম?

উত্তর: লাইকেন

৬৮. স্বভোজী পুষ্টির দ্বিতীয় পর্যায়কে কি বলে?

উত্তর: আত্তীকরণ

৬৯. উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপ কি?

উত্তর: সংশ্লেষ

৭০.পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম লেখ ?

উত্তর: কলশপত্রী

Nutrition and metabolism in Bengali

৭১. কোন পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ করা যায়?

উত্তর: মিথোজীবীয় পুষ্টি

৭২. শবাহারী পুষ্টি পরিলক্ষিত হয় কোন পুষ্টিতে ?

উত্তর: হলোজোয়িক পুষ্টিতে

৭৩. পাচিত খাদ্যের বিশ্লেষণ ঘটে কোথায়?

উত্তর: ক্ষুদ্রান্ত্রে

৭৪. হাইড্রার খাদ্যগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ কি?

উত্তর: কর্ষিকা

৭৫. পৌষ্টিক নালির যে-অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে, সেটি কি?

উত্তর : বৃহদন্ত্র

৭৬. আত্তীকরণ কোন স্থানে হয়?

উত্তর : প্রোটোপ্লাজম

৭৭. কার অভাবে পেলো রোগ হয়?

উত্তর: নিয়াসিন

৭৮. টায়ালিন কার উপর ক্রিয়া করে তাকে শোষণের উপযোগী করে তোলে?

উত্তর: সিদ্ধ শ্বেতসার

৭৯. উৎসেচক যেটি ফ্যাট জাতীয় খাদ্যকে বিশ্লেষণ করে, তার নাম কি?

উত্তর: লাইপেজ

৮০. প্রোটিন সম্পূর্ণরূপে পাচিত হয় কোথায় ?

উত্তর : ক্ষুদ্রান্ত্রে

Nutrition and metabolism in Bengali

৮১. কার্বোহাইড্রেট কি দেখা দিলে কি রোগ হয়?

উত্তর : মধুমেহ

৮২. দেহে কিটোন পদার্থের সৃষ্টিকে কি বলে?

উত্তর: কিটোজেনেসিস

৮৩. পাকা ফলে প্রচুর কি পরিমাণে পাওয়া যায়?

উত্তর : ফ্রুকটোজ

৮৪. মানুষের যকৃতে কি শ্বেতসার জমা হয়?

উত্তর : গ্লাইকোজেন

৮৫. মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেরল কি?

উত্তর : কোলেস্টেরল।

আরও পড়ুন :

সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর | Saloksangslesh Photosynthesis Objective Question

West Bengal Board Class 9 Book Pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!