জীবন বিজ্ঞানMCQ প্রশ্ন

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর । Adaptation and Evolution Question Answer in Bengali 2023

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।

1. উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?

উত্তর : শল্কপত্র

2. মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?

উত্তর: ভার্মিফর্ম  অ্যাপেনডিক্স

3. ব্যক্তবীজী ও গুপ্তবীজির মধ্যে সংযোগরক্ষণকারী একটি উদ্ভিদের নাম লেখ?

উত্তর:  নিটাম

4. অঙ্গুরিমাল ও সন্ধিপদের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি প্রাণীর নাম লেখ?

উত্তর: পেরিপেটাস

5. একটি জীবন্ত জীবাশ্ম প্রাণীর নাম লেখ?

উত্তর: লিমিউলাস বা রাজকাঁকড়া

6. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম লেখ?

উত্তর: গিঙ্কগো বাইলবা

7. অর্জিত গুণের বংশানুসরণ কার মতবাদ?

উত্তর: ল্যামার্কের

8. প্রাকৃতিক নির্বাচনের মতবাদ কার মতবাদ?

উত্তর : ডারউইনের

9. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:  হুগো দ্য ভ্রিস

10. সরল জীব থেকে ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে জটিল জীব সৃষ্টি হওয়ার পদ্ধতি থেকে কি বলে?

উত্তর: জীব বিবর্তন

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

11. পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব ঘটে কোথায়?

উত্তর: জলে (সমুদ্রে)

12. বিজ্ঞানীরা ধারণা অনুসারে প্রায় কত বছর আগে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল?

উত্তর: প্রায় ২৬০ কোটি বছর

13. মাছ ও উভচরের মধ্যে সংযোগকারী প্রাণীর নাম কি?

উত্তর: লাঙফিস

14. ঘোড়ার আদি পুরুষকে কি বলে?

উত্তর:  ইয়োহিপ্পাস

15. সরীসৃপ ও পক্ষীর সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি?

উত্তর : আরকিওপটেরিক্স

16. হাতির আদব পুরুষের নাম কি?

উত্তর : মোয়েরিথেরিয়াম

17. একটি মেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?

 উত্তর: স্ফেনোডন

18. আধুনিক হাতির বিজ্ঞানসম্মত নাম কি?

উত্তর: এলিফাস

19. সরীসৃপ ও স্তন্যপায়ী সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি?

 উত্তর : প্লাটিপাস বা হংসচঞ্চু

20. আদি শিলায় প্রস্তরিভুত জীবদেহকে কি বলে?

উত্তর: জীবাশ্ম

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

21. কয়েকটি সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও?

উত্তর: পাখির ডানা, বাদুরের ডানা, মানুষের অগ্রপথ

22.’অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

উত্তর: ডারউইন

23. মেসোহিপ্পাসের উচ্চতা কত ইঞ্চি ছিল?

উত্তর : 24 ইঞ্চি

24. প্লিওহিপ্পাসের উচ্চতা কত?

উত্তর:  50 ইঞ্চি

25. ইয়োহিপ্পাসের উচ্চতা কত ছিল?

উত্তর: 11 ইঞ্চি

26. আধুনিক ঘোড়ার নাম কি?

উত্তর: ইকুয়াস

27. আধুনিক ঘোড়ার আবির্ভাব  কত হাজার বছর আগে?

উত্তর: ১০ লক্ষ বছর আগে

28. টার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: অগাস্ট ভাইসম্যান

29. উৎপত্তি ও গঠনগত সাদৃশ্য যুক্ত অঙ্গগুলি কে কি বলা হয়?

 উত্তর: সমসংস্থ অঙ্গ

30. যোগ্যতমের উদবর্তন এর প্রবক্তা কে?

উ:  হার্বাট স্পেনসার

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

31. কে সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?

উত্তর:  জেনোফেন

32. অজৈব বস্তু রূপান্তরের মাধ্যমে পৃথিবীতে জীব বস্তুর আবির্ভাব ঘটেছে এটি কে বলেন?

উত্তর: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল

33. এখনো পর্যন্ত প্রায় কটি নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া গেছে ?

উত্তর: 100 টি

34. যেসব জিবাশ্ম  পর্যবেক্ষণ করার জন্য অণুবিক্ষন যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে কি বলে?

উত্তর : মাইক্রোফসিল

35. ল্যামার্কের মৃত্যুর বহু বছর পরে কে ল্যামার্কবাদের  চারটি সূত্রে আলোচনা করেন?

উত্তর: ডড্ নন

36. খাদ্য ও বাসস্থানের জন্য পৃথিবীতে একই প্রজাতি ভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে কি বলা হয়  ?

উত্তর: অন্তঃপ্রজাতি সংগ্রাম

37. খাদ্য ও বাসস্থানের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে কি বলে?

উত্তর: আন্তঃপ্রজাতি 

38. ডারউইনের মধ্যে প্রকৃতিতে জীবের সংখ্যা কিহারে বৃদ্ধি পায়?

উত্তর: জ্যামিতিক হারে

39. যেসব সংযোগ রক্ষাকারী প্রাণী অধুনালুপ্ত তাদের কি বলে?

উত্তর: হৃতযোজক বা মিসিংলিংক

40. ল্যামার্ক তার মতবাদ যে পুস্তকের মধ্যে লিখে রেখেছেন তার নাম কি?

উত্তর: ফিলোজফিক জুওলজিক

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

41. অর্জিত লক্ষণের বংশপরম্পরায় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: জ্যা ব্যপ্তিস্তে ল্যামার্ক

42. প্রথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বনের নাম লেখো

উত্তর: মিথেন (CH4),অ্যাসিটিলিন (C2H2)

43. মাইক্রোস্কিয়ার তত্বের প্রবক্তা কে? 

উত্তর : বিজ্ঞানী ফক্স (1965)

44. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ?

উত্তর: ইওহিপ্পাস

45. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?

উত্তর : চার্লস রবার্ট ডারউইন

46. জীবের অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গের সৃষ্টির ঘটনাকে  কি বলে?

উত্তর: হোমোলজি

47. কোন শ্রেণির প্রাণীর হৃৎপিন্ড দু-প্রকোষ্ঠ যুক্ত?

উত্তর : মৎস্য শ্রেণির প্রাণীর

48. কীরূপ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হল ?

উত্তর : অভিসারী বিবর্তন

49. দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও

উত্তর :সিলাকান্থ পেরিপেটাস

50. মানুষের চোখে অবস্থিত লুপ্ত অঙ্গ কোনটি?

উত্তল : নিকটিটেটিং পর্দা

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

51. পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে?

উত্তর : 9 টি

52. অস্থিবিশিষ্ট মাছেদের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী অঙ্গটির নাম কী?

উত্তর: রেড গ্ল্যান্ড

53. উটের RBC-র বৈশিষ্ট্য কী যা জল নিরুদন হ্রাস করে ?

উত্তর : আকৃতিতে বড়ো, ডিম্বাকার এবং নিউক্লিয়াসযুক্ত

54. মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল ?

উত্তর : মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন

55. কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে ?

উত্তর : মাছের

56. পায়রার বায়ুথলির সংখ্যা কটি?

উত্তর : ৯ টি

57. শ্বাসমূল কোন গাছে দেখা যায় ?

উত্তর :সুন্দরী গাছে

58. ‘বায়োজেনেটিক সূত্র’-এর প্রবক্তা কে?

উত্তর : হেকেল

59. ‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা কে?

উত্তর : হ্যালডেন এবং ওপারিন

60. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কি?

উত্তর : ওপারিন

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

61. অর্ধবিভক্ত নিলয় দেখা যায় কোন শ্রেণির প্রাণীদের?

উত্তর : সরীসৃপ

62. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি কি?

উত্তর : প্রাকৃতিক নির্বাচন

63. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপূন্ডযুক্ত কোন প্রাণী?

উত্তর : মাছ

64. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন কে?

উত্তর : ভাইসম্যান

65. যে সকল উদ্ভিদ রুক্ষ, শুষ্ক, উষর পরিবেশে জন্মায় তাদেরকে কি বলে?

উত্তর: জেরোফাইট

66. নিউম্যাটোফোর দেখা যায় কোন গাছে?

উত্তর : সুন্দরী গাছে

67. মাছের দেহের দুপাশে অবস্থিত ‘v’ আকৃতির পেশিকে  কি বলে?

উত্তর : মায়োটোম পেশি

68. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকা টি কি?

উত্তর : রেটিয়া মিরাবিলিয়া

69. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তাকে কি বলে?

উত্তর : জরায়ুজ অঙ্কুরোদগম

70. ‘যোগ্যতমের উদর্তন’ কথাটির সমর্থক কে?

উত্তর :ডারউইন

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

71. পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া দক্ষতা কে কি বলে?

উত্তর: অভিযোজন

72.ফনি মানুষের কান্ড কে কি বলে?

উত্তর: পর্ণকান্ড

73. মরুভূমির উদ্ভিদ কে কি বলা হয়?

উত্তর : জাঙ্গল উদ্ভিদ

74. শ্বাসমূল দেখা যায় এমন একটি গাছ একটি উদাহরণ দাও

উত্তর: সুন্দরী গাছ

75. মাছকে জলে ভাসতে সাহায্য করে কি?

উত্তর: পটকা

76. পেকটিন  কোথায় থাকে?

উত্তর : পায়রা চোখে

77. কি প্রকার উদ্ভিদের জড়ায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?

উত্তর : লবণাম্বু

78. কিসের সাহায্যে মাছ দিক পরিবর্তন করে?

উত্তর : পুচ্ছ পাখনা

79. কোন মাছের অতিরিক্ত শ্বাস অংগ রয়েছে?

উত্তর: কই মাছের

80. কি না থাকার কারণে পদ্ম সমগ্র দেহতল দিয়ে জল করে?

উত্তর: মূলরোম  

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

81. পদ্মের পত্র পলকের উপকুরিপৃষ্ঠ মসৃন ও তৈলাক্ত হওয়ার কারণ কি?

উত্তর : মোমজাতিয় আস্তরন থাকার কারণে

82. ক্যাকটাস কি জাতীয় উদ্ভিদ?

উত্তর: গুল্ম জাতীয় বহুবর্ষজীবী

83. সমুদ্র তীরবর্তী লবণাক্ত মৃত্তিকাকে  কি বলে?

উত্তর : শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর

আরও পড়ুন:

[ 90টি ] সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক ।

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button