[ MCQ ] চলন ও গমন সম্পর্কিত প্রশ্ন উত্তর । Movement and Locomotion Question Answer in Bengali 2022 New
চলন ও গমন সম্পর্কিত প্রশ্ন উত্তর
Movement and Locomotion Question Answer in Bengali
প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট এ চলন ও গমন এর উপর (Movement and Locomotion Question Answer in Bengali) ৯০ টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো।
১. মাছের কোন পাখনা জলের মধ্যে দিক পরিবর্তনে সহায়তা করে?
উত্তর : পুচ্ছ পাখনা
২. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কি বলে?
উত্তর :অস্থিসন্ধি
৩. আরশোলার গমনাঙ্গ কত জোড়া সন্ধিল উপাঙ্গ বা পদ এবং দু জোড়া ডানা?
উত্তর : তিন
৪. উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের ব্যাপ্তি চলনকে কি চলন বলে ?
উত্তর : থার্মোন্যাস্টি
৫. বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের বক্র চলনকে কি বক্র চলন বলে?
উত্তর : আবিষ্ট
৬. কি পেশি-অস্থির সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর : কঙ্কাল
৭. মানবদেহে শ্বেত রক্তকণিকায় কি গমন পরিলক্ষিত হয়?
উত্তর : অ্যামিবয়েড
৮. ওড়ার জন্য আরশোলার পৃষ্ঠদেশে কত জোড়া ডানা থাকে?
উত্তর : দুই
৯. জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয় এটি কোন্ প্রকার চলন?
উত্তর : ফোটোন্যাস্টি
১০. মাছ জলে যে পদ্ধতিতে স্থানান্তরিত হয় তাকে কি বলে ?
উত্তর : সাঁতার
Movement and Locomotion Question Answer In Bengali
১১. যে পেশির সংকোচনে দুটি অস্থি ভাঁজ হয়ে পরস্পর কাছে আসে, তাদের কি পেশি বলে?
উত্তর : ফ্লেক্সর
১২. কোন পেশির সংকোচনের ফলে কেঁচোর দেহ কুঁকড়ে ছোটো হয় ?
উত্তর : অনুদৈর্ঘ্য
১৩. মাছের প্রধান গমন অঙ্গ কি?
উত্তর : পাখনা
১৪. মাছের শরীবের কোন অংশ মাছকে জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে?
উত্তর : পটকা
১৫. মেরুদণ্ডের এক একটি অস্থিকে কি বলে?
উত্তর : কশেরুকা
১৬. অস্থিসন্ধি পরস্পর কি দিয়ে সংলগ্ন থাকে?
উত্তর : লিগামেন্ট
১৭. সন্ধি প্রকোষ্ঠে কোন তরল থাকার কারনে সঞ্চালনের সময় অস্থিগুলি ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায় ?
উত্তর : সাইনোভিয়াল
১৮. মানুষের গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা গ্রহণ করে?
উত্তর : লঘুমস্তিষ্ক
১৯. উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় তাই মূলকে কি বলে?
উত্তর : আলোক প্রতিকূলবর্তী
২০. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগোয় এটিকে বলে ?
উত্তর : ফোটোট্রপিক চলন
Movement and Locomotion Question Answer In Bengali
২১. সুন্দরীগাছের শ্বাসমূল মাটির অনুকূল জলবৃত্তীয় চলন ওপরে উঠে আসে—এটি কোন প্রকার চলন ?
উত্তর : প্রতিকুল অভিকর্ষবৃত্তীয় চলন
২২. কেঁচোর গমনাঙ্গের নাম কি ?
উত্তর : সিটা
২৩. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কে?
উত্তর : পুচ্ছপাখনা
২৪. মানুষের গমনাঙ্গ কি ?
উত্তর : পা
২৫. প্যারামিসিয়াম-এর গমনাঙ্গ কি?
উত্তর : সিলিয়া
২৬. মাছকে কে জলে ভাসতে সাহায্য করে?
উত্তর : পটকা
২৭. রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদনকারী অঙ্গটির নাম কি?
উত্তর : রেড গ্রন্থি
২৮. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলি অস্থি থাকে?
উত্তর : 206 টি
২৯. অ্যামিবার গমন অঙ্গের নাম কী?
উত্তর : ক্খনপদ
৩০. জেলিফিশের গমনাঙ্গ কি?
উত্তর : কর্ষিকা
Movement and Locomotion Question Answer In Bengali
৩১.গমন করতে পারে এমন একটি উদ্ভিদের নাম কি?
উত্তর : ক্ল্যামাইডোমোনাস
৩২. গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম লেখ?
উত্তর : স্পঞ্জ
৩৩. মায়োটোম পেশি পরিলক্ষিত হয় কার দেহে ?
উত্তর : মাছে
৩৪. গমনে অক্ষম উদ্ভিদের নাম লেখ?
উত্তর : ইস্ট
৩৫. আলোকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে কি বলে?
উত্তর : ফোটোট্যাক্সিস
৩৬. সূর্যালোক দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কি বলে?
উত্তর : হেলিওট্রপিক চলন
৩৭. মসের শুক্রাণু শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে আর্কিগোনিয়ামের দিকে ধাবিত হওয়াকে কি বলে?
উত্তর : কেমোট্যাক্সিস
৩৮. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি চলন বলে?
উত্তর : ন্যাস্টিক
৩৯. প্রোটোপ্লাজমে কি ধরনের চলন দেখা যায়?
উত্তর : সাইক্লোসিস
৪০. দিনের আলোয় পদ্মফুল ফোটা কি প্রকার চলন?
উত্তর : ন্যাস্টিক
Movement and Locomotion Question Answer In Bengali
৪১. অভিকর্ষের দিকে উদ্ভিদ-অঙ্গের সঞ্চালনকে কি চলন বলে?
উত্তর : জিওট্রপিক
৪২. গমনে সক্ষম উদ্ভিদের উদাহরণ দাও?
উত্তর : ক্ল্যামাইডোমোনাস
৪৩. গমনে অক্ষম প্রাণীর নাম লেখ?
উত্তর : প্রবাল
৪৪. কেঁচোর গমন অঙ্গের নাম কি?
উত্তর : সিটা
৪৫. অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উত্তর : ক্ষণপদ
৪৬. পরিণত মানুষের মোট অস্থিসংখ্যা কত?
উত্তর : 206
৪৭. রুই মাছের দেহে কটি জোড়-বিজোড় পাখনা থাকে?
উত্তর : 7
৪৮. কর্ষিকা যে দুটি প্রাণীর গমনাঙ্গ, তাদের নাম লেখ?
উত্তর : হাইড্রা ও জেলিফিশ
৪৯. ক্লিপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে কে?
উত্তর : কেঁচো
৫০. লুপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে কোন প্রাণি?
উত্তর : তারামাছ
Movement and Locomotion Question Answer In Bengali
৫১. তারামাছের গমনাঙ্গ কি?
উত্তর : নালিকা পদ
৫২. মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা কত?
উত্তর : 33টি
৫৩. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
উত্তর : 22টি
৫৪. পায়ের সঞ্চালনে সহায়ক একটি অস্থির নাম লেখ?
উত্তর : ক্যালকেনিয়াম
৫৫. যখন উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে কি বলে?
উত্তর : ট্যাকটিক চলন
৫৬. যখন উদ্ভিদ-অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হয়, তখন তাকে কি বলা হয়?
উত্তর : কেমোন্যাস্টিক চলন
৫৭. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায় একে কি চলন বলে?
উত্তর : সিসমোন্যাস্টি
আরও পড়ুন :
সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর | Saloksangslesh Photosynthesis Objective Question