রেচন MCQ। রেচন প্রশ্ন উত্তর। Excretion জীবন বিজ্ঞান । Set 1
রেচন (Excretion) সম্পর্কিত প্রশ্ন উত্তর। Excretion MCQ Full Mock test in Bengali | সেট – ১
১.রেচন কি ধরণের বিপাক প্রক্রিয়া ?
উঃ অপচিতিমূলক বিপাক।
২. রেচনের ফলে কি হ্রাস পায় ?
উঃ দেহের শুস্ক ওজন হ্রাস পায়।
৩.নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কোনটি ?
উঃ
- উদ্ভিদ : কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন।
- প্রাণী : ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন।
৪. নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি ?
উঃ
উদ্ভিদ – গদ, তরুক্ষীর,রাজন
প্রাণী – কিটোন বডি, CO2
৫. সিস্টোলিথ কোন গাছে দেখা যায় ?
উঃ রবার, বট ইত্যাদি
৬. ট্যানিন কোন গাছে দেখা যায় ?
উঃ চা,হরিতকি ইত্যাদি গাছে।
৭. বানতেল কোন গাছ থেকে পাওয়া যায় ?
উঃ লেবুগাছের পাতা ও ফলে, ইউক্যালিপটাসের পাতায়, লবঙ্গের ফুল ইত্যাদিতে
৮. রাফাইডস কোন গাছে পাওয়া যায় ?
উঃ ওল , কচু, কচুরিপানা ইত্যাদিতে।
৯. নেফ্রন কি ?
উঃ নেফ্রন হলো বৃক্কের কার্যগত ও গঠনগত একক।
১০. মূত্রের অস্বাভাবিক উপাদান কি কি ?
উঃ গ্লুকোজ,অ্যালবুমিন, বিলিরুবিন, কিটোন বডি।
১১. মানুষের দৈনিক মূত্রের পরিমান কি ?
উঃ ১.৫ – ২ লিটার
১২. মধুমেহ বা ডায়বেটিস মেলিটাস রোগে রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৮০mg এর বেশি হলে মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক উপস্থিতিকে কি বলে ?
উঃ গ্লুকোসুরিয়া
১৩. মূত্রের রক্তের উপস্থিতিকে কি বলে ?
উঃ হিমাচুরিয়া
১৪. মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে কি বলে ?
উঃ হিমোগ্লোবিনুরিয়া
১৫. প্রোটিনিউরিয়া কাকে বলে ?
উঃ মূত্রে প্রোটিনের অস্বাবাভিক উপস্থিতিকে প্রোটিনিউরিয়া বলে।
১৬.থেইন বা ক্যাফেইন কোন গাছ থেকে পাওয়া যায় ?
উঃ চা, কফি ইত্যাদি
১৭. ক্যাফেইন এর কাজ কি ?
উঃ উত্তেজক পানীয় তৈরী করতে।
১৮. তামাক গাছের পাতায় কি পাওয়া যায় ?
উঃ নিকোটিন
১৯. নিকোটিন এর কাজ কি ?
উঃ এটি মাদক দ্রব্য তৈরী করতে ব্যবহৃত হয়।
২০. ট্যানিন কি কাজ করতে ব্যবহার করা হয় ?
উঃ অবসাদ দূর করতে।
২১. রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশে দেখতে পাওয়া যায় ?
উঃ মুলে
২২. রেসারপিন এর কাজ কি ?
উঃ উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করে।
আরও পড়ুন :
[New] Model Activity Task Class 8 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক
[New] Model Activity Task Class 7 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক