Current Affairs

Daily Current Affairs Bangla 20th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Daily Current Affairs Bangla 20th August 2021 সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হলো।

  1. উত্তরাখণ্ড রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

A. বন্দনা কাটারিয়া
B. মীরা বাই চানু
C. স্মৃতি মন্ধনা
D. পিভি সিন্ধু

Ans: A. বন্দনা কাটারিয়া

Exp- বন্দনা কাটারিয়া তিনি একজন হকি খেলোয়াড়।

  1. কোন ভারতীয়কে প্রথম আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্বারা সম্মানিত করা হবে ?

A. সুভাষ চন্দ্র বসু
B. মহাত্মা গান্ধী
C. নরেন্দ্র মোদি
D. প্রণব মুখার্জি

Ans: B. মহাত্মা গান্ধী

Exp- মহাত্মা গান্ধীকে শান্তি ও অহিংসার প্রচারের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর কংগ্রেসনাল স্বর্ণপদক প্রদান করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

  1. ‘অমৃত মহোৎসব শ্ৰী শক্তি চ্যালেঞ্জ -2021’ চালু করেছেন ?

A. এস জয়শঙ্কর
B. রাজনাথ সিং
C. অমিত শাহ
D. অশ্বিনী বৈষ্ণব

Ans: D. অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 17 আগস্ট 2021-এ ‘অমৃত মহোৎসব শ্রী শক্তি চ্যালেঞ্জ -2021’ চালু করেছেন। এটি নারী উদ্যোক্তাদের দ্বারা উদ্ভাবিত প্রযুক্তি সমাধানকে উৎসাহিত করবে যা মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নকে সহজতর করে।

  1. সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ?

A. লাদাখ
B. লাক্ষাদ্বীপ
C. জম্মু-কাশ্মীর
D. পুদুচেরি

Ans: C. জম্মু-কাশ্মীর

Exp- PROOF- এর পুরো কথা- ‘Photographic Record of On site Facility’.

  1. কোন রাজ্য Anti-Terrorist Squad (ATS) ট্রেনিং সেন্টার চালু করলো ?

A. রাজস্থান
B. মধ্যপ্রদেশ
C. উত্তরপ্রদেশ
D. পশ্চিমবঙ্গ

Ans: C. উত্তরপ্রদেশ

Exp- উত্তরপ্রদেশ সরকার সহরণপুরের দেওবন্দে সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) কমান্ডোদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

  1. সম্প্রতি “Amway India” কাকে ব্র্যান্ড আম্বাসেডার নিয়োগ করলো ?

A. প্রিয়াঙ্কা চোপড়া
B. মিরাবাই চানু
C. নিরোজ চোপড়া
D. লাভলিনা বর্গোহাইন

Ans: B. মিরাবাই চানু

Exp- মিরাবাই চানু হলেন একজন ভারোত্তোলক এবং তিনি 2020 টোকিও অলিম্পিকে 49 কেজি বিভাগে রৌপ্য পদক জিতলেন।

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো ?

A. পশ্চিমবঙ্গ
B. অন্ধ্রপ্রদেশ
C. গুজরাট
D. উড়িষ্যা

Ans: D. উড়িষ্যা

Exp- উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

  1. কোন দেশ আফগানিস্তানের জন্য পুনর্বাসন যোজনা চালু করলো ?

A. INDIA
B. UK
C. USA
D. KANADA

Ans: B. UK

Exp- UK এর প্রধানমন্ত্রী বরিস জনসন।

  1. কোন দেশের সাথে ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত ?

A. জাপান
B. রাশিয়া
C. মালদ্বীপ
D. ইংল্যান্ড

Ans: A. ইংল্যান্ড

Exp- ভারতের তাবার নামে সামুদ্রিক যুদ্ধ জাহাজ এই মহড়ায় অংশ নিল।

  1. নিম্নের কোন সংস্থা সম্প্রতি ‘Financial Inclusion Index’ লঞ্চ করলো ?

A. RBI
B. NPCI
C. NABARD
D. SEBI

Ans: A. RBI

Exp- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। 1935 সালের 1 এপ্রিল এই ব্যাংক স্থাপিত হয়েছিল।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 18th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 17th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button