Current Affairs

Daily Current Affairs Bangla 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. সম্প্রতি কোন রাজ্য “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” স্কিমে যোগদান করলো ?

A. উড়িষ্যা
B. পশ্চিমবঙ্গ
C. মধ্যপ্রদেশ
D. রাজস্থান

Ans: A. উড়িষ্যা

Exp- মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর উদ্বোধন করলেন। রাজ্যের 10578 টি রেশন দোকানে এই সুবিধা উপলব্ধ হবে। এই নিয়ে 20 টি রাজ্য এই প্রকল্পের আওতায় এলো।

Daily Current Affairs Bangla 5th August 2021

  1. সম্প্রতি কে 2021 টোকিও অলিম্পিকে 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন ?

A. উসেন বোল্ট
B. মার্সেল জেকব
C. ফ্রেড কার্লে
D. ইলাইনে থমসন

Ans: B. মার্সেল জেকব

Exp- দীর্ঘ 13 বছর পর উসেন বোল্ট ছাড়া অন্য কেউ 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন তিনি হলেন ইতালির অধিবাসী মার্সেল জেকব যিনি এই স্বর্ণ পদক এবং আমেরিকান ফ্রেড কার্লে রৌপ্য পদক জিতলেন।

Daily Current Affairs Bangla 5th August 2021

  1. ‘Har Hith’ স্টোর স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

A. মনিপুর
B. কেরলা
C. হরিয়ানা
D. উত্তরাখন্ড

Ans: C. হরিয়ানা

Daily Current Affairs Bangla 5th August 2021
Daily Current Affairs Bangla 5th August 2021

Exp- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সোমবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোত্তম মানের যুক্তিসঙ্গত মূল্যে বিক্রির প্রচারের জন্য প্রথম ধরনের Har Hith স্টোর স্কিম চালু করেন।

  1. 2022 সালের ডিফেন্স এক্সপো কোন শহরে অনুষ্ঠিত হবে ?

A. কোলকাতা
B. দিল্লী
C. কোচি
D. গান্ধিনগর

Ans: D. গান্ধিনগর

Exp- ভারতের সবথেকে বড়ো প্রতিরক্ষা বিষয়ক প্রদর্শনী আগামী বছর মার্চ মাসে গান্ধিনগরে অনুষ্ঠিত হবে। এটি এর 12 তম সংস্করণ। 11 তম সংস্করণ 2020 সালে লখনৌতে অনুষ্ঠিত হয়েছিলো।

Daily Current Affairs Bangla 5th August 2021

  1. ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড Bvlgari-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী ?

A. কিয়ারা আদভানি
B. দীপিকা পাড়ুকোন
C. প্রিয়াঙ্কা চোপড়া
D. ঐশ্বর্য্য রাই বচ্চন

Ans: C. প্রিয়াঙ্কা চোপড়া

Exp- প্রিয়াঙ্কা চোপড়া বিখ্যাত ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী, সাবেক মিস ওয়ার্ল্ড, মানবহিতৈষী, লেখিকা এবং কণ্ঠশিল্পী। 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। 2002 সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়।

  1. Narcotics Control Bureau এর প্রধান কে নিযুক্ত হলেন ?

A. SN Pradhan
B. Vinay Prakash
C. Abdulla Shahid
D. Spoorthi Priya

Ans: A. SN Pradhan

Exp- ইনি এতিদিন ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সের ডিরেক্টর জেনারেল ছিলেন।

  1. কোন শহর প্রথম 100% কোরোনা টিকাকরন সম্পুর্ন করলো ?

A. চেন্নাই
B. কলকাতা
C. বোম্বে
D. ভুবনেশ্বর

Ans: D. ভুবনেশ্বর

Exp- ভুবনেশ্বর পৌর নিগম (বিএমসি) কোভিড-19 এর বিরুদ্ধে ব্যাপক টিকা অভিযান এর মাধ্যমে 100 শতাংশ টিকাকরণে সক্ষম হয়েছে।

Daily Current Affairs Bangla 5th August 2021

  1. নতুন ব্যাঙ প্রজাতি মিনার্ভারিয়া পেন্টালি কোন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে সম্প্রতি ?

A. সুন্দরবন
B. পশ্চিমঘাট
C. দার্জিলিং
D. জিম করবেট

Ans: B. পশ্চিমঘাট

Exp- এই পর্বতমালা দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমসীমা বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রসারিত হয়ে আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিম উপকূলভাগকে উক্ত মালভূমি থেকে পৃথক করেছে।

  1. কোন রাজ্য “কৃষিকর্ণ প্রজেক্ট” লঞ্চ করলো ?

A. পশ্চিমবঙ্গ
B. কেরালা
C. মিজোরাম
D. সিকিম

Ans: B. কেরালা

Exp- হাইটেক চাষ কে উৎসাহিত করার জন্য একটি প্রকল্প তিরুবন্তপুরোমের পাক্কিকল পঞ্চায়েতে চালু হয়েছে।

  1. ভারত ও কোন দেশের মধ্যে হলদিবাড়ি-চিলাহাটি রেল পরিষেবা চালু হল ?

A. বাংলাদেশ
B. ভুটান
C. নেপাল
D. পাকিস্তান

Ans: A. বাংলাদেশ

Exp- পশ্চিমবঙ্গের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটির মধ্যে 12 কিমি রেলপথ উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 3rd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button