Current Affairs

Daily Current Affairs Bangla 21st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 21st September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

1.” বিশ্ব শান্তি দিবস ” পালন করা হয় কত তারিখ ?

A. 12 জুন
B. 18 জুলাই
C. 5 অগাস্ট
D. 21 সেপ্টেম্বর

Ans: D. 21 সেপ্টেম্বর

Exp- হিংসামুক্ত ,যুদ্ধহীন পৃথিবী গড়ার লক্ষ্যেই 21 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব শান্তি দিবস। পরবর্তীকালে, 2001 সালের 7 সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে 2002 সাল থেকে প্রতি বছর 21 সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Current Affairs Bangla 21st September 2021

  1. প্রকাশ শ্রীবাস্তব কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন ?

A. কলকাতা হাইকোর্ট
B. গুয়াহাটি হাইকোর্ট
C. এলাহাবাদ হাইকোর্ট
D. মাদ্রাজ হাইকোর্ট

Ans: A. কলকাতা হাইকোর্ট

Exp- কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত সালের জুলাই 1862

  1. কোল ইন্ডিয়া আর্ম সিসিএল (সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড) এ খোলা ঢালাই খনিতে কাজ করা প্রথম মহিলা খনন প্রকৌশলী কে হয়েছেন ?

A. শিবানী মীনা
B. ত্রিশা শ্রীবাস্তব
C. শ্ৰুতি গুপ্ত
D. শর্মিষ্ঠা চক্রবর্তী

Ans: A. শিবানী মীনা

Exp- শিবানী মীনা, আইআইটি যোধপুরের প্রাক্তন ছাত্রী।

Current Affairs Bangla 21st September 2021

  1. কোন IIT সম্প্রতি বৃষ্টির ফোঁটা, সমুদ্রের তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি যন্ত্র তৈরি করেছে ?

A. IIT Kanpur
B. IIT Ropar
C. IIT Delhi
D. IIT Kharagpur

Ans: C. IIT Delhi

Exp- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি হল একটি সরকারী প্রকৌশল প্রতিষ্ঠান, যা ভারতের রাজধানী দিল্লির হৌজ খাস এলাকাতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে।

  1. আমেরিকান কোডিং প্ল্যাটফর্ম ‘TYNKER’-কে কিনে নিলো কোন ভারতীয় কোম্পানি ?

A. Pariskha
B. Byju’s
C. Unacademy
D. Akash International

Ans: B. Byju’s

Exp- 200 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনলো। Byju’s-এর হেড কোয়ার্টার-বেঙ্গালুরু।

  1. 2021 সালের সেপ্টেম্বরে ভারত এবং কোন দেশের মধ্যে তৃতীয় পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠিত হয়েছিল ?

A. হন্ডুরাস
B. নিকারাগুয়া
C. এল সালভাদর
D. গুয়াতেমালা

Ans: C. এল সালভাদর

Exp- 2021 সালের 17 সেপ্টেম্বর সান সালভাদরে ভারত ও এল সালভাদরের মধ্যে তৃতীয় পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠিত হয়। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন রিভা গাঙ্গুলি দাস, সচিব (পূর্ব)।

Current Affairs Bangla 21st September 2021

  1. সম্প্রতি ‘PRAGATI’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা ?

A. LIC
B. TITAN
C. Wipro
D. TCS

Ans: A. LIC

Exp- LIC পুরো কথা- Life Insurance Corporation of India. হেড কোয়ার্টার- মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল- 1956 সালের 1 লা সেপ্টেম্বর।

  1. কোন রাজ্য একটি ‘মিউজিক বাস’ চালু করেছে যা শিক্ষার্থীদের অডিও প্রযোজনা, চলচ্চিত্র নির্মাণ এবং গ্রাফিক ডিজাইনিং-এর প্রশিক্ষণ দেবে ?

A. পাঞ্জাব
B. দিল্লি
C. মহারাষ্ট্র
D. পুদুচেরি

Ans: B. দিল্লি

Exp- দিল্লি সরকার একটি ‘মিউজিক বাস’ চালু করেছে যা শিক্ষার্থীদের অডিও প্রযোজনা, চলচ্চিত্র নির্মাণ এবং গ্রাফিক ডিজাইনিং এর প্রশিক্ষণ প্রদান করবে। এটি ভারতের প্রথম মোবাইল মিউজিক ক্লাসরুম এবং রেকর্ডিং স্টুডিও’। এটির লক্ষ্য হল দিল্লির সরকারি স্কুলের ছেলেমেয়েদের সঙ্গীতের প্রতি তাদের আবেগকে অনুসরণ করতে সহায়তা করা।

Current Affairs Bangla 21st September 2021

  1. কে সম্প্রতি ‘রেল কৌশল বিকাশ যোজনা’ লঞ্চ করলেন ?

A. প্ৰহ্লাদ যোশী
B. মনসুখ মন্ডভিয়া
C. পীযূষ গোয়েল
D. অশ্বিনী বৈষ্ণব

Ans: D. অশ্বিনী বৈষ্ণব

Exp- বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জন্মগ্রহণ করেন 1970 সালের 18 জুলাই ।

  1. Sustainable Development Goals-এর অ্যাডভোকেট হিসাবে কাকে নিযুক্ত করলো জাতি সংঘ ?

A. কৈলাশ সত্যার্থী
B. ইন্দু মালহোত্রা
C. মালালা ইউসুফজাই
D. অমর্ত্য সেন

Ans: A. কৈলাশ সত্যার্থী

Exp- তিনি 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির PDF পেতে এখানে ক্লিক করুন –

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Daily Current Affairs Bangla 20th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 19th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button