Current Affairs

Daily Current Affairs Bangla 21th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Current Affairs Bangla 21th August 2021 এর গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন আলোচনা করা হল।

  1. সম্প্রতি ভারতে কতগুলি নতুন বন্দে ভারত ট্রেন চালু করা হবে ?

A. 70
B. 55
C. 75
D. 85

Ans: C. 75

Exp- নরেন্দ্র মোদি 15 ই আগস্ট এই ঘোষণাটি করলেন।

  1. সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?

A. দিল্লি
B. রাজস্থান
C. উত্তরপ্রদেশ
D. বিহার

Ans: B. রাজস্থান

Exp- 50000 টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে। যে সমস্ত ভেন্ডরদের বয়স 18-40 এর মধ্যে এবং যারা করোনাতে কাজ হারিয়েছেন তাদের এই লোন প্রদান করা হবে। ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় এই লোন প্রদান করা হবে।

  1. Godrej Industries-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?

A নাদির গোদরেজ
B. রাহুল গোদরেজ
C. কুশল গোদরেজ
D. মনোজ গোদরেজ

Ans: A. নাদির গোদরেজ

Exp- Godrej Industries হেড কোয়ার্টার হল মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল- 1963

  1. ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কোন রাজ্যে ?

A. তামিলনাড়ু
B. কর্ণাটক
C. মহারাষ্ট্র
D. কেরালা

Ans: D. কেরালা

Exp- কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের Cyber Dome এর উদ্বোধন করলেন।

  1. তালিবান এবং তালিবানদেরকে সাপোর্ট করা পোষ্ট ব্যান করলো কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ?

A. টুইটার
B. ফেসবুক
C. স্ন্যাপচ্যাট
D. ইনস্টাগ্রাম

Ans: B. ফেসবুক

Exp- ফেসবুকের হেডকোয়ার্টার মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া এবং প্রতিষ্ঠা সাল- 2004 সালের 4ঠা ফেব্রুয়ারি।

  1. সম্প্রতি কত গুলি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো ?

A. 5 টি
B. 3 টি
C. 4 টি
D. 8 টি

Ans: C. 4 টি

Exp- এর মধ্যে দুটি গুজরাটের। সেগুলি হলো ঘল এবং ওয়াধওয়ানা আর বাকি দুটি হরিয়ানার সুলতানপুর এবং ভিন্দাবাস। ভারতে এই নিয়ে মোট রামসার সাইট হলো 46 টি। এর ফলে গুজরাটে মোট তিনটি রামসার সাইট হলো এবং এই দুটি হরিয়ানার প্রথম রামসার সাইট।

  1. রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন মজদুর ন্যায় যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. ছত্তিশগড়
D. গুজরাট

Ans: C. ছত্তিশগড়

Exp- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী- ভূপেশ বাঘেল।

  1. ভোজ্য তেল আমদানির উপর ভারী নির্ভরতা কমাতে, মন্ত্রিসভা কোন তেলের জন্য একটি নতুন মিশন অনুমোদন করেছে ?

A. এপ্রিকট অয়েল
B. পাম অয়েল
C. নারকেল তেল
D. কর্ন অয়েল

Ans: B. পাম অয়েল

Exp- ভোজ্য তেল আমদানির উপর ভারী নির্ভরতা কমাতে মন্ত্রিসভা পাম তেলের জন্য একটি নতুন মিশন অনুমোদন করেছে। এটি “ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস- অয়েল পাম (এনএমইও-ওপি)” নামে পরিচিত হবে।

  1. বিশ্বে সবথেকে দূষিত শহরের তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারতের কোন শহর ?

A. ফৈজাবাদ
B. মুম্বাই
C. কলকাতা
D. গাজিয়াবাদ

Ans: D. গাজিয়াবাদ

Exp- এই তালিকার প্রথমস্থানে আছে চীনের হোটান শহর এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের মানিকগঞ্জ।

  1. নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ এবং একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ?

A. দিল্লী বিশ্ববিদ্যালয়
B. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
C. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
D. গুরু গোবিন্দ সিং ইন্দ্ৰপ্ৰস্থ বিশ্ববিদ্যালয়

Ans: C. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

Exp- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ এবং একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এটি PhD, MD, MS, DM, MCh এবং MBBS degree প্রোগ্রামগুলি ঐতিহ্যগত ঔষধ এবং জ্ঞান ব্যবস্থার সাথে সমন্বিত আধুনিক ঔষধের উপর জোর দিয়ে প্রস্তাব করবে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 20th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 19th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button