Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নীচে আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 27th August 2021 এর দশটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. 2021 এর জন্য বাংলার মালদা থেকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন ?

A. হরিস্বামী দাস
B. পুলকিত পাল
C. অসীম মুখোপাধ্যায়
D. অনুপম হাজরা

Ans: A. হরিস্বামী দাস

Exp- মালদার শোভনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিস্বামী দাসকে সালের জন্য বাংলার মালদা থেকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 2020 সালে কোভিড-এর সময়ে তৈরি করা তার ডিজিটাল শিক্ষাগত মডেলের জন্য তাকে পুরস্কৃত করা হবে যাতে নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় ডিজিটাল শিক্ষা পৌঁছে যায়।

  1. কোন রাজ্য সরকার Gorakh Dhanda শব্দটি ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলো ?

A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. কর্ণাটক
D. কেরালা

Ans: B. হরিয়ানা

Exp- অনৈতিক কাজের জন্য এই কথা টি ব্যাবহার করা হতো। Gorakhnath সম্প্রদায়ের সঙ্গে কথা বলে এই সিন্ধান্ত নিলো হরিয়ানা সরকার। এই শব্দটি Gorakhnath সম্প্রদায় কে অপমানিত করতো।

  1. কোন দেশে নাগরিকদের ফিরিয়ে আনতে “অপারেশন দেবী শক্তি” লঞ্চ করলো ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক ?

A. ভুটান
B. পাকিস্তান
C. নেপাল
D. আফগানিস্তান

Ans: D. আফগানিস্তান

Exp- আফগানিস্তানের রাজধানী কাবুল।

  1. Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো কোন রাজ্য ?

A. মনিপুর
B. সিকিম
C. আসাম
D. পশ্চিমবঙ্গ

Ans: C. আসাম

Exp- স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যেমন Fakiruddin Ali Ahmed, Gopinath Boradoli প্রমুখ এখানে বন্দি ছিলেন। তাই এই সিদ্ধান্ত নিয়াছে আসাম সরকার।

  1. কে নিউইয়র্কের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছেন ?

A. ক্রিস্টিন গারল্যান্ড
B. ক্যাথি হোচুল
C. অ্যালিসন জে নাথান
D. লরি রিম্যান

Ans: B. ক্যাথি হোচুল

Exp- ক্যাথি হোচুল নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর হয়েছেন। প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্য সরকারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের সংখ্যাগরিষ্ঠ নারী।

  1. Advanced Chaff Technology তৈরি করলো কোন সংস্থা ?

A. ISRO
B. HAL
C. DRDO
D. BARC

Ans: C. DRDO

Exp- ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।

  1. দিল্লির আদর্শ নগরের সরকারি শিশু বিদ্যালয়ের নাম কোন অলিম্পিক জয়ীর নামে রাখা হলো ?

A. রবি কুমার দহিয়া
B. নিরাজ চোপড়া
C. পিভি সিন্ধু
D. মীরা বাই চানু

Ans: A. রবি কুমার দহিয়া

Exp- তিনি টোকিও অলিম্পিকে রেসলিং ইভেন্টে রুপোর মেডেল জিতেছেন।

  1. কোন দেশের সাথে KAZIND-21 নামে যৌথ ট্রেনিং অনুশীলন শুরু করবে ভারত ?

A. কিরগিস্তান
B. পাকিস্তান
C. কাজাখস্তান
D. ভিয়েতনাম

Ans: C. কাজাখস্তান

Exp- কাজাখস্তানের রাজধানী- নূর সুলতান।

  1. ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো কোন দেশ?

A. অস্ট্রেলিয়া
B. কানাডা
C. দক্ষিণ কোরিয়া
D. জাপান

Ans: A. অস্ট্রেলিয়া

Exp- অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা

  1. কোন রাজ্য Karkhandar প্রকল্প চালু করলো ?

A. জম্মু এবং কাশ্মীর
B. লাদাখ
C. হিমাচল প্রদেশ
D. উত্তরাখন্ড

Ans: A. জম্মু এবং কাশ্মীর

Exp- তাতি এবং কারিগর দের জন্য এই প্রকল্প চালু করা হলো। এতে শিক্ষার্থীদের মাসে 2000 টাকা ফেলোসিপ এবং কাচা মাল কেনার জন্য 25000 টাকার অর্থ সাহায্য করা হবে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 25th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version