Current Affairs

Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে আজকের অর্থাৎ Daily Current Affairs Bangla 28th August 2021এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. CSE Transparency Index-এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যে পলিউশন কন্ট্রোল বোর্ড ?

A. উড়িষ্যা
B. পশ্চিমবঙ্গ
C. কেরালা
D. মধ্যপ্রদেশ

Ans: A. উড়িষ্যা

Exp- উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

  1. Indian Film Festival of Melbourne 2021 এ শ্ৰেষ্ঠ অভিনেত্রি কে হলেন ?

A. প্রিয়াঙ্কা চোপরা
B. বিদ্যা বালান
C. অদিতি অশোক
D. করিনা কাপুর

Ans: B. বিদ্যা বালান

Exp- Sherni সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন তিনি। শ্রেষ্ঠ পরিচালক হলেন অনুরাপ বসু তার লুডো সিনেমার জন্য। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনোজ বাজপেয়ী ফ্যামিলি ম্যান সিজন 2 এর জন্য।

  1. সম্প্রতি World Athletics U20 Championship এ শাইলি সিং কোন পদক জিতলেন ?

A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. None

Ans: B. রৌপ্য

Exp- এর আগে এই প্রতিযোগিতায় অমিত খেত্রী 10000 মিটার দৌড়ে রৌপ্য পদক পেয়েছেন এবং 4×400 মিটার দৌঁড়ে মিক্সড দল ব্রোঞ্জ পদক পেয়েছে।

  1. ভারতের কোথায় NTPC বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট স্থাপন করতে চলেছে ?

A. বিহার
B. রাজস্থান
C. অন্ধ্রপ্রদেশ
D. আসাম

Ans: C. অন্ধ্রপ্রদেশ

Exp- বিশাখাপত্তনামে এটি স্থাপিত হবে। এর ক্ষমতা 25MW. Simhadri Thermal Station এর রিজার্ভারে এটি স্থাপিত হবে।

  1. EIU Safe city index 2021 এ কোন শহর শীর্ষে অবস্থিত ?

A. স্টকহোম
B. মুম্বাই
C. ওসলো
D. কোপেনহেগেন

Ans: D. কোপেনহেগেন

Exp- দ্বিতীয় স্থানে রয়েছে – Toronto এবং তৃতীয় স্থানে রয়েছে – Singapore.

  1. প্রথম ভারতীয় হিসাবে NBA Championship Roster-এ অন্তর্ভুক্ত হলেন কে ?

A. মৃগাঙ্ক পাতিল
B. সঞ্জয় সিং
C. প্রিন্সিপাল সিং
D. জীভ মিলখা সিং

Ans: C. প্রিন্সিপাল সিং

Exp- প্রিন্সিপাল সিং প্রফেসনাল বাস্কেট বল খেলোয়াড়।

  1. হুরুন গ্লোবাল লিস্টে সবথেকে ভ্যালুয়েবল 500 টি কোম্পানির তালিকায় প্রথম স্থানে কে আছে ?

A. Microsoft
B. Apple
C. Alphabet
D. IBM

Ans: B. Apple

Exp- এই লিস্টে দ্বিতীয় তে আছে মাইক্রোসফট এবং তৃতীয় তে অ্যামাজন।

  1. “2021 গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক সূচিতে” ভারতের রেঙ্ক কত ?

A. 2
B. 3
C. 8
D. 14

Ans: A. 2

Exp- আমেরিকাকে পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম-চীন দ্বিতীয়-ভারত তৃতীয় আমেরিকা।

  1. টোকিও প্যারা অলিম্পিক 2020 এর অফিসিয়াল পার্টনার কে হলো ?

A. Unacademy
B. Baiju
C. Thums up
D. Cheeg

Ans: C. Thums up

Exp- জাপানের টোকিও শহরে 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্যারা অলিম্পিক।

  1. কোথায় বিশ্বের উচ্চতম ও বৃহত্তম Observation Wheel নির্মিত হল ?

A. দুবাই
B. টোকিও
C. নিউইয়র্ক
D. সিঙ্গাপুর

Ans: A. দুবাই

Exp- নাম রাখা হয়েছে- Ain Dubai

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 25th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button