Current Affairs

Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Daily Current Affairs Bangla 24th August 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. নিম্নের কোন সংস্থা SAGO নামে একটি Advisory Group গঠন করলো ?

A. WHO
B. NATO
C. UNICEF
D. WTO

Ans: A. WHO

Exp- WHO- World Health Organisation
WHO প্রতিষ্ঠা সাল -7 April 1948

  1. ভারত কোন বছর আরও 100 টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (EO) যুক্ত করবে ?

A. 2022
B. 2023
C. 2025
D. 2026

Ans: D. 2026

Exp- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ 21 আগস্ট 2021 সালে বলেছিলেন যে ভারত 2026 সালের মধ্যে আরও 100 টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (EO) যুক্ত করবে। ভারতে 2021 সালের মধ্যে আরও 35 টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র হতে চলেছে।

  1. শান্তিলাল জৈন কোন ব্যাংকের MD ও CEO পদে নিযুক্ত হলেন ?

A. SBI
B. Indian Bank
C. PNB
D. United Bank

Ans: B. Indian Bank

Exp- Indian Bank এর হেডকোয়ার্টার হলো Chennai

  1. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন ?

A. আবদুল রাজাক
B. মাহাথির মোহাম্মদ
C. ইসমাইল সাবরি ইয়াকুব D. মোহাম্মাদ নাজিব

Ans: C. ইসমাইল সাবরি ইয়াকুব

Exp- 20 আগস্ট 2021 এ ইসমাইল সাবরি ইয়াকুব মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সাবরি দেশের দীর্ঘতম শাসক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) থেকে একজন প্রবীণ রাজনীতিবিদ।

  1. সম্প্রতি কোথায় ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্ট চালু করলো NTPC ?

A. জয়পুর
B. বিশাখাপত্তনম
C. গুয়াহাটি
D. চেন্নাই

Ans: B. বিশাখাপত্তনম

Exp- এটি 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এবং NTPC-এর পুরো কথা- National Thermal Power.

  1. টোকিও প্যারালিম্পিক কবে থেকে শুরু হচ্ছে ?

A. 23 শে আগস্ট
B. 24 শে আগস্ট
C. 26 শে আগস্ট
D. 29 শে আগস্ট

Ans: B. 24 শে আগস্ট

উত্তর: 24 শে আগস্ট শুরু হবে প্যারালিম্পিক এবং এটি চলবে 5 ই সেপ্টেম্বর পর্যন্ত।

  1. কোন দিনটি প্রত্যেক বছর “World Senior Citizen Day” হিসাবে পালিত হয় ?

A. 19 আগস্ট
B. 20 আগস্ট
C. 21 আগস্ট
D. 23 আগস্ট

Ans: C. 21 আগস্ট

Exp- বিশ্ব সিনিয়র সিটিজেন দিবসে, প্রতিবছর 21 আগস্ট মানসিক স্বাস্থ্য সহ বয়স্ক প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করে এমন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয়।

  1. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সিঙ্গাপুর আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবে ?

A. টিম ডেভিড
B. জনক প্রকাশ
C. অভি দীক্ষিত
D. নবীন পরম

Ans: A. টিম ডেভিড

Exp- টিম ডেভিড আইপিএলে খেলার জন্য প্রথম সিঙ্গাপুর আন্তর্জাতিক ক্রিকেটার হতে চলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2021 এর 14 তম আসরের দ্বিতীয় পর্বের জন্য ফ্রিল্যান্স টি-টোয়েন্টি সেন্সেশন ডেভিডকে দলে নিয়েছে।

  1. ভারত কোন দেশের সাথে বেশি মাত্রায় AK-103 এসল্ট রাইফেল ক্রয় করার জন্য চুক্তি করলো ?

A. জার্মানি
B. ফ্রান্স
C. আমেরিকা
D. রাশিয়া

Ans: D. রাশিয়া

Exp- রাশিয়ার Capital – Moscow.

  1. পুনে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম পরিবর্তন ব্রুকরে কার নামে রাখা হবে ?

A. সচিন তেন্ডুলকর
B. নিরোজ চোপড়া
C. রবি কুমার দহীয়া
D. সৌরভ গাঙ্গুলী

Ans: B. নিরোজ চোপড়া

Exp- নিরোজ চোপড়া ওয়ার্ল্ড অথলেটিক্স রেঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 23th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 21th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button