Current Affairs

Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 29th August 2021 এর ১০ টি প্রশ্ন MCQ সহ আলোচনা করা হলো।

  1. ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে National Education Policy 2020 এর বাস্তবায়ন করছে কে ?

A. দিল্লি
B. কেরালা
C. মধ্যপ্রদেশ
D. কৰ্ণাটক

Ans: C. মধ্যপ্রদেশ

Exp- প্রথম বাস্তবায়ন করছে কর্ণাটক।

  1. রিজার্ভ ব্যাঙ্কের Executive Director হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. অজয় কুমার
B. অজয় মথুর
C. সুশীল চন্দ্ৰ
D. শক্তি কান্ত দাস

Ans: A. অজয় কুমার

Exp- রিজার্ভ ব্যাঙ্কের হেড কোয়ার্টার মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল 1935 সালের 1 লা এপ্রিল।

  1. কোন মন্ত্ৰক “সুজলম” নামক একটি 100 দিনের অভিযান শুরু করলো ?

A. স্বাস্থ্য মন্ত্ৰক
B. জলশক্তি মন্ত্রক
C. সড়ক ও পরিবহন মন্ত্রক
D. রেল মন্ত্রক

Ans: B. জলশক্তি মন্ত্রক

Ans: গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান করার জন্য এই অভিযান ।

  1. বিশ্বের উচ্চতম থিয়েটার কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে ?

A. জম্মু কাশ্মীর
B. দিল্লী
C. লাদাখ
D. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

Ans: C. লাদাখ

Exp- Picturetime Digiplex এর তরফ থেকে এটি বানানো হচ্ছে। Sekul নামক শর্ট সিনেমা দিয়ে এর উদ্বোধন করা হলো।

  1. সম্প্রতি কে “স্টপ TB পার্টনারশিপ বোর্ডের” চেয়ারম্যান নিযুক্ত হলেন ?

A. রমেশ শুক্লা
B. ধর্মেন্দ্র প্রধান
C. গজেন্দ্র সেখাইয়াত
D. মনসুখ মান্ডবিয়া

Ans: D. মনসুখ মান্ডবিয়া

Exp- মনসুখ মান্ডবিয়া বর্তমানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

  1. কোন রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন ” 10 minutes every Sunday at 10 am ” ক্যাম্পেন চালু করলো ?

A. কোলকাতা
B. দিল্লী
C. মুম্বাই
D. হায়দ্রাবাদ

Ans: D. হায়দ্রাবাদ

Exp- গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এটি চালু করলো। 10 সপ্তাহ ধরে এটি চলবে। মশার বংশ ধংস করার জন্য এই ক্যাম্পেন।

  1. কোন দেশ “Medigen” নামক একটি নতুন কোভিড-19 ভ্যাকসিন চালু করলো ?

A. তাইওয়ান
B. সৌদি আরব
C. কুকি
D. পাকিস্থান

Ans: A. তাইওয়ান

Exp- তাইওয়ানের রাজধানী- তাইপেই সিটি।

  1. কোন কোম্পানির সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog ?

A. Cisco
B. Coursera
C. Google
D. Microsoft

Ans: A. Cisco

Exp- হেড কোয়ার্টার সান জোস, ক্যালিফোর্নিয়া এবং প্রতিষ্ঠা সাল- 1984 সালের 10 ই ডিসেম্বর।

  1. National Monetization Pipeline লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

A. নরেন্দ্র মোদী
B. আমিত শাহ
C. নির্মলা সিতারমন
D. রাজনাথ সিং

Ans: C. নির্মলা সিতারমন

Exp- এতে সরকারি বিভিন্ন পরিকাঠামো বেসরকারি কোম্পানি ব্যাবহার করতে পারবে।

  1. Greater Male Connectivity Project-এর কোন দেশের সঙ্গে চুক্তি করলো মালদ্বীপ ?

A. ভিয়েতনাম
B. শ্রীলংকা
C. ভারত
D. ইজরায়েল

Ans: C. ভারত

Exp- মালদ্বীপের রাজধানী ম্যাল।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button