Current Affairs

Daily Current Affairs Bangla 30th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 30th September 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।

  1. International Atomic Energy Agency-এর এক্সটার্নাল অডিটর হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ?

A. গিরীশ চন্দ্র মুর্মু
B. অজয় কুমার রায়
C. পিযুষ গোয়েল
D. বংশী চরণ সেন

Ans: A. গিরীশ চন্দ্র মুর্মু

Exp- তিনি বর্তমানে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 2022-27 সালের জন্য তিনি এই পদে নিযুক্ত হলেন।

Current Affairs Bangla 30th September 2021

  1. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) 17 তম গঠন দিবসের উদ্বোধন করেন কে ?

A. নরেন্দ্র মোদী
B. রাজনাথ সিং
C. অমিত শাহ
D. অশ্বিনী বৈষ্ণব

Ans: C. অমিত শাহ

Exp- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2021 সালের 28 সেপ্টেম্বর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) 17 তম গঠন দিবসের উদ্বোধন করেন। 2021 এর থিম হিমালয় অঞ্চলে দুর্যোগের ঘটনাগুলির ক্যাসকেডিং প্রভাব।

  1. National Cadet Corps (NCC)-এর 34 তম ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন ?

A. মনোরঞ্জন কৌর
B. গুরবিরপাল সিং
C. শুভ্রাংশু চক্রবর্তী
D. তরুণ কুমার আইচ

Ans: B. গুরবিরপাল সিং

Exp- NCC-এর হেড কোয়ার্টার- নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল 1948 সালের 16 ই এপ্রিল।

  1. সম্প্রতি কোন ভারতীয় সবচেয়ে দ্রুত “সোলো সাইকেলিং” করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেন ?

A. মোহিত রেওয়ানী
B. জেনারেল সঞ্জয় চৌহান
C. অনিল কুম্বলে
D. শ্রীপদ শ্রীরাম

Ans: D. শ্রীপদ শ্রীরাম

Exp- তিনি একজন ভারতীয় সেনার আধিকারিক। তিনি মাত্র 34 ঘন্টায় 472 কিমি পথ অতিক্রম করেন।

Current Affairs Bangla 30th September 2021

  1. সম্প্রতি সানিয়া মির্জা কার সাথে অস্ট্রাভা ওপেনে ডাবলস শিরোপা জিতেছিলেন ?

A. ওয়াং কিয়াং
B. কারোলিনা প্লিসকোভি
C. শুয়াই ঝাং
D. দারিয়া গাভ্রিলোভা

Ans: C. শুয়াই ঝাং

Exp- সানিয়া মির্জা তার চীনা সঙ্গী শুয়াই ঝাংয়ের সাথে অস্ট্রাভা ওপেনে ডাবলসের শিরোপা জিতেছেন। তারা ক্যাটলিন ক্রিশ্চিয়ান এবং এরিন রাউটলিফের জুটিকে 6-3, 6-2 ব্যবধানে পরাজিত করে।

  1. সম্পুর্ন সৌরশক্তি চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি ?

A. চেন্নাই সেন্ট্রাল
B. শিবাজী টার্মিনাল
C. জয়পুর রেলওয়ে স্টেশন
D. হাওড়া স্টেশন

Ans: A. চেন্নাই সেন্ট্রাল

Exp- তামিলনাড়ুর চেন্নাইয়ের রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে 1.5 মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

Current Affairs Bangla 30th September 2021

  1. 2021 সালের সেপ্টেম্বরে, নাসা কোন ভূ-উপগ্রহ পৃথিবীর ভূ-প্রকৃতি পর্যবেক্ষণ করতে উৎক্ষেপণ করেছিল ?

A. Falcon 9
B. Sentinel 6
C. Landsat 9
D. GOES-16

Ans: C. Landsat 9

Exp- 27 সেপ্টেম্বর 2021-এ নাসা সফলভাবে ল্যান্ডস্যাট 9 উৎক্ষেপণ করেছে, এটি একটি শক্তিশালী উপগ্রহ যা পৃথিবীর স্থলভাগ পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে।

  1. কোথায় ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 আয়োজিত হল ?

A. আমেরিকা
B. পেরু
C. ফ্রান্স
D. জার্মানি

Ans: B. পেরু

Exp- VISSF-International Shooting Sports federation. প্রতিষ্ঠা সাল – 1907. হেডকোয়ার্টার – Munich (Germany)

  1. সম্প্রতি কে শিক্ষা উন্নয়নের জন্য 2021 ইয়াদান পুরস্কার পেয়েছে ?

A. রুক্মিণী ব্যানার্জি
B. মাধব চভান
C. এম আর কুমার
D. ফরিদা লাম্বে

Ans: A. রুক্মিণী ব্যানার্জি

Exp- ভারতের প্রথম শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রুক্মিণী ব্যানার্জি শিক্ষা উন্নয়নের জন্য 2021 ইয়াদান পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি শিক্ষার ক্ষেত্রে একটি শীর্ষ বৈশ্বিক স্বীকৃতি এবং স্কুলে শেখার ফলাফল উন্নয়নে তার কাজের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।

Current Affairs Bangla 30th September 2021

  1. কে 2021-2022 সালের জন্য ‘অডিট ব্যুরো অব সার্কুলেশনের’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ?

A. সুশীল শীল
B. রামশরণ গোস্বামী
C. অশোক সারিন
D. দেবব্রত মুখোপাধ্যায়

Ans: D. দেবব্রত মুখোপাধ্যায়

Exp- দেবব্রত মুখোপাধ্যায় 2021-2022 সালের জন্য অডিট ব্যুরো অব সার্কুলেশনের (ABC) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Current Affairs Bangla 30th September 2021

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :

Current Affairs Bangla 29th September 2021

Current Affairs Bangla 28th September 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button