Current Affairs

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. E-RUPI পেমেন্ট সিস্টেম লঞ্চ করলেন কে ?

A. নরেন্দ্র মোদী
B. নির্মলা সিথারামন
C. পিযুষ গোয়েল
D. মমতা ব্যানার্জি

Ans: A. নরেন্দ্র মোদী

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
erupi

Exp- নরেন্দ্র দামোদরদাস মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী। এই রাজনীতিবিদ 2014 সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বহুমতের দ্বারা জয়লাভ লাভ করেন এবং 26শে মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি গুজরাটের চতুর্দশ মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন।

Daily Current Affairs Bangla 4th August 2021

  1. গ্লোবাল এডুকেশন সামিট কোথায় অনুষ্ঠিত হলো ?

A. ইসলামাবাদে
B. নিউ ইয়র্ক
C. নিউ দিল্লী
D. লন্ডন

Ans: D. লন্ডন

Exp- কেনিয়া এবং ব্রিটিশ যুক্ত রাজ্য যুগ্ম ভাবে এটি আয়োজন করলো। 90টি দেশের শিক্ষা ক্ষেত্রে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে বেশীরভাগ যুবক যুবতি শিক্ষা ক্ষেত্র থেকে দূরে রয়েছে।

Daily Current Affairs Bangla 4th August 2021

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য মাসিক 2000 টাকা সহায়তা ঘোষণা করেছে ?

A. রাজস্থান
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. হরিয়ানা

Ans: B. গুজরাট

Exp- গুজরাটের রাজধানী : গান্ধীনগর এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন বিজয় রুপানি।

  1. সম্প্রতি কোথায় “অর্কিড সংরক্ষণ কেন্দ্র” খোলা হয়েছে ?

A. অরুনাচলপ্রদেশ
B. হিমাচলপ্রদেশ
C. উত্তরাখন্ড
D. বিশাখাপত্তানাম

Ans: C. উত্তরাখন্ড

Exp- উত্তর ভারতের প্রথম অর্কিড পার্ক তৈরি হল উত্তরাখন্ডে ।

Daily Current Affairs Bangla 4th August 2021

  1. 2022 সালে ‘In An Ideal World’ শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কে ?

A. চেতন ভগত
B. সুবর্ণ সেন
C. মণিশঙ্কর দাস
D. কুণাল বসু

Ans: D. কুণাল বসু

Exp- বইটি বর্তমান সময়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে কলেজ, রাজনীতি, পরিবার, অপরাধ” একটি “শক্তিশালী, কৌতুকপূর্ণ এবং দ্রুতগতির সাহিত্য উপন্যাস” বলে অভিহিত করা হয়েছে।

Daily Current Affairs Bangla 4th August 2021

  1. সম্প্রতি ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হতে চলেছেন ?

A. সন্তোষ জর্জ কুলাঙ্গারা
B. রাজু শ্রীবস্তাব
C. দিনেশ ওব্রয়
D. রাজশাহী ত্রিবেদী

Ans: A. সন্তোষ জর্জ কুলাঙ্গারা

Exp- সন্তোষ জর্জ কুলাঙ্গারা একজন ভারতীয় ভ্রমণকারী, প্রকাশক, উদ্যোক্তা।

  1. কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হল ?

A. রাশিয়া
B. চীন
C. ভারত
D. রাশিয়া

Ans: C. ভারত

Exp- 2021 সালের আগস্ট মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য ফ্রান্সের কাছ থেকে ভারত দায়িত্ব গ্রহণ করে।

Daily Current Affairs Bangla 4th August 2021

  1. প্রত্যেক বছর “বিশ্ব স্তনপান সপ্তাহ” (World Breast feeding Week) হিসাবে পালিত হয় –

A.1-7 জুলাই
B. 1-7 আগস্ট
C. 1-7 সেপ্টেম্বর
D. 1-7 ডিসেম্বর

Ans: B. 1-7 আগস্ট

Exp- মা এবং শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর আগস্টের প্রথম সপ্তাহে 1 থেকে 7 আগস্টের মধ্যে বিশ্ব স্তন্যপান সপ্তাহ (WBW) পালন করা হয়। WABA, WHO এবং UNICEF কর্তৃক 1991 সাল থেকে বার্ষিক সপ্তাহের আয়োজন করা হয়।

  1. ভারতীয় নৌসেনার ভাইস চিফ হিসাবে কে নিযুক্ত হলেন ?

A. জি অশোক কুমার
B. অতীশ কুমার সিং
C. আর কে পাতিল
D. এস এন ঘর্মাদে

Ans: D. এস এন ঘর্মাদে

Exp- ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে 155 টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে উল্লেখনীয় যুদ্ধবিমান বাহক আইএনএস বিক্রমাদিত্য ।

  1. কাকে “লোকমান্য তিলক পুরস্কার 2021” দ্বারা সম্মানিত করা হবে ?

A. হারপ্রীত সিং
B. অজিত প্ৰসাদ
C. সাইরাস পুনওয়ালা
D. জি অশোক কুমার

Ans: C. সাইরাস পুনওয়ালা

Exp- পুনে ভিত্তিক ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালাকে 2021 সালের জন্য মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। Covishield টিকা বিকশিত করার জন্য 13 আগস্ট পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 3rd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button