Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. সম্প্রতি কত গুলি Skoch Award জিতলো পশ্চিমবঙ্গ সরকার ?

A. 2টি
B. 4টি
C. 5টি
D. 8টি

Ans: C. 5টি

Exp- যার মধ্যে 1টি প্ল্যাটিনাম, 1টি গোল্ড এবং 3টি সিলভার।

  1. ভারতের প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে অলিম্পিকে হ্যাট্রিক করলেন কোন খেলোয়ার ?

A. Mirabai chanu
B. Vandana Kataria
C. Lovlina Borgohain
D. Raniram Pal

Ans: B. Vandana Kataria

Exp- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব সম্পন্ন করলেন। এর সঙ্গে ভারতীয় মহিলা হকি দল এই প্রথম অলিম্পিকে সেমিফাইনালে উঠলো।

Daily Current Affairs Bangla 6th August 2021

  1. টোকিও অলিম্পিকে ফাইনালে হার ভারতের Ravi Kumar Dahiya. তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ?

A. কুস্তি
B. দৌড়
C. সাতার
D. বক্সিং

Ans: A. কুস্তি

Exp- ইনি পুরুষ ফ্রি স্টাইল কুস্তির 57 কেজি বিভাগে ফাইনালে উঠে রূপোর পদক সুনিশ্চিত করলেন।

Daily Current Affairs Bangla 6th August 2021

  1. কে সবচেয়ে কম বয়সে গডউইন অস্টিন (K2) আরোহণ করে রেকর্ড গড়লেন ?

A. শেহরজে কাশিফ
B. যাইনুল হক
C. শিবাংশ আদবানি
D. শেখ সাইফুল ইসলাম

Ans: A. শেহরজে কাশিফ

Exp- 19 বছর বয়সী একজন পাকিস্তানের লাহোরের পর্বতারোহী শেহরোজ কাশিফ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু চূড়া K2 এর চূড়ায় পৌঁছানোর জন্য বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হয়েছেন।

Daily Current Affairs Bangla 6th August 2021

  1. হাঙ্গেরিয়ান গ্রাপি জিতলো কোন রেসিং কার ড্রাইভার ?

A. Lewis Hamilton
B. Max Verstappen
C. Esteban Ocon
D. Sebastian Vettel

Ans: C. Esteban Ocon

Exp- ইনি একজন ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার। ইনি Alpine কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করেন।

Daily Current Affairs Bangla 6th August 2021

  1. LIC এর ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন ?

A. অরুন্ধতী রায়
B. স্নেহা আচার্য
C. অনুশ্রী ভগত
D. মিনি ইপে

Ans: D. মিনি ইপে

Exp- LIC- Life Insurance Corporation of India, তিনি 1986 সালে একজন কর্মচারী হিসাবে LIC তে যোগদান করেন। State Bank এর পরেই LIC ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিনান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউট ।

  1. কোন ব্যাংক “Dukandar Overdraft Scheme” লঞ্চ করলো ?

A. HDFC
B. SBI
C. Indian Bank
D. IDBI

Ans: A. HDFC

Exp- HDFC ব্যাংকের এই স্কিমের লক্ষ হলো দোকানদার ও ব্যবসায়ীদের নগদ সংকট কমাতে সাহায্য করা।

  1. ভারতে কত গুলি Khelo India Centers প্রতিষ্ঠা করবে কেন্দ্ৰ ?

A. 750টি
B. 1000টি
C. 1170টি
D. 1300টি

Ans: B. 1000টি

Exp- যার মধ্যে 369 টির ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে।

  1. সংযুক্ত আরব আমিরাতে (UAE) বসবাসকারী কোন বিভাগের সমস্ত ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করবে ?

A. শিক্ষক
B. ব্যবসায়ী
C. অভিনয়
D. ডাক্তার

Ans: D. ডাক্তার

Exp- সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন।

  1. প্যারালিম্পিকের জন্য ভারতের থিম সং “Kar De Kamaal Tu” লঞ্চ করলেন কে ?

A. নরেন্দ্র মোদী
B. ধর্মেন্দ্র প্রধান
C. কিরেন রিজিজু
D. অনুরাগ সিং ঠাকুর

Ans: D. অনুরাগ সিং ঠাকুর

Exp- অনুরাগ সিং ঠাকুর তিনি ভারতের বর্তমান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী এই গানটি লিখেছেন এবং গেয়েছেন লখনৌর এক প্রতিবন্ধী ক্রিকেটার সঞ্জীব সিং।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 3rd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version