Daily Current Affairs Bangla 11th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 11th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো?

A. 5 টি
B. 6 টি
C. 7 টি
D. 9 টি

Ans: 7 টি

Exp- যার মধ্যে 1 টি সোনার, 2 টি রুপোর এবং 4 টি ব্রোঞ্জের।

  1. কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করলো ? Daily Current Affairs Bangla 11th August

A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. ওড়িশা

Ans: C. কর্ণাটক

Exp- কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই।

  1. টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক “শ্রীযেশের” নামে কোন রাজ্যে একটি। রাস্তার নামকরণ হয়েছে ?

A. কেরালা
B. পাঞ্জাব
C. কৰ্ণাটক
D. হরিয়ানা

Ans: A. কেরালা

Exp- রাস্তার নাম Olympian শ্রীজেশ রোড, কেরালার একটি রাস্তার নাম রাখা হয়েছে – কেরালার CM-পিনারায় বিয়জন।

  1. সম্প্রতি কোন সংস্থা এই রিপোর্ট দিলো যে কোভ্যাক্সিন এবং কোভিসিল্ড এর মিশ্রণ করোনা ভাইরাসের ক্ষেত্রে বেশী উপযোগী ?

A. WHO
B. ICMR
C. IISC
D. KMB

Ans: B. ICMR

Exp- এদের গবেষণা অনুযায়ী যে সমস্ত ভ্যাকসিন Adenovirus vector platformed based vaccine এবং যে সমস্ত ভ্যাকসিন Inactivated whole virus vaccine এদের মিশ্রণ সবথেকে ভালো কাজ করছে এবং এটি ক্ষতিকর নয়।

Daily Current Affairs Bangla 11th August

  1. 2021 সালের আগস্ট মাসের মধ্যে সারা ভারতে কতগুলি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হলো ?

A. 15000
B. 10000
C. 9000
D. 8000

Ans: D. 8000

Exp- 2025 সালের মার্চ মাসের মধ্যে 10500 কেন্দ্র খোলার পরিকল্পনা আছে। এই দোকানের মালিক দের 5 লক্ষ টাকা Incentive প্রদান করা হয়।

  1. ডিজেল হোম ডেলিভারি দেওয়ার জন্য “ফুয়েল হামসফর” ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা ?

A. BPCL
B. HPCL
C. IOCL
D. IICR

Ans: B. IOCL

IOCL এর পুরো কথা- Indian Oil Corporation. প্রতিষ্ঠা সাল- 1959 সালের 30 শে জুন।

  1. ভারতের কোন রাজ্যে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে IBM ?

A. বিহার
B. আসাম
C. কেরালা
D. দিল্লী

Ans: C. কেরালা

Exp- কোচি শহরে এটি স্থাপন করবে। কেরালার নলেজ ইকনমি মিশনের এটি একটি পার্ট।

  1. 2021 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন স্পেশ্যাল গেস্ট হতে চলেছে –

A. ভারতীয় অলিম্পিক দল
B. ভারতের সমগ্র আদিবাসী গোষ্ঠী
C. ভারতীয় ফুটবল দল
D. মীরাবাঈ চানু এবং নিরজ চোপড়া

Ans: A. ভারতীয় অলিম্পিক দল

Exp- 75 তম স্বাধীনতা দিবস পালিত হবে। মোট 128 জন ভারতীয় প্রতিযোগী অংশগ্রহণ করে অলিম্পিকে।

  1. কোন দেশের INS-2B স্যাটেলাইটটি মহাকাশে লঞ্চ করবে ISRO ?

A. নেপাল
B. শ্রীলংকা
C. মায়ানমার
D. ভুটান

Ans: D. ভুটান

Exp- ভুটানের রাজধানী থিম্পু এবং মুদ্রার নাম- গুলট্রাম।

  1. কোন রাজ্য ‘কাকোরি কাণ্ড’ এর নাম পরিবর্তন করে ‘কাকোরি ট্রেন অ্যাকশন’ করেছে ?

A. ঝাড়খন্ড
B. উত্তর প্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. বিহার

Ans: B. উত্তর প্রদেশ

Exp- উত্তরপ্রদেশ সরকার ‘কাকোরি কাণ্ড’ এর নাম পরিবর্তন করে ‘কাকোরি ট্রেন অ্যাকশন’ করেছে। এটির নামকরণ করা হয়েছে যেহেতু “কান্দ” শব্দটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অধীনে এই ঘটনায় অপমানের অনুভূতি বোঝায়।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version