Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. ভারতের কোন রাজ্য প্রথম ভূমিকম্প এলার্ট অ্যাপ লঞ্চ করলো ?

A. উত্তরাখন্ড
B. রাজস্থান
C. আসাম
D. উত্তরপ্রদেশ

Ans: A. উত্তরাখন্ড

Exp- উত্তরাখন্ডর মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি এবং রাজ্যপাল বেবি রানী মৌর্য।

  1. ভারতের প্রথম যুদ্ধ জাহাজ হিসাবে কোন যুদ্ধ জাহাজকে ওড়িশার গোপালপুর ঐতিহ্যবাহী বন্দরে আমন্ত্রণ করা হয়েছে ?

A. INS বিক্রান্ত
B. INS খঞ্জর
C. INS আকাশ
D. INS সঞ্জীব

Ans: B. INS খঞ্জর

Daily Current Affairs Bangla 7th August 2021

Exp- 75 তম স্বাধীনতা দিবস ও 50 তম 1971 যুদ্ধের পূর্তি উপলক্ষে “আজাদী কা অমৃত মহোৎসব” পালনের উদ্দেশ্যে।

Current Affairs Bangla 7th August

  1. CONCACAF Gold Cup জিতলো কোন দেশ ?

A. ইংল্যান্ড
B. জার্মানি
C. আমেরিকা
D. আর্জেন্টিনা

Ans: C. আমেরিকা

Exp- আমেরিকার রাজধানী ওয়াশিংটন।

Current Affairs Bangla 7th August

  1. Border Road Organisation ভারতের কোথায় বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি করলো ?

A. লাদাখ
B. দার্জিলিং
C. সিকিম
D. জম্মু ও কাশ্মীর

Ans: A. লাদাখ

Exp- পূর্ব লাদাখের উমলিংলা পাসে বিশ্বের সর্বোচ্চ রাস্তা নির্মাণ করেছে এবং কালো টপ করেছে। বিশ্বের সর্বোচ্চ মোটরযোগী রাস্তাটি 19,300 ফুট উচ্চতায় অবস্থিত।

  1. ভারত আন্তর্জাতিক ভ্রমণের জন্য যুক্তরাজ্যের ট্রাফিক লাইট সিস্টেমের কোন তালিকায় চলে গেল ?

A. লাল
B. অ্যাম্বার
C. হলুদ
D. সবুজ

Ans: B. অ্যাম্বার

Exp- যুক্তরাজ্য ভারত থেকে লাল থেকে অ্যাম্বার তালিকায় স্থানান্তর করেছে, ভারত থেকে সম্পূর্ণভাবে টিকা দেওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন তুলে নিয়েছে। অ্যাম্বার তালিকাভুক্ত দেশ থেকে যারা ফিরছেন তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয় না, বরং তাদের ঘরে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়।

  1. সম্প্রতি কোন ব্যাংক YONO- র জন্য SIM binding feature চালু করেছে ?

A. PNB
B. HDFC
C. ICICI
D. SBI

Ans: D. SBI

Exp- SBI একটি রাষ্ট্রায়ত্ত নিগম, যার প্রধান কার্যালয় হল মুম্বই, মহারাষ্ট্র। এটি ভারতের তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক।

  1. পৃথিবীর প্রথম কমার্শিয়াল রি প্রোগ্রামেবল স্যাটেলাইট “Eutetsat Quantum লঞ্চ করল কোন স্পেস এজেন্সি ?

A. ISRO
B. NASA
C. ESA
D. None

Ans: C. ESA

Exp- ESA: European Space Agency এবং হেডকোয়ার্টার হলো Paris, France.

  1. সম্প্রতি প্রকাশিত Balakot Air Strike : How India Avenged Pulwama বইটি কে লিখেছেন ?

A. মনন ভট্ট
B. আর সি দত্ত
C. গুরুদাস রঞ্জন
D. কর্মবির সিং

Ans: A. মনন ভট্ট

Current Affairs Bangla 7th August

Exp- প্রকাশকের মতে, “অ্যাড্রেনালিন পুশিং অ্যাকশন” সহ “একটি রেসি থ্রিলার” বইটি পাঠকদের দেশপ্রেমকে উজ্জ্বল করবে, যখন তাদের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও গর্বের অনুভূতি পূরণ করবে।

  1. কোন দেশ 3-17 বছর বয়সি শিশুদের জন্য Covid-19 টিকাকরন শুরু করেছে?

A. সংযুক্ত আরব আমিরাত
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. রাশিয়া
D. নেপাল

Ans: A. সংযুক্ত আরব আমিরাত

Exp- সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি।

Current Affairs Bangla 7th August

  1. সম্প্রতি কোন হাইকোর্ট তামিলনাড়ুর অনলাইন গেম নিষিদ্ধ করার আইন বাতিল করেছে ?

A. এলাহাবাদ হাইকোর্ট
B. মাদ্রাজ হাইকোর্ট
C. বোম্বে হাইকোর্ট
D. দিল্লি হাইকোর্ট

Ans: B. মাদ্রাজ হাইকোর্ট

Exp- মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু রাজ্য সরকার কর্তৃক পাস করা একটি আইন প্রত্যাহার করেছে যা জুজু, রমি এবং অন্যান্য দক্ষতা-ভিত্তিক গেমগুলির মতো অনলাইন গেম নিষিদ্ধ করেছে । আদালত বলেছিল যে অনলাইন গেমগুলিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা অনুপযুক্ত এবং অযৌক্তিক।

Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version