এখানে আজকের অর্থাৎ Daily Current Affairs Bangla 3rd September 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর সহ বাংলায় আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- Prabhu Ram Sharma কোন দেশের নতুন সেনা প্রধান হলেন ?
A. নেপাল
B. ভুটান
C. ভারত
D. শ্রীলঙ্কা
Ans: A. নেপাল
Exp- নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী তাকে নিয়োগ করলেন। ইনি ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ছাত্র।
- প্রথম ভারতীয় হিসেবে International Lifetime Achievement Award in Neurosergery কে পেলেন ?
A. ডঃ বসন্ত কুমার মিস্রা
B. অনিল কুমার যাদব
C. ডঃ অমলেশ ব্যানার্জি
D. ডঃ রাহুল ত্রিপাঠি
Ans: A. ডঃ বসন্ত কুমার মিস্রা
Exp- পুরস্কারটি প্রত্যেক বছর AANS দ্বারা প্রদান করা হয়।
- AANS – American Association of Neurological Surgeons.
- চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ার মধ্যে সেপ্টেম্বর মাসে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে তার নাম কি ?
A. Yudh Abyas
B. Shared Destiny 2021
C. Hand in Hand
D. Passex
Ans: B. Shared Destiny 2021
Exp- এটি চীনে অনুষ্ঠিত হবে। এরা এর আগে এই বছর Common Destiny 2021 সামরিক মহরায় যোগদান করেছিলো।
- সম্প্রতি কোন রাজ্য SUKOON নামে 24×7 হেল্পলাইন নাম্বার চালু করলো ?
A. লাদাখ
B. দমন ও দিউ
C. দিল্লী
D. জম্মু কাশ্মীর
Ans: D. জম্মু কাশ্মীর
Exp- রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর এটি চালু করলো। এতে রাজ্যের কোন নাগরিক মানসিক অবসাদে ভুগলে যে কোন সময়ে ফোন করে আলচনা করতে পারবেন।
- ‘Stay in Play’ ক্যাম্পেইনের জন্য কোন অলিম্পিক জয়ীকে নিযুক্ত করলো Adidas কোম্পানী ?
A. লভলিনা বর্গহাইন
B. মীরা বাই চানু
C. নিরাজ চোপড়া
D. পিভি সিন্ধু
Ans: B. মীরা বাই চানু
Exp- তিনি টোকিও অলিম্পিকে ভারোত্তোলন ইভেন্টে রুপোর মেডেল জিতেছেন।
- দশম রাজ্য হিসেবে ইলেকট্রিক ভেহিকেল পলিসি কে মান্যতা দিলো কারা ?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. উড়িষ্যা
D. বিহার
Ans: C. উড়িষ্যা
Exp- 2025 সালের মধ্যে রাস্তায় চলা গাড়ির 20% ইলেকট্রিক ভেহিকেল করা ।
- প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন ?
A. শুভ্রাংশু চক্রবর্তী
B. ফুংসুক ওয়াংক
C. দর্জে আংচুক
D. মনোহর লাল শেঠ
Ans: C. দর্জে আংচুক
Exp- দর্জে আংচুক লাদাখের জ্যোতির্বিদ।
- ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো ?
A. Ministry of Road Transport and Highways
B. Ministry of education
C. Ministry of Defence
D. Ministry of Social Welfare
Ans: A. Ministry of Road Transport and Highways
Exp- এই নাম্বার প্লেটের গারি গুলি কে অন্য রাজ্যে গিয়ে আর রেজিস্টার করতে হবে না।
- সম্প্রতি খবরে থাকা প্রদীপ নরবাল কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. টেবিল টেনিস
B. কাবাডি
C. দাবা
D. হকি
Ans: B. কাবাডি
Exp- প্রদীপ নরবাল সবচেয়ে মূল্যবান কাবাডি খেলোয়াড়। ‘উত্তরপ্রদেশ যোদ্ধা দল’ এই খেলোয়াড়কে সর্বোচ্চ 1.65 কোটি টাকা অর্থ ব্যয় করে ক্রয় করেছে।
- সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার Barcelona Open দাবা প্রতিযোগিতা জিতলেন ?
A. Karthkeyan Murli
B. Bishwanath Anand
C. SP Sethurman
D. D Gukesh
Ans: C. SP Sethurman
Exp- 9 টির মধ্যে 6 টি জিতে এবং 3 টি ড্র করে তিনি চ্যাম্পিয়ন হলেন।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা