Current Affairs

Daily Current Affairs Bangla 4th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এই পোস্টটিতে Daily Current Affairs Bangla 4th September 2021এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তরসহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা ?

A. LIC
B. HDFC Bank
C. NTPC
D. SBI Bank

Ans: A. LIC

Exp- এর পুরো কথা Atma Nirbhar Agents New Business Digital Application. LIC এর চেয়ারম্যান এমআর কুমার এটি রিলিজ করলেন। এটি একটি পেপারলেস সলিউসন।

  1. বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের এবং বিশেষজ্ঞদের স্টার্টআপের অনুপ্রেরণার জন্য “ইনোভেশন মিশন পাঞ্জাব” চালু করেন কে ?

A. শচীন পাইলট
B. প্রতাপ সিং বাজওয়া
C. অমরিন্দর সিং
D. রণিন্দর সিং

Ans: C. অমরিন্দর সিং

Exp- মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 1 সেপ্টেম্বর 2021 ‘ইনোভেশন মিশন পাঞ্জাব’ (IMPunjab) চালু করেন।

  1. Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে কোন রাজ্য ?

A. পশ্চিমবঙ্গ
B. ত্রিপুরা
C. মধ্যপ্রদেশ
D. আসাম

Ans: D. আসাম

Exp- ন্যাশনাল পার্কটির নাম- রাজীব গান্ধী ওরাং রাষ্ট্রীয় উদ্যান । 1985 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1999 সালে এটিকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়।

  1. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন শহরে GST কাউন্সিলের 45 তম সভায় সভাপতিত্ব করবেন ?

A. লখনউ
B. জয়পুর
C. রাঁচি
D. কলকাতা

Ans: A. লখনউ

Exp- জিএসটি কাউন্সিলের সভা 17 সেপ্টেম্বর 2021 এ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উত্তর প্রদেশের লখনউতে জিএসটি কাউন্সিলের 45 তম সভায় সভাপতিত্ব করবেন।

  1. সম্প্রতি ” ইন্ডিয়ান আইডল 12 ” জয়ী শিল্পী পবনদীপ রাজন কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?

A. কেরালা
B. পাঞ্জাব
C. উত্তরাখণ্ড
D. হিমাচল প্রদেশ

Ans: C. উত্তরাখণ্ড

Exp- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধার্মী এই ঘোষণা করলেন।

  1. কোন IIT সম্প্রতি বিশ্বের প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার ‘উব্রিথ লাইফ’ লঞ্চ করলো ?

A. IIT Kharagpur
B. IIT Delhi
C. IIT Madras
D. IIT Ropar

Ans- D. IIT Ropar

Exp- IIT Ropar প্রতিষ্ঠা সাল 2008.

  1. ‘Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্ৰীয় মন্ত্রী ?

A. অনুরাগ ঠাকুর
B. নরেন্দ্র মোদী
C. সর্বানন্দ সনোয়াল
D. রাজনাথ সিং

Ans: C. সর্বানন্দ সনোয়াল

Exp- সর্বানন্দ সনোয়াল তিনি বর্তমানে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্ৰী।

  1. Save water to get free water’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. নাগাল্যান্ড
B. গোয়া
C. গুজরাট
D. উত্তরপ্রদেশ

Ans: B. গোয়া

Exp- গোয়ার রাজধানী- পানাজি এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

  1. জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় ?

A. 2 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর
B. 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর
C. 3 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর
D. 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর

Ans: B. 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর

Exp- পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর এই সপ্তাহ উদযাপন করা হয়।

  1. সম্প্রতি প্রয়াত হলেন Sidharth Shukla, উনি কি জন্য খ্যাত ছিলেন ?

A. Actor
B. Cricketer
C. Journalist
D. Political leader

Ans: A. Actor

Exp- মাত্র 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন Sidharth Shukla.

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button