West Bengal River System।পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023
West Bengal River System
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023 ( West Bengal River System MCQ ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।
১. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীটির নাম কি?
উত্তর- গঙ্গা।
২. গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন দুটি নামে পরিচিত?
উত্তর- মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত ভাগীরথী এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত।
৩. দামোদরের প্রধান উপনদী কোনটি?
উত্তর- ব্রাহ্মণী বা কালিন্দী।
৪. হলদি নদী কাকে বলে?
উত্তর- কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত।
৫. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি?
উত্তর- দামোদর নদ।
৬. দামোদর নদ অপর কি নামে পরিচিত?
উত্তর- দুঃখের নদী।
৭. পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে?
উত্তর- তিস্তা নদীকে।
৮. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
উত্তর- সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে পার্বত্য দুটি নদীর মিলনে।
৯. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
উত্তর- সংকোশ বা সুবর্ণকোশ।
১০. পশ্চিমবঙ্গের একটি বন্যা প্রবণ নদীর নাম লেখ।
উত্তর- অজয়।
West Bengal River System
১১. কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়?
উত্তর- ভাগীরথী নদী।
১২. তোর্সা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
উত্তর- তিব্বতের চুম্বি উপত্যকা থেকে।
১৩. তোর্সা নদীর পতন কোথায় হয়?
উত্তর- জলঢাকা নদীতে।
১৪. জলঢাকা নদী র উৎপত্তিস্থল কোথায়?
উত্তর- সিকিম ভুটানের সীমান্তে অবস্থিত বিদ্যাং হ্রদ থেকে।
১৫. সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম উল্লেখ কর।
উত্তর- পিয়ালী ইছামতি মাতলা বিদ্যাধরী কালিন্দী রায়মঙ্গল ইত্যাদি।
West Bengal River System
১৬. কোন নদীর উপর দিয়ে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে?
উত্তর- গঙ্গা নদী।
১৭. ভাগীরথীর বাম তীর এর উপনদী গুলি কি কি?
উত্তর- জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী।
১৮. ভাগীরথীর ডান তীরস্থ উপনদী গুলি কি কি?
উত্তর- ময়ুরাক্ষী, অজয়, দামোদর।
১৯. জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত?
উত্তর- গরুমারা অভয়ারণ্য।
২০. কোন নদী পশ্চিমবঙ্গ ও আসাম কে বিভক্ত করে?
উত্তর-সংকোশ নদী।
West Bengal River System
২১ জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম লেখ।
উত্তর- মাতলা।
২২. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর- মেদিনীপুর খাল।
২৩. মহানন্দা নদীর উৎস কোনটি?
উত্তর- পাগলাঝোরা জলপ্রপাত।
২৪. পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার অবস্থিত?
উত্তর- প্রায় ৫২০ কিলোমিটার।
২৫. গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?
উত্তর- রাজমহল পাহাড়ের নিকট।
২৬. মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি?
উত্তর- দামোদর।
২৭. বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উত্তর- অজয়।
২৮. কেলেঘাই কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম?
উত্তর- শিলাবতী ও দ্বারকেশ্বর।
২৯. কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো জলঢাকা নদী?
উত্তর- দিচু ও লিচু নদী।
৩০. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে?
উত্তর- সুবর্ণরেখা নদী।
West Bengal River System
৩১. তোর্সা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত?
উত্তর- মাচু।
৩২. দামোদর নদের একটি উপনদীর নাম লেখ।
উত্তর- কুন্তী নদী।
৩৩. পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর অংশ কয়টি জেলার সীমানার মধ্য দিয়ে প্রবাহিত?
উত্তর- আটটি।
৩৪. কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়?
উত্তর- অজয়।
৩৫. পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত?
উত্তর- ২৫ টি।
৩৬. দার্জিলিং জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- মহানন্দা তিস্তা জলঢাকা নবুচ মেচি গিস।
৩৭. জলপাইগুড়ি জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- তিস্তা তোর্সা জলঢাকা কালজানি রায়ডাক মুজনাই করলা মহানন্দা নেওড়া করুণা।
৩৮. কোচবিহার জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- তিস্তা তোর্সা জলঢাকা রায়ডাক কালজানি সংকোশ কালিন্দী
৩৯. মালদা জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- গঙ্গা মহানন্দা নগরা পুনর্ভবা হিরামতি কালিন্দী।
৪০. মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- জলঙ্গি ময়ূরাক্ষী দারোকা ভৈরব ভাগীরথী ব্রাহ্মণী।
West Bengal River System
৪১. বীরভূম জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- ময়ূরাক্ষী ব্রাহ্মণী দ্বারকেশ্বর বক্রেশ্বর হিংলা দ্বারকা কুলা।
৪২. নদীয়া জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর
উত্তর- মাথাভাঙ্গা ভৈরব ভাগীরথী ইছামতি জলঙ্গি চূর্ণী।
৪৩. হুগলি জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- দ্বারকেশ্বর দামোদর রূপনারায়ণ হুগলি সরস্বতী বেহুলা কুন্তী মুন্ডেশ্বরী।
৪৪. বর্ধমান জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- দামোদর ভাগীরথী বাঁকা ব্রাহ্মণী বরাকর অব্যয়।
৪৫. উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- যমুনা রায়মঙ্গল ইছামতি কালিন্দী বিদ্যাধরী।
৪৬. দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- বিদ্যাধরী রায়মঙ্গল কালিন্দী হাড়িভাঙ্গা গোসাবা মাতলা সপ্তমুখী।
৪৭. পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- সুবর্ণরেখা দারকেশ্বর রসুলপুর রুপনারায়ণ হলদি।
৪৮. পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- দ্বারকেশ্বর সুবর্ণরেখা কাসাই শিলাই।
৪৯. বাঁকুড়া জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ কর।
উত্তর- শিলাবতী দারকেশ্বর দামোদর কংসাবতী গন্ধেশ্বরী।
৫০. পুরুলিয়া জেলার অন্তর্গত নদী গুলির নাম উল্লেখ করো।
উত্তর- তারকেশ্বর ঢাকা কুমারী দামোদর কংসাবতী কুবরু।
৫১. কোন নদী মুর্শিদাবাদকে বাগাড়ি ও রায় দুভাগে ভাগ করেছে।
উত্তর-ভাগীরথী নদী।
West Bengal River System
আরো পড়ুন :