ইতিহাসMCQ প্রশ্ন

[ 1 Mark ] Mughal Empire Question in Bengali | মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর বাংলা free

দক্ষিণ এশিয়ায় ভারতীয় উপমহাদেশে, সাল ১৫২৬ থেকে ১৮৫৭ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের মুখ্য ভূমিকা দেখতে পাওয়া যায়। এই সাম্রাজ্যে বর্তমানে উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণ ভারত অবধি বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা সম্রাট বাবার ১৫২৬ সালে করেছিলেন।

এই পোস্টে ( Mughal Empire Question in Bengali ) মুঘল সাম্রাজ্য সম্পর্কিত অনেকগুলি প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো।

Class 10 এর সমস্ত বিষয়ের বই এর PDF ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করো –

Mughal Empire Question in Bengali

1) কোন ব্রিটিশ কে জাহাঙ্গির ‘খান’ উপাধি দিয়েছিলেন ?

উঃ স্যার উইলিয়াম হকিন্স

 2) কে ‛দিন-ই-ইলাহির’ প্রবর্তন করেন ?

উঃ সম্রাট আকবর

3) মুঘলদের সরকারি ভাষা হিসেবে কোন ভাষার প্রচলন ছিল ?

উঃ  ফারসি ভাষা

4) কোন  মুঘল  সম্রাটের  রাজত্বকালে ‘জাবতি’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?

উঃ  আকবর

5) কে ‛রঙ্গিলা বাদশাহ’ নামে পরিচিত ?

উঃ  মহম্মদ শাহ

6) কোন  মুঘল  শাসক নবম শিখগুরু ‛তেগ বাহাদুর’ কে হত্যা করেন ?

উঃ  ঔরঙ্গজেব

7) কার  আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা-বিহার-ওড়িশার দেওয়ানি (1765 খ্রি) লাভ করে ―

উঃ  দ্বিতীয় শাহআলম এর আমলে

8) জাহাঙ্গিরের  রাজসভার দুই জন বিখ্যাত চিত্রশিল্পী  ছিলেন―

উঃ  ওস্তাদ মনসুর এবং বিষেন দাস

9) কোন যুদ্ধের মাধ্য দিয়ে ভারতে মুঘল শাসনের সূত্রপাত ঘটে ?

উঃ  প্রথম পানিপথের যুদ্ধ, 1526 খ্রি

10) কোন মুঘল শাসক প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন ?

উঃ  আকবর

Mughal Empire Question in Bengali

Mughal Empire Question in Bengali

11) প্রথম পানিপথের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল ?

উঃ  ইব্রাহিম লোদি ও বারর (1526 খ্রি

12) ‘তুজুক-ই-বাবরি / বাবরনামা’ কোন ভাষায় রচিত ?

উঃ  তুর্কি

13) আইন-ই-আকবরী-এর রচয়িতা কে ?

উঃ  আবুল ফজল

14)   কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দেন ও বাদশা-এর  পেনশন বৃদ্ধির জন্য তাকে ইংল্যান্ডে যেতে অনুরোধ জানান ?

উঃ  দ্বিতীয় আকবর

15) কোনটি সৈনিক দল মনসবদারের অধীনে বাহিনী গঠন করত না ?

উঃ  বন্দুকধারী সৈনিক

16) কোন  শাসকের আমলে প্রচলিত মুদ্রা ‘দাম’ নামে পরিচিত ?

উঃ  শেরশাহ

17) সুন্নি―মুসলমানদের কাছে ‘জিন্দাপির’ নামে পরিচিত কোন  মুঘল  শাসক ?

উঃ  ঔরঙ্গজেব

18) কোন মোগল মন্ত্রী ‛অর্থ প্রদানকারী সেনাধ্যক্ষ’  ছিলেন ?

উঃ  মন্ত্রী মীরবক্সী

19) ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠাতা  হলেন―

উঃ  শেরশাহ (ফরিদ খাঁ)

20) মোগল আমলে নির্মিত কোন মসজিদটি ‛Pearl Mosque’ নামে খ্যাত ?

উঃ  আগ্রার মোতিমসজিদ

Mughal Empire Question in Bengali

21) ‛হলদিঘাটের যুদ্ধ’ কার  কার  মধ্যে সংঘটিত হয়েছিল ?

উঃ  আকবর-এর সেনাপতি মানসিংহ ও আসিফ খাঁ এবং রানা প্রতাপের মধ্যে  হয়েছিল ।

22)  সিয়াহি  কলম (Siyahi qalam) নামে নতুন চিত্র শৈলী উদ্ভব হয়েছিল  কোন  মুঘল  সম্রাটের  আমলে  ?

উঃ  শাহজাহান

23) কে ভগবত গীতার ফারসি অনুবাদ করেন ?

উঃ দারাশিকো

24)  খানুয়ার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল ?

উঃ  মেবারের রানা সংগ্রাম সিংহ   ও  বাবর (1527 খ্রি

25)  কোন বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা বৃদ্ধি পায় জাহাঙ্গিরের শাসনকালে –

উঃ  অনুচিত্র

26) বাবরকে ভারত আক্রমণের  জন্য  আমন্ত্রণ জানান―

উঃ দৌলত খাঁ লোদি

27) ‛দিন-ই-ইলাহি’ গ্রহণ  করেছিলেন  কোন  হিন্দু ?

উঃ  বীরবল

28) মমতাজমহল কোন  মুঘল সম্রাটের  স্ত্রী ছিলেন ?

উঃ  শাহজাহান- এর

29)  কোন হস্তলিপি শিল্পীকে  আকবরের  রাজসভায় ‛জারিন কলম বা স্বর্ণকলম’ উপাধি দেওয়া হয়েছিল ?

উঃ  মহম্মদ হুসেন

30)  মুঘল  আমলে  কোন  স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান ―

উঃ  তাজমহল

Mughal Empire Question in Bengali

Mughal Empire Question in Bengali

31) ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ?

উঃ  দ্বিতীয় বাহাদুর শাহ (1862 খ্রি)

32)  রাজকীয়  প্রথা  ‘ঝারোখা  দর্শন’  প্রচলন  করেন  মুঘল  সম্রাট—

উঃ  আকবর

33)  দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল ―

উঃ  1556 খ্রি: 5 নভেম্বর

34)  কোন মুঘল সম্রাট ‛সতীপ্রথা’ নিষিদ্ধ করেন, যতক্ষন না বিধবা নিজে ইচ্ছুক হন ?

উঃ  মুঘল সম্রাট  আকবর

35) কে হুগলি থেকে পোর্তুগিজদের বিতাড়িত করেছিলে ?

উঃ  1631 খ্রি, কাশিম খাঁ

36)  মোঘল  শাসক  আকবর অনুসৃত সর্বধর্ম সহিষ্ণুতার নীতি কি নামে পরিচিত?

উঃ  ‛সুল-ই-কুল’

37)  এলাহাবাদ ফোর্ট(Palace of forty Pillars)  কে স্থাপন করেছিলেন ?

উঃ  আকবর

38)  কাকে  মুঘল  সম্রাট  আকবর ‘খান-ই-খানান’ উপাধিতে ভূষিত করেন ?

উঃ  বৈরাম খাঁ

39) প্রথম  যেই রাজপুতরা স্বেচ্ছায় আকবরের বশ্যতা স্বীকার করেছিলেন, তারা  হলেন ―

উঃ  কচ্ছ

40)  কে  ‛ইকবালনামা’ গ্রন্থটি রচনা করেন ?

উঃ  মুতাবিদ খাঁ

41)   কোন  মুঘল  সম্রাট ‛প্রয়াগ’ শহরকে এলাহাবাদ বা আল্লাহ-র শহর নামে  নামকরণ  করেছিলেন ?

উঃ আকবর

42) ‘বন্দোবস্ত’ ব্যবস্থা নামে পরিচিত  রাজস্ব ব্যাবস্থা টি  হল―

উঃ  জবাতি ব্যবস্থা

43)  কে  পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেছিলেন ?

উঃ  মিরজুমলা (ঔরঙ্গজেব এর সেনাপতি)

44)  কে  সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেন ?

উঃ  শেরশাহ

45)  যেই মুঘল  সম্রাট পঞ্চমশিখ গুরু অর্জুনকে হত্যা করেন, তিনি কে ?

উঃ  জাহাঙ্গির (1606 খ্রি)

46)  কোন   সম্রাটের  আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন ?

উঃ  জাহাঙ্গিরের

47) ‛রামচরিতমানস’ রচিনাকালে  মুঘল সম্রাট কে ছিলেন ?

উঃ  আকবর

48)  আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন কোন মুঘল শাসক ?

উঃ  শাহজাহান

49) ‛তাজমহল’ নির্মাণ করেছিলেন কোন মুঘল সম্রাট ?

উঃ  শাহজাহান

50)  কোন মুঘল সম্রাটের আমলে ভারতে তামাকের  ব্যবহারের  শুরু হয় ?

উঃ  আকবর

Mughal Empire Question in Bengali

51)   কে ‛Prince of Builders’ নামে খ্যাত ?

উঃ  শাহজাহান

52)  কোন মুঘল সম্রাট পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রাণ হারান ?

উঃ  নাসিরউদ্দিন মুহম্মদ হুমায়ুন (1556 খ্রি

53)  কে ‛হুমায়ুননামা’-এর রচনা করেন ?

উঃ  গুলবদন বেগম

54)  মোতিমসজিদ কোন  মুঘল  সম্রাট নির্মাণ করেন ?

উঃ  শাহজাহান

55)  কে  ‘তুজুক-ই-বাবরি’ বা ‛বাবরনামা’ রচনা করেন ?

উঃ বাবার

56)  কে  ‛পাদশাহনামা’  রচনা  করেন ?

উঃ  আবদুল হামিদ লাহোরি

57) যেই  মুঘল  সম্রাট  ‘কত্থক’  নৃত্যশিল্পী  ছিলেন,  তিনি   হলেন ―

উঃ  মহম্মদ শাহ

58)    যিনি   ‛বিক্রমাদিত্য’  উপাধি গ্রহণ করেছিলেন―

উঃ  আদিল শাহের সেনাপতি হিমু  ।

59) 1540 সালের ‛কনৌজের যুদ্ধ’ কাদের  কাদের মধ্যে ঘটেছিল হয়েছিল ?

উঃ  শেরশাহ  ও  হুমায়ুনের

Mughal Empire Question in Bengali

60)  কোন মুঘল শাসক ‛হিন্দি’ ভাষায় বহু সংগীত রচনা করেছিলেন ?

উঃ  জাহাঙ্গির

61)   টোডরমল ছিলেন―

উঃ  আকবরের রাজস্বমন্ত্রী

62)  কার আমলে  নাদির শাহ ভারত আক্রমণ করেন ?

উঃ  মহম্মদ শাহ (1739 খ্রি

63) কে ‘রামচরিতমানস’  রচনা করেন ?

উঃ  তুলসী দাস (হিন্দি ভাষায় রচিত)

64) কত সালে হলদিঘাটের যুদ্ধ  সংঘটিত হয়েছিল ?

উঃ  1576 সালে

65)  জাহাঙ্গির-এর সমাধিস্থল অবস্থিত―

উঃ  লাহোর

66)  গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে ‛বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করেন ―

উঃ  আকবর

Mughal Empire Question in Bengali

67)  বাংলায় পোর্তুগিজদের দমন করেন  কোন মুঘল  সম্রাট ?

উঃ  শাহজাহান

68)  কোন  মুঘল  সম্রাটের  রাজত্বকালকে ‛মুঘল শাসনের সুবর্ণযুগ’ বলা হয় ?

উঃ  শাহজাহান

69) ‘দু-আসপা, শি-আসপা’ চালু করেছিলেন  কোন  মুঘল  সম্রাট ?

উঃ  জাহাঙ্গির

70)  টোডরমল যেই বিভাগ টির মন্ত্রী ছিলেন―

উঃ  অর্থনীতি বিভাগ

Mughal Empire Question in Bengali

Read More :

Class 10 Model Activity Task Part 2

Class 10 All Subject Book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button