MCQ প্রশ্ন

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর 2023। Reproduction and Heredity Question Answer Bengali

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ জনন ও বংশগতি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।

1. যৌন জননের একক কি?

উ: গ্যামেট

2. একটু ভুলিঙ্গ প্রাণীর নাম লেখ?

উ: কেঁচো

3. কোন কোন প্রাণীর দেহে পুনরুৎপাদন প্রক্রিয়া পরিলক্ষিত হয়?

উ:  হাইড্রা, স্পঞ্জ, চ্যাপ্টা কৃমি

4. কোন হরমোন ব্যাঙাচির রুপান্তরে সাহায্য করে?

উ: থাইরক্সিন

5. কোন পদ্ধতিতে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী তে পরিণত হয়?

উ: রূপান্তর

6. জীবের বৃদ্ধির জরায়ুর ভেতরে ঘটলে তাকে কি বৃদ্ধি বলে?

উ: জরায়ুজ

7. কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজে প্রতিরুপ গঠন করে?

উ: জনন

8. জোড়া কলমের ক্ষেত্রে যে অংশটি গাছ থেকে কেটে নেওয়া হয় তাকে কি বলে?

উ: সিয়ন

9. দুটি ক্যামিটে সম্পূর্ণ স্থায়ী মিলনকে কি বলে?

উ:  সিনগ্যামী

10. দুটি ভিন্ন আকার, আয়তন ও স্বভাববিশিষ্ট পুং ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলে?

উ:  হেটারোগ্যামী

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

11. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি দুবারের সংঘটিত হওয়ায় তাকে কি প্রক্রিয়া বলে?

উ: দ্বিনিষেক

12. শুক্রাশয় এর মধ্যে কি প্রক্রিয়াতে শুক্রাণু উৎপন্ন হয়?

উ: স্পার্মাটোজেনেসিস

13. ডিম্বাশয় এর মধ্যে কি পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয়?

উ: উজেনেছিস

14. উগুলিঙ্গ প্রাণীর নিষেক প্রক্রিয়াকে কি বলে?

উ: স্বনিষেক

15. জোড়া কলম কি প্রকার জনন?

উ: অঙ্গজ জনন

16. কলমের সাহায্যে উদ্ভিদের জনক কি প্রকার জনন?

উ: কৃত্রিম অঙ্গজ জনন

17. সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদের নাম লেখ?

উ: স্পাইরোগাইরা 

18. সংযুক্তি বা সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিম্বানুটিকে কি বলে?

উ: জাইগোস্পোর

19. সংযুক্তি পদ্ধতিতে জনসম্পাদন কে?

উ: প্যারামিসিয়াম

20. নিষেকের পর ডিম বাসায় কিসের রূপান্তরিত হয়?

উ: ফলে

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

21. নিষিদ্ধ ডিম্বাণুকে কি বলে?

উ: জাইগোট

22. অপুংজনীতে অংশগ্রহণকারী অনিষিক্ত ডিম্বাণুটিকে কি বলা হয়?

উ: অ্যাজাইগোস্পোর

23. সম আকৃতির দুটি জনন কোষ মিলন পদ্ধতিকে কি বলে?

উ:  আইসোগ্যামি

24. আপুংজনি দেখা যায় কার দেহে?

উ: মৌমাছি

25. যৌন দ্বিরুপতা দেখা যায় এমন একটি জীবের উদাহরণ দাও?

উ: আরশোলা

26. বহিঃনিষেক ঘটে কার দেহে?

উ: মাছে

27. একটি উভলিঙ্গ প্রাণীর উদাহরণ দাও?

উ: কেঁচো 

28. অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হওয়ার পদ্ধতি কে কি বলে?

উ: পার্থেনোজেনেসিস

29. মনোযোগ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও?

উ: পটল

30. বিহীন ফল উৎপাদনকে কি বলে?

উ: পার্থেনোকার্পি

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

31. একলিঙ্গ প্রাণীর নিষেক প্রক্রিয়াকে কি বলে?

উ: পরনিষেধ

32. অন্তঃনিষেক দেখা যায় এমন কয়েকটি প্রাণীর উদাহরণ দাও?

উ: পাখি, গোরু

33. উদ্ভিদের জীবন চক্রে হ্যাপ্লয়েডর দশার প্রাধান্য থাকলে তাকে কি চক্র বলে?

উ: হ্যাপ্লোবায়োন্টিক

34. উদ্ভিদের জীবন চক্রের ডিপ্লয়েড দশা প্রাধান্য থাকলে তাকে কি চক্র বলে?

উ: ডিপ্লোবায়োন্টিক

35. উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দুটি দশারই প্রাধান্য থাকলে তাকে কি চক্র বলে?

উ: হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিক

36. জীবের  জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে?

উ: জনুক্রম

37. উন্নত উদ্ভিদ ও প্রাণীর জাইগোট বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবদেহে পরিণত হওয়ার পদ্ধতি কি বলে?

উ: মাইটোসিস

38. অপুংজনীতে অংশগ্রহণকারী অনিসিক্ত ডিম্বাণুকে কি বলে?

উ: অ্যাজাইগোস্পোর

39. রেনুস্থলিতে উৎপন্ন রেনু একই আকারের হলে সেগুলো কে কি বলে?

উ: সমরেণু

40. কনজুগেশন বা সংযুক্তির পর উৎপন্ন ডিপ্লয়েড কোশটিকে কি বলা হয়?

উ: জাইগোস্পোর

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

41. নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়?

উ: ডিম্বাশয়

42. একটি একলিঙ্গ উদ্ভিদের উদাহরণ দাও

উ: পেঁপে

43. একটি উভলিঙ্গ উদ্ভিদের উদাহরণ দাও

উ: আম

44. একটি একলিঙ্গ ফুলের নাম লেখ?

উ: কুমড়ো

45. একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও?

উ: জবা

46. অপুংজনি দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখ?

উ: স্পাইরোগাইরা

47. অপুংজনি দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ?

উ: মৌমাছি

48. বাডিং বা কোরকোদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি প্রাণীর নাম লেখ?

উ: হাইড্রা

49. কোন পদ্ধতিতে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী তে পরিণত হয়?

উ:  মেটামরফোসিস 

50. একটি অভিপেরাস প্রাণীর নাম লেখ?

উ: মুরগি

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

51. অন্তঃনিষেক দেখা যায় এমন একটি  প্রাণীর নাম লেখ?

উ: মানুষ

52. বহিঃনিষেক দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ?.

উ: ব্যাঙ

53. দুটি উভলিঙ্গ প্রাণীর নাম লেখ?

উ: চ্যাপটা কৃমি ও জোঁক

54. কোন প্রাণীতে অযৌন ও যৌন উভয় প্রকারের জনন প্রক্রিয়া ঘটে?

উ: হাইড্রা

55. পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে কোন গাছ বংশবিস্তার করে?

উ: পাথরকুচি গাছ

56. নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয়?

উ: ডিম্বক অংশটি

57. যে উভলিঙ্গ প্রাণী স্বনিষেক সম্পন্ন করে তার নাম লেখ?

উ:  ফিতা কৃমি

58. কচুরিপানার যে পরিবর্তিত অর্ধ বায়বীয় কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে তার নাম কি?

উ: খর্বধাবক

59. বংশগতির জনক কাকে বলা হয়?

উ: মেন্ডেলকে

60. মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?

উ: সাত জোড়া

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

61. মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি কোন পরীক্ষা থেকে পাওয়া যায়?

উ: একসংকর

62. একটি বংশগত রোগের উদাহরণ দাও?

উ: হিমোফিলিয়া

63. মেন্ডেলের আবিষ্কৃত সূত্রটি কি নামে পরিচিত?

উ: মেন্ডেলবাদ

64. সংকর জাতের গরু কোনটি?

উ: জার্সি শাহীওয়াল

65. বিশুদ্ধ বেটে গাছের  জিনো টাইপ কি?

উ: tt

66. বংশগতিতে বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে কি বলে?

উ: অ্যালিল

67. জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি?

উ: DNA

68. জিন কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উ: জোহানসেন

69. বংশগতির একক কি?

উ: জিন

70. কোন বিজ্ঞানীর নাম জেনেটিক্স এর সঙ্গে জড়িত?

উ: হরগোবিন্দ খোরানা

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

71. মেন্ডেলের একসংকর জননে উৎপন্ন  ১ : ২ : ১ অনুপাতকে কিসের অনুপাত বলে?

 উ: জিনোটাইপের

72. প্রথম অকথ্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে কি বৈশিষ্ট্য বলে?

উ: প্রকট

73. কোন জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যাবলির বাহ্যিক প্রকাশ কে কি বলে?

উ: ফিনোটাইপ

74. প্রকট  ও প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্য সম্পন্ন জীব কে কি বলে?

উ: সংকর

75. পিতা মাতার যে গুণটি অপত্যে প্রকাশিত হয় তাকে কি গুণ বলে?

উ: প্রকট

76. জীবের জিন সম্বন্ধে বৈশিষ্ট্য বা বংশানুক্রমে সঞ্চারিত হয় তাকে কি বলে?

উ: জিনোটাইপ

77. কোন জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য যে পরীক্ষা করা হয় তাকে কি বলে?

উ: টেস্ট ক্রস

78. মটর গাছের ফুল কোন লিঙ্গের হয়?

উ: উভলিঙ্গ

79. কোন একটি পপুলেশনের যত জিন থাকে তাদের একত্রিত করে কি বলা হয়?.

উ: জিনপুল

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

80. জিন তত্ত্বের জনক কে?

উ: গ্রেগর জোহান মেন্ডেল

81. জীবের  বাহ্যিক বৈশিষ্ট্য কে কি বলা হয়?

উ: ফিনোটাইপ

82. জাইগোটে জীবের বৈশিষ্ট্য কে কি বলে?

উ: জিনোটাইপ

83. এক শঙ্কর পর নিষেক ফিনোটাইপের অনুপাত কত?

উ: ৩ : ১

84. জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি?

উ: ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা DNA

85. সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট উন্নত মানের ধান গাছের উদাহরণ দাও?

উ: IR-28

86. মেন্ডেলের বংশগতি দ্বিতীয় সূত্রটি কোন সূত্র নামে পরিচিত?

উ: স্বাধীন বন্টনের

87.  মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জুনকে কোন সংকেত চিহ্নিত করা হয়?

উ: P

88. মেন্ডেলের একসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত কত?

উ: ৩ : ১

89. মেন্ডেলের দিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত কত?

উ: ৯ : ৩ : ৩ : ১

90. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে জনুতে শতকরা কত ভাগ বেঁটে মটর গাছ উৎপন্ন হবে?

উ: ২৫

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

91. যে নাইট্রোজেন যুক্ত বেসটি DNA তে থাকে না  সেটি কি?

উ: ইউরাসিল

92. যে নাইট্রোজেনযুক্ত বেসটি RNA তে  থাকে না সেটি কি?

উ: থাইমিন

93. দুটি সংকল লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ন গঠন হলে জমিতে শতকরা কত ভাগ শংকর লম্বা মটর গাছ উৎপন্ন হবে?

উ: ৫০%

94. বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা কে ?

উ: পানেট

95. মানুষের একক মেন্ডেলিয়ান চরিত্রটির নাম  কী ?

উ: সিকল সেল অ্যানিমিয়া

96. সবুজ বর্ণান্ধতাকে কী বলা হয় ?

উ: ডিউটেরানোপিয়া

97. লাল বর্ণান্ধতাকে কী বলা হয় ?

উ: প্রোটানোপিয়া

98. মানুষের চোখে বর্ণ চিনবার জন্য দায়ী কোশ কোনটি ?

উ: কোণ কোশ

99. জীবের জিনগত গঠনের প্রকাশকে কী বলা হয় ?

উ: জিনোটাইপ

100. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটের জিন সমষ্টিকে কী বলে ?

উ: জিনোম

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

101. ক্যান্সার কোন জিনের সক্রিয়তার ফলে হয় ?

উ: অঙ্কোজিন

102. WISC- R পরীক্ষাটি কী?

উ: শিশুর ব্যক্তিগত পরীক্ষা

103. একজন স্বাভাবিক পুরুষের সাধারণ জিনগত গঠন দেখা যায় ?

উ: XY ক্রোমোজোম

104. একটি সহপ্রকটতার উদাহরণ দাও?

উ: গোলাপি সন্ধ্যামালতি ফুল

105. মানুষের ক্ষেত্রে রোলার জিভ কি ধরনের বৈশিষ্ট প্রকাশ করে?

উ: অটোজমিয় প্রকট

106. সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোন একটি নির্দিষ্ট জিনের অবস্থান শনাক্ত করা যায় কার মাধ্যমে ?

উ: রেসিপ্রোক্যাল ক্রস এর মাধ্যমে

107. নিম্নের কোনটি বংশগতি রক্তাল্পতাজনিত ত্রুটি ?

উ: থ্যালাসেমিয়া

108. মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপের অনুপাতটি কী ?

উ: ৯ : ৩ : ৩ : ১

109. জাম্পিংকার জিন আবিষ্কার কার নামের সাথে যুক্ত ?

উ: ডঃ বারবারা ম্যাকলিনটক

110. DNA সিকোয়েনসিং পদ্ধতি কে আবিষ্কার করেন ?

উ: ফেড্রিক সংগার

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

111. হিমোফিলিয়া রোগের জীন হল ?

উ: X সংযোজিত প্রচ্ছন্ন

112. মেন্ডেলের প্রথম সূত্রটি কোন ধরনের সুত্র ?

উ: পৃথকীভবনের সূত্র

113. জীন তত্বের জনক বলা হয় কাকে ?

উ: মেন্ডেল

114. একটি সংকর লম্বা মটরগাছের জিনোটাইপ কী হবে ?

উ: Tt

115. tt * Tt এরূপ সংকরায়ণকে কী বলে ?

উ: ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস

116. থেলাসেমিয়া রোগের বাহক কে?

উ: মহিলা

117. tt এবং Tt মটরগাছের সংকরায়ণের ফলে, কত শতাংশ সংকর লম্বা মটরগাছ জন্মাবে?

উ: 50%

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর

আরও পড়ুন:

[ 90টি ] সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button