ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সাহিত্যিক। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত ভাষায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এবং ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার গদ্যের মান উন্নয়নে অসাধারণ ভূমিকা পালন করেন এবং বাংলা লিপি সংস্কার করেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষার উন্নয়নের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। তাঁর লেখনী এবং সমাজকল্যাণমূলক কাজ আজও বাঙালি সমাজে প্রেরণা হিসেবে কাজ করে।
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
1. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির রচয়িতা কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) কামিনী রায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উ : (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
2. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত —
(ক) নানা কবিতা (খ) ‘চতুর্দশপদী কবিতাবলী’
(গ) ব্রজাঙ্গনা কাব্য
(ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য
উ: (খ) ‘চতুর্দশপদী কবিতাবলী’
3. ‘চতুর্দশপদী কবিতাবলী’ প্রকাশিত হয়—
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
উ : (গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
4. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী’র যত সংখ্যক কবিতা —
(ক) ৩২ সংখ্যক
(খ) ৪০ সংখ্যক
(গ) ৫২ সংখ্যক
(ঘ) ৮৬ সংখ্যক
উ : (ঘ) ৮৬ সংখ্যক
5. সেই জানে কত গুণ ধরে কত মতে _________ l
(ক) মাতঃ
(খ) দেবী
(গ) ক্ষিতিশ
(ঘ) গিরীশ
উ : (ঘ) গিরীশ
6. কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে’ যে হিসেবে পরিচিত —
(ক) বিদ্যার সাগর হিসেবে
(খ) দয়ার সাগর হিসেবে
(গ) করুণার সিন্ধু হিসেবে
(ঘ) দীনের বন্ধু হিসেবে
উ : (ক) বিদ্যার সাগর হিসেবে
7. বিদ্যাসাগরকে ‘দীনের বন্ধু’ মনে করত —
(ক) যারা সমাজসেবী তারা
(খ) ঐতিহাসিকরা
(গ) যারা দীন তারা
(ঘ) তার ভাবনাচিন্তার বিরোধীরা
উ : (গ) যারা দীন তারা
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
8. সনেট কী ?
(ক) লোকগীতি
(খ) সমদৈর্ঘ্যের চোদ্দো পঙ্ক্তির কবিতা
(গ) তিন পঙ্ক্তির অতি সংক্ষিপ্ত কবিতা
(ঘ) ব্যঙ্গধর্মী কবিতা
উ : (খ) সমদৈর্ঘ্যের চোদ্দো পঙ্ক্তির কবিতা
9. সনেটের জনক কাকে বলা হয় ?
(ক) পেত্রার্ককে
(খ) বায়রনকে
(গ) কিট্সকে
(ঘ) শেক্সপিয়রকে
উ : (ক) পেত্রার্ককে
10. উজ্জ্বল জগতে যা —
(ক) মানুষের খ্যাতি
(খ) হেমাদ্রির হেমকান্তি
(গ) রাজার সম্পদ
(ঘ) মানুষের অন্তর্দীপ্তি
উ : (খ) হেমাদ্রির হেমকান্তি
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
11. ‘হেমাদ্রির হেম-কান্তি’ অম্লান হয় —
(ক) শিশিরে
(খ) সূর্যকিরণে
(গ) জ্যোৎস্নায়
(ঘ) তুষারাচ্ছাদনে
উ : (খ) সূর্যকিরণে
12. মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় —
(ক) লক্ষে স্থির থাকলে
(খ) ধর্মপথে থাকলে
(গ) ভাগ্যবলে
(ঘ) শরীর সবল থাকলে
উ : (গ) ভাগ্যবলে
13. পর্বতের প্রকৃত গুণ সে-ই বুঝতে পারে –
(ক) যে পর্বতপ্রেমী
(খ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়
(গ) যে ধর্মপথগামী
(ঘ) পর্বত অভিযাত্রীরা
উ : (খ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়
14. “কি সেবা তার সে সুখ-সদনে!”—যার কথা বলা হয়েছে—
(ক) সমুদ্র
(খ) পর্বত
(গ) ঈশ্বর
(ঘ) তরুদল
উ : (খ) পর্বত
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
15. সঠিক বিকল্পটি বেছে নাও
বিবৃতি (A): কঠিনে-কোমলে গড়া বিদ্যাসাগরের হৃদয় সম্পদ হেমাদ্রির হেমকান্তির ন্যায় অম্লান।
কারণ (R): তিনি বিদ্যার সাগররূপে ভারতবিখ্যাত।
বিকল্পসমূহ :
(ক) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক কারণ
(খ) A এবং R উভয়ই ভুল
(গ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়
(ঘ) A ভুল কিন্তু R ঠিক।
উ : (গ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়
16. সনেট প্রকৃতপক্ষে একপ্রকার-
(ক) শোককবিতা
(খ) পত্রকাব্য
(গ) গীতিকবিতা
(ঘ) ব্যঙ্গ কবিতা
উ : (গ) গীতিকবিতা
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
17. ‘সদন’-এর সমার্থক শব্দ—
(ক) সুখ
(খ) গৃহ
(গ) সান্নিধ্য
(ঘ) সহচর
উ : (খ) গৃহ
18. ‘বারি’ শব্দের অর্থ—
(ক) জল
(খ) গৃহ
(গ) বেদনা
(ঘ) বিন্দু
উ : (ক) জল
19. “দানে বারি নদীরূপ…”— নদীকে কবি যা বলেছেন —
(ক) পতিতপাবনী
(খ) স্রোতস্বিনী
(গ) স্বচ্ছতোয়া
(ঘ) বিমলা কিঙ্করী
উ : (ঘ) বিমলা কিঙ্করী
20. সনেটে মূলত ক-টি পঙ্ক্তি থাকে ?
(ক) ১৪টি
(খ) ৮টি
(গ) ৬টি
(ঘ) ১৫টি
উ : (ক) ১৪টি
Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।
গল্প/কবিতার নাম | Link |
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো | Click Here |
বিড়াল গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
21. ‘কিঙ্করী’ শব্দের অর্থ —
(ক) ঈশ্বরী
(খ) দাসী
(গ) রানি
(ঘ) সহচরী
উ : (খ) দাসী
22. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’- কবিতাটি কোন্ ছন্দে লেখা ?
(ক) ত্রিপদী
(খ) অমিত্রাক্ষর
(গ) মহাপয়ার
(ঘ) মুক্তক ছন্দ
উ : (খ) অমিত্রাক্ষর
23. তরু-দল যা জোগান দেয় —
(ক) সুশীতল ছায়া
(খ) ফুলের সুবাস
(গ) অমৃত ফল
(ঘ) বিহঙ্গকে আশ্রয়
উ : (গ) অমৃত ফল
24. তরু-দল অমৃত ফল জোগান দেয় —
(ক) বহু পরিচর্যার ফলে
(খ) নিজ আনন্দে
(গ) আপন ইচ্ছায়
(ঘ) পরম আদরে
উ : (ঘ) পরম আদরে
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
25. যে তরু-দল পরম আদরে অমৃত ফলের জোগান দেয় তারা—
(ক) দীর্ঘ-শির
(খ) পুষ্পশোভিত
(গ) পল্লবিত
(ঘ) অতি প্রাচীন
উ : (ক) দীর্ঘ-শির
26. সনেট’ শব্দটির উৎস-
(ক) ইতালীয় শব্দ ‘সনেটো’
(খ) ইংরেজি শব্দ ‘সনেট’
(গ) ল্যাটিন শব্দ ‘সেসটেট’
(ঘ) গ্রিক শব্দ ‘নেট’
উ : (ক) ইতালীয় শব্দ ‘সনেটো’
27. তরু-দল ধারণ করেছিল —
(ক) উদ্ধতরূপ
(খ) দাসরূপ
(গ) দাতারূপ
(ঘ) স্বেচ্ছাচারী রূপ
উ : (খ) দাসরূপ
28. ‘দশ দিশ ভরে’ ফুলেরা যা করে —
(ক) সৌরভ ছড়ায়
(খ) হেসে ওঠে
(গ) শিশিরস্নাত হত
(ঘ) পাপড়ি মেলে দিত
উ : (ক) সৌরভ ছড়ায়
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
29. ‘দিশ’ শব্দের অর্থ —
(ক) দিশা
(খ) দেখা
(গ) দেওয়া
(ঘ) দিক
উ : (ঘ) দিক
30. কি সেবা তার সে সুখ _________ I
(ক) সদনে
(খ) ভবনে
(গ) নিকেতনে
(ঘ) নির্জনে
উ : (ক) সদনে
31. তরু-দল দিনে যা করে —
(ক) বিহঙ্গের আশ্রয় হয়
(খ) ফল-ফুল দেয়
(গ) শীতল ছায়া বিস্তার করে
(ঘ) বাতাসে আন্দোলিত হয়
উ : (গ) শীতল ছায়া বিস্তার করে
32. তরু-দল যে ছায়াবিস্তার করে তা—
(ক) ‘শীতল শ্বাসী’
(খ) ‘শান্ত-শীতল’
(গ) ‘ক্লান্তিনাশা’
(ঘ) ‘অমৃত শ্বাসী’
উ : (ক) ‘শীতল শ্বাসী’
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
33. ____________ সিন্ধু তুমি
(ক) দয়ার
(খ) স্নেহের
(গ) করুণার
(ঘ) প্রেমের
উ : (গ) করুণার
34. যে তরু শীতল ছায়া বিস্তার করে, কবি তাকে বলেছেন —
(ক) তরুশ্রেষ্ঠ
(খ) তরুরাজ
(গ) বনেশ্বরী
(ঘ) ছায়াময়ী
উ : (গ) বনেশ্বরী
35. ‘বনেশ্বরী’ যে নিদ্রা দান করে, তা—
(ক) সুশীতল
(খ) সুশান্ত
(গ) পরিমল
(ঘ) প্রাণহরা
উ : (খ) সুশান্ত
36. ‘সনেট’ শব্দটির আক্ষরিক অর্থ হল-
(ক) বজ্রপাত
(খ) ক্রন্দন
(গ) পাখির ডাক
(ঘ) মৃদুধ্বনি
উ : (ঘ) মৃদুধ্বনি
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
37. ‘সুশান্ত নিদ্রা’ যা করে—
(ক) ক্লান্তি দূর করে
(খ) স্নিগ্ধ করে
(গ) চিন্তামুক্তি ঘটায়
(ঘ) জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে
উ : (ক) ক্লান্তি দূর করে
38. বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে—
(ক) পর্বত
(খ) পর্বত ও নদী
(গ) দীর্ঘতরু
(ঘ) পর্বত-নদী-দীর্ঘতরু
উ : (ঘ) পর্বত-নদী-দীর্ঘতরু
39. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে জাতীয় কবিতা—
(ক) লিরিক
(খ) সনেট
(গ) ব্যালাড
(ঘ) এলিজি
উ : (খ) সনেট
40. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে ছন্দে লেখা —
(ক) ত্রিপদী
(খ) দলবৃত্ত
(গ) পয়ার
(ঘ) মুক্তক
উ : (গ) পয়ার
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
41. বিদ্যার সাগর তুমি বিখ্যাত __________ ।
(ক) ভারতে
(খ) ভুবনে
(গ) জগতে
(ঘ) এদেশে
উ : (ক) ভারতে
42. _________ যে দীনের বন্ধু…
(ক) তুমি
(খ) দীন
(গ) দেব
(ঘ) ধনী
উ : (খ) দীন
43. কিন্তু _________ পেয়ে সে মহা পর্বতে।
(ক) ভাগ্যবলে
(খ) দৈববলে
(গ) খেলাচ্ছলে
(ঘ) কর্মফলে
উ : (ক) ভাগ্যবলে
44. যে জন আশ্রয় লয় সুবর্ণ ______________ l
(ক) ভুবনে
(খ) চরণে
(গ) সদনে
(ঘ) ভবনে
উ : (খ) চরণে
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
45. যোগায় অমৃত ফল পরম ____________ l
(ক) মমতায়
(খ) প্রীতিতে
(গ) আদরে
(ঘ) যতনে
উ : (গ) আদরে
46. দীর্ঘ-শিরঃ _________ l
(ক) তরুদল
(খ) বৃক্ষদল
(গ) কপিদল
(ঘ) সৈন্যদল
উ : (ক) তরুদল
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
47. বিবৃতি গুলির মধ্যে সঠিক সম্পর্ক টি বেছে নাও
বিবৃত্তি ১ : দিবসে শীতলশ্বাসী ছায়া, বনেশ্বরী।
বিবৃতি ২ : অপরাহ্নে সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
(খ) বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(গ) বিবৃতি ১, বিবৃতি ২-এর কারণ
(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই স্বাধীন অর্থপূর্ণ বাক্য
উ : (খ) বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
48. হেমাদ্রির _________ অম্লান কিরণে।
(ক) স্বৰ্গবিভা
(খ) হেমকণা
(গ) অঙ্গকান্তি
(ঘ) হেমকান্তি
উ : (ঘ) হেমকান্তি
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
49. বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন-
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উ : (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
50. সনেটের চরণবিন্যাসের প্রথম ৮ লাইনকে কী বলে?
(ক) ভূমিকা
(খ) অষ্টক
(ঘ) সূচনা
(গ) ভাবের সূত্র
উ : (খ) অষ্টক
51. দানে বারি নদীরূপ বিমলা _________ l
(ক) সুন্দরী
(খ) বনিতা
(গ) কিংকরী
(ঘ) শর্বরী
উ : (গ) কিংকরী
52. সনেটের শেষ ৬ লাইনকে কী বলে ?
(ক) অষ্টক
(খ) সমাপ্তি
(গ) বিশ্লেষক
(ঘ) ষটক
উ : (ঘ) ষটক
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
53. মধুসূদনের প্রথম চতুর্দশপদী কবিতা কোনটি ?
(ক) আত্মবিলাপ
(খ) বঙ্গভূমির প্রতি
(গ) কবি-মাতৃভাষা
(ঘ) বঙ্গভাষা
উ : (গ) কবি-মাতৃভাষা
54. যোগায় অমৃত ___________ l
(ক) রস
(খ) ফল
(গ) রূপ
(ঘ) বাণী
উ : (খ) ফল
55. চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ কাব্যগ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় ?
(ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(খ) কুন্তলীন প্রেস
(গ) স্টেন হোপ প্রেস
(ঘ) বাঙ্গালী প্রেস
উ : (গ) স্টেন হোপ প্রেস
56. ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’-তে মোট ক-টি কবিতা রয়েছে ?
(ক) ১০২ টি
(খ) ১০৫ টি
(গ) ১২০ টি
(ঘ) ১০৪ টি
উ : (ক) ১০২ টি
57. মাইকেল মধুসূদন বাংলায় কোন্ ছন্দের প্রবর্তন ঘটান ?
(ক) অমিত্রাক্ষর
(খ) ত্রিপদী
(গ) পয়ার
(ঘ) অনুষ্টুপ
উ : (ক) অমিত্রাক্ষর
58. মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো-
(ক) মায়াকানন
(খ) শর্মিষ্ঠা
(গ) রিজিয়া
(ঘ) একেই কি বলে সভ্যতা
উ : (ঘ) একেই কি বলে সভ্যতা
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
59. ‘চতুদ্দর্শপদী কবিতাবলী’ কাব্যটি কবি কোন্ দেশে বসে লিখেছিলেন ?
(ক) ফান্সে
(খ) লন্ডনে
(গ) মাদ্রাজে
(ঘ) কলকাতায়
উ : (ক) ফান্সে
60. পন্ডিত ঈশ্বরচন্দ্রের পদবি ছিল-
(ক) গঙ্গোপাধ্যায়
(খ) চক্রবর্তী
(গ) বন্দ্যোপাধ্যায়
(ঘ) চট্টোপাধ্যায়
উ : (গ) বন্দ্যোপাধ্যায়
61. পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বিদ্যাসাগর উপাধি লাভ করেন-
(ক) মেদিনীপুরের বীরসিংহের গ্রামবাসীদের কাছ থেকে
(খ) হিন্দু কলেজ থেকে
(গ) সংস্কৃত কলেজ থেকে
(ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে
উ : (গ) সংস্কৃত কলেজ থেকে
62. কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন ?
(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
উ : (ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে
63. বিদ্যার সাগর তুমি… – কার উদ্দেশে এই উক্তি করা হয়েছে ?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উ : (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
64. কবিতায় উল্লিখিত দেশটির নাম-
(ক) ফ্রান্স
(খ) লন্ডন
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উ : (গ) ভারত
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
65. কবিতায় কাকে ‘করুণার সিন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে ?
(ক) বিদ্যাসাগর মহাশয়কে
(খ) মাইকেল মধুসূদন দত্তকে
(গ) শ্রীরামকৃষ্ণ পরমহংসকে
(ঘ) শ্রী চৈতন্য মহাপ্রভুকে
উ : (ক) বিদ্যাসাগর মহাশয়কে
66. আলোচ্য কবিতায় ‘সিন্ধু’ শব্দের অর্থ কী ?
(ক) নদী
(খ) সভ্যতা
(গ) সমুদ্র
(ঘ) পর্বত
উ : (গ) সমুদ্র
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
67. ‘ করুণার সিন্ধু’ শব্দবন্ধটির আক্ষরিক অর্থ হল-
(ক) অপার করুণা যার
(খ) করুণ নয়ন যার
(গ) করুণ কণ্ঠস্বর যার
(ঘ) করুণা নামক সমুদ্র
উ : (ক) অপার করুণা যার
68. সেই জানে কত _________ ধরে কত মতে……
(ক) রূপ
(খ) গুণ
(গ) মায়া
(ঘ) কায়া
উ : (খ) গুণ
69. হেমাদ্রি’ শব্দের আক্ষরিক অর্থ কী ?
(ক) তুষারকান্তি পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) সুবর্ণকান্তি পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
উ : (গ) সুবর্ণকান্তি পর্বত
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
70. হেমকান্তি’ শব্দের অর্থ কী ?
(ক) তুষারধবল
(খ) শিশিরভেজা
(গ) স্বর্ণকান্তিযুক্ত
(ঘ) উত্তপ্ত
উ : (গ) স্বর্ণকান্তিযুক্ত
71. কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে ?
(ক) যে মহাসমুদ্রের কোলে স্থান পায়
(খ) যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়
(গ) যাকে তরুদল অমৃত ফল দান করে
(ঘ) যে মহিরুহের শীতল ছায়া পায়
উ : (খ) যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়
72. “সে মহাপর্বতে,” -মহাপর্বতস্বরূপ কে ?
(ক) শিব
(খ) হিমালয়
(গ) বিন্ধ্য
(ঘ) বিদ্যাসাগর
উ : (ঘ) বিদ্যাসাগর
73. ‘কি সেবা তার সে সুখ সদনে!’ – কোন্ ‘সুখ সদনে’-র কথা বলা হয়েছে?
(ক) ভারতভূমিতে আশ্রয়ের কথা
(খ) গঙ্গাবক্ষে আশ্রয়লাভের কথা
(গ) সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা
(ঘ) মহিরুহের ছায়াতলে আশ্রয়ের কথা
উ : (গ) সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা
74. বিমলা শব্দের অর্থ কি ?
(ক) জল
(খ) ভেজা
(গ) পরিচ্ছন্ন
(ঘ) কুৎসিত
উ : (গ) পরিচ্ছন্ন
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
75. আলোচ্য কবিতায় ‘পরিমল’ শব্দটি কোন্ অর্থে প্রযুক্ত হয়েছে ?
(ক) ‘সুগন্ধ’ অর্থে
(খ) ‘নির্মল’ অর্থে
(গ) ‘অমলিন’ অর্থে
(ঘ) ‘পবিত্র’ অর্থে
উ : (ক) ‘সুগন্ধ’ অর্থে
76. কারা ‘পরিমলে’ দশদিশ ভরিয়ে তোলে ?
(ক) তরু-দল
(খ) নদীর জল
(গ) ফুল-কুল
(ঘ) অমৃত ফল
উ : (গ) ফুল-কুল
77. ‘দশ দিশ ভরে’ – এখানে ‘দিশ’ শব্দের অর্থ-
(ক) দিক
(খ) দিশা
(গ) দৃষ্টি
(ঘ) দিঘি
উ : (ক) দিক
78. সঠিক উত্তরটি নির্বাচন কর :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন
(i) করুণার সিধু (ii) বিদ্যার সাগর
(iii) শক্তের ভক্ত (iii) দীনের বন্ধু
বিকল্পসমূহ :
(ক) (i), (ii) সঠিক এবং (iii, (iv) ভুল
(খ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
(গ) (iii), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
(ঘ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
উ : (খ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
79. সঠিক ক্রম বেছে নাও
(i) বিমলা কিঙ্করী (ii) বিদ্যার সাগর
(iii) করুণার সিধু (iv) গিরীশ
বিকল্পসমূহ:
(ক) (ii), (iii), (iv), (i)
(খ) (iv), (i), (iii), (ii)
(গ) (ii), (iv), (i), (iii)
(ঘ) (i), (iv), (iii), (ii)
উ : (ক) (ii), (iii), (iv), (i)
80. সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
(i) বিদ্যার সিধু তুমি বিখ্যাত ভারতে।
(ii) পরিমলে ফুল-কুল দশ-দিশ ভরে।
(iii) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
(iv) যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তরুদল, দাসরূপ ধরি।
বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উ : (খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11
আরও পড়ুন :
Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।
গল্প/কবিতার নাম | Link |
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো | Click Here |
বিড়াল গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |