MCQ প্রশ্ন

পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Pui Macha MCQ Question Answer Class 11

Pui Macha MCQ Question Answer Class 11

‘পুঁই মাচা’ গল্পটি প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১২ সেপ্টেম্বর ১৮৯৪ এবং মৃত্যুবরণ নভেম্বর ১৯৫০ সালে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘প্রবাসী’ পত্রিকায় ১৯২৪-২৫ সালে ধারাবাহিকভাবে এবং পরে ১৯৩১ সালে ‘মেঘমল্লার’ নামক গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। লেখকের অন্যান্য জনপ্রিয় সাহিত্যকর্মের মধ্যে রয়েছে, ‘পথের পাঁচালী’, ‘আরণ্যক’, ‘আদর্শ হিন্দু-হোটেল’, ‘ইছামতী’, ‘দেবযান’, ‘মৌরীফুল’, ‘চাঁদের পাহাড়’, ইত্যাদি।

এবার প্রথমবারের মতো একাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে MCQ প্রশ্নের পরীক্ষা হবে। প্রশ্নগুলি তথ্যভিত্তিক হবে না বৈধ পরীক্ষণমূলক, এ ব্যাপারে সংসদ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা এখনও পাওয়া যায়নি। অতীতে প্রশ্নপত্রও আমাদের কাছে নেই, তাই কিছুটা অনুমান করে প্রস্তুতি চালাতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রশ্ন-উত্তর পর্বকে আরও তথ্যসমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আশা করা যায়, আমাদের প্রস্তুতির মাধ্যমে কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং ভাল ফলাফল আসবে।

1. ‘পুঁই মাচা’ গল্পের লেখক কে ?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) তারাদাস বন্দ্যোপাধ্যায়

উ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

2. ‘পুঁই মাচা’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

ক) কল্লোল

খ) প্রবাসী

গ) কলমকালি

ঘ) প্রগতি

উ: প্রবাসী

Pui Macha MCQ Question Answer Class 11

3. ‘পুঁই মাচা’ গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল?

ক) ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪)

খ) ১৩৩০ বঙ্গাব্দে (১৯২৩)

গ) ১৩০৮ বঙ্গাব্দে (১৯০১)

ঘ) ১৩৩৩ বঙ্গাব্দে (১৯২৬)

উ: ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪)

4. সহায়হরি চাটুজ্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে কী দিতে বলেছিল?

ক) ঘটি কি গ্লাস

খ) থালা কি বাটি

গ) বাটি কি ঘটি

ঘ) কাঁসার বাটি

উ: বাটি কি ঘটি

5. কে গাছ কেটেছে ?

ক) কালীময়

খ) রায় কাকা

গ) বিষ্ণু সরকার

ঘ) তারক খুড়ো

উ: তারক খুড়ো

6. সহায়হরি চাটুজ্যে তারক খুড়োর কাছে কী আনতে যাবে বলেছিল ?

ক) আলু

খ) রস

গ) দুধ

ঘ) পুঁইশাক

উ: রস

Pui Macha MCQ Question Answer Class 11

7. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম কী ?

ক) অন্নপূর্ণা

খ) দুর্গা

গ) সর্বজয়া

ঘ) বাসন্তী

উ: অন্নপূর্ণা

৪. অন্নপূর্ণা কোথায় বসেছিল ?

ক) ঘরের মেঝেতে

খ) উঠানে

গ) রান্নাঘরের দাওয়ায়

ঘ) গাছতলায়

উ: রান্নাঘরের দাওয়ায়

9. ‘ঠাউরেছ’ শব্দের অর্থ কী ?

ক) শুনতে পাওয়া

খ) মনে করা

গ) দুঃখ পাওয়া

ঘ) অবাক হওয়া

উ: মনে করা

10. স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে কী সঞ্চার হয়েছিল ?

ক) ভীতি

খ) আনন্দ

গ) বেদনা

ঘ) হাসি

উ: ভীতি

Pui Macha MCQ Question Answer Class 11

11. ‘বিলম্ব’ শব্দের অর্থ কী?

ক) লম্বা

খ) দেরি

গ) সোজা

ঘ) অল্প

উ: দেরি

12. সহায়হরিকে একঘরে করার কথা হয়েছে কোথায় ?

ক) ও পাড়ার মন্দিরে

খ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে

গ) চাটুজ্যেদের বাড়িতে

ঘ) মজুমদারদের বাড়িতে

উ: চৌধুরীদের চন্ডীমণ্ডপে

Pui Macha MCQ Question Answer Class 11

13. শূন্যস্থানের সঠিক শব্দটি হল

আমাদের হাতে ছোঁয়া ______________ আর কেউ খাবে না।

ক) পিঠে

খ) জল

গ) ভাত

ঘ) প্রসাদ

উ: জল

14. উচ্ছ্বগণ্ড শব্দের অর্থ কী ?

ক) উৎসর্গ

খ) বিক্রি

গ) ক্রয়

ঘ) ওজন

উ: উৎসর্গ

15. ‘তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক ?’- বক্তা কে ?

ক) অন্নপূর্ণা

খ) ক্ষেন্তি

গ) সহায়হরি

ঘ) কালীময়

উ: অন্নপূর্ণা

Pui Macha MCQ Question Answer Class 11

16. সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে নিয়ে কী লক্ষ্য যাত্রা করেছিলেন ?

ক) পুকুরধার

খ) খিড়কি-দুয়ার

গ) সামনের দরজা

ঘ) পিছনের রাস্তা

উ: খিড়কি-দুয়ার

Pui Macha MCQ Question Answer Class 11

17. ‘দাওয়া’ শব্দের অর্থ কী?

ক) উঠান

খ) বারান্দা

গ) মেঝে

ঘ) দেওয়াল

উ: বারান্দা

18. সহায়হরির বড় মেয়ের নাম কী ?

ক) রাধী

খ) ক্ষেন্তি

গ) পুঁটি

ঘ) খেদি

উ: ক্ষেন্তি

19. ক্ষেন্তি বাড়ি ঢোকার সময় তার হাতে কী ছিল?

ক) চিংড়ি মাছ

খ) পুঁইশাক

গ) আমড়া

ঘ) মেটে আলু

উ: পুঁইশাক

20. সহায়হরির ছোটোমেয়ের নাম কী ?

ক) ক্ষেন্তি

খ) রাধা

গ) পুঁটি

ঘ) খেদি

উ: রাধা

Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।

গল্প/কবিতার নাম Link
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর Click Here
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োClick Here
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তরClick Here
বিড়াল গল্পের প্রশ্ন উত্তরClick Here
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তরClick Here

Pui Macha MCQ Question Answer Class 11

21. ক্ষেন্তির চোখদুটি কেমন ছিল ?

ক) ছোটোছোটো

খ) ডাগর ডাগর

গ) লম্বা লম্বা

ঘ) চঞ্চল

উ: ডাগর ডাগর

22. সরু সরু কাঁচের চুড়িগুলো কী দিয়ে আটকানো ছিল ?

ক) সেফটিপিন

খ) সুতো

গ) তার

ঘ) দড়ি

উ: সেফটিপিন

23. পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে ?

ক) প্রাগৈতিহাসিক যুগে

খ) মধ্য যুগে

গ) আধুনিক যুগে

ঘ) পূর্ব যুগে

উ: প্রাগৈতিহাসিক যুগে

24. পুঁইপাতা জড়ানো দ্রব্যটি কী ছিল?

ক) পুঁটি মাছ

খ) চিংড়ি মাছ

গ) মৌরলা মাছ

ঘ) খলসে মাছ

উ: চিংড়ি মাছ

25. ক্ষেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল?

ক) খেঁদির কাছ থেকে

খ) গয়া খুড়ির কাছ থেকে

গ) রায় কাকার কাছ থেকে

ঘ) পুঁটির কাছ থেকে

উ: গয়া খুড়ির কাছ থেকে

Pui Macha MCQ Question Answer Class 11

26. ‘তোমার বাবার কাছে আর দিনকার দরুণ……..বাকি আছে।’ শূন্যস্থানের সঠিক শব্দটি হল-

ক) দুটো পয়সা

খ) পাঁচটি পয়সা

গ) তিনটি

ঘ) চারটি পয়সা

উ: দুটো পয়সা

27. ক্ষেন্তিকে পুঁইশাক দিয়েছিল কে?

ক) দুর্গার মা

খ) রায় কাকা

গ) গয়া খুড়ি

ঘ) খৌদির মা

উ: রায় কাকা

28. ‘বিয়ে হলে যে চার ছেলের মা হতে।’-কে বলেছে ?

ক) গয়া খুড়ি

খ) অন্নপূর্ণা

গ) ঠানদিদি

ঘ) খুড়িমা

উ: অন্নপূর্ণা

29. ‘বিয়ে হলে যে চার ছেলের মা হতে।’- কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছে ?

ক) খেদি

খ) ক্ষেন্তি

গ) রাধী

ঘ) পুঁটি

উ: ক্ষেন্তি

30. পুঁই মাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় ?

ক) মৌরি ফুল  

খ) মেঘমল্লার

গ) জন্ম ও মৃত্যু

ঘ) যাত্রাবদল

উ: মেঘমল্লার

Pui Macha MCQ Question Answer Class 11

31. ‘মনঃপূত’ শব্দের অর্থ কী?

ক) মনোবাঞ্ছা

খ) পছন্দসই

গ) মনেপড়া

ঘ) মনগড়া

উ: পছন্দসই

32. ছোট মেয়েটি কিসের মতন পুঁইশাকগুলি তুলে নিয়ে খিড়কির অভিমুখে চলেছিল?

ক) কলের পুতুলের মতন

খ) কাঠের মতন

গ) সাহসী মেয়ের মতন

ঘ) জীবন্ত পুতুলের মতন

উ: কলের পুতুলের মতন

33. ‘আঁকড়াইতে’ শব্দের অর্থ কী?

ক) ছিড়ে দিতে

খ) জড়িয়ে ধরতে

গ) ফেলে দিতে

ঘ) তুলে ধরতে

উ: জড়িয়ে ধরতে

34. সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত কী করত?

ক) শ্রদ্ধা করত

খ) ভক্তি করত

গ) ভয় করত

ঘ) অপমান করত

উ: ভয় করত

35. ‘তা এনেছে ছেলেমানুষ খাবে বলে ….’ – বক্তা কে ?

ক) সহায়হরি

খ) গয়া খুড়ি

গ) খেদির মা

ঘ) রায় কাকা

উ: সহায়হরি

Pui Macha MCQ Question Answer Class 11

36. ‘মেয়েমানুষের আবার অত নোলা কিসের?’ কে বলেছে ?

ক) সহায়হরি

খ) ক্ষেন্তি

গ) পুঁটি

ঘ) অন্নপূর্ণা

উ: অন্নপূর্ণা

37. ‘নোলা’ শব্দের অর্থ কী ?

ক) লালা

খ) লোভ

গ) খিদে

ঘ) স্বাদ

উ: লোভ

38. গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে কী রান্না হয়েছিল ?

ক) পুঁইশাক

খ) পালংশাক

গ) মেটে আলু

ঘ) কচুশাক

উ: পুঁইশাক

39. গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষেন্তি আবদার করে তার মাকে কী বলেছিল ?

ক) এক বাটি আমার

খ) অর্ধেকগুলো কিন্তু একা আমার

গ) বেশিগুলো আমার

ঘ) সবগুলো আমার

উ: অর্ধেকগুলো কিন্তু একা আমার

40. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান ?

ক) পথের পাঁচালী

খ) ইছামতি

গ) আরণ্যক  

ঘ) চাঁদের পাহাড়

উ: ইছামতি

Pui Macha MCQ Question Answer Class 11

41. দুপুরবেলা ক্ষেন্তি পাতে কী দেখেছিল?

ক) পুইশাক ভাজা

খ) পুঁইশাকের চচ্চড়ি

গ) আলু ভাজা

ঘ) মাছ ভাজা

উ: পুঁইশাকের চচ্চড়ি

42. ‘কিরে ক্ষেন্তি, আর একটু চচ্চড়ি দিই?’- মায়ের এই কথায় ক্ষেন্তি কীভাবে সম্মতি জানিয়েছিল ?

ক) মুখ নেড়ে

খ) হাত নেড়ে

গ) ঘাড় নেড়ে

ঘ) মাথা নেড়ে

উ: ঘাড় নেড়ে

43. অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পেড়েছিল ?

ক) নিমপাতা

খ) কাঁচা লঙ্কা

গ) শুকনো লঙ্কা

ঘ) হলুদ গুঁড়ো

উ: শুকনো লঙ্কা

44. কাদের চণ্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়েছিল?

ক) মজুমদারদের

খ) বিষ্ণু সরকারের

গ) কালীময়ের

ঘ) জমিদারের

উ: কালীময়ের

45. কালীময়ের চন্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়েছিল কোন সময়ে ?

ক) সকাল বেলা

খ) বৈকাল বেলা

গ) দুপুর বেলা

ঘ) সন্ধ্যা বেলা

উ: বৈকাল বেলা

Pui Macha MCQ Question Answer Class 11

46. সহায়োড়ি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় ?

ক) চন্ডীমন্ডপে

খ) তারাক খুড়োর বাড়িতে  

গ) বাগদী পাড়া ও দুলেপাড়ায়  

ঘ) চৌধুরীদের বাড়িতে

উ: বাগদী পাড়া ও দুলেপাড়ায়  

47. ‘সে সব দিন কি আর আছে ভায়া ?’- বক্তা কে ?

ক) শ্রীমন্ত মজুমদার

খ) বিষ্ণু সরকার

গ) কালীময়

ঘ) রায় কাকা

উ: কালীময়

48. ‘সে সব দিন কি আর আছে ভায়া?’ কাকে উদেশ্য করে কথাগুলি বলা হয়েছে?

ক) কালীময়

খ) সহায়হরি

গ) বিষ্ণু সরকার

ঘ) শ্রীমন্ত মজুমদার

উ: সহায়হরি

49. ‘স্বভাব নইলে পাত্রে দেব না’-এই ভাবনা কে ভেবেছিল ?

ক) কেষ্ট মুখুজ্যে

খ) সহায়হরি

গ) বিষ্ণু সরকার

ঘ) শ্রীমন্ত মজুমদার

উ: কেষ্ট মুখুজ্যে

50. কেষ্ট মুখুজ্যে অবশেষে কার ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়েছিল?

ক) শ্রীমন্ত মজুমদার

খ) হরির

গ) মুখুজ্যের

ঘ) তারকের

উ: হরির

Pui Macha MCQ Question Answer Class 11

51. ‘আহা হা তেরোয় আর ষোলোয় তফাৎ কিসের শুনি?’- কার বয়স প্রসঙ্গে এই কথা বলা হয়েছে?

ক) পুঁটি

খ) ক্ষেন্তি

গ) রাধী

ঘ) খেদি

উ: ক্ষেন্তি

52. সহায়হরির মেয়ের বিয়ের জন্য কালীময় কার ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে দিয়েছিল?

ক) শ্রীকান্ত মজুমদার

খ) শ্রীমন্ত মজুমদার

গ) বিষ্ণু সরকার

ঘ) তারক মুখুজ্যে

উ: শ্রীমন্ত মজুমদার

53. শ্রীমন্ত মজুমদারের ছেলে কুঁড়ির জমিতে কী ধানের চাষ করেছে ?

ক) গোবিন্দভোগ

খ) বোরো

গ) আমন

ঘ) আউশ

উ: আমন

54. শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল ?

ক) কালীঘাট

খ) মণিগাঁ

গ) টালা

ঘ) কলকাতা

উ: মণিগাঁ

55. শ্রীমন্ত মজুমদারের ছেলে গ্রামে কার আত্মীয়-স্বজনের হাতে মার খেয়েছিল ?

ক) স্বর্ণকার-বধূ

খ) কুন্তকার-বধূ

গ) কর্মকার-বধূ

ঘ) চর্মকার-বধূ

উ: কুন্তকার-বধূ

Pui Macha MCQ Question Answer Class 11

56. কুম্ভকার কাদের বলা হয়?

ক) যারা লোহার জিনিস তৈরি করেন

খ) যারা মাটির পাত্র তৈরি করেন

গ) যারা সোনার জিনিস তৈরি করেন

ঘ) যারা চামড়ার জিনিস তৈরি করেন

উ: যারা মাটির পাত্র তৈরি করেন

57. হলদি লেজ ঝোলা পাখি কোন গাছের ডালে বসে ছিল ?

ক) আমড়া  

খ) রাং চিতা

গ) পলাশ

ঘ) জাম

উ: আমড়া

58. সহায়হরির উঠানে কী গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র এসেছিল ?

ক) আমলকি

খ) বাতাবিলেবু

গ) আমড়া

ঘ) নারকেল

উ: বাতাবিলেবু

59. ‘আতপ’ শব্দের অর্থ কী?

ক) সূর্যকিরণ

খ) জমির আল

গ) উঠান

ঘ) ছায়া

উ: সূর্যকিরণ

60. সহায়হরি ক্ষেন্তিকে নিম্নস্বরে শীগগির কী নিয়ে আসতে বলেছিল?

ক) থালা

খ) ঘটি

গ) ব্যাটি

ঘ) শাবল

উ: শাবল

Pui Macha MCQ Question Answer Class 11

61.  ভাঙা ঝুড়িতে করে সহায়হরির বড় মেয়ে কি এনেছিল?

ক) গোবর

খ) পুইশাক

গ) চিংড়ি মাছ

ঘ) মেটে আলু

উ: গোবর

62. মুখুজ্যেবাড়ির ছোট খুকির নাম কী?

ক) দীপা

খ) খেদি

গ) দুর্গা

ঘ) রাবী

উ: দুর্গা

63. দুর্গা এসে অন্নপূর্ণাকে কী বলে ডেকেছিল ?

ক) কাকিমা

খ) খুড়িমা

গ) জেঠিমা

ঘ) ঠাকুরমা

উ: খুড়িমা

64. দুর্গা এসে অন্নপূর্ণাকে কী মেখে দেওয়ার জন্য তাদের বাড়ি যেতে বলেছিল ?

ক) চালের গুঁড়ি

খ) গুড় এবং নারকেল

গ) নবান্ন

ঘ) চিনি এবং নারকেল,

উ: নবান্ন

65. দুর্গা এসে অন্নপূর্ণাকে কী বার করে দেওয়ার জন্য তাদের বাড়ি যেতে বলেছিল ?

ক) লক্ষ্মীর ঘট

খ) যষ্ঠী ঘট

গ) ইতুর ঘট

ঘ) দুর্গার ঘট

উ: ইতুর ঘট

Pui Macha MCQ Question Answer Class 11

66. শীতের সকালে বন থেকে কিসের ঘন গন্ধ বের হচ্ছিল?

ক) লতাপাতার

খ) শিউলি ফুলের

গ) বকুল ফুলের

ঘ) বেল ফুলের

উ: লতাপাতার

67. ক্ষেন্তির বরের ব্যবসা কিসের ছিল?

ক) মাটির

খ) খাবারের

গ) প্লাস্টিকের

ঘ) সিলেট চুন ও ইটের

উ: সিলেট চুন ও ইটের

68. মুখুজ্যেবাড়ি যাওয়ার পথের ধারে বনে কী কী গাছ আছে?

ক) শ্যাওড়া, বকুল, আমড়া, বাঁশ

খ) শ্যাওড়া, বনভটি, রাংচিতা, বনচালতা

গ) শ্যাওড়া, বনভাট, ঝাউ, পলাশ

ঘ) শ্যাওড়া, শিমূল, কাউ, পলাশ

উ: শ্যাওড়া, বনভটি, রাংচিতা, বনচালতা

69. লেজ-ঝোলা হলদে পাখি কোন গাছের এ-ডাল থেকে ও-ডালে যাচ্ছিল?

ক) কাউ

খ) আমড়া গাছের

গ) পলাশ

ঘ) শ্যাওড়া

উ: আমড়া গাছের

70. ঘন বনের মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল?

ক) ধুপ ধুপ্

খ) থুপ থুপ

গ) টিপ্ টিপ্

ঘ) খস্ খস্

উ: থুপ থুপ

Pui Macha MCQ Question Answer Class 11

71. ক্ষেন্তির শশুর বাড়ির কাছে সহায়উরির আনুমানিক কত টাকা ধার ছিল ?

ক) চারশো  টাকা

খ) আড়াইশো টাকা

গ) দেড়শ টাকা  

ঘ) পঞ্চশ টাকা

উ: আড়াইশো টাকা

72. বাড়ি ফিরে অন্নপূর্ণা ক্ষেন্তিকে কোথায় বসে থাকতে দেখেছিল ?

ক) পুকুর ঘাটে

খ) বারান্দায়

গ) ঘরে

ঘ) উঠানে

উ: উঠানে

73. অন্নপূর্ণা মেয়ের দিকে কেমন দৃষ্টিতে চেয়ে দেখেছিল?

ক) শান্ত দৃষ্টিতে

খ) রাগের দৃষ্টিতে

গ) তীক্ষ্ণ দৃষ্টিতে

ঘ) স্নেহের দৃষ্টিতে

উ: তীক্ষ্ণ দৃষ্টিতে

74. ‘সোৎসাহে’ শব্দের অর্থ কী ? 

ক) ভয়ের সঙ্গে

খ) উৎকণ্ঠার সঙ্গে

গ) শোকের সঙ্গে

ঘ) উৎসাহের সঙ্গে

উ: উৎসাহের সঙ্গে

75. সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে উপস্থিত হয়েছিলেন ?

ক) উনিশ কুড়ি সের

খ) পনেরো ষোল সের

গ) আঠারো উনিশ সের

ঘ) যোল সতেরো সের

উ: পনেরো ষোল সের

Pui Macha MCQ Question Answer Class 11

76. ও পাড়ার চৌকিদারের নাম কী ?

ক) মলয় চৌকিদার

খ) ময়শা চৌকিদার

গ) গোপাল চৌকিদার

ঘ) বিমল চৌকিদার

উ: ময়শা চৌকিদার

77. সহায়হরি যে বন থেকে মেটে আলু নিয়ে এসেছিল সেই বনের নাম কী ?

ক) বিজয়পোতার বন

খ) বরোজপোতার বন

গ) বাড়ির পিছনের বন

ঘ) কাঁঠালপোতার বন

উ: বরোজপোতার বন

78. ‘পৌর্বাপর্ব’ শব্দের অর্থ কী?

ক) ক্রম-পরম্পরা

খ) পূর্বদিক

গ) আগের ঘটনা

ঘ) আগের পর্ব

উ: ক্রম-পরম্পরা

79. ক্ষেন্তি কত সময় পরে স্নান সেরে বাড়ি ঢুকেছিল ?

ক) দুই ঘণ্টা

খ) এক ঘন্টা

গ) আধ ঘণ্টা

ঘ) দেড় ঘন্টা

উ: আধ ঘণ্টা

80. ‘তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল’ – এখানে কার কথা বলা হয়েছে ?

ক) পুঁটির কথা

খ) ক্ষেন্তির কথা

গ) খেদির কথা

ঘ) রাধীর কথা

উ: ক্ষেন্তির কথা

Pui Macha MCQ Question Answer Class 11

81. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?

ক) শান্ত

খ) বিবাহের উপযুক্ত

গ) শক্ত

ঘ) সম্মান

উ: বিবাহের উপযুক্ত

82. বরোজপোতার বনে দিনে দুপুরে কী লুকিয়ে থাকে ?

ক) ভাল্লুক

খ) বাঘ

গ) শিয়াল

ঘ) ডাকাত

উ: বাঘ

83. ক্ষেন্তি পুঁইশাকের চারা রোপণ করেছিল কোথায়?

ক) উঠোনে

খ) পাঁচিলের ধারে খোলা জমিতে

গ) ঘরের সামনে

ঘ) পুকুর পাড়ে

উ: পাঁচিলের ধারে খোলা জমিতে

84. পুঁইশাকের চারাটি কিসের গায়ে ঝুলে ছিল ?

ক) পাঁচিলের গায়ে

খ) গাছের গায়ে

গ) কঞ্চির গায়ে

ঘ) গড়ির গায়ে

উ: কঞ্চির গায়ে

85. অন্নপূর্ণা ক্ষেন্তিকে পুঁইডাটার চারা কখোন রোপণ করতে হয় বলেছিল?

ক) বসন্তকালে

খ) গরমকালে

গ) শীতকালে

ঘ) বর্ষাকালে

উ: বর্ষাকালে

Pui Macha MCQ Question Answer Class 11

86. আজকাল রাতে খুব কী হয়?

ক) ভয়

খ) শিশির

গ) চিন্তা

ঘ) মেঘ

উ: শিশির

87. ‘দোলাই’ কী?

ক) দুই পাট কাপড়ের তৈরি চাদরজাতীয় শীতবস্ত্র

খ) দোলনা

গ) পশমের বস্ত্র

ঘ) পাতলা কাপড়

উ: দুই পাট কাপড়ের তৈরি চাদরজাতীয় শীতবস্ত্র

88. সার্জ কী?

ক) খোঁজকরা

খ) মোটা পশমী বস্ত্র-বিশেষ

গ) পাতলা কাপড়

ঘ) গরমবস্ত্র

উ: মোটা পশমী বস্ত্র-বিশেষ

89. সহায়হরি ক্ষেন্তির জন্য কোথা থেকে জামা কিনেছিল?

ক) পীরপুরের মেলা

খ) হরিপুরের রাসের মেলা

গ) হরিপুরের চড়ক মেলা

ঘ) গোপালপুরের হাট

উ: হরিপুরের রাসের মেলা

90. কালো সার্জের জামাটির মূল্য কত ছিল ?

ক) আড়াই টাকা

খ) সাড়েসাত টাকা

গ) তিন টাকা

ঘ) পাঁচ টাকা

উ: আড়াই টাকা

Pui Macha MCQ Question Answer Class 11

91. ‘রিপু’ করা মানে কী ?

ক) ঋণ করা

খ) সূক্ষ্মভাবে সেলাই করা

গ) ছিন্ন করা

ঘ) দান করা

উ: সূক্ষ্মভাবে সেলাই করা

92. দুই বোনের খাওয়ার জন্য পুঁটি যা করছিল-

ক) খাওয়ার জায়গা পরিষ্কার করছিল

খ) শালপাতার থালা নিয়ে আসছিল

গ) কলার পাতা চিরছিল

ঘ) পিঠের বাটিগুলো নিয়ে আসছিল

উ: কলার পাতা চিরছিল

93. ‘কাঁসি’ কী?

ক) কাঁসার ঘটি

খ) কাঁসার বাটি

গ) কাঁসার তৈরি কিনারা উঁচু খালা

ঘ) কাঁসার গ্লাস

উ:কাঁসার তৈরি কিনারা উঁচু খালা

94. ক্ষেন্তির ছোটোবোনের নাম কী?

ক) পুঁটি

খ) খেদি

গ) রাধা

ঘ) দুর্গা

উ: রাধা

95. সহায়হরির মেজো মেয়ের নাম কী?

ক) ক্ষেন্তি

খ) দুর্গা

গ) পুঁটি

ঘ) রাধী

উ: পুঁটি

Pui Macha MCQ Question Answer Class 11

96. ‘লুব্ধনেত্রে’ শব্দের অর্থ কী?

ক) সুন্দর চোখ

খ) লোভীদৃষ্টিতে

গ) সুডোল চোখ

ঘ) চোখের তারা

উ: লোভীদৃষ্টিতে

97. কে ক্ষীর তৈরি করছিল?

ক) ক্ষেন্তি

খ) রাঙাদিদি

গ) অন্নপূর্ণা

ঘ) পুঁটি

উ: রাঙাদিদি

98. জ্যাঠাইমারা ব্রাহ্মণ নেমন্তন্নে কাদের ডেকেছিল?

ক) দুর্গার মা ও গয়া খুড়ি

খ) সুরেশ কাকা ও তিনুর বাবা

গ) বিমল কাকা ও বিনুর বাবা

ঘ) রায় কাকা ও দুর্গার মা

উ: সুরেশ কাকা ও তিনুর বাবা

99. ‘ওবেলা তো পায়েস, ঝোল পুলি……… এইসব হয়েছে। শূন্যস্থানের সঠিক শব্দটি হল-

ক) পাটিসাপ্টা

খ) মুগতক্তি

গ) ভাজা পিঠে’

ঘ) ক্ষীর

উ: মুগতক্তি

100. ‘হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপ্টা হয় না?’-এই কথা কে জিজ্ঞাসা করেছিল?

ক) দুর্গা

খ)পুটি

গ) খেন্তী

ঘ) রাধী

উ: পুটি

Pui Macha MCQ Question Answer Class 11

101. ‘ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপ্টা হয়?’- কে বলেছিল ?

ক) খেদি

খ) ক্ষেন্তি

গ) পুঁটি

ঘ) অন্নপূর্ণা

উ: খেদি

102. ‘ক্ষীরের পুর ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হল ?’- কে বলেছে ?

ক) খেদি

খ) পুঁটি

গ) ক্ষেন্তি

ঘ) রাধা

উ: ক্ষেন্তি

103. সেখানে সরাইয়া দিল ক্ষেন্তি যা সরিয়ে দিয়েছিল-

ক) নারকেল কোরা

খ) পাটিসাপটা

গ) নারকেলের মালা

ঘ) মেটে আলু

উ: পাটিসাপটা

104. ‘ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব।’- কে বলেছিল ?

ক) পুঁটি

খ) রাধা

গ) ক্ষেন্তি

ঘ) অন্নপূর্ণা

উ: পুঁটি

105. অধিক মিষ্টি খেতে পারে না কে ?

ক) পুঁটি

খ) রাধা

গ) ক্ষেন্তি

ঘ) অন্নপূর্ণা

উ: রাধা

Pui Macha MCQ Question Answer Class 11

106. কোন মাসে ক্ষেন্তির বিবাহ হয়েছিল ?

ক) অগ্রহায়ণ মাসে

খ) শ্রাবণ মাসে

গ) বৈশাখ মাসে

ঘ) আষাঢ় মাসে

উ: বৈশাখ মাসে

107. ক্ষেন্তির বিবাহে ঘটকালি করেছিল কে ?

ক) কালীময়

খ) বিষ্ণু সরকার

গ) সহায়হরির দূর সম্পর্কীয় আত্মীয়

ঘ) সহায়হরির দূর সম্পর্কীয় বোন

উ: সহায়হরির দূর সম্পর্কীয় আত্মীয়

108. বাড়ির বাইরে বেহারারা কোথায় পালকি নামিয়েছিল?

ক) কলতলায়

খ) তেঁতুলতলায়

গ) আমলকীতলায়

ঘ) জামতলায়

উ: আমলকীতলায়

109. বেড়ার ধারে নীল রং-এর কোন ফুলের গুচ্ছগুলি নত হয়ে ছিল ?

ক) অপরাজিতা ফুল

খ) মেদিফুল

গ) ঘাস ফুল

ঘ) দোপাটি ফুল

উ: মেদিফুল

110. ক্ষেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল-

(i) পায়েস     (ii) মুগতক্তি

(iii) পাটিসাপটা      (iv) ঝোলপুলি

বিকল্পসমূহ :

ক) (i), (iii), সঠিক এবং (ii), (iv) ভুল

খ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল

গ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল

ঘ) (i), (iv) সঠিক এবং (ii), (iii) ভুল

উ:  (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল

Pui Macha MCQ Question Answer Class 11

111. ‘ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে?’ – এই ভাবনা কার ?

ক) সহায়হরির

খ) অন্নপূর্ণার

গ) ঠানদিদির

ঘ) পিসিমার

উ: অন্নপূর্ণার

112. শ্বশুর বাড়ি যাওয়ার সময় ক্ষেন্তি মাকে কোন মাসে তাকে নিয়ে আসতে যাওয়ার জন্য বলেছিল?

ক) ভাদ্র মাসে

খ) বৈশাখ মাসে

গ) শ্রাবণ মাসে

ঘ) আষাঢ় মাসে

উ: আষাঢ় মাসে

113. ‘তোর বাবা তোর বাড়ি যাবে কেনো রে, আগে নাতি হোক’-বক্তা কে?

ক) ওপাড়ার কাকিমা

খ) ওপাড়ার ঠানদিদি

গ) ওপাড়ার জেঠিমা

ঘ) ওপাড়ার খুড়িমা

উ: ওপাড়ার ঠানদিদি

114. কোন মাসের বিকালে আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু-হু করত?

ক) চৈত্র-বৈশাখ মাস

খ) ফাল্গুন-চৈত্র মাস

গ) আষাঢ়-শ্রাবন

ঘ) পৌষ-মাঘ মাস

উ: ফাল্গুন-চৈত্র মাস

115. ক্ষেন্তির বিয়ের এক বছর পরে ঘরের দাওয়ায় বসে সহায়হরি কার সঙ্গে কথ বলছিলেন?

ক) অন্নপূর্ণার সঙ্গে

খ) বিষ্ণু সরকারের সঙ্গে

গ) কালীময়ের সঙ্গে

ঘ) শ্রীমন্ত মজুমদারের সঙ্গে

উ: বিষ্ণু সরকারের সঙ্গে

Pui Macha MCQ Question Answer Class 11

116. ‘দাওয়া’ শব্দের অর্থ কী?

ক) বারান্দা

খ) উঠান

গ) দরজা

ঘ) ঘরের মেঝে

উ: বারান্দা

117. ‘ও তুমি ধরে রাখো, ও-রকম হবেই দাদা।’- বক্তা কে ?

ক) বিষ্ণু সরকার

খ) সহায়হরি

গ) কালীময়

ঘ) শ্রীমন্ত মজুমদার

উ: সহায়হরি

118. ‘ও তুমি ধরে রাখো, ও-রকম হবেই দাদা।’ – কার উদ্দেশ্যে কথাগুলি বলা হয়েছে ?

ক) সহায়হরি

খ) বিষ্ণু সরকার

গ) কালীময়

ঘ) শ্রীমন্ত মজুমদার

উ: বিষ্ণু সরকার

119. ‘আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে?’- কথাগুলি কে বলেছিল ?

ক) সহায়হরি

খ) বিষ্ণু সরকার

গ) কালীময়

ঘ) অন্নপূর্ণা

উ: সহায়হরি

120. বিষ্ণু সরকার কিসের উপর বসে ছিল ?

ক) আসনের উপর

খ) মাদুরের উপর

গ) খেজুরপাতার চাটাইয়ের উপর

ঘ) তালপাতার চাটাইয়ের উপর

উ: খেজুরপাতার চাটাইয়ের উপর

Pui Macha MCQ Question Answer Class 11

121. বিষ্ণু সরকার কেমনভাবে বসে ছিল ?

ক) চুপ করে

খ) অবাক হয়ে

গ) উবু হয়ে

ঘ) বাবু হয়ে

উ: উবু হয়ে

122. ‘দূর হইতে দেখিলে মনে হইবার কথা, তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন।’-এখানে কার কথা বলা হয়েছে?

ক) অন্নপূর্ণা

খ) সহায়হরি

গ) বিষ্ণু সরকার

ঘ) কালীময়

উ: বিষ্ণু সরকার

123. ‘নাঃ, সব তো আর… তা ছাড়া আমি যা দেব নগদই দেব।’- কে বলেছে ?

ক) বিষ্ণু সরকার

খ) সহায়হরি

গ) কালীময়

ঘ) অন্নপূর্ণা

উ: বিষ্ণু সরকার

Pui Macha MCQ Question Answer Class 11

124. ‘নাঃ, সব তো আর… তা ছাড়া আমি যা দেব নগদই দেব।’ – বক্তা কথাগুলি কাকে বলেছে?

ক) অন্নপূর্ণাকে

খ) সহায়হরিকে

গ) কালীময়কে

ঘ) ক্ষেন্তির শ্বশুরকে

উ: সহায়হরিকে

125. ‘তোমার মেয়েটির হয়েছিল কি?’- কে জিজ্ঞাসা করেছিল ?

ক) কালীময় সরকার

খ) পরমেশ্বর চাটুজ্যে

গ) বিষ্ণু সরকার

ঘ) বিনয় সরকার

উ: বিষ্ণু সরকার

Pui Macha MCQ Question Answer Class 11

126. পালকি বাহকদের বলা হয়-

ক) ভিস্তি

খ) বেহারা

গ) মাল্লা

ঘ) গাড়োয়ান

উ: বেহারা

127. ক্ষেন্তির বিয়েতে পণের কত টাকা বাকি ছিল ?

ক) তিনশত

খ) আড়াইশো

গ) দেড়শো

ঘ) পাঁচশত

উ: আড়াইশো

Pui Macha MCQ Question Answer Class 11

128. ক্ষেন্তিকে তার বাবা কি মাসে দেখতে গিয়েছিল ?

ক) আষাঢ় মাসে

খ) পৌষ মাসে

গ) কার্তিক মাসে

ঘ) ফাল্গুন মাসে

উ: পৌষ মাসে

129. ‘কিছুক্ষণ দুজনের কোন কথা শোনা গেল না।’-দুজন কারা?

ক) অন্নপর্দা এবং সহায়হরি

খ) বিষ্ণু সরকার এবং সহায়হরি

গ) কালীময় এবং সহায়হরি

ঘ) ক্ষেন্তি এবং সহায়হরি

উ: বিষ্ণু সরকার এবং সহায়হরি

130. ‘না জেনে শুনে ছোটলোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এ রকম হয়…।’ – কে বলেছিল ?

ক) ক্ষেন্তির ননদ

খ) ক্ষেন্তির শাশুড়ি

গ) ক্ষেন্তির ভাসুর

ঘ) ক্ষেন্তির শ্বশুর

উ: ক্ষেন্তির শাশুড়ি

Pui Macha MCQ Question Answer Class 11

131. ‘পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে।’- কে বলেছে ?

ক) ক্ষেন্তির ননদ

খ) ক্ষেন্তির শ্বশুর

গ) ক্ষেন্তির ভাসুর

ঘ) ক্ষেন্তির শাশুড়ি

উ: ক্ষেন্তির শাশুড়ি

132. কার নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে-গরুতে এক ঘাটে জল খেয়েছে ?

ক) সহায়হরি চাটুজ্যে

গ) পরমেশ্বর চাটুজ্যে

গ) কালীময় চাটুজ্যে

ঘ) বিশ্বেশ্বর চাটুজ্যে

উ: পরমেশ্বর চাটুজ্যে

133. ক্ষেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে?

ক) আষাঢ় মাসে

খ) পৌষ মাসে

গ) ফাল্গুন মাসে

ঘ) চৈত্র মাসে

উ: ফাল্গুন মাসে

Pui Macha MCQ Question Answer Class 11

134. সহায়হরির দূর-সম্পর্কের বোনের বাড়ি কোথায় ছিল?

ক) দমদমে

খ) টালায়

গ) কালিঘাটে

ঘ) টালিগঞ্জে

উ: টালায়

135. ক্ষেন্তির গায়ে বসন্ত বের হলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কোথায় রেখে এসেছিল?

ক) সহায়হরির দূর-সম্পর্কের আত্মীয়ের বাড়ি

খ) সহায়হরির দূর-সম্পর্কের বোনের বাড়ি

গ) সহায়হরির ভাইয়ের বাড়ি

ঘ) সহায়হরির মামার বাড়ি

উ: সহায়হরির দূর-সম্পর্কের বোনের বাড়ি

136. ‘পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না।’-কে বলেছে?

ক) অন্নপূর্ণা

খ) বিষ্ণু সরকার

গ) সহায়হরি

ঘ) কালীময়

উ: সহায়হরি

137.  সঠিক বিকল্পটি বেছে নাও

বিবৃতি (A): সহায়হরিদের গ্রামে একঘরে করা হবে।

কারণ (R): ক্ষেন্তির আশীর্বাদ করেও বিয়ে হয়নি।

বিকল্পসমূহ:

ক) R, A-এর সঠিক কারণ নয়

খ) A সঠিক কিন্তু R ভুল

গ) A ভুল কিন্তু R সঠিক

ঘ) R, A-এর সঠিক কারণ

উ: R, A-এর সঠিক কারণ

138. সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে কী পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন ?

ক) ঝোল পুলি

খ) ভাজা পিঠে

গ) সরুচাকলি পিঠে

ঘ) পাটিসাপ্টা

উ: সরুচাকলি পিঠে

Pui Macha MCQ Question Answer Class 11

139. ‘আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না?’- কে বলেছে ?

ক) ক্ষেন্তি

খ) পুঁটি

গ) রাধী

ঘ) খেদি

উ: পুঁটি

140. মিঠে আঁচে পিঠে কিসের মতন ফুলে উঠেছিল ?

ক) তুলোর মতন

খ) বেলুনের মতন

শ) টোপরের মতন

ঘ) লুচির মতন

উ: টোপরের মতন

141. পুঁটি প্রথম পিঠেখানা কাকে দিয়ে আসার কথা বলেছিল?

ক) বনদেবীকে

খ) ন্যাড়া-ষষ্ঠীকে

গ) ষাড়া-ষষ্টীকে

ঘ) দিদিকে

 উ: ষাড়া-ষষ্ঠীকে

Pui Macha MCQ Question Answer Class 11

142. ‘একা যাসনে, রাধীকে নিয়ে যা’-কে বলেছিল?

ক) ক্ষেন্তি

খ) অন্নপূর্ণা

গ) পুঁটি

ঘ) সহায়হরি

উ: অন্নপূর্ণা

143. ষাঁড়াগাছের কোপের মাথায় কোথায় জ্যোৎস্না আটকে ছিল ?

ক) তেলাকুচো লতার খোলো খোলো সাদা ফুলে

খ) মেদিফুলের গুচ্ছে

গ) পাখির বাসায়

ঘ) মালতী ফুলের গুচ্ছে

উ: তেলাকুচো লতার খোলো খোলো সাদা ফুলে

144. পুঁটি ও রাধী খিড়কি দোর খুলতেই কি ছুটে পালিয়েছিল ?

ক) বাঘ

খ) কুকুর

গ) বিড়াল

ঘ) শিয়াল

উ: শিয়াল

Pui Macha MCQ Question Answer Class 11

145. শিয়াল কেমনভাবে ছুটে পালিয়েছিল?

ক) ফিস্ ফিস্ শব্দ করে

খ) খুপ্ খুপ্ শব্দ করে

গ) খস্ খস্ শব্দ করে

ঘ) ঝম্ ঝম্ শব্দ করে

উ: খস্ খস্ শব্দ করে

146. কে পিঠে ঝোপের মাথায় ছুঁড়ে ফেলেছিল?

ক) পুঁটি

খ) ক্ষেন্তি

গ) রাধা

ঘ) অন্নপূর্ণা

উ: পুঁটি

147. ‘তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম….।’-বক্তা কি ফেলে দিয়েছিল ?

ক) মেটে আলু

খ) চিংড়ি মাছ

গ) পুঁইশাক

ঘ) পিঠে

উ: পিঠে

148. জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেক্ষণ ধরে কে শব্দ করছিল ?

ক) কাঠঠোকরা পাখি

খ) শিয়াল

গ) বিড়াল

ঘ) হলুদ পাখি

উ: কাঠঠোকরা পাখি

Pui Macha MCQ Question Answer Class 11

149. কাঠঠোকরার স্বর কেমন হয়ে পড়েছিল?

ক) ক্ষীণ

খ) তন্দ্রালু

গ) তীব্র

ঘ) কর্কশ

উ: তন্দ্রালু

150. ‘দিদি বড় ভালোবাসত….’ দিদি কি ভালোবাসত ?

ক) পেয়ারা খেতে

খ) আমড়া খেতে

শ) পিঠে খেতে

ঘ) খেজুরের রস খেতে

উ: পিঠে খেতে

Pui Macha MCQ Question Answer Class 11

151. ‘দিদি বড় ভালোবাসত….’ উক্তিটি কে করেছিল ?

ক) অন্নপূর্ণা

খ) পুঁটি

গ) রাধা

ঘ) দুর্গা

উ: পুঁটি

Pui Macha MCQ Question Answer Class 11

152. ‘তিনজনেই খানিকক্ষণ ______________ হইয়া বসিয়া রহিল’। শূন্যস্থানের সঠিক শব্দটি হল-

ক) অবাক

খ) আনন্দিত

গ) নির্বাক

ঘ) দুঃখিত

উ: নির্বাক

153. ‘পুঁই মাচা’ গল্পের শেষে ক্ষেন্তির মা এবং দুই বোনের দৃষ্টি কোথায় আবদ্ধ হয়ে ছিল ?

ক) জলের দিকে

খ) পুঁই মাচার দিকে

গ) আকাশের দিকে

ঘ) বনের দিকে

উ: পুঁই মাচার দিকে

154. ‘বর্ষার জলও ______________  মাসের শিশির লইয়া কচি-কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই’- শূন্যস্থানের সঠিক শব্দটি হল-

ক) পৌষ

খ) আষাঢ়

গ) মাঘ

ঘ) কার্তিক

উ: কার্তিক

Pui Macha MCQ Question Answer Class 11

155. সঠিক ঘটনাক্রমটি বেছে নাও:

(i) সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল।

(ii) বাবা, যাবে না? মা ঘাটে গেল…।

(iii) কাহারো ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে।

(iv) যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকি!

বিকল্পসমূহ:

ক) (iv), (ii), (i), (iii)

খ) (ii), (iv), (i), (iii)

গ) (iii), (ii), (i), (iv)

ঘ) (iv), (ii), (iii), (i)

উ: (ii), (iv), (i), (iii)

Pui Macha MCQ Question Answer Class 11

আরও পড়ুন :

WBCHSE Class 11 New Syllabus Books Semester Wise | একাদশ শ্রেণীর বাংলা বই

Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।

গল্প/কবিতার নাম Link
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর Click Here
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োClick Here
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তরClick Here
বিড়াল গল্পের প্রশ্ন উত্তরClick Here
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তরClick Here

Join our Telegram Channel : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!