মডেল একটিভিটি টাস্ক

[ New ] October Model Activity Task Class 1 Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Free

আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আবারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রথম শ্রেণীর জন্য October মাসে যে Model Activity Task Class 1 Part 7 দেওয়া হয়েছে তার বিশদ ভাবে উত্তর সহ আলোচনা করা হলো। যেটি আশা করা যাচ্ছে ১৫ই নভেম্বর যখন স্কুল খোলা হলে জমা দিতে হবে আর তোমরা এই পোস্ট এ Model Activity Task Class 1 Part 7 এর সমস্ত প্রশ্নের বিষয়ভিত্তিক আলোচনা দেখতে পারবে। এখানে Model Activity Task Class 1 Part 7 All Subject এর সমাধান দেওয়া হলো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী Model Activity Task Class 1 Part 8 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

Model Activity Task Class 1 Part 7 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

প্রথম শ্রেণি

সংযোগ স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 7 Sangjog Sthapone Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 7 সংযোগ স্থাপনে সক্ষমতা

(১) নীচের পাঠটি পড়ো এবং বুঝেঝ লেখো : ১ x ২ = ২

চলো ভাই নীলু। এই তালবন দিয়ে পথ। তার পরে তিল খেত। তার পরে তিসিখেত। তার পরে দিঘি। জল খুব নীল। ধারে ধারে কাদা। জলে আলো ঝিলিমিলি করে। বক মিটিমিটি চায় আর মাছ ধরে।

ক) নীলু কোন পথ দিয়ে যাবে?

উত্তরঃ নীলু তালবন দিয়ে যাবে।

খ) তিসিখেতট  কোথায়?

উত্তরঃ তিল খেতের পরে তিসিখেত।

২) পাঠ থেকে কথা খুঁজে ফাঁকা জায়গা ভরাট করো :   ১ x ২ = ২

ক) আকাশের তারাগুলো _________________  করে চেয়ে আছে।

উত্তরঃ মিটিমিটি

খ) রাস্তার _________________ নুড়িপাথর পড়ে আছে।

উত্তরঃ ধারে

(3) Fill in the blanks with ‘a’ or ‘an’ : ১ x ৩ = ৩

(ক) This is _________________ ox.

Ans: an

(খ) That is _________________ tree.

Ans: a

(গ) It is _________________ ant.

Ans: an

৪) কথা বসিয়ে ছক পূরণ করো :  ১×৩ = ৩

৭   
৯   
৬   

উত্তরঃ 

৭   সাত
৯  নয়
৬  ছয়

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

প্রথম শ্রেণি

সমন্বয় স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 7

Model Activity Task Class 1 Part 7 Samonoy Sthapone Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 7 সমন্বয় স্থাপনে সক্ষমতা

১) খোপগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝো পাশাপাশি বসাও :  ১ × ৪ = ৪

তাল  ফলখাও
আমি  আম  ধুপধাপ  
বাড়ি  পড়ে  খাই  
তুমিফেরো  চটপট  

উত্তরঃ

১. তুমি ফল খাও

২. আমি আম খাই

৩. বাড়ি ফেরো চটপট

৪. তুমি ফল খাও

(2) Add letter and make meaningful words:   ১×৩ = ৩

ক)  _________________ + at = __________________.

উত্তরঃ B + at = Bat

খ) _______________ + in = __________________ .

উত্তরঃ  P + in = Pin

গ) _________________ + ox = __________________ .

উত্তরঃ B +ox = Box

৩) ফাঁকা জায়গা পূরণ করো : ১×৩ = ৩

image 28

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

প্রথম শ্রেণি

সমস্যা সমাধানে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 7

Model Activity Task Class 1 Part 7 Samosya Samadhane Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 7 সমস্যা সমাধানে সক্ষমতা

১) নীচের পাঠটি পড়ো এবং বুঝে লেখো :

বিকেলে মেঘ করে এল। শনশন করে হাওয়া বইছে। মেলায় লোকেরা হইচই করছে। একটা বড় গাছ মড়মড় করে পড়ে গেল টুপটাপ জল পড়ছে আকাশ থেকে। একটু পরেই ঝমঝমিয়ে নামল।

ভুল অংশগুলি ঠিক করে লেখ :  ১ x ২ = ২

ক) গাছটা শনশন করে পড়ে গেল।

উত্তরঃ গাছটা মড়মড় করে পড়ে গেল।

খ) আকাশ থেকে মড়মড় করে জল পড়তে লাগল।

উত্তরঃ আকাশ থেকে টুপটাপ করে জল পড়তে লাগল।

২) সাজিয়ে লেখো : ১ x ২ = ২

ক) থিঅতি

উত্তরঃ অতিথি

খ) জআনা

উত্তরঃ আনাজ

৩) Make three words by joining letters:  ১ x ৩ = ৩

image 29

a)  ________________

Ans: ox

b) __________________

Ans: hat

c) __________________

Ans: tap

৪) সমাধান করো : ১ x ৩ = ৩

ক) সকাল থেকে মৌচাকের কাছে ৭টি মৌমাছি উড়ছে। একটু বাদে আরও ৩টি মৌমাছি উড়ে এলো। তাহলে মোট ক’টা মৌমাছি হল?

উত্তরঃ  ৭টি মৌমাছি + ৩টি মৌমাছি = ১০ টি মৌমাছি

তাহলে মোট  ১০ টা মৌমাছি হল।

খ) আমরা ৬ জন মাঠে খেলতে গেলাম। এর পর ০ জন মাঠে এলো। তাহলে এখন মোট কজন হল?

উত্তরঃ ৬ জন + ০ জন = ৬ জন

তাহলে এখন মোট ৬ জন হল।

গ) বাজারে গিয়ে বাবা একটা দোকান থেকে ৬টা জিনিষ কেনেন। আর একটা দোকান থেকে কেনেন। তাহলে বাবা মোট ক’টা জিনিষ কেনেন?

উত্তরঃ ৬টা জিনিষ + ৪টা জিনিষ = ১০ টা জিনিষ

তাহলে বাবা মোট  ১০টা জিনিষ কেনেন।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

প্রথম শ্রেণি

মানসিক ও শারীরিক সমন্বয় সাধন

Model Activity Task Class 1 Part 7

Model Activity Task Class 1 Part 7 Manosik O Saririk Somonoy Sadhan

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 7 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন

১) তোমার দেখা সকালবেলার ছবি আঁকো আর ছবিটাকে নিয়ে বাংলাতে দুটো লাইন লেখো।

উত্তরঃ

image 30

১. সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে।

২. সকালবেলা পাখির ডাক শোনা যায়।

২) Colour the picture given below and write the name of the objects

Ans:

image 31

৩) ছবি এঁকে দেখাও যে একটা ডালে ৩টে পাখি বসে আছে আর ১টি পাখি উড়ে এল। ফলে মোট ৪টে পাখি হল।

উত্তরঃ 

image 32

৩ টি পাখি + ১টি পাখি = ৪ টি পাখি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

প্রথম শ্রেণি

বর্ণ, অক্ষর ও সংখ্যা চেনো

Model Activity Task Class 1 Part 7 Swasthyo O Sarirsikhya

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা

(ক) নীচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ/অক্ষর/সংখ্যা খুঁজে বের করো।   ১ × ৪ = ৪

১। নীচের কোন ছবিটির মধ্যে ‘ঙ’ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে image 48 চিহ্ন দাও।

image 33

২। নীচের কোন ছবিটির মধ্যে  ‘V’ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে image 48 চিহ্ন দাও।

image 34

৩। নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের ‘ফুলের পাপড়ি’ এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে image 48 চিহ্ন দাও এবং ছবিতে রং করো।

image 35
Model Activity Task Class 1 Part 7

৪। নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের ‘হাঁসের’ এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে image 48 চিহ্ন দাও এবং ছবিতে রং করো।

image 36
image 37
Model Activity Task Class 1 Part 7

উপরের Model Activity Task Class 1 Part 7 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 1 Part 7 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

এটি তোমাদের ১৫ই নভেম্বর স্কুল খোলা হলে জমা দিতে বলা হতে পারে। তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।

আরো পড়ুন :

September Model Activity Task Class 1 Part 6

August Model Activity Task Class 1 Part 5

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button