মডেল একটিভিটি টাস্ক

[ New ] October Model Activity Task Class 2 Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Free

দ্বিতীয় শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক

আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আবারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা দ্বিতীয় শ্রেণীর জন্য October মাসে যে Model Activity Task Class 2 Part 7 দেওয়া হয়েছে তার বিশদ ভাবে উত্তর সহ আলোচনা করা হলো। যেটি আশা করা যাচ্ছে পুজোর পর যখন স্কুল খোলা হলে জমা দিতে হবে আর তোমরা এই পোস্ট এ Model Activity Task Class 2 Part 7 এর সমস্ত প্রশ্নের বিষয়ভিত্তিক আলোচনা দেখতে পারবে। এখানে Model Activity Task Class 2 Part 7 All Subject এর সমাধান দেওয়া হলো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী Model Activity Task Class 2 Part 8 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

Model Activity Task Class 2 Part 7 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

সংযোগ স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 2 Part 7

Model Activity Task Class 2 Part 7 Sangjog Sthapone Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 7 সংযোগ স্থাপনে সক্ষমতা

১) নীচের পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো :  ১ x ৪ =৪

অশ্বত্থ গাছে পেঁচার ডাক। উচ্ছের খেত থেকে ঝিল্লি ওই ঝিঁ ঝিঁ করছে। দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে।

ক) উচ্ছের খেত থেকে কিসের শব্দ আসছে?

উত্তরঃ উচ্ছের খেত থেকে ঝিল্লির ঝিঁ ঝিঁ শব্দ আসছে।

খ) দরজার পাল্লাটা কেন ধড়াস ধড়াস করে পড়ছে?

উত্তরঃ দরজার পাল্লাটা বাতাসের কারনে ধড়াস ধড়াস করে পড়ছে।

গ) বিড়ালটা কোথা থেকে ডাকছে?

উত্তরঃ বিড়ালটা রান্নাঘর থেকে থেকে ডাকছে।

ঘ) এখানে কী কী পশু, পাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ এখানে পশু – বিড়াল, পাখি – পেঁচা  ও পতঙ্গ – ঝিল্লির উল্লেখ করা হয়েছে।

2) Fill in the blanks with correct words:  ১ × ৩ = ৩

(i) ________________ (There / Their) are many clouds in the sky.

Ans: There

(ii)  The ________________ (sun / son) rises in the east.

Ans: sun

(iii) The floor is still __________________ (wait/wet).

Ans: wet

৩) নীচের ক্যালেন্ডারটি দেখে উত্তর লেখো। লাল চিহ্নগুলি ছুটির দিন : ১ × ৩ = ৩

রবিবার  সোমবার  মঙ্গলবারবুধবার  বৃহস্পতিবার  শুক্রবার  শনিবার  
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০   
Model Activity Task Class 2 Part 7

(ক) এই মাসের ২৩ তারিখ কী বার?

উত্তরঃ এই মাসের ২৩ তারিখ বুধবার।

(খ) এই মাসে কটা ছুটির দিন?

উত্তরঃ এই মাসে ছয়টা ছুটির দিন।

(গ) এটা কী মাস হতে পারে?

উত্তরঃ এটা সেপ্টেম্বর মাস হতে পারে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

সমন্বয় স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 2 Part 7

Model Activity Task Class 2 Part 7 Samonoy Sthapone Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 7 সমন্বয় স্থাপনে সক্ষমতা

১) যুক্তব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট্য শব্দ লেখো :  ১ x ২ = ২

ক) রাত  ___________________

উত্তরঃ রাত্রি

(খ) বিছানা __________________

উত্তরঃ শয্যা

২) যুক্তব্যাঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো :  ১ x ২ = ২

image 10
image 11

3) Match the animals with their body parts :  ১ x ৩ = ৩

image 13
Model Activity Task Class 2 Part 7
image 12

) ফাঁকা ঘরে ‘>’ বা ‘<’ চিহ্ন বসাও :

image 14

উত্তরঃ  ১৯ > ১৩

image 15

উত্তরঃ ২৭ < ২৯

image 16

উত্তরঃ ৬ > ৪

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

সমস্যা সমাধানে সক্ষমতা

Model Activity Task Class 2 Part 7

Model Activity Task Class 3 Part 7 Samosya Samadhane Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 7 সমস্যা সমাধানে সক্ষমতা

১) নীচের শব্দগুলির একই অর্থের যুক্তব্যঞ্জন ব্যবহার করা শব্দ লেখো ও সেগুলি দিয়ে বাক্য রচনা করো : ২ x ২ = ৪

ক) ঠেলাঠেলি

উত্তরঃ ধাক্কাধাক্কি – কলকাতায় দুর্গা পুজোর সময় খুব ধাক্কাধাক্কি হয়।

খ) অনেক

উত্তরঃ প্রচুর – আমাদের বাগানে প্রচুর ফুল ফুটেছে।

2) Read the following sentences carefully :

Mina and Bina are friends. They always walk to school together. Mina’s father is a doctor. He treats sick people in the village. Bina’s father is a farmer. He works in the field. They all love their village.

Answer the following questions:  ১×৩ = ৩

(i) How do the two friends go to school?

Ans: The two friends always walk to go to school together.

(ii) Who is the doctor?

Ans: Mina’s father is a doctor

(iii) What does a farmer do?

Ans: A farmer works in the field.

৩) সমাধান করো : ১ × ৩ = ৩

(ক) শক্তি মাঠে বসে ১৭-টা বেলুন ফোলাল। তারপর সে ৩টে করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করল। হিসেব করে বলো শক্তি ক’টা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারল আর কটা পড়ে থাকল?

উত্তরঃ শক্তি মাঠে বসে ১৭-টা বেলুন ফোলাল

তারপর সে ৩টে করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করল

image 17

সুতরাং শক্তি  ৫ টি বেলুনের গুচ্ছ তৈরি করতে পারল এবং ২ টি পুরে থাকল।

(খ) আজ ক্লাসে মোট ২৪জন ছাত্রছাত্রী উপস্থিত। মাঠে নিয়ে শিক্ষক আমাদেরকে ৪টে দলে ভাগ করে দাঁড়াতে বললেন। প্রতিটি দলে কতজন করে ছাত্রছাত্রী হল?

উত্তরঃ মোট ২৪জন ছাত্রছাত্রী উপস্থিত    

শিক্ষক আমাদেরকে ৪টে দলে ভাগ করে দাঁড়াতে বললেন।

image 18

সুতরাং প্রতিটি দলে ৬ জন করে ছাত্রছাত্রী হল।

(গ) আমার ৬টি বন্ধু। প্রতিটি বন্ধুকে যদি ৪টে করে মিষ্টি খাওয়াই, তাহলে মোট কটা মিষ্টি কিনতে হবে?

উত্তরঃ আমার ৬টি বন্ধু প্রতিটি বন্ধুকে যদি ৪টে করে মিষ্টি খাওয়াই।

image 19

সুতরাং মোট কটা মিষ্টি কিনতে হবে ২৪ টি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা

Model Activity Task Class 2 Part 7 Manosik O Saririk Somonoy Sakhomota

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 7 মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা

১) পশুটি কে? পশুটির একটা ছবি আঁকো এবং তার সম্বন্ধে ৩টে বাক্য লেখো :  ৪

image 20

উত্তরঃ

image 21

পশুটি হল বাঘ।

১.বাঘকে পশুরাজ আখ্যা দেয়া হয়।

২. বাঘ একটি মাংসাশী প্রাণী।

৩. বাঘের গায়ে হলুদ ও কালো ডোরা দাগ থাকে।

2) Read the sentences and fill in the table :  ৩

(i) I am an Indian.

(ii) You went to the zoo.

(iii) She bought a new pen.

Today  Yesterday  
          

Ans:

Today  Yesterday  
   I am an Indian.        You went to the zoo.   She bought a new pen.  

৩) কোন সময় তুমি কী করো তা বিভিন্ন ঘড়ির ছবি এঁকে দেখাও: ৩

image 22

সকাল ৭ টায় আমি ঘুম থেকে উঠি।

image 23

বিকেল ৪ টায় আমি খেলতে যাই।

image 24

রাত ৯ টায় আমি ঘুমোতে যাই।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

দ্বিতীয় শ্রেণি

মূল্যবোধের শিক্ষা এবং সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা

Model Activity Task Class 2 Part 7

Model Activity Task Class 2 Part 7 Swasthyo O Sarirsikhya

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 7 স্বাস্থ্য ও শারীরিকশিক্ষা

১. খ্যাতনামা খেলোয়াড়দের ছবির সঙ্গে নাম মেলাও :  ১ x ৪ = ৪

image 27
Model Activity Task Class 2 Part 7

২. নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থান পূরণ করো :  ১ x ৬ = ৬

(ক) হাঁচি, ________________ থেকে দূরে থাকবেই

কম করে ছয় হাত,

উত্তরঃ  কাশি

(খ) নাকে মুখে চাপা দেবে যে __________________

কিবা দিন, কিবা রাত।

উত্তরঃ রুমাল

(গ) নিজেও যখন __________________ ,কাশবে

মুখেতে রুমাল দিও,

উত্তরঃ হাঁচবে

(ঘ) রোগীকে __________________ চলতেই হবে

যাব না তো তার কাছে।

উত্তরঃ এড়িয়ে

(ঙ) নিয়মিত ব্যয়াম, শরীর _________________

পুষ্টি খাবার হলে,

উত্তরঃ চর্চা

(চ) সর্দি কাশিকে ________________ ভাবেই

তখন এড়ানো চলে।

উত্তরঃ সহজ

image 26

নাম :  গীতশ্রী রায়        ক্লাস : দ্বিতীয়

বিদ্যালয়ের নাম :  রামমোহন রায় শিশু নিকেতন

রোল নং : ৮

উপরের Model Activity Task Class 2 Part 7 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 2 Part 7 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

এটি তোমাদের পুজোর পর স্কুল খোলা হলে জমা দিতে বলা হতে পারে। তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।

আরো পড়ুন :

September Model Activity Task Class 2 Part 6

August Model Activity Task Class 2 Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button