Result

[ Official ] মাধ্যমিক রেজাল্ট ২০২২ । WB Madhyamik Result 2022 free

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ২০২২ এর ফল প্রকাশের তারিখ ৩রা জুন, ২০২২

WB Madhyamik Result 2022 : ২০২২ সালে যে সকল শিক্ষার্থী পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য এক বিরাট খবর! যে সকল পরীক্ষার্থী ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ( WBBSE Madhyamik Result 2022 ) দিয়েছ তাদের ফল প্রকাশের আর বেশি দেরি নেই। ৩রা জুন প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ২০২২ মাধ্যমিক পরীক্ষার ফল।

WB Madhyamik Result 2022

বোর্ডের সম্মানিত সভাপতি একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ২০২২ সালের ৩রা জুন সকাল ৯:০০ টায় মাধ্যমিক পরীক্ষা ২০২২ ( WB Madhyamik Result 2022 ) এর ফলাফল ঘোষণা করবেন। অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রধানদের তাদের অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর মার্কশিট ( WB Madhyamik Result 2022 ) এবং শংসাপত্র ৩রা জুন সকাল ১০ টা থেকে নির্বাচিত ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং তাদেরকে একই দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কাছে বিতরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। নোটিশ এ উল্লেখ করা হয়েছে যে সকাল ১০:০০ টার আগে বিতরণ শুরু করা সম্ভব হবে না।  

এই বছর অর্থাৎ ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ছাত্র সংখ্যা ,২১,৯৩১ জন এবং ছাত্রী সংখ্যা ,৯৬,৮৯০ জন

বিগত বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায়, কোভিড পরিস্থিতির কারণে নবম শ্রেনির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেনির ( WB Madhyamik Result 2022 ) প্রতিটি বিষয়ের উপর তৈরি করা প্রকল্পের উপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এই বছর ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভবপর হয়েছে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার কারণে। তবে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায়  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেনিতে থাকা সকল বিষয় গুলি থেকে মাধ্যমিক ২০২২ এর পরীক্ষার জন্য সিলেবাস কিছু হ্রাস করা হয়েছিল।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর ফল প্রকাশ হবে যে ওয়েবসাইটেঃ

ওয়েবসাইটের মাধ্যমে ২০২২ মাধ্যমিকের রেজাল্ট দেখার পদ্ধতি :

পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইন মোডে জানতে পারবে তবে অনলাইন মোডে মাধ্যমিক 2022 এর এই ফল অস্থায়ী আকারে প্রদান করা হবে। ৩রা জুন, ২০২২পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ( WB Madhyamik Result 2022 ) ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করবে। পরীক্ষার মার্কশিট বা শংসাপত্রে নম্বর ও গ্রেড সিস্টেম এর ব্যবস্থা রয়েছে।

ফলাফল দেখতে শিক্ষার্থীকে তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে। এছাড়াও তারা বোর্ড দ্বারা প্রদত্ত নির্দিষ্ট নম্বরে sms পাঠিয়ে তার মাধ্যমে তাদের মাধ্যমিক ২০২২ এর পরীক্ষার ফল জানতে পারবে।

ফলাফল প্রকাশের পরপরই এসএমএসে বিনামূল্যে ফলাফল পেতে www.exametc.com-এ রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করুন।

SMS এর মাধ্যমে ২০২২ মাধ্যমিকের রেজাল্ট দেখার পদ্ধতি :

SMS করার জন্য নিজের মোবাইলের মেসেজ অপশনে যান এবং লিখুন WB10<space> roll number এবং পাঠিয়ে দিন 56070/ 56263 নম্বরে। এরপর শিক্ষার্থীর ওই নম্বরে মাধ্যমিক 2022 এর পরীক্ষার ফল পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া WB10<space> রোল নম্বর হিসেবে 5676750 নম্বরে এসএমএস পাঠানো যেতে পারবে।

শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারে “মাধ্যমিক ফলাফল 2022 গুগল প্লেস্টোর বা ওয়েবসাইট থেকে : www.results শিক্ষা বিনামূল্যে মোবাইল অ্যাপে ফলাফল পেতে এটি ইনস্টল করতে পারবে।

৩রা জুন তারিখে সকাল ১০টা থেকে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

১. www.wbbse.wb.gov.in

২. https://wbresults.nic.in

৩. www.exametc.com

৪. http://abpananda.abplive.in

৫. www.anandabazar.com

৬. www.indiaresults.com

৭. www.results.shiksha.

৮. www.schools9.com

৯. www.jagranjosh.com

১০. www.vidyavision.com

১১. www.news18bangla.com

১২. Bangla.hindustantimes.com

১৩. www.fastresult.in

১৪. www.indiatoday.in/education-today

কীভাবে মাধ্যমিক ২০২২ এর ফল দেখা যাবেঃ

১) প্রথম ধাপ হল- wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

২) WBBSE class 10th Results” লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রোল নম্বর বা নাম  রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

8) ‘Submit এ ক্লিক করতে হবে।

৫) স্কিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৬) এই ফাইলটি ডাউনলোড করুন এবং আরও রেফারেন্সের জন্য এটির Print Out বের করে রাখতে পারেন।

আরও পড়ুন :

মাধ্যমিকের রেজাল্ট দেখার পদ্ধতি :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button