Result

[ NEW ] মাধ্যমিক রেজাল্ট ২০২২ । WBBSE Madhyamik Result 2022 date online free

WBBSE Madhyamik Result 2022 online

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ২০২২ এর ফল প্রকাশের সম্ভাব্য সময়ঃ ৭ই জুন, ২০২২

২০২২ সালে যে সকল শিক্ষার্থী পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য এক বিরাট খবর! তা জানতে হলে শেষ পর্যন্ত অনুচ্ছেদটি পড়তে থাকো।

যে সকল পরীক্ষার্থী ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ( WBBSE Madhyamik Result 2022 ) দিয়েছ তাদের ফল প্রকাশের আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফল।

এই বছর অর্থাৎ ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ছাত্র সংখ্যা ৬,২১,৯৩১ জন এবং ছাত্রী সংখ্যা ৪,৯৬,৮৯০ জন

বিগত বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায়, কোভিড পরিস্থিতির কারণে নবম শ্রেনির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেনির প্রতিটি বিষয়ের উপর তৈরি করা প্রকল্পের উপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার কারণে এই বছর ২০২২ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভবপর হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেনিতে থাকা সকল বিষয় গুলি থেকে মাধ্যমিক ২০২২ এর পরীক্ষার জন্য সিলেবাস কিছু হ্রাস করা হয়েছিল। তাই আশা করা হচ্ছে যে, প্রশ্নের নমুনার মতো পরীক্ষার নম্বরের মধ্যে শিথিলতা থাকবে এবং পরীক্ষার ফল ও ভাল আসবে।

বিগত সাত বছরের পাশের হারের নমুনাঃ

২০১৫ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৪%, ২০১৬ সালে সেই হার হ্রাস পেয়ে হয়েছিল ৮২.৭৫%। এরপর ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই হার ক্রমশ বেড়েছে।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০১৭ – পাশের হার ৮২.৯৮%

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০১৮ – পাশের হার ৮৪.৪৯%

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০১৯ – পাশের হার ৮৬.০৭%

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২০ – পাশের হার ৮৬.৩৪%

২০২১ সালে কোভিড পরিস্থিতি বিপুল হারে বেড়ে যাওয়ায় প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছিল সারা রাজ্যে। ফলত কোনো গত বছর কোন মাধ্যমিক পরীক্ষা রাজ্য অনুষ্ঠিত করেনি। নবম এবং দশম শ্রেনির উপর ভিত্তি করে যে ফল প্রকাশ হয়েছিল তাতে পাশের হার ছিল ১০০%। অর্থাৎ, সকল শিক্ষার্থীকেই পাশ করানো হয়েছিল।

WBBSE Madhyamik Result 2022

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর ফল প্রকাশ হবে যে ওয়েবসাইটেঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২২ সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর ফল ঘোষণা করবে। তবে সূত্রের খবর সম্ভাব্য তারিখ হতে পারে ৭ই জুন। পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইন মোডে জানতে পারবে।

যেসকল ওয়েবসাইট থেকে মাধ্যমিক ২০২২ ( WBBSE Madhyamik Result 2022 ) এর ফল দেখা যাবে তা হল- wbreslts.nic.in, wbbse.org, wbchse.nic.in। ফলাফল দেখতে শিক্ষার্থীকে তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে। এছাড়াও তারা বোর্ড দ্বারা প্রদত্ত নির্দিষ্ট নম্বরে sms পাঠিয়ে তার মাধ্যমে তাদের মাধ্যমিক ২০২২ এর পরীক্ষার ফল জানতে পারবে।

sms করার জন্য নিজের মোবাইলের মেসেজ অপশনে যান এবং লিখুন WB10<space> roll number এবং পাঠিয়ে দিন 56070/ 56263 নম্বরে। এরপর শিক্ষার্থীর ওই নম্বরে মাধ্যমিক 2022 এর পরীক্ষার ফল পাঠিয়ে দেওয়া হবে।

অনলাইন মোডে মাধ্যমিক 2022 এর এই ফল অস্থায়ী আকারে প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ( WBBSE Madhyamik Result 2022 ) ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করবে। পরীক্ষার মার্কশিট বা শংসাপত্রে নম্বর ও গ্রেড সিস্টেম এর ব্যবস্থা রয়েছে।

WBBSE Madhyamik Result 2022

পশ্চিমবঙ্গ মাধ্যমিক গ্রেডিং সিস্টেমঃ

Marks ScaleGradeRemarks
90 – 100AAOutstanding
80 – 89A+Excellent
60 – 79AVery Good
45 – 59B+Good
35 – 44BSatisfactory
25 – 34CMarginal
Below 25DDisqualified
( WBBSE Madhyamik Result 2022 )

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Amar Target এর তরফ থেকে প্রত্যেকের জন্য রইল শুভ কামনা।

এরকমই স্কুল ও কলেজ সংক্রান্ত নতুন তথ্যের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট এর সাথে জুড়ে থাকুন এবং বাকি দের ও জানতে সাহায্য করুন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

Read more :

অস্কার পুরস্কার ২০২২ PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button