কোষ ও কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর | Cell and Cell Division Question Answer in Bengali 2023
Cell and Cell Division Question Answer in Bengali
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ কোষ ও কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর ( Cell and Cell Division Question Answer in Bengali ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।
কোষ হল একটি জীবনপ্রক্রিয়ামূলক একক, যা জীবাণু, জন্তু, উদ্ভিজ্জ ও প্রাণীসহ বিভিন্ন জীবন উদ্ভিদের জৈবিক ক্ষুদ্রতম অংশ। এটি শরীরের নির্দিষ্ট কাজ করে যেমন পুষ্টি প্রদান, অস্থিপঞ্জর গঠন, জীবনশক্তি উৎপাদন এবং প্রতিরক্ষা।
কোষ বিভাজন হল একটি জীবনপ্রক্রিয়ামূলক ঘটনা যা কোষের ( Cell and Cell Division Question Answer in Bengali ) বিশেষ প্রকিয়া দ্বারা সংঘটিত হয়। এটি জীবনপ্রক্রিয়া হিসাবে পরিচিত একটি ঘটনা এবং এটি জীবনপ্রক্রিয়ার অংশ হিসাবে গণ্য করা হয়। কোষ বিভাজন একটি প্রক্রিয়া যা শরীরের নতুন কোষ তৈরি করে এবং জীবনপ্রক্রিয়াকে চালিত রাখার জন্য গুরুত্বপূর্ণ। কোষ বিভাজন প্রক্রিয়াটি অধিকাংশ জীবন উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় প্রক্রিয়া।
1. কোষের গঠন নিয়ে জীব বিদ্যার যে শাখা আলোচনা করে তার নাম কি?
উ: সাইকোলজি
2. কোষ কে আবিষ্কার করেন?
উ: রবার্ট হুক
3. কোষ বাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক কে?
উ: স্লেইডেন ও সোয়ান
4. যেসব জীবের দেহে সাইটোপ্লাজম থাকে না তাদের কি বলে?
উ: প্রোটোবায়োটা
5. একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন কোষ বিভাজনে?
উ: মাইটোসিস
6. ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে কার নিউক্লিয়াসে?
উ: সস্য
7. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
উ: ক্যারিওকাইনেসিস
8. সাইটোপ্লাজমান বিভাজন কে কি বলে?
উ: সাইটোকাইনেসিস
9. ক্রোমোজোমগুলো কোন দশায় বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে?
উ: মেটাফেজ
10. ক্রোমোজোম গুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে কোন দশায়?
উ: অ্যানাফেজ
Cell and Cell Division Question Answer in Bengali
11. কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাস গুলির অবলুপ্তি ঘটে?
উ: মেটাফেজ
12. মিয়োসিস কোথায় ঘটে?
উ: জনন মাতৃকোষে
13. ক্রসিং ওভার দেখা যায় কোন কোষ বিভাজনে?
উ: মিয়োসিস
14. জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি?
উ: কোষ
15. বংশগতির ধারক ও বাহক কি?
উ: ক্রোমোজোম
16. অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কোন দশায়?
উ: অ্যানাফেজ
17. ক্রসিং ওভার ঘটে কোন দশায়?
উ: প্যাকাইটিন
18. হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়?
উ: জাইগোট
19. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের মেরুর দিকে গমন করে?
উ: এনাফেজ
20. কোষচক্রের কোন পর্যায়ে DNA এর প্রতিলিপি সৃষ্টি হয়?
উ: ইন্টারফেজ
Cell and Cell Division Question Answer in Bengali
21. মিয়োসিস কোষ বিভাজনের কোন ধাপে সিন্যাপসিস ঘটে?
উ: জাইগোটিন
22. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J ও এর আকার ধারণ করে?
উ: অ্যানাফেজ
23. কোন পর্যায়ে ক্রসিং-ওভার শুরু হয় ?
উ: প্যাকাইটিন
24. মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কোন ইংরেজ অক্ষের মত দেখায়?
উ: V
25. মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে?
উ: ইন্টারফেজ
26. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
উ: প্রোফেজ
27. কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?
উ: ক্যারিওকাইনেসিস
28. ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?
উ: অ্যানাফেজ-১
29. সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোন অংশে থাকে?
উ: মুখ্য খাঁজে
30. সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় কোন দশায়?
উ: অ্যানাফেজ দশায়
Cell and Cell Division Question Answer in Bengali
31. নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি RNA-তে থাকে না, কিন্তু DNA তে থাকে সেটির নাম লেখ?
উ: থাইমিন
32. ক্ষুদ্র ও স্পষ্ট ক্রোমোজোম দেখা যায় কোন দশায়?
উ: মেটাফেজ
33. কোশপাত গঠনের কাজে সাহায্যে করে কে?
উ: গলগি বডি
৩৪. মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা কত?
উ: 46
35. একটি ডিপ্লয়েড কোশের উদাহরণ দাও?
উ: উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় উপস্থিত কোশসমূহ
36. আদি নিউক্লিয়াসযুক্ত কোশে মাইটোকনড্রিয়ার পরিবর্তে কি থাকে?
উ: মেসোজোম
37. যে অঙ্গানুটি উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে একই কাজ করে তার নাম কি?
উ: মাইটোকনড্রিয়া
38. উদ্ভিদের কোষ প্রাচীরের মুল উপাদান কি?
উ: সেলুলোজ
39. সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোন অংশে থাকে?
উ: মুখ্য খাজে
40. যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত থাকে সেটিকে কি বলে?
উ: মেটাসেন্ট্রিক
Cell and Cell Division Question Answer in Bengali
41. DNA প্রতিলিপি গঠিত হয় যে দশায় তার নাম লেখ?
উ: S দশা
42. কোষ চক্রের যে দশায় কোষটি বিভাজিত হয় না তার নাম লেখ?
উ: G0 দশা
43. পরপর সংঘটিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায় কে কি বলে?
উ: ইন্টারফেজ
44. উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস কোন কণিকা দ্বারা সংঘটিত হয়?
উ: ফ্রাগমোজোম
45. যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন হয়?
উ: মিয়োসিস
46. কোষের কোন অংশে জিন অবস্থিত থাকে?
উ: ক্রোমোজোম
47. নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে কোষ বিভাজনের কোন দশায়?
উ: টেলোফেজ
48. ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত দুটি তন্তুর প্রত্যেকটি কে কি বলে?
উ: ক্রোমাটিড
49. প্রতিটি ক্রোমাটিড লম্বা লম্বি ভাবে বিস্তৃত যে দুটি সূক্ষ্ম তন্ত্র দ্বারা গঠিত তাকে কি বলে?
উ: ক্রোমোনিমা
50. ক্রোমোজোমের শেষ প্রান্ত কে কি বলে?
উ: টেলোমিয়ার
Cell and Cell Division Question Answer in Bengali
51. এককোষী জীবের বংশবিস্তারিত উপায় কি?
উ: কোষবিভাজন
52. কোন জীবের অর্ধসংখ্যক ক্রোমোজোম কে কি বলে?
উ: জিনোম
53. মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি কি?
উ: এনাফেজ
54. ক্যারিওকাইনেসিসের সর্ববৃহৎ দশা টির নাম কি?
উ: প্রফেজ
55. সবচেয়ে বড় প্রাণী কোষ কি?
উ: উট পাখির ডিম
56. ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি টির নাম কি?
উ: অ্যামাইটোসিস
57. উচ্চশ্রেণী উদ্ভিদের দেহে কোন প্রকার মাইটোসিস পরিলক্ষিত হয়?
উ: অ্যানাস্ট্রাল
58. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কিরূপ?
উ: V আকৃতির
59. নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি RNA তে থাকে না সেটি কি?
উ: থাইমিন
60. নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি DNA তে থাকে না সেটির নাম কি?
উ: ইউরাসিল
Cell and Cell Division Question Answer in Bengali
61. শুক্রানু উৎপাদিত হয় কোন পদ্ধতিতে?
উ: মিয়োসিস পদ্ধতিতে
62. মাইটোসিস কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কোন বিজ্ঞানী?
উ: ওয়াল্টার ফ্লেমিং
63. মাইটোসিস কোষ বিভাজন হয় কোথায়?
উ: দেহ মাতৃকোষে
64. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়?
উ: এনাফেজ দশায়
65. প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড এর সংখ্যা কত?
উ: দুই
66. মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত?
উ: 23
67. জীবের দেহকোশে ক্রোমোজোমের প্রকৃতি কিধরনের?
উ: ডিপ্লয়েড
68. ক্রসিং ওভার কোথায় ঘটে?
উ: মিয়োসিস
Cell and Cell Division Question Answer in Bengali
আরও পড়ুন: