Suggestion

[99.9%] Madhyamik 2022 Physical Science Suggestion | মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 free

Madhyamik 2022 Suggestion All Subject

মাধ্যমিক 2022

ভৌতবিজ্ঞান সাজেশন

Madhyamik 2022 Physical Science Suggestion

প্রিয় ছাত্র – ছাত্রীরা, তোমাদের জন্য এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর ভৌতবিজ্ঞান সাজেশন ( Madhyamik 2022 Physical Science Suggestion ) দেওয়া হলো। নিচে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা পর পর দেওয়া হলো।

মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও মক টেস্ট এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেইসবুক পেজ এ Join করে রাখো।

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

মাধ্যমিক 2022

ভৌতবিজ্ঞান সাজেশন

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022

পরিবেশের জন্য ভাবনা

মান-২

1. বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্লোরোফ্লোরো কার্বন জাতীয় যৌগ গুলির ভূমিকা আলোচনা করো?

2. জেট প্লেন গুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী?

3. বিশ্ব উষ্ণায়ন এর ক্ষতিকর প্রভাব গুলি আলোচনা করো?

4. জ্বালানি ও জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো?

5. গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন?

6. বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?

7. গ্রীন হাউস গ্যাস গুলি বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে বৃদ্ধি করে?

৪. মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখ।

 9. উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায় কেন ?

10. মিথেন হাইড্রেট  কী? ইহার সংকেত লেখ

11. ওজোনস্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখ।

12. মিসেন হাইড্রেট কে ফায়ার আইস (fire ice) বলা হয় কেন?

13. জোয়ার শক্তি / বায়ুশক্তি /  সৌরশক্তি ববহারের সুবিধা অসুবিধা লেখ

14. গ্রীন হাউস গ্যাস গুলির নাম কী?

15. ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস গুলি ?

16. হোমোস্ফিয়ার কে সমমন্ডল বলে কেন ?

17. গ্যাসহোল কি? এর ব্যবহার লেখ ।

18. কী কী কারনে ওজোন গহ্বর সৃষ্টি হয় ?

19. পুনরায় নবীকরনযোগ্য শক্তি বলতে কী বোঝায়?

20. ওজোনস্তর কাকে বলে? ওজোন স্তরকে প্রাকৃতিক সানস্কিন বা পৃথিবীর ছাতা বলা হয় কে?

21. বায়ুমণ্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ উল্লেখ করো ।

22. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ?

23. বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো।

24. জীবাশ্ম জ্বালানী কী?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

গ্যাসের আচরণ

মান-২

1. বয়লের / চালসের সূত্রে ধ্রুবক কী কী?

2. প্রমাণ চাপর মান কত?

3. SI  এককে  R-এর মান কত?

4. °C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?

5. চালসের সূত্রের গাণিতিক রূপটি লেখ।

6. সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্নতার পার্থক্য 10° হলে, কেলভিন স্কেলে ওই উষ্নতার পার্থক্য কত হবে?

7. গ্যাসের চাপ কাকে বলে?

8. 303K উষ্নতা সেলসিয়াস ষ্কেলে কত?

9. বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কীরুপ?

10. অ্যাভোগ্রাডো সূত্রর ধ্রুবক রাশিগুলি কি কি?

11. 27°C সেন্টিগ্রেড উষ্ণতায় ও 700 mmHg চাপে 32g O2 ও 44g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো।

12. 327 ডিগ্রি সেন্টিগ্রেড কে কেলভিন স্কেলে প্রকাশ করো?

13. চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতা প্রতিষ্ঠা করো

14. উষ্ণতার পরম স্কেল কাকে বলে?

15. গ্যাসের অনুর গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও

16. গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য গুলি কি?

17. নির্দিষ্ট ভরের একটি গ্যাস -130C উষ্ণতায় 520 cm3 আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700cm3 হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস ?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

মান-৩

1. বয়েলের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো।

2. বেলুনে ফু দিলে বেলুন এর আয়তন বাড়ে এবং চাপ বাড়ে এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি ব্যাখ্যা করো।

3. গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো।

4. পরম শূন্য উষ্ণতা কাকে বলে?

5. পুকুরের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?

6. পরমশূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন?

7. উষ্ণতার পরম স্কেল কাকে বলে?

8. চার্লসের সূত্র অনুযায়ী V-T লেখচিত্র আঁকো। লেখচিত্রের প্রকৃতি কি?

9. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো

10. বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।

11. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?

12. বয়েল ও চার্লসের সূত্রের বিবৃতি করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন?

13. অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখ ও ব্যাখ্যা করো।

14. মোলার আয়তন কাকে বলে এর মান কত?

15. বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো।

16. আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলি লেখ।

17. ফুলানো বেলুন রোদে রেখে দিলে ফেটে যায় কেন?

18. কোন গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় কেন?

19. গ্যাসের অনুগুলির গতিশীলতা সাপেক্ষে দুটি যুক্তি দাও।

20. আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস গুলির বিচ্যুতির কারণ গুলি লেখ।

21. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 160 cm Hg চাপে গ্যাসের আয়তন কত হবে?

22. স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml ও 80cm Hg ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসের আয়তন 1000ml হবে?

23. নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো।

24. STP তে 91cm3 আয়তনের কোন গ্যাস কে উত্তপ্ত করে উষ্ণতা 27°C করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, এই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে?

25. কোন নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে 0°C থেকে 273°C তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তন এর সঙ্গে প্রাথমিক আয়তন এর সম্পর্ক নির্ণয় করো।

26. গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখ ও গাণিতিক রূপটি প্রকাশ করো?

27. গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখ এবং গাণিতিক রূপ ব্যাখ্যা করো।

28. পরম শূন্য উষ্ণতা কাকে বলে একে পরম বলে কেন?

29. 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি ও কেন?

30. গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

রাসায়নিক গননা

(মান-৩)

1. ভরের নিত্যতা সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর।

2. প্রমাণ কর, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব (m) = 2 x বাষ্পঘনত্ব

3. গ্যাসের বাষ্পঘনত্ব ও আনবিক ওজনের মধ্যে সম্পর্ক লেখ।

4. 32.5 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু H2So4 আাসিডের সাথে বিক্রিয়া করালে কতগ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে?

5. NTP তে 56 লিটার CO2 উৎপন্ন করতে কত CaCo3  প্রয়োজন ?

6. 1 মোল c, 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অনু উৎপন্ন হবে ?

7. উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 g Fe প্রস্তুত করতে কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে ? (fe = 55.8)

8. পারমাণবিক ভর বলতে কী বোঝায় ?

9. C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও ?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

আলো

(মান-২)

1. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাব নির্ভরশীল ?

2. স্নেলের সূএটি লেখ ও গাণিতিক ভাবে প্রকাশ কর?

3. প্রতিসরাঙ্কের একক কী? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কি 1 এর চেয়ে কম হতে পারে ?

4. উত্তল লেন্সের সামনে বস্তুকে f ও 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে?

5. সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক?

6. কোন্ লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে?

7. দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

8. দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি কাকে বলে?

9. একটি উত্তল লেস দ্বারা কীভাবে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, যখন (ক) প্রতিবিম্ব সদ (খ) প্রতিবিম্ব অসদ

10. আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখ।

11. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

12. উত্তল লেন্স দ্বারা কোন ধরণের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়?

13. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

14. আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।

15. লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

16. স্নেলের সুত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখা করো।

17. সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?

18. কোনো লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

19. গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

20. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?

21. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

22. আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ।

23. অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

24. কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

25. শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন?

26. চোখের নিকট বিন্দু ও দূর বিন্দু কি?

27. পরম প্রতিসরণাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কাকে বলে?

28. কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5 বলতে কী বোঝো?

29. প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

30. কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয়না কেন?

31. উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?

32. চোখের অভিযোজন কাকে বলে?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

  (মান-৩)

1. আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।

2. অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

3. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?

4. অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

5. অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

6. দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

7. একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

8. একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, এড় রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?

9. উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখ?

10. শুদ্ধ বর্ণালি ও অশুদ্ধ বর্ণালির মধ্যে পার্থক্যগুলি লেখো।

11. সংজ্ঞা দাও : – (1) বক্রতা ব্যাসার্ধ  (2) প্রধান অক্ষাংশ (3) বক্রতা কেন্দ্র

12. দাড়ি কামনোর দর্পন হিসেবে কীরুপ দর্পন ব্যবহৃত হয়? এক্ষেত্রে প্রতিবিম্বের : প্রকৃতি কীরুপ হয়?

13. উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র গুলি অঙ্কন করো।

14. অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্রগুলি অঙ্কন কর।

15. একটি অপসারী লেন্সের সাহায্যে ও সমর্শীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। কীভাবে চিত্রসহ দেখাও।

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

চল তড়িৎ

(মান-২)

1. বাড়ির লাইনে আর্থিং সংযোগ করা হয় কেন?2

2. গৃহবর্তনীতে আর্থ পিনটি মোটা ও বড়ো হয় কেন?

3. গৃহবর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?

4. ডায়নামো ও মোটরের দুটি পার্থক্য লেখো।

5. ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো।

6. DC অপেক্ষা AC ব্যবহারের সুবিধা গুলি লেখো।

7. ফিউজ তারের উপাদান গুলি কি কি?

৪. একটি কোশের তড়িৎচালক বল 1.5V বলতে কি বোঝো।

9. 2.5 ওহম রোধবিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ 1 ঘণ্টা ধরে চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে?

10. কোশের অভ্যন্তরীন রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

madhyamik physical science 2022 syllabus

11. তড়িৎ পরিবাহীতাঙ্ক বলতে কি বোঝো। এর SI এককটি লেখো।

12. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত দুটি বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার উল্লেখ করো।

13. ফিউজ তার নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধ বিশিষ্ট হয় কেন?

14. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায় কেন?

15. ফিলামেন্ট কি? এটি কি দিয়ে তৈরি হয়?

16. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।

17. কোশের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?

18. তড়িৎচম্বকীর আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখ

19. পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে?

20. কোনো তড়িৎকোশের তড়িৎচালক বল 1.5 V বলতে কী বোঝো?

21. বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো।

22. অ্যাম্পিয়ারের সত্তরণ সূত্রটি বিবৃত করো।

23. শর্ট সার্কিট কী?

24. রোধাঙ্কের সংজ্ঞা দাও।

Madhyamik 2022 Physical Science Suggestion

madhyamik suggestion physical science

  (মান-৩)

1. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো।ও

2. ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয় বার্লোচক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে?

3. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা আছে। এর অর্থ কি? 1 BOT বলতে কি বোঝো

4. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বিবৃত করো। হাইটেনশন লাইনের তারগুলি পাকানো অবস্থায় থাকে কেন?

5. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো।

6. ফিউজ তার কি? এর দুটি বৈশিষ্ট্য লেখো। এটি বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়?

7. লেঞ্জের সূত্রটি বিবৃত করো। প্রমান করো যে, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি অনুসরণ করে।

৪. ওহমের সূত্রটি লেখো। এর গাণিতিক রূপটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।

9. 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

11. তড়িৎচালক বল ও কোশের অভ্যন্তরীন রোধের পার্থক্য লেখো। 1 ভোল্ট = কত স্ট্যাট ভোল্ট?

12. ওহমের সূত্রটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। রোধাঙ্ক কি?

13. কোনো পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলির ওপর কীভাবে নির্ভর করে?

a) পরিবাহী তারের দৈর্ঘ্য b) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল c) উষ্ণতা। দৈনন্দিন জীবনে অন্তরকের একটি ব্যবহার লেখো।

14. তুল্যরোধ কি? দেখাও যে, সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতম।

15. LED ও CFL ব্যবহারের পার্থক্য লেখো। 1 Watt বলতে কি বোঝো।

16. বৈদ্যুতিক মোটরের কার্যনীতি লেখো। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির একটি উপায় লেখো।

17. 220V-100W ও 200V-50W দুটি বৈদ্যুতিক বাতি শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে?

18. কোশের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট বলতে কি বোঝো? এদের মধ্যে সম্পর্ক লেখো।

19. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220V-60W লেখা আছে। সম্পূর্ন উজ্জ্বল অবস্থায় বাতিটির রোধ কত?

20. একটি বাড়িতে 10টি 40W বাতি, 5টি 80W পাখা ও 1টি 80W টিভি দৈনিক 6h করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় BOT এককে নির্ণয় করো।

21. 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

22. একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?

23. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখ

24. দুটি আধানের অনুপাত 2 : 3 এবং তাদের মধ্যকার দূরত্ব 5cml তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান 96 dym হলে আধান দুটির নাম নির্ণয় করো।

25. 10 ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ

26. দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5 : 4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?

27. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।

28. লেঞ্জের সূত্রটি লেখো। আরথিং কি ?

29. BOT কি? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যাবহার করা হয় কেন?

30. ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।

31.পরিবাহীর রোধ কি কি বিষয়ের ওপর নির্ভরশীল?

32. ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো? 5A ফিউজ বলতে কি বোঝো?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা

(মান-৩)

1. আয়নীয় বিভব কাকে বলে? পর্যায় ও শ্রেনী বরাবর কিভাবে পরিবর্তিত হয় ?

2. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়।

3. ‘পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত’ কেন?

4. সন্ধিগত মৌল বলতে কি বোঝায় ? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমানবিক ব্যাসার্ধ কী একই থাকে ব্যাখ্যা করো।

5. সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমানবিক ব্যাসার্ধ কী একই থাকে ব্যাখ্যা করো।

6. মেণ্ডেলিফের পর্যায় সারাণির তিনাটি ক্রটি লেখো।

7. ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ – I মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় ব্যাখা কর।

8. মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে ‘O’ গ্রুপ ছিলা না কেন?

9. পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে কীভাবে পরিবর্তিত হয়।

10.12A24, মৌলটির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো।

11. ক্ষার ধাতু কাকে বলে? এর অবস্থান লেখ

12. মুদ্রা ধাতু কাকে বলে? এর অবস্থান লিখ

13. আয়োনাইজেশন শক্তি কাকে বলে? কীভাবে পরিবর্তিত হয়

14. তড়িৎ ঋণাত্মকৃতা কী ? কীভাবে পরিবর্তিত হয়

15. তড়িৎ ঋণাত্মকৃতা কী ? কীভাবে পরিবর্তিত হয়।

16. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।

17. মেণ্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।

18. ল্যান্থানাইডস্ বা বিরল মৃত্তিকা মৌল কাদের বলে?

19. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

আয়নীয় ও সমযোজী বন্ধন

(মান-২)

1. রাসায়নিক বন্ধন কাকে বলে?

2. সমযোজী বন্ধন ও সমযোজ্যতা কাকে বলে?

3. তড়িৎযোজী বন্ধন ও তড়িৎ যোজ্যতা কাকে বলে ?

4. Na, Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন?

5. আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ এর মধ্যে পার্থক্য কী?

6. অষ্টক সূত্র কি?এর একটি ব্যতিক্রম দেখাও।

7. O2- আয়ন ও Ne পরমাণুর সাদৃশ্য কোথায় ?

8. ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন ?

9. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হলেও চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় না কেন ?

10. একটি সমযোজী যৌগিক অণু গঠনের উদাহরণ দাও

11. কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখা করেন?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

(মান-৩)

1. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?

2. আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ এর মধ্যে পার্থক্য কী?

3. কঠিন NaCI তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় করে কেন?

4. তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখা করো।

5. লুইস ডট ডায়াগ্রামের সাহায্য ২ অণুর গঠন ব্যাখা কর।

6. আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জ্বলে প্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন ?

7. তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন?

8. NaCl যৌগটি কীভাবে গঠিত হয় ব্যাখ্যা কর।

9. Cao যৌগের গঠন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

10. MgCl2 যৌগ কীভাবে গঠিত হয় ব্যাখ্যা কর।

11. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক বদলে ওজনের সংকেতিক ওজনের বদলে  সাংকেতিক  ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন ?

12. সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখা করো।

13. দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো।

15. দেখাও যে। আয়নীয় বন্ধন গঠন করে Na-এর সঙ্গে. কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H-এর সঙ্গে। H, F ও Na-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে (1,9 ও 11)

16. Hcl সমযোজী হলেও তড়িৎপরিবহণ করে কেন?

17. একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা ওই পরমাণু দ্বারা পঠিত মৌলিক অনুটির ইলেকট্রন ডট গঠন দেখাও।

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

(মান-৩)

1. অ্যানোড মাড কী? এর গুরুত্ব লেখো।

2. Cu তড়িৎ দ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কর?

3. তড়িৎ লেপন কি? এক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী কী নেওয়া হবে তা কি ভাবে বুঝবেঃ নিকেল, গোল্ড, সিলভার প্লেটিং এর ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য গুলি উল্লেখ করো।

4. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

5. একটি মৃদু অ্যাসিডের নাম লেখ যা তড়িৎ বিশ্লেষ্য। গলিত Y2Z3 এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোড এর দিকে কোন কোন আয়ন আকৃষ্ট হয়?

6. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে cu ধাতুর পরিশোধনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হবে? পারদ তড়িৎ পরিবাহী হলেও তরল হওয়া সত্ত্বেও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয় কেন?

7. গলিত Nacl ও Nacl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে প্রতিক্ষেত্রে একই পদার্থ উৎপন্ন হবে কিনা তা যুক্তি সহ লেখ।

8. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

9. গলিত MxNy, আয়নীয় যৌগটিকে তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাটায়ন ও অ্যানায়ন কী কী উৎপন্ন হবে? কোন তড়িৎ দ্বার, দ্বারা কোন কোন আয়ন আকৃষ্ট হবে?

10. তড়িৎ বিশ্লেষণের মূলনীতি টি লেখো। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী ?

11. ‘সব তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎবিশ্লেষ্য নয়’- যুক্তিসহ ব্যাখ্যা করো।

12. কঠিন সোডিয়াম ক্লোরাইড কেলাস তড়িৎ পরিবহণ করে না কিন্তু জলে দ্রবীভূত বা গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণ করে কেন?

13. সংক্ষেপে তড়িৎলেপন পদ্ধতি বর্ণনা করো।

14. ক্লোরোফর্ম, বেঞ্জিন ইত্যাদি যৌগিক তরল পদার্থ তড়িৎ পরিবহণ করে না কেন? একটি জৈব যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।

15. খাদ্য লবনের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য নয় কেন?

16. কীসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।

17. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ?

18. প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।

19. তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কী রূপ হয়? উদাহরণ দাও।

20. কোন ধরনের ক্যাটায়নের কাথোডে মুক্ত হওয়ার প্রবনতা বেশী হয় ও কেন?

21. তড়িৎ বিশ্লেষণের সময় Ac উৎস ব্যবহার না করে Dc উৎস ব্যবহার করা হয় কেন?

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

অন্য বিষয়ের মাধ্যমিক সাজেশন ২০২২

মাধ্যমিক Bengali সাজেশন : Click Here

মাধ্যমিক English সাজেশন : Click Here

মাধ্যমিক History সাজেশন : Click Here

মাধ্যমিক Life Science সাজেশন : Click Here

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Physical Science Suggestion

মাধ্যমিকে ভৌতবিজ্ঞান সাজেশনটি বিগত কয়েক বছরে মাধ্যমিকের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।

আরও পড়ুন :

Class 10 February Model Activity Task Part 2

Class 10 Final Model Activity Task

Class 10 Part 7 Model Activity Task

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!