Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. নরেন্দ্র মোদি 10 ই আগস্ট কোন রাজ্যে ‘উজ্জ্বলা 2.0’ প্রকল্প চালু করবেন ?

A. উত্তর প্রদেশ
B. তামিলনাড়ু
C. রাজস্থান
D. গুজরাট

Ans: A. উত্তর প্রদেশ

Exp – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 আগস্ট উত্তর প্রদেশের মহোবাতে এলপিজি সংযোগ হস্তান্তর করে উজ্জ্বলা 2.0 (প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা PMUY) চালু করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সময়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগীদের সাথে কথা বলবেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. জেলের সমস্ত নথি কম্পিউটারাজাইড করার জন্য কোন প্রকল্প চালু করা হলো ?

A. e-Tracking
B. e-Prisons
C. e-Mulakat
D. e-Meet

Ans: B. e-Prisons

Exp- কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের তরফ থেকে এটি চালু করা হলো। ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এটি চালু করা হলো। এর মোট তিনটি অংশ e Prison Management Information System, National Prisons Information Portal, Kara Bazar.

  1. প্রবালের পক্ষে ক্ষতিকর সান ক্রিম । এই সান ক্রিম নিষিদ্ধ করলো কোন দেশ ?

A. ভারত
B. শ্রীলঙ্কা
C. বাংলাদেশ
D. থাইল্যান্ড

Ans: D. থাইল্যান্ড

Exp- যে সমস্ত সান ক্রিমে Oxyberzon Octinoxate, 4 methylbenzylidence camphor, buylparaben এই কেমিক্যাল গুলো রয়েছে সেগুলি নিষিদ্ধ করা হলো।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. BCCI টোকিও অলিম্পিকে ভারতের পদক বিজয়ীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। BCCI স্বর্ণপদকপ্রাপ্ত নীরজ চোপড়াকে কত টাকা নগদ পুরস্কার দেবে ?

A. 50 লাখ
B. 1 কোটি
C. 2 কোটি
D. 3 কোটি

Ans: B. 1 কোটি

Exp- বিসিসিআই টোকিও অলিম্পিকে ভারতের পদক বিজয়ীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই স্বর্ণপদকপ্রাপ্ত নীরজ চোপড়ার জন্য 1 কোটি টাকার নগদ পুরস্কার দেবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ব্রোঞ্জ পদক বিজয়ীদের প্রত্যেককে 25 লাখ টাকা দেবে ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে তাদের চাঞ্চল্যকর প্রদর্শনের জন্য 1.25 কোটি টাকা পাবে।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. কোন রাজ্য “Makkalai Thedi Maruthuvam” নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো ?

A. উড়িষ্যা
B. বিহার
C. তামিলনাড়ু
D. আসাম

Ans: C. তামিলনাড়ু

Exp- এটি একটি স্বাস্থ্য প্রকল্প। এতে প্রতি ব্লকে একটি করে হেলথ সেন্টার স্থাপন করা হবে।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. টোকিও অলিম্পিক 2020 তে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতল ?

A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. চীন
C. রাশিয়া
D. জাপান

Ans: A. মার্কিন যুক্তরাষ্ট্র

Exp- মার্কিন যুক্তরাষ্ট্র 130 টি (G- 39 + S- 41 + B- 3)

  1. কোন কেন্দ্রশাসিত অঞ্চল Pani Maah অভিযান চালু করলো ?

A. পুদুচেরি
B. জম্মু ও কাশ্মীর
C. লাদাখ
D. দিল্লি

Ans: C. লাদাখ

Exp- বিশুদ্ধ জলের বিষয়ে সচেতনতা বাড়াতে লাদাখ এটি চালু করেছে। প্রত্যেক জেলায় যে ব্লক প্রথম “Har ghar Jal” মিশনে সফল হতে পারবে তার জন্যে 25-লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলো।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. সম্প্রতি কোন দেশের সেনা প্রধান “জেমস চার্লস ম্যাককনভিল” ভারত সফরে এলেন ?

A. ইউ এস এ
B. জার্মানি
C. রাশিয়া
D. ব্রিটেন

Ans: A. ইউ এস এ

Exp- ইউ এস এ – রাষ্ট্রপতি জো বাইডেন।

  1. মালদ্বীপের মতো ওয়াটার ভিলা ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি করা হবে ?

A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B. লাক্ষাদ্বীপ
C. পুদুচেরী
D. দমন ও দিউ

Ans: B. লাক্ষাদ্বীপ

Exp- লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি।

  1. ভারতের প্রথম হার্ট ফেলিওর বায়োব্যাঙ্ক কোথায় খোলা হয়েছে ?

A. তামিলনাড়ু
B. রাজস্থান
C. মধ্যপ্রদেশ
D. কেরালা

Ans: D. কেরালা

Exp- কেরালার শ্রীচিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির (SCTIMST) ন্যাশনাল সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড এক্সিলেন্স ইন এইচএফ (CARE-HF) এ দেশের প্রথম হার্ট ফেইলুর বায়োব্যাঙ্ক চালু করেছে।

Daily Current Affairs Bangla 10th August 2021

  1. কোন কুস্তিগীর ‘ভারত কেশরী কুস্তি দঙ্গল 2021′ জয়লাভ করেছেন ?

A. লাভাংশু শৰ্মা
B. বিজেন্দর সিং
C. সুশীল কুমার
D. দীপক পুনিয়া

Ans: A. লাভাংশু শৰ্মা

Exp- ভারতীয় কুস্তিগীর লাভাংশু শর্মা তামিলনাড়ুতে আয়োজিত ভারত কেসারি কুস্তি দঙ্গল 2021 জিতেছেন।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version