Current Affairs

Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. পশ্চিমবঙ্গের কোন হাসপাতাল নীতি আয়োগের বিচারে জেলা হাসপাতালে গুলির মধ্যে সেরার শিরোপা পেল ?

A. এম আর বাঙ্গুর হসপিটাল
B. রায়পুর জিলা হাসপাতাল
C. তিরুনেভেলি হসপিটাল কেরালা
D. চিন্নাস্বামী হসপিটাল

Ans: A. এম আর বাঙ্গুর হসপিটাল

Exp- 2018-19 সালে গোটা দেশের জেলা হাসপাতালে গুলি নিয়ে একটি সমীক্ষা করেছিল নীতি আয়োগ। সেই রিপোর্টের ভিত্তিতেই এই শিরোপা পেল এম আর বাঙ্গুর।

Daily Current Affairs Bangla 13th August 2021

  1. কোন দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Mohammad Mokhber ?

A. তুর্কি
B. ইরাক
C. ইরান
D. সিঙ্গাপুর

Ans: C. ইরান

Exp-ইরানের রাজধানী তেহরান।

  1. কোন দিনটি প্রত্যেক বছর “আন্তর্জাতিক যুব দিবস” হিসাবে পালিত হয় ?

A. 11 আগস্ট
B. 12 আগস্ট
C. 13 আগস্ট
D. 14 আগস্ট

Ans: B. 12 আগস্ট

Exp- রাষ্ট্রসঙ্ঘ দ্বারা প্রথম পালিত হয় 12 আগস্ট 2000 সালে।

Daily Current Affairs Bangla 13th August 2021

  1. ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) নীরজ চোপড়ার প্রথম ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণকে সম্মান জানাতে ভারতে কোন দিনটিকে ‘জ্যাভলিন থ্রো দিবস’ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ?

A. 7 আগস্ট
B. 9 আগস্ট
C. 10 আগস্ট
D. 12 আগস্ট

Ans: A. 7 আগস্ট

Exp- নীরজ চোপড়ার প্রথম ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণকে সম্মান জানাতে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) ভারতে 7 আগস্টকে ‘জ্যাভেলিন থ্রো ডে’ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নীরজ 2021 সালের 7 আগস্ট টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিলেন।

  1. কোন রাজ্য “বন-ধন যোজনার” 7 টি পুরস্কার পেয়েছে ?

A. অরুনাচলপ্রদেশ
B. নাগাল্যান্ড
C. মনিপুর
D. মিজোরাম

Ans: B. নাগাল্যান্ড

Exp- TRIFED এর 34 তম প্রতিষ্ঠা দিবসে উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা পুরস্কার গুলি ঘোষণা করলেন।

Daily Current Affairs Bangla 13th August 2021

  1. International Army Games 2021 আয়োজিত হবে কোন দেশে ?

A. অস্ট্রেলিয়া
B. ভারত
C. আমেরিকা
D. রাশিয়া

Ans: D. রাশিয়া

Exp- রাশিয়ার রাজধানী মস্কো।

Daily Current Affairs Bangla 13th August 2021

  1. সম্প্রতি “Banking Fraud Awareness Campaign” এর জন্যে RBI কাকে নিয়োগ করলো ?

A. রবি কুমার দহীয়া
B. নিরোজ চোপড়া
C. মেরি কম
D. লাভলিনা বর্গোহাইন

Ans: B. নিরোজ চোপড়া

Exp- ডিজিটাল ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) একটি জনসচেতনতা অভিযান শুরু করেছে।

  1. বিশ্বে প্রথম দেশ হিসাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপর পেটেন্ট গ্র্যান্ট করলো কোন দেশ?

A. ইতালি
B. নেদারল্যান্ড
C. দক্ষিণ আফ্রিকা
D. তাইওয়ান

Ans: C. দক্ষিণ আফ্রিকা

Exp- দক্ষিণ আফ্রিকা DABUS নামক একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবস্থাকে “ফ্র্যাক্টাল জ্যামিতির উপর ভিত্তি করে খাদ্য ধারক” সম্পর্কিত একটি পেটেন্ট প্রদান করেছে ।

  1. কোন রাজ্য রাজীব গান্ধীর নামে একটি পুরস্কার স্থাপন করেছে যাতে তথ্যপ্রযুক্তি (IT) সংগঠন সমাজকে সাহায্য করে ?

A. ঝাড়খন্ড
B. উড়িষ্যা
C. কৰ্ণাটক
D. মহারাষ্ট্র

Ans: D. মহারাষ্ট্র

Exp- মহারাষ্ট্র সরকার সমাজকে সাহায্যকারী তথ্য প্রযুক্তি (IT) সংস্থাগুলিকে সম্মান জানাতে রাজীব গান্ধীর নামে একটি পুরস্কার স্থাপন করেছে। প্রতি বছর প্রয়াত কংগ্রেস নেতার জন্মবার্ষিকী, 20 আগস্ট এই পুরস্কার প্রদান করা হবে।

  1. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিম্নের কোন অ্যাপ বিশ্বের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে ?

A. Whatsapp
B. Facebook
C. Tiktok
D. Instagram

Ans: C. Tiktok

Exp- ফেসবুক কে পেছনে ফেলে বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ এর তালিকায় শীর্ষে উঠে এসেছে Tiktok .

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 11th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button