Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- 2021 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম কি হবে ?
A. Nation First, Always The First
B. Nation on the Way
C. Our Great Nation
D. We Together with our Nation
Ans: A. Nation First, Always The First
Exp- এবছর দেশের অলিম্পিকে সমস্ত পদক জয়ীরা অংশ গ্রহণ করবে এবং শুধু মাত্র NCC cadets অংশ গ্রহন করবে।
Daily Current Affairs Bangla 14th August 2021
- সরকার 2022 সালের ডিসেম্বরের মধ্যে বৃহৎ জলবিদ্যুৎ ব্যতীত কত গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে ?
A. 170
B. 175
C. 180
D. 185
Ans: B. 175
Exp- সরকার 2022 সালের ডিসেম্বরের মধ্যে বড় জল ছাড়া 175 গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে 30 জুন 2021 পর্যন্ত মোট 98.44 গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা স্থাপন করা হয়েছে।
- দিল্লি সরকার আসন্ন দিল্লি স্কুল এডুকেশন বোর্ড (DBSE) এর জন্য নিচের কোনটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ?
A. ইন্টারন্যাশনাল ব্যাচেলরিয়েট বোর্ড
B. ফিনিশ ন্যাশনাল এজেন্সি ফর এডুকেশন
C. কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন
D. ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন্স বোর্ড
Ans: A. ইন্টারন্যাশনাল ব্যাচেলরিয়েট বোর্ড
Exp- দিল্লি সরকার আসন্ন দিল্লী বোর্ড অব স্কুল এডুকেশন (DBSE) -এর জন্য ইন্টারন্যাশনাল ব্যাচেলরিয়েট (IB) বোর্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।IB হল একটি আন্তর্জাতিক শিক্ষা বোর্ড, যার সাথে ভারত এবং বিশ্বের কয়েকটি সেরা স্কুল অনুমোদিত। DBSE-এর সঙ্গে যুক্ত স্কুল এবং তাদের ছাত্ররা এখন আন্তর্জাতিক স্তরের শিক্ষার অভিজ্ঞতা পাবে।
Daily Current Affairs Bangla 14th August 2021
- বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর কোন ফুটবল ক্লাবে যুক্ত হলেন লিওনেল মেসি ?
A. Liverpool
B. Chelsa
C. Paris Saint-Germain
D. Hooligans FC
Ans: Paris Saint-Germain
Exp- 5ই আগস্ট, 2021 তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি করবেন না, ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছে।
Daily Current Affairs Bangla 14th August 2021
- সম্প্রতি কোন আধা সামরিক বাহিনী প্রথম বারের জন্য দুজন মহিলা অফিসারকে যুদ্ধ গত ভুমিকায় নিয়োগ করলো ?
A. CRPF
B. CISF
C. SSB
D. ITBP
Ans: D. ITBP
Exp- মোট 53 জন অফিসার কে নিয়োগ করা হয়। এনাদের দুজনের নাম Prakrits এবং Diksha . তার সঙ্গে History of ITBP নামে একটি বই প্রকাশ করা হয়েছে।
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘Digital Prayaas’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা ?
A. SEBI
B. SIDBI
C. IFFCO
D. NABARD
Ans: B. SIDBI
Exp- SIDBI পুরো কথা- Small Industries Development Bank of India এবং হেড কোয়ার্টার- লখনৌ।
- কোন রাজ্য e-nagar অ্যাপলিকেশন এবং পোর্টাল চালু করলো ?
A. বিহার
B. মধ্যপ্রদেশ
C. গুজরাট
D. আসাম
Ans: C. গুজরাট
Exp- মুখ্যমন্ত্রী বীজয় রূপানি এর উদ্বোধন করলেন। এতে মোট 10 টি মডিউল এবং 52 রকমের সার্ভিস দেওয়া হবে যার মধ্যে জমি শুল্ক, আয় কর, জল প্রভৃতি সুবিধা থাকবে। এটি 162 টি পৌরসভা এবং 8 টি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে।
Daily Current Affairs Bangla 14th August 2021
- প্রথম রাজ্য হিসাবে শহরাঞ্চলে Forest Resource Rights স্বীকৃতি পেতে চলেছে কে ?
A. মধ্যপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. ছত্তিশগড়
D. হরিয়ানা
Ans: C. ছত্তিশগড়
Exp- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
- কত সালে অলিম্পিক গেমসে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হবে ?
A. 2024
B. 2028
C. 2032
D. 2036
Ans: B. 2028
Exp- 2028 সালে লস এঞ্জেলস শহরে অলিম্পিক আয়োজিত হবে।
Daily Current Affairs Bangla 14th August 2021
- ভারত ও কোন দেশের মধ্যে প্রথম নৌসেনা অভ্যাস “AI Mohed Al Hindi 2021” আয়োজিত হল ?
A. সৌদি আরব
B. ইরাক
C. ইরান
D. বাংলাদেশ
Ans: A. সৌদি আরব
Exp- ভারতীয় নৌসেনা জাহাজ INS কোচি অংশগ্রহণ করবে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 12th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা