Current Affairs

Daily Current Affairs Bangla 18th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 18th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. কোন রাজ্য অলিম্পিক পদক জয়ী ‘লাভলিনা বর্গোহাইন” কে DSP পদে নিয়োগ করলো ?

A. আসাম
B. পশ্চিমবঙ্গ
C. উত্তরাখন্ড
D. হরিয়ানা

Ans: A. আসাম

Exp- লাভলিনা 2020 টোকিও অলিম্পিকে বোক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।

  1. 2021 সালের আগস্ট মাসে, ভারতীয় দল বিশ্ব তীরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে কতগুলি পদক জিতেছে ?

A. 15
B. 18
C. 20
D. 25

Ans: A. 15

Exp- বিশ্ব তীরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 15 টি পদক জিতেছে। 2021 ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ পোল্যান্ডের রক্লোতে অনুষ্ঠিত হয়েছিল।

Current Affairs Bangla 18th August

  1. কোন কেন্দ্রীয় মন্ত্রী “Operation Blue Flag” অভিযান চালু করলেন ?

A. নরেন্দ্র মোদি
B. ডঃ বীরেন্দ্র কুমার
C. নরেন্দ্র সিং তোমার
D. ধর্মেন্দ্র প্রধান

Ans: B. ডঃ বীরেন্দ্র কুমার

Exp- কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অপারেশন ব্লু ফ্রিডম’ নামে অভিযানের উদ্বোধন করেছেন।

  1. পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. তাহমিনা অরিন
B. কৃষ্ণা রেড্ডি
C. আয়েশা মালিক
D. আশমিনা বেগম

Ans: C. আয়েশা মালিক

Exp- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।

Current Affairs Bangla 18th August

  1. আদিবাসী গবাদি পশুর খাঁটি জাত সংরক্ষণের জন্য ভারতের প্রথম গবাদি পশু জিনোমিক চিপ ইন্ডিগাউ” কে প্রকাশ করেছে ?

A. অমিত শাহ
C. নরেন্দ্র মোদী
B. রাজনাথ সিং
D. জিতেন্দ্র সিং

Ans: D. জিতেন্দ্র সিং

Current Affairs Bangla 18th August

Exp- কেন্দ্রীয় রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড ডঃ জিতেন্দ্র সিং ‘ইন্ডিগাউ’ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজির (NAIB) বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশীয় চিপটি তৈরি করা হয়েছে।

  1. . স্যাটেলাইট ফোন যুক্ত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?

A. সরিষ্কা
B. কাজিরাঙা
C. মানস
D. করবেট

Ans: B. কাজিরাঙা

Exp- আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (কেএনপি) ভারতের প্রথম জাতীয় উদ্যান হয়ে উঠেছে যা স্যাটেলাইট ফোনে সজ্জিত।

Current Affairs Bangla 18th August

  1. 2021 সালের আগস্ট মাসে কোন দেশে প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া গেছে?

A. জাপান
B. স্পেন
C. জার্মানি
D. ইতালি

Ans: B. স্পেন

Exp- দক্ষিণ স্পেনের মালাগার কাছে, আর্ডালেসের গুহায় স্ট্যালগমিটের উপর আবিষ্কৃত লাল গুদ রঙ্গক, প্রায় 65,000 বছর আগে নিয়ান্ডারথালরা তৈরি করেছিল, যা সম্ভবত পৃথিবীতে প্রথম শিল্পী ছিল।

  1. ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ ?

A. আমেরিকা
B. রাশিয়া
C. জাপান
D. কানাডা

Ans: D. কানাডা

Exp- কানাডার রাজধানী Ottawa.

  1. সম্প্রতি প্রকাশিত “Fateful Triangle” নামক বইটি কে লিখেছেন ?

A. তন্বী মদন
B. অমৃতা সেনগুপ্ত
C. রুপা লাহিড়ী
D. মেঘনা মজুমদার

Ans: A. তন্বী মদন

Exp- ভারত, চীন ও আমেরিকার ত্রিপাক্ষিক সম্পর্ক সম্বন্ধে লেখা রয়েছে এই বইতে।

  1. সম্প্রতি National Youth Award কে পেলেন ?

A. মহম্মদ আজম
B. মহম্মদ আনিস
C. অভিজিৎ ব্যানার্জি
D. কমলেশ শৰ্মা

Ans: A. মহম্মদ আজম

Exp- মহম্মদ আজম তেলেঙ্গানার বাসিন্দা।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 17th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 16th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!