Current Affairs

Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Daily Current Affairs Bangla 22th August 2021 এর ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ ?

A. কানাডা
B. আমেরিকা
C. রাশিয়া
D. জাপান

Ans: A. কানাডা

Exp- এর আগে অন্য দেশ থেকে বিনা করোনা প্রতিষেধক নেওয়া কোন নাগরিকের আসায় নিষেধাজ্ঞা জারী করেছিলো। এর পর নিজের দেশের নাগরিক দের বিদেশে যাওয়ার আগে করোনা ভ্যাক্সিনেশন বাধ্যতা মূলক করলো কানাডা।

  1. সম্প্রতি কোথায় World Athletics U20 Championship_2021 কোথায় শুরু হল ?

A. দিল্লি
B. টোকিও
C. নাইরোবি
D. প্যারিস

Ans: C. নাইরোবি

Exp- 17 থেকে 22 আগস্ট আয়োজিত হবে। 2020 সালে আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারনে 2021 আয়োজিত হচ্ছে।

  1. কোথায় জাজবা-ই-তিরঙ্গা নামে 400 কিমি ম্যারাথনের আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি ?

A. লাদাখ
B. সিকিম
C. জম্মু-কাশ্মীর
D. হিমাচলপ্রদেশ

Ans: C. জম্মু-কাশ্মীর

Exp- লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা

  1. কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড় ?

A. অভিনব বিন্দ্রা
B. নীরাজ চোপড়া
C. রবি কুমার দোহিয়া
D. পারাত্তু রবীন্দ্রন সৃজেশ

Ans: D. পারাত্তু রবীন্দ্রন সৃজেশ

Exp- পারাত্তু রবীন্দ্রন সৃজেশ ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।

  1. দক্ষিণ চীন সাগরে ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌসৈন্য অভ্যাস আয়োজিত হল ?

A. নেদারল্যান্ড
B. ভিয়েতনাম
C. জাপান
D. অস্ট্রেলিয়া

Ans: B. ভিয়েতনাম

Exp- ভারতীয় নৌজাহাজ INS Ranvijay ও INS Kora অংশগ্রহণ করলো।

  1. কোথায় ভারতের প্রথম “স্মগ টাওয়ার” নির্মিত হল ?

A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. দিল্লি
D. রাজস্থান

Ans: C. দিল্লি

Exp- প্রত্যেক সেকেন্ডে 1000 কিউবিক মিটার বায়ু পরিশ্রুত করতে পারবে।

  1. সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন ?

A. ক্যান্ডি ক্রাশ
B. সুডোকু
C. রুবিকস কিউব
D. ব্রেন টিজার

Ans: B. সুডোকু

Exp- 1980 এর দশকে তিনি এই বিখ্যাত পাজল গেমের ধারনা দেন। ক্যান্সারের কারনে 70 বছর বয়সে তিনি টোকিও তে মারা গেলেন। ইনি ছিলেন জাপানের বাসিন্দা।

  1. কোন দিনটি প্রত্যেক বছর World Mosquito Day হিসাবে পালিত হয় ?

A. 20 আগস্ট
B. 21 আগস্ট
C. 22 আগস্ট
D. 23 আগস্ট

Ans: B. 21 আগস্ট

Exp- World Mesquita Day ‘ম্যালেরিয়া সংক্রান্ত সচেতনতা প্রচার করতে পালিত হয়। এই বছরের Theme – Reaching the Zero Malaria Target.

  1. কোন দেশ ভারতের সাথে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করলো ?

A. পাকিস্থান
B. আমেরিকা
C. আফগানিস্তান
D. চীন

Ans: C. আফগানিস্তান

Exp- ভারত আফগানিস্তানের নাগরিকদের জন্য e-Visa জারি করলো।

  1. ভারত ও কোন দেশের মধ্যে “জায়ের-আল-বাহার” সৈন্য অভ্যাস আয়োজিত হল ?

A. কাতার
B. ইরাক
C. কাজাখস্তান
D. সৌদি আরব

Ans: A. কাতার

Exp- “নাসিম আল-বাহার’ আয়োজিত হয় ভারত ও ওমানের মধ্যে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 21th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 20th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 19th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button