Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 29th August 2021 এর ১০ টি প্রশ্ন MCQ সহ আলোচনা করা হলো।
- ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে National Education Policy 2020 এর বাস্তবায়ন করছে কে ?
A. দিল্লি
B. কেরালা
C. মধ্যপ্রদেশ
D. কৰ্ণাটক
Ans: C. মধ্যপ্রদেশ
Exp- প্রথম বাস্তবায়ন করছে কর্ণাটক।
- রিজার্ভ ব্যাঙ্কের Executive Director হিসাবে নিযুক্ত হলেন কে ?
A. অজয় কুমার
B. অজয় মথুর
C. সুশীল চন্দ্ৰ
D. শক্তি কান্ত দাস
Ans: A. অজয় কুমার
Exp- রিজার্ভ ব্যাঙ্কের হেড কোয়ার্টার মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল 1935 সালের 1 লা এপ্রিল।
- কোন মন্ত্ৰক “সুজলম” নামক একটি 100 দিনের অভিযান শুরু করলো ?
A. স্বাস্থ্য মন্ত্ৰক
B. জলশক্তি মন্ত্রক
C. সড়ক ও পরিবহন মন্ত্রক
D. রেল মন্ত্রক
Ans: B. জলশক্তি মন্ত্রক
Ans: গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান করার জন্য এই অভিযান ।
- বিশ্বের উচ্চতম থিয়েটার কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে ?
A. জম্মু কাশ্মীর
B. দিল্লী
C. লাদাখ
D. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Ans: C. লাদাখ
Exp- Picturetime Digiplex এর তরফ থেকে এটি বানানো হচ্ছে। Sekul নামক শর্ট সিনেমা দিয়ে এর উদ্বোধন করা হলো।
- সম্প্রতি কে “স্টপ TB পার্টনারশিপ বোর্ডের” চেয়ারম্যান নিযুক্ত হলেন ?
A. রমেশ শুক্লা
B. ধর্মেন্দ্র প্রধান
C. গজেন্দ্র সেখাইয়াত
D. মনসুখ মান্ডবিয়া
Ans: D. মনসুখ মান্ডবিয়া
Exp- মনসুখ মান্ডবিয়া বর্তমানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।
- কোন রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন ” 10 minutes every Sunday at 10 am ” ক্যাম্পেন চালু করলো ?
A. কোলকাতা
B. দিল্লী
C. মুম্বাই
D. হায়দ্রাবাদ
Ans: D. হায়দ্রাবাদ
Exp- গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এটি চালু করলো। 10 সপ্তাহ ধরে এটি চলবে। মশার বংশ ধংস করার জন্য এই ক্যাম্পেন।
- কোন দেশ “Medigen” নামক একটি নতুন কোভিড-19 ভ্যাকসিন চালু করলো ?
A. তাইওয়ান
B. সৌদি আরব
C. কুকি
D. পাকিস্থান
Ans: A. তাইওয়ান
Exp- তাইওয়ানের রাজধানী- তাইপেই সিটি।
- কোন কোম্পানির সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog ?
A. Cisco
B. Coursera
C. Google
D. Microsoft
Ans: A. Cisco
Exp- হেড কোয়ার্টার সান জোস, ক্যালিফোর্নিয়া এবং প্রতিষ্ঠা সাল- 1984 সালের 10 ই ডিসেম্বর।
- National Monetization Pipeline লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
A. নরেন্দ্র মোদী
B. আমিত শাহ
C. নির্মলা সিতারমন
D. রাজনাথ সিং
Ans: C. নির্মলা সিতারমন
Exp- এতে সরকারি বিভিন্ন পরিকাঠামো বেসরকারি কোম্পানি ব্যাবহার করতে পারবে।
- Greater Male Connectivity Project-এর কোন দেশের সঙ্গে চুক্তি করলো মালদ্বীপ ?
A. ভিয়েতনাম
B. শ্রীলংকা
C. ভারত
D. ইজরায়েল
Ans: C. ভারত
Exp- মালদ্বীপের রাজধানী ম্যাল।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা