Current Affairs

Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. অযোধ্যার রাম মন্দির 2023 সালের কোন মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ?

A. আগস্ট
B. সেপ্টেম্বর
C. নভেম্বর
D. ডিসেম্বর

Ans: D. ডিসেম্বর

Exp- রাম জন্মভূমি মন্দির একটি হিন্দু মন্দির, যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যার রাম জন্মভূমি তীর্থস্থানটিতে নির্মিত হচ্ছে।

  1. 2021 সালে কোন মহাকাশ গবেষণা সংস্থা ভুটানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ?

A. ISRO
B. NASA
C. CNIS
D. Spacex

Ans: A. ISRO

Exp- ডিসেম্বর মাসে এটি উৎক্ষেপণ করা হবে। এটি 4 জন ভুটানিজ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি যাদের প্রশিক্ষণ দিয়েছে ইসরো।

  1. প্রথমবারের মতো কোন রাজ্য সরকার রাজেন্দ্র চোল এর জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা করেছে ?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. কেরালা
D. রাজস্থান

Ans: B. তামিলনাড়ু

Exp- প্রথমবারের মতো, তামিলনাড়ু সরকার এই সপ্তাহের শেষের দিকে আড়িয়ালুর জেলার গঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি তিরুবাথিরায় কিংবদন্তী তামিল রাজা রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা করেছে।

  1. সম্প্রতি সুপ্রিমকোর্টর রায় অনুসারে এখন থেকে মৃত্যুদণ্ড মাফ করতে পারবে রাজ্যের কে ?

A. রাজ্যপাল
B. মুখ্যমন্ত্রী
C. হাইকোর্ট
D. অয়াডভোকেট জেনারেল

Ans: A. রাজ্যপাল

Current Affairs Bangla 9th August 2021

Exp- 3 রা আগস্ট এই রায় দিলো সুপ্রিম কোর্ট। এর সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডও মুকুব করতে পারবে রাজ্যপাল।

  1. সম্প্রতি 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কোন রাজ্যে ?

A. সিকিম
B. কর্ণাটক
C. পশ্চিমবঙ্গ
D. তামিলনাড়ু

Ans: B. কর্ণাটক

Current Affairs Bangla 9th August 2021

Exp- বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত।

  1. কোন জায়গায়, 2021 সালের আগস্ট মাসে ভারত ও চীনের মধ্যে হটলাইন স্থাপন করা হয়েছে ?

A. মেঘালয়
B. মনিপুর
C. সিকিম
D. আসাম

Ans: C. সিকিম

Current Affairs Bangla 9th August 2021

Exp- প্রতিরক্ষা মন্ত্রকের মতে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের খাম্বা জং-এ উত্তর সিকিমের কংরা লা-তে ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) মধ্যে একটি হটলাইন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1লা আগস্ট 2021 এ প্রতিষ্ঠিত হয়েছিল।

  1. টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার বজরং পুনিয়া কিসের পদক জিতলেন?

A. ব্রোঞ্জ
B. রূপো
C. সোনা
D. প্ল্যাটিনাম

Ans: A. ব্রোঞ্জ

Exp- পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে তিনি কাজাখস্তানের Daulet Niyazbekov-কে পরাজিত করেই এই পদক জিতলেন।

  1. বিশাল গ্রহাণু 2016 AJ193 কোন দিন পৃথিবীর কাছাকাছি উড়ে যাবে ?

A. 15 আগস্ট
B. 21 আগস্ট
C. 26 আগস্ট
D. 28 আগস্ট

Ans: B. 21 আগস্ট

Current Affairs Bangla 9th August 2021

Exp- 2021 সালের 21 আগস্ট একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি উড়ে যাবে, আর্থস্কি জানিয়েছে। 2016 AJ193 নামের গ্রহাণুটি 5.91 বছরের কক্ষপথে সূর্যের দিকে ছুটে আসছে বলে জানা গেছে।

  1. হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এ 1 মিলিয়ন কাস্টমার অতিক্রম করলো কোন ব্যাঙ্ক?

A. Canada Bank
B. HDFC Bank
C. Axis Bank
D. State Bank of India

Ans: C. Axis Bank

Exp-Axis Bank এর হেড কোয়ার্টার- মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল- 1993 সালের 3রা ডিসেম্বর

  1. সম্প্রতি ভারতে কোন কোম্পানির সিঙ্গেল ডোজ ভ্যাকসিন অনুমোদন করা হলো?

A. Johnson & Johnson
B. Bharat Biotech
C. Cipla
D. Excel

Ans: A. Johnson & Johnson

Exp- Johnson & Johnson হলো 1886 সালে প্রতিষ্ঠিত একটি মার্কিন বহুজাতিক কোম্পানি; যা চিকিৎসা যন্ত্র, ঔষধ এবং মোড়কজাত ভোক্তা ব্যবহার্য পণ্য উৎপন্ন করে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!