Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- অযোধ্যার রাম মন্দির 2023 সালের কোন মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ?
A. আগস্ট
B. সেপ্টেম্বর
C. নভেম্বর
D. ডিসেম্বর
Ans: D. ডিসেম্বর
Exp- রাম জন্মভূমি মন্দির একটি হিন্দু মন্দির, যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যার রাম জন্মভূমি তীর্থস্থানটিতে নির্মিত হচ্ছে।
- 2021 সালে কোন মহাকাশ গবেষণা সংস্থা ভুটানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ?
A. ISRO
B. NASA
C. CNIS
D. Spacex
Ans: A. ISRO
Exp- ডিসেম্বর মাসে এটি উৎক্ষেপণ করা হবে। এটি 4 জন ভুটানিজ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি যাদের প্রশিক্ষণ দিয়েছে ইসরো।
- প্রথমবারের মতো কোন রাজ্য সরকার রাজেন্দ্র চোল এর জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা করেছে ?
A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. কেরালা
D. রাজস্থান
Ans: B. তামিলনাড়ু
Exp- প্রথমবারের মতো, তামিলনাড়ু সরকার এই সপ্তাহের শেষের দিকে আড়িয়ালুর জেলার গঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি তিরুবাথিরায় কিংবদন্তী তামিল রাজা রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা করেছে।
- সম্প্রতি সুপ্রিমকোর্টর রায় অনুসারে এখন থেকে মৃত্যুদণ্ড মাফ করতে পারবে রাজ্যের কে ?
A. রাজ্যপাল
B. মুখ্যমন্ত্রী
C. হাইকোর্ট
D. অয়াডভোকেট জেনারেল
Ans: A. রাজ্যপাল
Current Affairs Bangla 9th August 2021
Exp- 3 রা আগস্ট এই রায় দিলো সুপ্রিম কোর্ট। এর সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডও মুকুব করতে পারবে রাজ্যপাল।
- সম্প্রতি 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কোন রাজ্যে ?
A. সিকিম
B. কর্ণাটক
C. পশ্চিমবঙ্গ
D. তামিলনাড়ু
Ans: B. কর্ণাটক
Current Affairs Bangla 9th August 2021
Exp- বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত।
- কোন জায়গায়, 2021 সালের আগস্ট মাসে ভারত ও চীনের মধ্যে হটলাইন স্থাপন করা হয়েছে ?
A. মেঘালয়
B. মনিপুর
C. সিকিম
D. আসাম
Ans: C. সিকিম
Current Affairs Bangla 9th August 2021
Exp- প্রতিরক্ষা মন্ত্রকের মতে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের খাম্বা জং-এ উত্তর সিকিমের কংরা লা-তে ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) মধ্যে একটি হটলাইন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1লা আগস্ট 2021 এ প্রতিষ্ঠিত হয়েছিল।
- টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার বজরং পুনিয়া কিসের পদক জিতলেন?
A. ব্রোঞ্জ
B. রূপো
C. সোনা
D. প্ল্যাটিনাম
Ans: A. ব্রোঞ্জ
Exp- পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে তিনি কাজাখস্তানের Daulet Niyazbekov-কে পরাজিত করেই এই পদক জিতলেন।
- বিশাল গ্রহাণু 2016 AJ193 কোন দিন পৃথিবীর কাছাকাছি উড়ে যাবে ?
A. 15 আগস্ট
B. 21 আগস্ট
C. 26 আগস্ট
D. 28 আগস্ট
Ans: B. 21 আগস্ট
Current Affairs Bangla 9th August 2021
Exp- 2021 সালের 21 আগস্ট একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি উড়ে যাবে, আর্থস্কি জানিয়েছে। 2016 AJ193 নামের গ্রহাণুটি 5.91 বছরের কক্ষপথে সূর্যের দিকে ছুটে আসছে বলে জানা গেছে।
- হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এ 1 মিলিয়ন কাস্টমার অতিক্রম করলো কোন ব্যাঙ্ক?
A. Canada Bank
B. HDFC Bank
C. Axis Bank
D. State Bank of India
Ans: C. Axis Bank
Exp-Axis Bank এর হেড কোয়ার্টার- মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল- 1993 সালের 3রা ডিসেম্বর
- সম্প্রতি ভারতে কোন কোম্পানির সিঙ্গেল ডোজ ভ্যাকসিন অনুমোদন করা হলো?
A. Johnson & Johnson
B. Bharat Biotech
C. Cipla
D. Excel
Ans: A. Johnson & Johnson
Exp- Johnson & Johnson হলো 1886 সালে প্রতিষ্ঠিত একটি মার্কিন বহুজাতিক কোম্পানি; যা চিকিৎসা যন্ত্র, ঔষধ এবং মোড়কজাত ভোক্তা ব্যবহার্য পণ্য উৎপন্ন করে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
fabulous website liked this typing 😀