Current Affairs

Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে আজকের অর্থাৎ Daily Current Affairs Bangla 3rd September 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর সহ বাংলায় আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. Prabhu Ram Sharma কোন দেশের নতুন সেনা প্রধান হলেন ?

A. নেপাল
B. ভুটান
C. ভারত
D. শ্রীলঙ্কা

Ans: A. নেপাল

Exp- নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী তাকে নিয়োগ করলেন। ইনি ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ছাত্র।

  1. প্রথম ভারতীয় হিসেবে International Lifetime Achievement Award in Neurosergery কে পেলেন ?

A. ডঃ বসন্ত কুমার মিস্রা
B. অনিল কুমার যাদব
C. ডঃ অমলেশ ব্যানার্জি
D. ডঃ রাহুল ত্রিপাঠি

Ans: A. ডঃ বসন্ত কুমার মিস্রা

Exp- পুরস্কারটি প্রত্যেক বছর AANS দ্বারা প্রদান করা হয়।

  • AANS – American Association of Neurological Surgeons.
  1. চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ার মধ্যে সেপ্টেম্বর মাসে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে তার নাম কি ?

A. Yudh Abyas
B. Shared Destiny 2021
C. Hand in Hand
D. Passex

Ans: B. Shared Destiny 2021

Exp- এটি চীনে অনুষ্ঠিত হবে। এরা এর আগে এই বছর Common Destiny 2021 সামরিক মহরায় যোগদান করেছিলো।

  1. সম্প্রতি কোন রাজ্য SUKOON নামে 24×7 হেল্পলাইন নাম্বার চালু করলো ?

A. লাদাখ
B. দমন ও দিউ
C. দিল্লী
D. জম্মু কাশ্মীর

Ans: D. জম্মু কাশ্মীর

Exp- রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর এটি চালু করলো। এতে রাজ্যের কোন নাগরিক মানসিক অবসাদে ভুগলে যে কোন সময়ে ফোন করে আলচনা করতে পারবেন।

  1. ‘Stay in Play’ ক্যাম্পেইনের জন্য কোন অলিম্পিক জয়ীকে নিযুক্ত করলো Adidas কোম্পানী ?

A. লভলিনা বর্গহাইন
B. মীরা বাই চানু
C. নিরাজ চোপড়া
D. পিভি সিন্ধু

Ans: B. মীরা বাই চানু

Exp- তিনি টোকিও অলিম্পিকে ভারোত্তোলন ইভেন্টে রুপোর মেডেল জিতেছেন।

  1. দশম রাজ্য হিসেবে ইলেকট্রিক ভেহিকেল পলিসি কে মান্যতা দিলো কারা ?

A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. উড়িষ্যা
D. বিহার

Ans: C. উড়িষ্যা

Exp- 2025 সালের মধ্যে রাস্তায় চলা গাড়ির 20% ইলেকট্রিক ভেহিকেল করা ।

  1. প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন ?

A. শুভ্রাংশু চক্রবর্তী
B. ফুংসুক ওয়াংক
C. দর্জে আংচুক
D. মনোহর লাল শেঠ

Ans: C. দর্জে আংচুক

Exp- দর্জে আংচুক লাদাখের জ্যোতির্বিদ।

  1. ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো ?

A. Ministry of Road Transport and Highways
B. Ministry of education
C. Ministry of Defence
D. Ministry of Social Welfare

Ans: A. Ministry of Road Transport and Highways

Exp- এই নাম্বার প্লেটের গারি গুলি কে অন্য রাজ্যে গিয়ে আর রেজিস্টার করতে হবে না।

  1. সম্প্রতি খবরে থাকা প্রদীপ নরবাল কোন খেলার সঙ্গে যুক্ত ?

A. টেবিল টেনিস
B. কাবাডি
C. দাবা
D. হকি

Ans: B. কাবাডি

Exp- প্রদীপ নরবাল সবচেয়ে মূল্যবান কাবাডি খেলোয়াড়। ‘উত্তরপ্রদেশ যোদ্ধা দল’ এই খেলোয়াড়কে সর্বোচ্চ 1.65 কোটি টাকা অর্থ ব্যয় করে ক্রয় করেছে।

  1. সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার Barcelona Open দাবা প্রতিযোগিতা জিতলেন ?

A. Karthkeyan Murli
B. Bishwanath Anand
C. SP Sethurman
D. D Gukesh

Ans: C. SP Sethurman

Exp- 9 টির মধ্যে 6 টি জিতে এবং 3 টি ড্র করে তিনি চ্যাম্পিয়ন হলেন।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button