West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায়
West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায়
যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটা সুখবর | শুধুমাত্র মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের রেল স্টেশনে টিকিট বিক্রেতার পদে নিয়োগ করছে রেল দপ্তর | আগ্রহীরা কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করবেন না | নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই আপনি পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ | এই চাকরি সম্পর্কে নিচে বিস্তারিত বিবরণ দাওয়া হয়েছে। আবেদন করার পূর্বে সমগ্র তথ্য টা পড়ে নিন (West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায়)
পদের নাম : পশ্চিমবঙ্গের রেলের টিকিট বিক্রেতার পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে | সমস্ত আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হতে চান তাদের এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
বয়স সীমা : West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ এর ক্ষেত্রে প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর কিংবা তার ঊর্ধ্বে।
মাসিক বেতন : West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ এ নির্দিষ্ট মাসিক বেতন উল্লেখ করা নেই তবে কমিশনের ভিত্তিতে আয়ের সুযোগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :যে সমস্ত আগ্রহী প্রার্থীরা মাধ্যমিক পাস করেছেন এবং West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদেরকে প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর অফলাইন আবেদন পত্র জমা করতে হবে এবং তার সঙ্গে মানি রিসিপ্ট পত্রটিও জমা করতে হবে। তার সাথে সমস্ত জরুরি ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: West Bengal Rail Recruitment 2024, পশ্চিমবঙ্গে রেল স্টেশনে কর্মী নিয়োগ এ আবেদন করা যাবে 10 এপ্রিল 2024 পর্যন্ত
অফিসিয়াল নোটিশ : ক্লিক
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক
UPPSC Combined State Agriculture Service Exam 2024 – https://amartarget.com/government-service-exam/uppsc-combined-state-agriculture-service-exam-2024