MCQ প্রশ্ন

Samyabadi MCQ Question Answer Class 11| সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার

Samyabadi MCQ Question Answer Class 11: কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) ছিলেন একজন বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, এবং দার্শনিক। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। নজরুলের লেখা কবিতা, গান, এবং প্রবন্ধে তিনি মানবতার পক্ষে, সামাজিক অবিচার, শোষণ, ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর লেখা “বিদ্রোহী” কবিতাটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি বিদ্রোহ ও সংগ্রামের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। নজরুল ইসলাম প্রায় ৪,০০০ এরও বেশি গান রচনা করেছেন, যেগুলো “নজরুলগীতি” নামে পরিচিত। তাঁর সৃষ্টিশীলতা ও সাহসিকতা তাঁকে বাংলা সাহিত্যের একটি অনন্য ও বিশেষ স্থান দিয়েছে।

Samyabadi MCQ Question Answer Class 11

1. সাম্যবাদীকবিতাটির কবি হলেন

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উঃ () কাজী নজরুল ইসলাম

2. কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৮৯৯  

(খ) ১৯১৮

 (গ) ১৯২৯

(ঘ) ১৯০৫

উঃ () ১৮৯৯  

3. সাম্যবাদীকবিতাটি প্রথম প্রকাশিত হয়

(ক)  যুগান্তর প্রত্রিকায়

() লাঙল পত্রিকায়

(গ) বংগাল পত্রিকায়

(ঘ) গণবাণী প্রত্রিকায়

উঃ () লাঙল পত্রিকায়

4. কাজী নজরুল ইসলাম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান ?

(ক) ১৯৭২

() ১৯৭৩

(গ) ১৯৭৪

(ঘ) ১৯৭৫

উঃ ১৯৭৩

Samyabadi MCQ Question Answer Class 11

5. ‘সাম্যবাদীকবিতাটি পরে কোন্ কাব্যগ্রন্থে সংকলিত হয় ?

(ক) দোলনচাঁপা

(খ) ঝিঙে ফুল

() সর্বহারা

(ঘ) বিষাদ

উঃ () সর্বহারা

6. ‘সর্বহারাকাব্যগ্রন্থটি প্রকাশিত হয়

(ক)  ১৯২১ খ্রিস্টাব্দে

() ১৯২৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(ঘ)  ১৯২৬ খ্রিস্টাব্দে

উঃ () ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে

7. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল

(ক)  বিষের বাঁশি

(খ) বিদ্রোহী

() বাউন্ডুলের আত্মকাহিনী

(ঘ) সর্বহারা

উঃ () বাউন্ডুলের আত্মকাহিনী

8. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ

(ক)  অগ্নিবীণা

(খ) বিষের বাঁশি

(গ) ফণি-মনসা

(ঘ) ভাঙার গান

উঃ (ক)  অগ্নিবীণা

Samyabadi MCQ Question Answer Class 11

9. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম

(ক)  ঝড়

(খ) ঝিলিমিলি

(গ) আলেয়া

() পুতুলের বিয়ে

উঃ () ঝিলিমিলি

10. ‘সাম্যবাদীকবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়?

(ক) ১৯২১ খ্রিস্টাব্দের ১২ মে

(খ) ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ মার্চ

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর

() ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর

উঃ () ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর

11. নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয়-

(ক) ভাঙার গান

() ঝিঙে ফুল

(গ)  নতুন চাঁদ

(ঘ) ছায়ানট

উঃ (খ) ঝিঙে ফুল

Samyabadi MCQ Question Answer Class 11

12. সাম্যবাদী কবিতাটিতে কয়টি জাতির উল্লেখ আছে

ক)  ১৫ টি

খ) ১২ টি

গ) ১০ টি

ঘ) ৫ টি

উঃ ) ১০ টি

13. জরথুস্ট্রপন্থী যে জাতির কথাসাম্যবাদীকবিতায় আমরা পাই

(ক) ইহুদি

() পার্সি

(গ) জৈন্য

(ঘ)  বৌদ্ধ

উঃ () পার্সি

14. বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) শনিবারের চিঠি

() সওগাত

(গ) বিজলী

(ঘ) নবযুগ

উঃ বিজলী

Samyabadi MCQ Question Answer Class 11

15. চিনের যে ধর্মগুরুর কথা আমরাসাম্যবাদীকবিতায় পাই

(ক)  মহাবীর

(খ) গৌতম বুদ্ধ

(গ)  জরথুস্ট্র

() কনফুসিয়াস্

উঃ () কনফুসিয়াস্

16. জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল

()  জেন্দাবেস্তা

() ত্রিপিটক

(গ) গ্রন্থসাহেব

() গীতা

উঃ ()  জেন্দাবেস্তা

17. কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড ভোগ করেছিলেন ?

(ক) অগ্রপথীক

() আনন্দময়ীর আগমনে

(গ)  কান্ডারী হুশিয়ার

() বিদ্রোহী

উঃ () আনন্দময়ীর আগমনে

18. শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম

() গ্রন্থসাহেব

(খ) ত্রিপিটক

(গ) জেন্দাবেস্তা

(ঘ) কোরান

উঃ (ক) গ্রন্থসাহেব

Samyabadi MCQ Question Answer Class 11

19. সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন –

(ক) ধর্মগ্রন্থে

(খ) মন্দিরে

(গ) মসজিদে

() নিজের প্রাণে

উঃ () নিজের প্রাণে

20. মানুষ দেবতাঠাকুরকে যেখানে খোঁজে বলেসাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন

(ক) বদ্ধ ঘরে

() মৃতপুথিকঙ্কালে

(গ) মন্দিরের দেয়ালে

(ঘ) খোলা মাঠে

উঃ () মৃতপুথিকঙ্কালে

21. কোনটি নজরুলের প্রিয় ছন্দ ?

(ক) ছয় মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ

() ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ

(গ) চার মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ

(ঘ) চার মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ  

উঃ (খ) ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ

Samyabadi MCQ Question Answer Class 11

22. ‘মৃতপুথিকঙ্কালবলতে কবি বোঝাতে চেয়েছেন

() পুরোনো ধ্যানধরণা

(খ) বই-খাতার জঞ্জাল

(গ) যজ্ঞের সরঞ্জাম

(ঘ) তন্ত্রসাধনার বস্তু

উঃ () পুরোনো ধ্যানধরণা

23.  সঠিক ঘটনাক্রমটি বেছে নাও

সাম্যবাদী কবিতায় যে ক্রমে কবি তীর্থস্থানের কথা বলেছেন-

(ক) মদিনা, বুদ্ধগয়া, জেরুজালেম, কাবা-ভবন

(খ) বুদ্ধগয়া, মদিনা, কাবা-ভবন, জেরুজালেম

(গ) বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা-ভবন

(ঘ) জেরুজালেম, কাবা-ভবন, মদিনা, বুদ্ধগয়া

উঃ (গ) বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা-ভবন

24. বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয়

(ক) গৌতম বুদ্ধ

(খ) দেবতা

() যুগাবতার

(ঘ) শক্তি

উঃ (গ) যুগাবতার

Samyabadi MCQ Question Answer Class 11

25. ‘সাম্যবাদীকবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে

() ঈসা মুসা

(খ) কবি নজরুল ইসলাম

(গ) হিন্দু ধর্মাবলম্বীরা

(ঘ) গৌতম বুদ্ধ

উঃ () ঈসা মুসা

26. ‘সাম্যবাদীকবিতা অনুসারে মহাগীতা গাইছেন

(ক) নজরুল ইসলাম

(খ) চার্বাক মুনি

() বাঁশির কিশোর

(ঘ) নবিরা

উঃ () বাঁশির কিশোর

27. ‘সাম্যবাদীকবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে ?

() রণভূমিতে

(খ) নদীর ধারে

(গ) মন্দিরে

(ঘ) মসজিদে

উঃ (ক) রণভূমিতে

Samyabadi MCQ Question Answer Class 11

28. ‘সাম্যবাদীকবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হল

(ক) কাজী নজরুল ইসলাম

() নবিরা

(গ) বৌদ্ধ ধর্মাবলম্বীরা

(ঘ) মদিনাযাত্রীরা

উঃ () নবিরা

29. চার্বাক কে ছিলেন ?

(ক) পাসি দার্শনিক  

() ভাববাদী  

(গ) বস্তুবাদী দার্শনিক

(ঘ) চীনা দার্শনিক

উঃ () বস্তুবাদী দার্শনিক

30. সাম্যবাদী কবিতার উৎস

(ক) রাধারানী কাব্যগ্রন্থ

(খ) আনন্দমঠ

(গ) সাম্যবাদী  কাব্যগ্রন্থ

(ঘ) কোনটিই নয়

উঃ (গ) সাম্যবাদী  কাব্যগ্রন্থ 

Samyabadi MCQ Question Answer Class 11

31. ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি – পংক্তিটির রচয়িতা কে ?

(ক) কাজী নজরুল ইসলাম  

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সৈয়দ শামসুর হক

(ঘ) সৈয়দ আলী আহসান

উঃ () কাজী নজরুল ইসলাম

32.  সত্য মিথ্যার মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও

(i) সাম্যবাদী কবিতায় শাক্য মুনি রাজ্য ত্যাগ করেছেন দেবতার ডাক শুনে।

(ii) সাম্যবাদী কবিতাটি কলাবৃত্ত ছন্দে রচিত।

(iii) সাম্যবাদী কবিতায় উল্লিখিত দুটি তীর্থক্ষেত্র-কাশী, হরিদ্বার।

(iv) সাম্যবাদী কবিতায় ‘এক’, ‘চার’, ‘সাত’, ‘উনিশ’, ‘একত্রিশ’ সংখ্যক চরণগুলি অনুপস্থিত।

বিকল্পসমূহ :

(ক) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

উঃ  (ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

Samyabadi MCQ Question Answer Class 11

33.  কী নিয়ে দোকানে দর কষাকষি চলে ?

(ক) মাল্প্ত্র

(খ) ধর্মগ্রন্থ

(গ) গল্পের বই

(ঘ) চাল, ডাল

উঃ  () ধর্মগ্রন্থ

34. বৌদ্ধ দের ধর্ম গ্রন্থের নাম

(ক)  বাইবেল

(খ) বেদান্ত

(গ)  ত্রিপিটক

(ঘ) কোরান

উঃ (গ)  ত্রিপিটক

Samyabadi MCQ Question Answer Class 11

35. সম্প্রতি নজরুল ইনস্টিটিউট থেকে কত খন্ডে নজরুল রচনাবলীর প্রকাশিত হয় ?

(ক)  ১৭

(খ)  ১৮

(গ)  ১৫

(ঘ)  ১২

উঃ  ১২

36. ইসলাম ধর্মগ্রন্থ কোনটি

(ক) বাইবেল

(খ) বেদান্ত

(গ)  ত্রিপিটক

(ঘ) কোরান

উঃ  (ঘ) কোরান

Samyabadi MCQ Question Answer Class 11

37. সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে চলেছেন ?

(ক) নিজ হৃদয়ে  

(খ) বিশ্ব প্রকৃতিতে  

(গ)  মসজিদে মন্দিরে  

(ঘ) গির্জায়

উঃ  নিজ হৃদয়ে

38. জেন্দাবেস্তা কাদের ধর্ম গ্রন্থ

(ক) পার্শিকদের

(খ) শিখদের

(গ) হিন্দুদের

(ঘ) বৌদ্ধদের

উঃ () পার্শিকদের

39. ইহুদিদের  ধর্ম প্রচারক কে

(ক) গৌতম বুদ্ধ

(খ)  ইসা

(গ)  মোজেশ

(ঘ) শ্রীকৃষ্ণ

উঃ  (গ)  মোজেশ

Samyabadi MCQ Question Answer Class 11

40. বাঁশির কিশোর বলতে কাকে  বোঝান হয়েছে ?

(ক)  রাখালকে

(খ) নবীকে

(গ)  শ্রী কৃষ্ণকে

(ঘ)  এহুদি কে

উঃ  ()  শ্রী কৃষ্ণকে  

41. ইসলাম মতে নবী কে

(ক) সাম্যবাদী মানুষ

(খ) ঈশ্বর প্রেরিত দূত

(গ)  কবি

(ঘ) নাট্যকার

উঃ () ঈশ্বর প্রেরিত দূত

42. “ধুমকেতু” কার ছদ্মনাম ?

(ক) শামসুর রহমান

(খ) জসিমউদ্দিন

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) জহির রায়হান

উঃ (গ) কাজী নজরুল ইসলাম

Samyabadi MCQ Question Answer Class 11

43. শাক্যমুনির আরেক নাম  –

(ক) গুরুদ্রোন

(খ) গৌতম বুদ্ধ

(গ) পরশুরাম

(ঘ) বিশ্বামিত্রা

উঃ () গৌতম বুদ্ধ

44. কন্দর শব্দের অর্থ কি ?

(ক)  বন্দর

(খ) পর্বতের গুহা

(গ)  অন্দরমহল

(ঘ)  গৃহ

উঃ () পর্বতের গুহা

45. নিচের কোন পংক্তি সাম্যবাদী কবিতার ?

(ক)  তারি তরে ভাই আমরা, গান রচে যায়, বন্দনা করি তারে

(খ) এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই

(গ) ওগো, তুমি কোথা যাও ফোন বিদেশে  

(ঘ)  এতক্ষণে অরিন্দম কলাম বিষাদে

উঃ  (খ)  এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির- কাবা নাই

Samyabadi MCQ Question Answer Class 11

46. নীলাচল শব্দের অর্থ কি ?

(ক) নীল পাখি

(খ) নীল সমুদ্র

(গ)  নীল বর্ণযুক্ত পাহাড়

(ঘ) নীল আকশ

উঃ  ()  নীল বর্ণযুক্ত পাহাড়  

47. বিবৃতি গুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও

বিবৃতি ১: মানুষ দেবতা ঠাকুরকে মৃত পুথি কঙ্কালে খুঁজে বেড়ায়।

বিবৃতি ২: কবি মানুষকে ধর্মগ্রন্থ পাঠ করতে অনুরোধ করেছেন।

বিকল্পসমূহ :

(ক) বিবৃতি ১ সঠিক এবং বিবৃতি ২ ভুল

(খ) বিবৃতি ১ ও ২ সঠিক এবং তারা পরস্পর সম্পর্কযুক্ত

(গ) বিবৃতি ১ ও ২ সঠিক, কিন্তু তারা পরস্পর সম্পর্কহীন

(ঘ) বিবৃতি ১ ভুল এবং বিবৃতি ২ সঠিক

উঃ (ক) বিবৃতি ১ সঠিক এবং বিবৃতি ২ ভুল

Samyabadi MCQ Question Answer Class 11

48. যেখানে  আসিয়া এক হয়ে গেছে – “যেখানেবলতে বোঝানো হয়েছে হৃদয়ে।

(ক) তেপান্তরের মাঝে

(খ) গগনে

(গ) মানব হৃদয়ে

(ঘ) সমুদ্রে

উঃ  () মানব হৃদয়ে

49. সাম্যবাদী কবিতায় উল্লেখিত বাঁশির কিশোর কে ?

(ক) বিষ্ণু

(খ) কৃষ্ণ

(গ) শিব  

(ঘ) কার্তিকের

উঃ (কৃষ্ণ

50. নজরুল ইসলামের মতে এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির ___________ নেই।

(ক) ধাম

(খ) ইসা

(গ) কন্দর

(ঘ) কাবা

উঃ (ঘ) কাবা

Samyabadi MCQ Question Answer Class 11

51.  আরব দুলাল কোথায় বসে কোরানের সামগান শুনতেন

(ক)  বনে

(খ) কন্দরে

(গ) পাহাড়ে

(ঘ) বন্দরে

উঃ () কন্দরে

52. কে মহা বেদনার ডাক শুনেছিল

(ক) শ্রী কৃষ্ণ

(খ) নবী

(গ) যিশু

(ঘ) শাক্যমুনি

উঃ () শাক্যমুনি 

53. সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তগত –  

(ক) সাম্যবাদী

(খ) ইলিয়াড

(গ) ওডিসি

(ঘ) মহাভারত

উঃ  (ক) সাম্যবাদী

Samyabadi MCQ Question Answer Class 11

54. সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে মগজে কি নেওয়ার কথা বলেছেন ?

(ক) মালপত্র

(খ) পাথর

(গ) কেতাব

(ঘ) চেতনা

উঃ (কেতাব

55. মানব হৃদয়ে এসে কী এক হয়ে যায় ?

(ক) সব বাঁধা

(খ) মিলেমিশে

(গ) সব বাধা, ব্যবধান

(ঘ) কোনটিই নয়

উঃ  () সব বাধা, ব্যবধান

56. দেউল শব্দের অর্থ হলো মন্দির

(ক) মসজিদ

(খ)  দেবালয়

(গ) বৌদ্ধপীট

(ঘ) মক্কা

উঃ  (খ)  দেবালয়

Samyabadi MCQ Question Answer Class 11

57.  সাম্যবাদী কবিতায় কটি ধর্মের উল্লেখ আছে

(ক) ১০ টি

(খ) ৭ টি

(গ) ৫ টি

(ঘ) ১২ টি

উঃ () ৫ টি

58. সাম্যবাদী, কবিতায় কটি পর্বতের উল্লেখ আছে

(ক) ৭ টি

(খ) ১৪টি

(গ) ১০টি

(ঘ) ১টি

উঃ  () ১টি

59. জড়াথ্রুষ্টপন্থী যে জাতীর কথা সাম্যবাদী কবিতায় পাওয়া যায় তা হলো – 

(ক) মুণ্ডা

(খ) ফরাসি

(গ) পার্সি

(ঘ) জৈন

উঃ (গ) পার্সি

Samyabadi MCQ Question Answer Class 11

60. সাম্যবাদী কবিতায় চিনের কোন ধর্ম গুরুর কথা বলা হয়েছে

(ক) মেগাস্থিনিস

(খ) গৌতম বুদ্ধ

(গ) শীল্ভ্দ্র

(ঘ) কনফুসিয়াস

উঃ () কনফুসিয়াস

61. মানুষ কোথায় দেবতা, ঠাকুরকে খোঁজ করে ?

(ক)  মসজিদে

(খ) মৃত পুঁথির কঙ্কালে

(গ) গুহায়

(ঘ) সমুদ্রে

উঃ  () মৃত পুঁথির কঙ্কালে

 62. সাম্যবাদী কবিতায় সত্যের পরিচয় পেয়েছেন

(ক) ঈসা-মুসা

(খ) কবি

(গ) পার্শিরা

(ঘ) শ্রী কৃষ্ণ

উঃ  () ঈসামুসা 

 63. মহাগীত  পেয়েছেন

(ক) গায়ক

(খ) কিশোরী

(গ) বাঁশির কিশোর

(ঘ) শ্রী কৃষ্ণ

উঃ  () বাঁশির কিশোর

 64. সাম্যবাদী কবিতায় মেষের রাখাল হলেন

(ক) বালকেরা

(খ) নবীরা

(গ) প্রবীণরা

(ঘ) কিশোরীরা

উঃ  () নবীরা

 65. মানুষ কিসের দ্বারা পুঁথি ও কেতাব বয়ে নিয়ে যায় ?

(ক) ব্যাগে

(খ) কাঁধে

(গ) মাথায়

(ঘ) পেটে – পিঠে – কাঁধে – মগজে

উঃ  () পেটে পিঠে কাঁধে মগজে 

 66. পথে ফোটে

(ক) তাজা ফুল

(খ) বনফুল

(গ) সুগন্ধি ফুল

(ঘ) কোনটিই নয়

উঃ  (ক) তাজা ফুল

Samyabadi MCQ Question Answer Class 11

67যে যুগে মহাপুরুষের আবির্ভাব হয় তাকে বলা হয়

(ক) যুগান্তর

(খ) অবতার

(গ) যুগাবতার

(ঘ) মহর্ষি

উঃ  () যুগাবতার

68.  ‘হিয়া শব্দের অর্থ হল

(ক) হীনব্যক্তি

(খ) হৃদয়

(গ) হরণ

(ঘ) হরিণ

উঃ  () হৃদয় 

69রাজমুকুট কোথায় অসে লুটিয়ে পড়ে

(ক) চরণে

(খ) ভূমিতে

(গ) মানব হৃদয়ে

(ঘ) ধুলায়

উঃ  () মানব হৃদয়ে

70. জেন্দা কি ?

(ক) কাব্যগ্রন্থ  

(খ) নাট্যশাস্ত্র  

(গ) নীতি শাস্ত্র

(ঘ) ভাষা

উঃ (ভাষা

71. কাজী নজরুল ইসলামের গল্প কোনটি ?

(ক) পদ্মপুরাণ  

(খ) পদ্মাবতী  

(গ) পদ্মা গোখরো  

(ঘ) পদ্মরাগ

উঃ () পদ্মাগোখরো

72. অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি ?

(ক) প্রলয় উল্লাস  

(খ) ধুমকেতু  

(গ) বিদ্রোহী  

(ঘ) অগ্রপথিক

উঃ  () প্রলয় উল্লাস

73. কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন

(ক) কলকাতায়

(খ) ঢাকায়  

(গ) কুমিল্লায়  

(ঘ) আসানসোলে

উঃ ()  ঢাকায়

74. কাশি, মথুরা, বৃন্দাবনশব্দগুলো কোন রচনায় উল্লেখ আছে ?

(ক) বিভীষণের প্রতি মেঘনাদ  

(খ) সাম্যবাদী  

(গ) বিড়াল  

(ঘ) মহাজাগতিক কিউরেটর

উঃ (খ)  সাম্যবাদী

Samyabadi MCQ Question Answer Class 11

75. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি ?

(ক) প্রলয়উল্লাস

(খ) আমি অনাহারি

(গ) মরুভাস্কর

(ঘ) সন্ধ্যা

উঃ () আমি অনাহারি

76. তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন কর –

সাম্যবাদী কবিতায় কোন্ কোন্ তীর্থক্ষেত্রের কথা বলা হয়েছে?

(i) পুরী   (ii) বুদ্ধগয়া   (iii) মদিনা   (iv) বদ্রীনাথ

বিকল্পসমূহ:

(ক) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল

(খ) (i), (iv) সঠিক এবং (ii), (iii) ভুল

(গ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল

(ঘ) (i), (iv) সঠিক এবং (ii), (iii) ভুল

উঃ (গ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল

77. মহাগীতা গাওয়া হয়েছে

(ক) যুদ্ধক্ষেত্রে

(খ) কৃষিক্ষেতে

(গ) বিদ্রোহে

(ঘ) সংগ্রামে

উঃ () যুদ্ধক্ষেত্রে

78. হিন্দুদের ধর্ম গ্রন্থের নাম

(ক)  বাইবেল

(খ) বেদান্ত

(গ)  ত্রিপিটক

(ঘ) কোরান

উঃ  () বেদান্ত

79.  সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন ?

(ক) সাম্যের

(খ) স্বাধীনতার

(গ) মিত্রতার

(ঘ)  সুনামের

উঃ  () সাম্যের 

80. সঠিক বিকল্পটি বেছে নাও –

বিবৃতি (A): কবি সাম্যের গান গেয়েছেন। আকাম ভানুকম

কারণ (R): কবি চান পৃথিবীতে সব ধর্মের ব্যবধান মুছে যাক

বিকল্পসমূহ :

(ক) A সঠিক, R ভুল

(খ) A এবং R উভয়ই সঠিক, R হল A-এর সঠিক কারণ

(গ) A ভুল, R সঠিক

(ঘ) A এবং R উভয়ই সঠিক, কিন্তু R, A-এর কারণ নয়

উঃ (খ) A এবং R উভয়ই সঠিক, R হল A-এর সঠিক কারণ

Read More:

Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।

গল্প/কবিতার নাম Link
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তরClick Here
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োClick Here
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তরClick Here
বিড়াল গল্পের প্রশ্ন উত্তরClick Here
চারণকবি কবিতার প্রশ্ন উত্তরClick Here

Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer Class 11

HS Semester Official OMR Sheet 2024

বিড়াল গল্পের প্রশ্ন উত্তর (MCQ) | Biral MCQ Question Answer Class 11

পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ) | Pui Macha MCQ Question Answer Class 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!