মডেল একটিভিটি টাস্ক

[ New ] January Model Activity Task Class 3 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Free

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা, Happy New Year 2022 |

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তৃতীয় শ্রেণীর জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (January Model Activity Task Class 3 Part 1) দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্কুল আপাতত বন্ধ আছে। স্কুল খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের জমা দিতে হবে। তোমাদের জন্য এই পোস্টে আমাদের ওয়েবসাইটে তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। খুব ভালো করে উত্তর গুলি পড়ে তারপরে খাতায় উত্তর গুলি লিখবে।

তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি তৃতীয় শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 3 Part 2) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

2022 January Model Activity Task Class 3 Part 1 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

বাংলা

পূর্ণমান : ১৫

January Model Activity Task Class 3 Part 1

January Model Activity Task Class 3 Part 1 Bengali

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 1 বাংলা

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩

১.১ ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন

(ক) গুপ্তধনের কথা

(খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা

(গ) টাকা পয়সার কথা

(ঘ) নিজের অসুস্থতার কথা

উত্তর- (খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা

১.২ চাষির ছেলেটি ছিল—

(ক) অত্যন্ত কৃপণ

(খ) অত্যন্ত কর্মঠ

(গ) অত্যন্ত অলস

(ঘ) অত্যন্ত হিংসুটে

উত্তর- (গ) অত্যন্ত অলস

১.৩ ‘তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।’ একথা বলেছিল—

(ক) বুড়ো চাষি

(খ) চাষির ছেলে

(গ) বুড়ো চাষির ছেলের বউ

(ঘ) বুড়ো চাষির ছেলের বন্ধু

উত্তর- (গ) বুড়ো চাষির ছেলের বউ

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩

২.১ ‘অথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা’। – ‘ষোলোআনা’ শব্দের অর্থ কী?

উত্তর- ‘ ষোল আনা ‘ শব্দের অর্থ হল পুরোপুরি।

২.২ ‘ছেলের চোখ দুটো লোভে চক্চক করে ওঠে। ছেলের মনে কীসের লোভ?

উত্তর- ছেলের মনে লোভ ছিল সোনা পাওয়ার।

২.৩ ‘এই তার স্বামীর প্রথম রোজগার। – স্বামী কীভাবে রোজগার করেছিল?

উত্তর- বুড়ো চাষীর ছেলে  ফসল হাটে বিক্রি করে এক থলি টাকা রোজগার করেছিল।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৩=৬

৩.১ ‘সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়’। — বক্তা কে? তিনি কোন কথা বলবেন?

উত্তর- বক্তা হলেন বুড়ো চাষী ।

বুড়ো চাষী তার ছেলেকে সোনা কোথায় লুকানো আছে, সেই কথা বললেন।

৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কী করেছিল?

উত্তর- বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর – ছেলে দুজন মজুর ডেকে এনে জমি খুঁড়তে লাগিয়ে দিয়েছিলেন।

৩.৩ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। – কেন কথকের এমনটি মনে হয়েছে?

উত্তর- ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষীর ছেলে সোনা পাওয়ার লোভে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি খোঁড়াখুঁড়ি করেছিল কিন্তু জমি খুঁড়ে শেষ অবধি চাষীর ছেলে কোন সোনা পায়নি। তাই সে বিরক্ত হয়ে তার মনে হয়েছিল যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :  ৩

‘সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।

– মাঠ কীভাবে ‘সত্যি সোনায় ভরে উঠেছিল, তা ‘সত্যি সোনা’ গল্প অনুসরণে আলোচনা করো।

উত্তর- বুড়ো চাষীর ছেলে বাবার কথা শুনে সোনা পাওয়ার লোভে জমি খুঁড়তে শুরু করে কিন্তু সেখানে সোনা না পেয়ে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে। সে বছর ভালো বৃষ্টি হওয়ায় সারা মাঠ শস্যতে ভরে ওঠে। সোনার রং এর সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে তাদেরে  মনে হয়েছিল মাঠ যেন সত্যি সোনায় ভরে উঠেছে।

MODEL ACTIVITY TASK

CLASS – III

ENGLISH

Full Marks: 15

January Model Activity Task Class 3 Part 1

January Model Activity Task Class 3 Part 1 English

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 1 ইংরেজি

Activity – 1

Arrange the following words in the order of a-z and write them : 1 x 3=3

ox,  zebra,  cow

Ans: cow , ox , zebra

Activity-2

Arrange the letters to make meaningful words:  2×3=6

a) kboo

Ans: book

b) niol:

Ans: lion

c) lycec :

Ans: cycle

Activity-3

Fill in the blanks by correctly using ‘am’, ‘is’, ‘are’ : 1 x 3=3

a)  She_________________ my sister.

Ans: is

b) They __________________  playing football.

Ans: are

c) I _________________ a student.

Ans: am

Activity-4

Fill in the blanks by correctly using ‘has’, ‘have’:

a) I ________________ a pencil.

Ans: have

b) He ________________a bag.

Ans: has

c) They __________________  many candles.

Ans: have

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

আমাদের পরিবেশ

পূর্ণমান : ১৫

January Model Activity Task Class 3 Part 1

January Model Activity Task Class 3 Part 1 Amader Paribesh

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 1 আমাদের পরিবেশ

১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ = ৩

১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো—

(ক) নাক

(খ) জিভ

(গ) চোখ

(ঘ) কান

উত্তর- (খ) জিভ

১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয়

(ক) হাতের

(খ) পায়ের

(গ) কানের

(ঘ) কাঁধের

উত্তর- (খ) পায়ের

১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না

(ক) চোখ

(খ) কান

(গ) নখ

(ঘ) চামড়া

উত্তর- (গ) নখ

২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩

২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ _________________ উপস্থিতি।

উত্তর- বুদ্ধির

২.২ লোহিত কণিকা কমে গেলে

উত্তর- রক্তাল্পতা

২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলো

উত্তর- গোরু

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়?

উত্তর- স্কিপিং করার সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয় যেমন – আঙুল, কব্জি, কনুই, কাঁধ, কোমর ও পায়ের কাজও হয়।

৩.২ কী কারণে কানে শোনার অসুবিধে হয়?

উত্তর- কানে ময়লা জমলে শোনার অসুবিধে হয়।

৩.৩ ব্যায়াম কেন উপকারী?

উত্তর- ব্যায়াম আমাদের শরীরে খুব উপকারী । কারণ –

(1) নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ  ঠিকঠাক ভাবে কাজ করে।

(2) নিয়মিত  ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে ।

(3) নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক থাকে।

(4) নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের হাড়ের জয়েন্ট গুলি সচল থাকে ।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

দাঁত মাজার নিয়ম কী?

উত্তর- দাঁত মাজার নিয়ম হলো- নিচের দাঁতে – তলা থেকে উপরে ব্রাশ টানতে হয়। আর উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হয়।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – জানুয়ারি-২০২২ –

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

তৃতীয় শ্রেণি

পূর্ণমান – ১৫

January Model Activity Task Class 3 Part 1

January Model Activity Task Class 3 Part 1 Swasthyo o Sharirsikkha

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 1 স্বাস্থ্য ও শারীর শিক্ষা

সু-অভ্যাস

১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : ১ × ১৫ = ১৫

(ক) সুস্থ সবল রাখব দেহ এসো সবাই শপথ নিই,

_________________ চলব মেনে সকলকে তার খবর দিই।

উত্তর –  স্বাস্থ্যবিধান

(খ) নাচব খেলব হাসব সবাই, আয় ছুটে বোন, আয় ছুটে ভাই,

দেশটাকে চাই ___________________ সকলকে তাই কাছে চাই

উত্তর – ভালোবাসতে

(গ) ___________________বাল্যকালের ভিতটা শক্তপোক্ত গড়ে,

প্রতিকূল থাক সারাজীবন দিব্যি সে তো লড়াই করে।

উত্তর – সু-অভ্যাস

(ঘ) দাঁতটা মাজা খুব ___________________ সেটার খেয়াল রেখো,

কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকেই শেখো।

উত্তর – জরুরি

(ঙ) সুস্থ-সবল চাও কি তুমি রাখতে দেহ মন?

প্রতিদিনই করতে তোমায় হবে ____________________ ।

উত্তর – যোগাসন

(চ) পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন,

শলভাসন ও __________________ আর যে শবাসন।

উত্তর – ভুজঙ্গাসন

(ছ) পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে,

স্কুলেতে প্রতিদিনই _________________কত আছে।।

উত্তর – শেখার

(জ) তোমার মাথার ওপর জেনো আছেন ___________________  

চলবে তাঁদের কথামতো, ভাববে সারাক্ষণ।

উত্তর – গুরুজন

(ঝ) রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু-চোখ মেলে,

নিয়ম করে যেতে পারো  __________________ বা সাইকেলে।

উত্তর – হেঁটে

(ঞ) নিজের যা কাজ করতে শেখা মোটেই __________________ নয়,  

করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়।

উত্তর – কঠিন

(ট) জুতো _________________ জামাকাপড় রাখবে যে ঠিক করে,

টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে।

উত্তর – সাফাই

(ঠ) লাউ কুমড়ো বাঁধাকপি জোগায় __________________

মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড়ো যে প্রোটিন।

উত্তর – ভিটামিন

(ড) খেতে পারো বাতাবিও,_________________ বা আতা,

তাই বলে বাকি ফল নয় বাজে, যা-তা।

উত্তর – পেয়ারা

(ঢ) খাওয়ার __________________ খাওয়ার পরে ধোবে যে মুখ হাত,

রাতে শোবার আগে, ভোরে মাজবে তোমার দাঁত।

উত্তর – আগে

(ণ) __________________ অতি নোংরা জিনিস সবাই সেটা বলে,

একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে?

উত্তর – থুথু

শব্দঝুড়ি : স্বাস্থ্যবিধান, হাসব, বোন, সু-অভ্যাস, জরুরি, যোগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুথু, ভালোবাসতে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

গণিত

পূর্ণমান : ১৫

January Model Activity Task Class 3 Part 1

January Model Activity Task Class 3 Part 1 Math

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 Part 1 গণিত

7f66fed9dad34f5b8f1049b3f24bc855 0001 min

7f66fed9dad34f5b8f1049b3f24bc855 0002 min

তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের January Model Activity Task Class 3 Part 1 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই January Model Activity Task Class 3 Part 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

January Model Activity Task Class 3 Part 1

তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :

আগের তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক : January Model Activity Task Class 4 Part 1

Final Model Activity Task Class 3 Part 8

September Model Activity Task Class 3 Part 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button