রাষ্ট্রবিজ্ঞান

ভারতের স্বাধীনতা দিবস Quiz। Independence Day 2021 | ১৫ই আগস্ট MCQ

Independence Day 2021 Bangla

২০২১ সালের ১৫ আগস্ট ভারতবাসী স্বাধীনতা দিবস পালন করবে। আজকের দিনে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত ইংরেজদের ২০০ বছরের শাসন থেকে নিজেদের স্বাধীনতা অর্জন করেছিল। আজ আমরা স্বাধীনতা দিবস সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ নিয়ে আলোচনা করলাম, প্রশ্নগুলি বিগত বছরগুলোতে WBCS, SSC , রেল , UPSC ইত্যাদি পরীক্ষায় এসেছিল। প্রশ্নগুলি আলোচনা করার আগে নীচে ১৫ ই আগস্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইল।

ভারতের প্রিয় পতাকা কে তৈরী করেন ?


ভারতের জাতীয় পতাকার তিনটি রং দেখতে পাওয়া যায় গেরুয়া, এবং সবুজ সাদা। যেটি স্বরাজ পতাকার আদলে তৈরি করেছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কায়া।

কত বছর পরে ভারতের জাতীয় সংগীত বেছে নেওয়া হয় ?

ভারতের জাতীয় সংগীত জনগণমন স্বাধীনতার তিন বছর পরে ১৯৫০ সালের ২৪ সে জানুয়ারি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়।

১৫ আগস্ট কেন সেদিন স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়া হয় ?

১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে নেওয়ার কারণ মাউন্টব্যাটেন তিনি ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি ১৫ ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেন। ১৯৪৮ সালের জুন মাসে তাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতীয়দের ক্ষমতা হস্তান্তর করার অধিকার দেয়া হয়েছিল। কিছু রাজনীতিবিদ মনে করেন যে লর্ড মাউন্টব্যাটেন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেন তার কারণ হলো এই তারিখে মিত্র বাহিনীর কাছে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী ও স্মরণ করা হতো।

১৫ আগস্ট ভারত ছাড়া আর কোন কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে ?

উত্তর : উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দ্য রিপাবলিক অফ কঙ্গো, লিশটেনস্টাইন, বাহরাইন

ভারতরে স্বাধীনতা দিবস সম্বন্ধীয় MCQ প্রশ্ন উত্তর

  1. 2021 সালের স্বাধীনতা দিবস থিম কি রাখা হয়েছে ?

a) স্বনির্ভর ভারত
b) দেশের সংস্কৃতিকে বজায় রাখা
c) দেশ আগে সব সময় আগে
d) এরমধ্যে কোনোটিই নয়

উত্তর: c) দেশ আগে সব সময় আগে

  1. ভারতের জাতীয় পতাকার সঠিক অনুপাত কি ?

a) পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ৩:২
b) পতাকার উচ্চতা ও দৈর্ঘ্যের অনুপাত হবে ৩:২
c) পতাকার উচ্চতা ও প্রস্থের অনুপাত হবে ২:৩
d) বিকল্প a এবং b দুটি হবে ।

উত্তর: d) বিকল্প a এবং b দুটি হবে ।

  1. স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী কোথা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন?

a) পুরনো কেল্লা, দিল্লি
b) লালকেল্লা, পুরানো দিল্লী
c) লালকেল্লা, আগ্রা
d) ইন্ডিয়া গেট, নিউ দিল্লি

উত্তর: b) লালকেল্লা, পুরানো দিল্লী


Exp: ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লি কেল্লার লাহোর গেটের ওপরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। থেকে দিল্লির লালকেল্লা ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়।

  1. ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেন এর প্রধানমন্ত্রী কে ছিলেন?

a) ক্লিমেন্ট এটলি
b) উইয়স্টন চার্চিল
c) ম্যাকডোনাল্ড
d) লর্ড মাউন্টব্যাটেন

উত্তর: a) ক্লিমেন্ট এটলি

  1. এর মধ্যে কে ১৯৪৮ সালের অবধি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ?

a) চক্রবর্তী রাজা গোপালাচারী
b) বি আর আম্বেদকর
c) ডঃ রাজেন্দ্র প্রসাদ
d) লর্ড মাউন্টব্যাটেন

উত্তর: d) লর্ড মাউন্টব্যাটেন


Exp: লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৮ সালের অবধি ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে ছিলেন। পরবর্তীকালে এই পদটি রদ করে দেওয়া হয়।

  1. বিখ্যাত একটি উক্তি “a tryst with density” কে বলেছিলেন ?

a) মহাত্মা গান্ধী
b) নেতাজি সুভাষচন্দ্র বোস
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) জহরলাল নেহেরু

উত্তর: d) জহরলাল নেহেরু
Exp : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবস প্রসঙ্গে এ কথা বলেছিলেন।

  1. এর মধ্যে কোনটি দেশ বিভাজন এর পরিকল্পনা হিসাবে নেওয়া হয়েছিল ?

a) এটলি এনাউন্সমেন্ট
b) মন্টেগু-চেমসফোর্ড আইন
c) মাউন্টব্যাটেনের পরিকল্পনা
d) মর্লে মিন্টো আইন

উত্তর: c) মাউন্টব্যাটেনের পরিকল্পনা

  1. কে ১৯০৫ সালের বেনারসের কংগ্রেস অধিবেশন সভাপতিত্ব করেন ?

a) বালগঙ্গাধর তিলক
b) নেতাজি সুভাষচন্দ্র বোস
c) দাদাভাই নওরোজি
d) গোপালকৃষ্ণ গোখলে

উত্তর: d) গোপালকৃষ্ণ গোখলে

  1. কে ভারতের জাতীয় গীত বা গান রচনা করেছিলেন ?

a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b) কাজী নজরুল ইসলাম
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Exp : ভারতের জাতীয় গীত বা গান প্রেমাতাল যেটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে প্রথম গাওয়া হয়। এটি জনগণমন অর্থাৎ ভারতের জাতীয় সংগীত এর মতোই সমান মর্যাদা আছে।

  1. ভারতের জাতীয় সংগীত কত সেকেন্ডের মধ্যে গাওয়ার নিয়ম আছে ?

a) ৫৪ সেকেন্ড
b) ১০৫ সেকেন্ড
c) ৫২ সেকেন্ড
d) ৬৪ সেকেন্ড

উত্তর: c) ৫২ সেকেন্ড

  1. ভারতীয় পার্লামেন্টে কোন অধিবেশন কোন গান দিয়ে শেষ হয় ?

a) জন গণ মন
b) বন্দেমাতরম
c) গায়ত্রী মন্ত্র
d) উপরের কোনোটিই নয়

উত্তর: b) বন্দেমাতরম

  1. কোন আইনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন কে একটি মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে ?

a) ১৪৪ ধারা
b) ১৯ (১) (A) ধারা
c) ৫২ ধারা
d) ২৬৮ ধারা

উত্তর: b) ১৯ (১) (A) ধারা

  1. ভারতের জাতীয় প্রতীক কি ?

a) অশোক স্তম্ভ
b) বাঘ
c) পদ্ম ফুল
d) সারনাথের মন্দির

উত্তর: a) অশোক স্তম্ভ

  1. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় ?

a) ১৯২৮
b) ১৯২৩
c) ১৯২৯
d) ১৯৪১

উত্তর: c) ১৯২৯

  1. ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে গ্রহণ করা হয় ?

a) 15 ই আগস্ট, 1947
b) 2রা অক্টোবর, 1956
c) 10 ই অক্টোবর, 1950
d) 22 মার্চ, 1957

উত্তর: d) 22 মার্চ, 1957

  1. ভারতের জাতীয় সেনার কার্যালয় কোথায় অবস্থিত ?

a) দিল্লি
b) শ্রীনগর
c) মুম্বাই
d) কোচি

উত্তর: a) দিল্লি

  1. ভারতের জাতীয় সামুদ্রিক প্রাণী কোনটি ?

a) গাঙ্গেয় ডলফিন
b) ভারতীয় হাঙ্গর
c) ইলিশ মাছ
d) কচ্ছপ

উত্তর: a) গাঙ্গেয় ডলফিন

  1. মুসলিম লীগ কবে ভারতে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল ?

a) ডিসেম্বর, ১৯৪৮
b) ডিসেম্বর, ১৯৪৬
c) আগস্ট, ১৯৪৭
d) জানুয়ারি, ১৯৩৪

উত্তর: b) ডিসেম্বর, ১৯৪৬

  1. ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন কে মুখ্য ভূমিকা পালন করেছিল

a) এ ভি আলেকজান্ডার
b) লর্ড পেথ্রিক লরেন্স
c) লর্ড মাউন্টব্যাটেন
d) মহাত্মা গান্ধী

উত্তর: b) লর্ড পেথ্রিক লরেন্স

  1. মুসলিম লীগ কত সালে পৃথক পাকিস্তানের দাবি করে ?

a) ১৯৪৬
b) ১৯২২
c) ১৯৪০
d) ১৯৩০

উত্তর: c) ১৯৪০

Exp: মুসলিম লীগ ব্রিটিশ ইন্ডিয়ার ঢাকাতে স্থাপন করা হয়। মুসলিম লীগের প্রথম অধিবেশন অমৃতসরে হয়েছিল। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। 913 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ যোগদান করেন।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button