Suggestion

WBBSE Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion Important | পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion: প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে পঞ্চম শ্রেণীর জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর আমাদের পরিবেশ বিষয়ের ( Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীতে আমাদের পরিবেশ বিষয়ের

দ্বিতীয় পর্যায়ক্রমিক (লিখিত-২০): পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন।

আমাদের পরিবেশ

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৪

নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: (যে কোনো ৪ টি) ১×৪= ৪

১.১ সুন্দরবন অঞ্চলের একটি নদী হল- ( মাতলা / মহানন্দা/ তিস্তা )

উওরঃ – মাতলা

১.২ একশৃঙ্গ গন্ডার দেখা যায় ( মালদায় / জলদাপাড়ায়/ ঝাড়গ্রামে )

উওরঃ- জলদাপাড়ায়

১.৩ গান্ধিবুড়ি নামে পরিচিত ( কল্পনা দত্ত/ মাতঙ্গিনী হাজরা/ প্রীতিলতা ওয়াদ্দেদার )

উওরঃ- মাতঙ্গিনী হাজরা

১. সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত- (বর্ধমান / পুরুলিয়া / বারাসাত) জেলায়।

উওরঃ- বর্ধমান

১. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ( আম্বেদকর/ জওহরলাল নেহরু / রাধাকৃষ্ণান )

উওরঃ- জওহরলাল নেহরু

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion

১. কোথাকার মাটির পুতুল বিখ্যাত – ( আসানসোল/ কৃষ্ণনগর/ মেদিনীপুর )

উওরঃ- কৃষ্ণনগর

১. ( দার্জিলিং / পুরুলিয়া / বীরভূম ) -এর পাহাড়ে চা চাষ হয়।

উওরঃ- দার্জিলিং

১.৮ পুরুলিয়ার আগের নাম ছিল- ( বীরভূম / মানভূম / বরাভূম )

উওরঃ- মানভূম

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion

২। শূন্যস্থান পূরণ করো (যে কোন চারটি) ১×৪= ৪

২.১ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হল ______________।

উওরঃ- সান্দাকফু

২. উত্তরবঙ্গের একটি নদী হল ________________ ।

উওরঃ- ভাগীরথী

২. বঙ্গভঙ্গ ________________ সালে হয়েছিলো

উওরঃ- ১৯০৫

২. মাস্টারদা নামে পরিচিত ________________ ।

উওরঃ- সূর্য সেন

২.৫ জলপাইগুড়িতে ________________ বনে এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায়।।

উত্তরঃ – জলদাপাড়ায়

৩। নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উওর দাও : (যে কোন চারটি) ১×৪= ৪

৩.১ একটি অপ্রচলিত শক্তির নাম লেখো।

উওরঃ- সৌরশক্তি

৩.২ জাতির জনক নামে কে পরিচিত?

উওরঃ- মহাত্মা গান্ধী।

৩. ধান কাটা ও ঝারার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি?

উওরঃ – হারভেস্টার

৩.৪ বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?

উওরঃ – তিতুমীর

৩.৫ হুগলি জেলার সদর শহরের নাম কি ?

উত্তরঃ – চুঁচুড়া

৩.৬ আজাদ হিন্দ ফৌজ গঠন করেন _______________ ।

উওরঃ- সুভাষ চন্দ্র বসু

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion

৪। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন চারটি) ২×

৪.১ নিত্যবহ নদী কাকে বলে?

উত্তর :- যে সকল নদীতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাকে নিত্যবহ নদী বলা হয় উদাহরণ- গঙ্গা নদী

৪.২ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ?

উত্তরঃ – গান গেয়েও সমভূমির দক্ষিণ অংশে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ এবং দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ-পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে।

ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো –

(ক) এই জাতীয় উদ্ভিদের মূল গুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়

(খ) এই উদ্ভিদ গুলি চিরহরিৎ প্রকৃতির এবং উদ্ভিদের কান্ড রসালো প্রকৃতির হয়

৪.৩ নদীমাতৃক সভ্যতা কাকে বলে ?

উত্তর: পুরোনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। নদী থেকেই পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। নদী ছিল সেখানকার মানুষদের কাছে মায়ের মতো। তাই ওইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়।

৪.৪ সুন্দরবনের মানুষের জীবিকা কী?

উত্তর:- সুন্দরবনের মানুষেরা নানারকম কাজ করেন। বেশির ভাগ মানুষই চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মীন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজেও যুক্ত আছেন।

৪.৫ কয়লার গুরুত্ব লেখো ?

উত্তর :- কয়লা হল প্রকৃতির সম্পদ। কয়লা মানুষের খুবই দরকারি জিনিস। কয়লা থেকেই আমরা ন্যাপথা, গন্ধক, অ্যামোনিয়া, আলকাতরা, ন্যাপথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, ক্রিয়োজোট, টলুয়িন ইত্যাদি পাই। কয়লা পুড়িয়েই বিদ্যুৎ তৈরি হয়।

Class 5 Amader Poribesh 2nd Unit Test Suggestion

অন্যান্য বিষয়ের সাজেশন :

Bengali- Click Here

English – Click Here

Mathematics – Click Here

Environmental Science – Click Here

Physical Education Click Here

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button