Suggestion

WBBSE Class 9 1st Unit Test Suggestion Important | নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে নবম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর সমস্ত বিষয়ের ( Class 9 English 1st Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে ।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 9 1st Unit Test Suggestion

Class 10 Bengali 1st Unit Test Suggestion

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি

ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন:

১. “ঈশানে উড়িলো মেঘ সঘনে চিকুর”- উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।

২. “প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ”-এখানে প্রজাদের বিষাদের কারণ কি?

৩. “চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ”-কথাটির তাৎপর্য বুঝিয়ে বল।

৪. “কলিঙ্গে সোঙ্গরে সকল লোক যে জৈমিনি”-জৈমিনি কে? তাকে সকল লোকের স্মরণ এর কারণ কি?

৫. “ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল”- কোন প্রসঙ্গে এরূপ বলা হয়েছে?

রচনাধর্মী প্রশ্ন:

১. “নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর”- সাতদিন কোথায় বৃষ্টি হয়েছিল এই বিপর্যয় কলিঙ্গবাসীর কি দুর্দশা হয়েছিল কবিতা অবলম্বনে লেখ।

২. চণ্ডীর আদেশে কারা কিভাবে কলিঙ্গদেশে ধ্বংসলীলা ঘটিয়েছে ব্যাখ্যা করো।

ইলিয়াস

ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন:

১. “এই তার যা কিছু বিষয় সম্পত্তি”- কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে?

২. “পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে”- তাকে বলতে যার কথা বলা হয়েছে তাকে ঈর্ষার কারণ কি?

৩. “সে একেবারে সর্বহারা হয়ে পড়ল”-  এখানে যার কথা বলা হয়েছে সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল?

৪. “অতিথিরা বিস্মিত”- অতিথিরা বিস্মিত হলেন কেন?

রচনাধর্মী প্রশ্ন:

১. “এটা খুবই জ্ঞানের কথা”- বক্তা কে? জ্ঞানের কথাটি নিজের ভাষায় লেখ।

২. “ভাগ্য যেন চাকার মতো ঘোরে”- উক্তিটি কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো।

ধীবর বৃত্তান্ত:

রচনাধর্মী প্রশ্ন:

১. ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর- ধীবর এর আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখ।

২. “যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়”- কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন?

৩. “সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে”- মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো। আংটি দেখে রাজা কি করেছিলেন?

দাম

ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন:

১. “ছবির মত অংকটা সাজিয়ে দিয়েছেন”- কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে অঙ্ক করাতেন?

২. “স্কুলে কী বিভীষিকা যে ছিলেন ভদ্রলোক”- এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন?

৩. “এমন অঘটন কল্পনা করতে পারতেন না”- যার কথা বলা হয়েছে তিনি কোন অঘটন কল্পনা করতে পারতেন না?

৪. “সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম”- এরকম মনে হওয়ার কারণ কি?

৫. “ওঁর মনের বয়স বেড়েছে বলে”- উক্তিটি কার? কার সম্পর্কে কেন বক্তা এই উক্তি করেছেন?

৬. “এখানকার চড়ুই পাখি ও সেখানে রাজহংসের সম্মান পায়”- উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৭. “যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি”- কিসের দামের কথা বলা হয়েছে? তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন?

রচনাধর্মী প্রশ্ন:

১. দাম গল্পটি ছোটগল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো।

নোঙ্গর

ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন:

১. “সারারাত মিছে দাঁড় টানি”- দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন?

২. “তারপর ভাঁটার শোষণ”- একথা বলতে কবি কী বুঝিয়েছেন?

৩. “স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে”- স্রোতের বিদ্রুপ বলতে কবি কী বুঝিয়েছেন?

রচনাধর্মী প্রশ্ন:

১. “নোঙ্গরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল”- কোন নৌকা? তবু শব্দ ব্যবহারের তাৎপর্য কি? নৌকা চিরকাল বাঁধা কেন?

২. নোঙ্গর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে বিশ্লেষণ করো।

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

Class 10 English 1st Unit Test Suggestion

Tales of Bhola grandpa

Class 9 1st Unit Test Suggestion

Tales of Bhola grandpa

Class 9 1st Unit Test Suggestion

For multiple choice questions:

  1. In the bocal tree there lived___

Answer: Monkeys

  • A gang of pirates were burying a__

Answer: Large box

  • Bhola grandpa died at the age of __

Answer: eighty five

  • In the village Bhola grandpa and his wife lived at the__

Answer: Eastern part

  • The storyteller was riding on__

Answer: A village chowkidar’s shoulders.

  • All of a sudden Bhola grandpa late out__

Answer: A loud Wail

  • The growl was of a___

Answer: Royal Bengal tiger

  • Bhola grandpa requested the first man on the mound for___

Answer: drinking water

  • According to Bhola grandpa’s wife the cause of his death was__

Answer: Forgetting to breathe

  1. Bhola grandpa’s wife was__ years old when grandpa died.

Answer: Eighty

Very short type question:

  1. When did Bhola grandpa late out a loud Wail?
  2. Where had the grandson found a cosy shelter?
  3. What overshadowed Bhola grandpa’s hut?
  4. Who buried the treasure in the sand dunes?
  5. Who roamed freely in the jungles of the Sundarbans?
  6. What did Bhola grandpa do when he saw the tiger?

Short type question:

  1. Why was no real teaser found under the sand dunes?
  2. How did Bhola grandpa’s wife judge her husband’s nature?

Class 9 1st Unit Test Suggestion

All about a dog

Class 9 1st Unit Test Suggestion

All about a dog

Class 9 1st Unit Test Suggestion

For multiple choice questions:

  1. The younger woman carried a little__

Answer: Pekinese dog

  • The number of policeman to whom the women expressed her anger was__

Answer: Three

  • The bell was pulled by the___

Answer: Conductor

  • The night was___

Answer: Very cold

  • The eyes of the pekinese dog were like__

Answer: Beads

  • The conductor had a general grievance against___

Answer: The passengers

  • “The conductor was as cold as”- here cold means__

Answer: Indifferent

  • The bus stopped for the second time because___

Answer: The engine developed trouble

  • The long job refers to___

Answer: Repairing the engine

  1. “The whole struggle began”-here struggle refers to__

Answer: The dog related struggle

  1. The hard and fast rules are___

Answer: Unchangeable

Very short type questions:

  1. What was the conductors order to the younger woman?
  2. Why did the conductor stand Triumphant?
  3. What kind of a night was it?

Short type questions:

  1. When did the author feel that trouble was coming up?

Class 9 1st Unit Test Suggestion

Autumn

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

For multiple choice questions:

  1. All through the day the fitful gust shakes the__

Answer: Casement

  • The poet loves to see the shaking twig dance till the__

Answer: Shut of eve

  • The sparrow sat on the___

Answer: Cottage rig

  • The wind takes away the faded leaves from the___

Answer: Elm tree

  • The elm tree is___

Answer: Mossy

  • The casement is___

Answer: A window that opens like a door with Hinges on one side.

  • The chirping of the sparrow was heard from___

Answer: The cottage roof

  • The spring was preparing to lie in___

Answer: Summer’s lap

  • The cottage smoke goes upwards through___

Answer: Bare trees

Very short type questions:

  1. How is the wind of autumn?
  2. What are the two other seasons mentioned in the poem with autumn?
  3. How is the month of November describe in the poem autumn?

Short type questions:

  1. What are the things the poet loves to see on November days?
  2. Name the birds and their cries mentioned in the poem autumn?

Class 9 1st Unit Test Suggestion

A day in the zoo

Class 9 1st Unit Test Suggestion

A day in the zoo

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

For multiple choice questions:

  1. The average day in a zoo begins just before__

Answer: Dawn

  • The name of the black celebes ape was___

Answer: Etam

  • The reptiles dozed in the temperature of__

Answer: Eighty degrees

  • Touracos originally hail from___

Answer: South Africa

  • The tail of a male peahen is raised like a___

Answer: Fountain

  • The cage of the crowned pigeon is lighted by the___

Answer: Setting sunshine

  • Etam greets people___

Answer: Baring his teeth

  • The visitors try to give the chimpanzees__

Answer: Lighted cigarettes and razor blades

  • The owls open their eyes at__

Answer: The advent of darkness.

Very short type questions:

  1. How does the sky look as one is awakened by the bird song?
  2. How do the parrots and parakeets salute the people?
  3. What do all the animals do at the start of a new day?
  4. How is the touraco’s cry?
  5. Name the birds that sing to begin a day in the zoo?
  6. What does suku intend to say?
  7. Why everyone has to be alert?

Short type questions:

  1. What would one see and hear while lying in bed at night?
  2. What is commonly seen in the zoo early in the morning?
  3. What is the difference between a normal visitor of a zoo and one who lives in the zoo?

Class 9 1st Unit Test Suggestion

Class 10 History 1st Unit Test Suggestion

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. কে কেন বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনীতি কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন?

২. প্রাক বিপ্লব ফ্রান্সে কি কি কর প্রচলিত ছিল?

৩. প্রাক বিপ্লব যুগের ফরাসি সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল কি কি?

৪. পোশাকি অভিজাত কাদের বলে?

৫. সাঁকুলোৎ কারা?

৬. কারা বিশ্বকোষ এর সংকলন করেন?

৭. কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?

৮. জিরণ্ডিস্ট কাদের বলা হত?

৯. অঁসিয়া রেজিম কাকে বলে?

১০. লেতর দা ক্যাসে বলতে কী বোঝায়?

১১. মন্টেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখ।

১২. রুশোর দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।

১৩. লাল সন্ত্রাস/ শ্বেত সন্ত্রাস কাকে বলে?

১৪. সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি?

বিশ্লেষণধর্মী প্রশ্ন:

১. বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল?

২. বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী ছিল?

৩. টীকা লেখ:

থার্ড এস্টেট

ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্র

সেপ্টেম্বর হত্যাকান্ড

ডাইরেক্টরি শাসন

৪. অভিজাতদের প্রস্তাবগুলি ফ্রান্সে অভিজাত বিদ্রোহের পথ কিভাবে প্রশস্ত করেছিল ব্যাখ্যা করো।

ব্যাখ্যামূলক প্রশ্ন:

১. ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো।

২. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো।

৩. ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা কি ছিল?

বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ

সংক্ষিপ্ত প্রশ্ন: Class 9 1st Unit Test Suggestion

১. সিজালপাইন প্রজাতন্ত্র কি?

২. কনস্যুলেটের শাসন কাকে বলে?

৩. ফ্রান্সে কে কেন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটায়?

৪. কোড নেপোলিয়ন কি?

৫. লিজিয়ন অব অনার বলতে কী বোঝো?

৬. কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়?

৭. কনফেডারেশন অফ দ্যা রাইন বলতে কী বোঝো?

৮. টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়?

৯. শত দিবসের রাজত্ব সম্পর্কে কি জানো?

১০. কবে কাদের মধ্যে ওয়াটারলু-র যুদ্ধ সংঘটিত হয়?

১১. কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়?

বিশ্লেষণধর্মী প্রশ্ন:

১. টীকা লেখ:

কোড নেপোলিয়ন

ট্রাফালগারের যুদ্ধ।

জাতিসমূহের যুদ্ধ

ওয়াটারলু-র যুদ্ধ

২. উপদ্বীপের যুদ্ধের ফলাফল উল্লেখ করো।

ব্যাখ্যা মূলক প্রশ্ন:

১. নেপোলিয়নের বিভিন্ন সংস্কার গুলি উল্লেখ করো।

২. নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো।

ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি ছিল?

২. ইউরোপীয় শক্তি সমবায় কি? এর উদ্দেশ্য কি ছিল?

৩. মেটারনিখ তন্ত্র এর পক্ষে/ বিপক্ষে দুটি যুক্তি দাও।

৪. মেটারনিখ কেন কার্লসবাড ডিক্রি জারি করেন?

৫. কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? এর বিষয়বস্তু কি ছিল?

বিশ্লেষণধর্মী প্রশ্ন:

১. ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি গুলি সংক্ষেপে আলোচনা করো।

২. টীকা লেখ:

ফ্রান্সের জুলাই/ ফেব্রুয়ারি বিপ্লব

ব্যাখ্যা মূলক প্রশ্ন:

১. ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি গুলি উল্লেখ করো।

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

Class 10 Geography 1st Unit Test Suggestion

গ্রহ রূপে পৃথিবী

২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন Class 9 1st Unit Test Suggestion

1. জিয়ড বলতে কী বোঝো ?

২. দিগন্ত রেখা কাকে বলে ?

৩. আকাশগঙ্গা কি ?

৪. ছায়াপথ কাকে বলে ?

৫. মঙ্গলের মাটির রং লাল কেন ?

৬. পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন ?

৭. নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্য লেখ

৮. গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ

৯. অন্তঃস্থ গ্রহ এবং বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখ

১০. টীকা লেখ কুলীন গ্রহ

নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. পৃথিবীর গোলাকাকার আকৃতির প্রমাণ গুলি লেখ

২. পৃথিবীর অভিগত গোলক আকৃতির স্বপক্ষে প্রমাণ দাও

৩. জিপিএস এর ব্যবহার লেখ

পৃথিবীর গতিসমূহ

/ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. সৌর দিন কি ?

২. সৌর বছর কি ?

৩. উষা ও গোধূলি কাকে বলে?

৪. ঋতু চক্র বলতে কী বোঝো?

৫.  ছায়াবৃত্ত কি ?

৬. ফেরেলের সূত্র লেখ

৭. নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় এবং কেন ?

৮. অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখ ?

৯. মহাবিষুব এবং জলবিষুব কাকে বলে?

১০. কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কাকে বলে ?

১১. কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখ

১২. আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য

১৩. টীকা লেখ : কোরিওলিস বল

১৪. রবিমার্গ বা সূর্যের আপাত গতি বলতে কী বোঝো ?

নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো

২. পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে তার ফলাফল গুলি আলোচনা করো

৩. পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো

৪. চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো

ভারতের সম্পদ

২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন Class 9 1st Unit Test Suggestion

১. সম্পদ কাকে বলে ? সম্পদের উপযোগিতা লেখ।

২. ধাতুমল কি ?

৩. গচ্ছিত সম্পদ এবং পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখ

৪. MAN ও man এর মধ্যে পার্থক্য লেখ ।

৫. ধাতব খনিজ কাকে বলে

৬. টীকা লেখ : OPEC

৭. কালো হিরে কাকে বলা হয় এবং কেন ?

৮. সাগর সম্রাট ও সাগর বিকাশ কি ?

৯. তরল সোনা কাকে বলা হয় এবং কেন ?

১০. বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন ?

১১. সৌর শক্তির ব্যবহার লেখ

১২. প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ

১৩. টীকা লেখ : NTPC

নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো । সম্পদ সংরক্ষণের পদ্ধতি গুলি আলোচনা করো

২. খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখ

৩. পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ গুলি লেখ

৪. দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো।

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

Class 10 Life Science 1st Unit Test Suggestion

জীবন ও তার বৈচিত্র্য

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (২/৩ নম্বর) Class 9 1st Unit Test Suggestion

১. তপ্ত লঘু স্যুপ কী?

২. কোয়াসারভেট কী?

৩. মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো।

৪. প্রোটোসেল কাকে বলে? এর গুরুত্ব লেখো।

৫. কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের দুটি পার্থক্য লেখো।

৬. আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো।

৭. ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কাকে বলে? ট্যাক্সোনমির জনক কে? তিনি কোন পুস্তকে প্রাণী প্রজাতির উল্লেখ করেন?

৮. বিন্যাসবিধির উপাদান গুলি কী কী?

৯. ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো।

১০. ট্যাক্সোনমি হায়ারার্কির বৈশিষ্ট্য গুলি লেখো।

১১. দ্বিপদ নামকরণের দুটি নিয়ম উল্লেখ করো।

১২. লিনিয়ান হায়ারার্কিতে কয়টি স্তর আছে এবং কী কী?

১৩. প্রোটিস্টার দুটি বৈশিষ্ট্য লেখো।

১৪. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা কী কী?

১৫. টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে কেন?

১৬. দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।

১৭. ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

১৮. প্লাটিহেলমিনথেস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

১৭. ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

১৮. প্লাটিহেলমিনথেস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

১৯. ম্যান্টল কী? এর গুরুত্ব কী?

২০. কর্ডাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো।

২১. অ্যাম্ফিঅক্সাস কর্ডাটা হলেও এদের মেরুদন্ডী বলা হয় না কেন?

২২. তরুণাস্থি ও অস্থিযুক্ত মাছের দুটি পার্থক্য লেখো।

জীবন সংগঠনের স্তর

১. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো?

২. অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কাকে বলে?

৩. DNA এবং RNA-এর মধ্যে দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লেখো।

৪. ভিটামিন-A,B,C,D,E 3K-এর উৎস এবং অভাবজনিত রোগের নাম লেখো।

৫. ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট কাকে বলে? উদাহরণ দাও।

৬. প্রাণীদেহে পটাশিয়াম ও সোডিয়াম এর দুটি গুরুত্ব লেখো।

৭. জলে দ্রাব্য এবং তেলে দ্রাব্য ভিটামিন গুলির নাম লেখো।

৮. প্লাজমোডেসমাটা কাকে বলে?

৯. ATP-কে ‘এনার্জি কারেন্সি’ বলে কেন?

১০. লাইসোজোমকে ‘আত্মঘাতী থলি’ বলে কেন?

১১. কোশপ্রাচীর ও কোশপর্দার দুটি পার্থক্য লেখো।

১২. ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো।

১৩. প্যারেনকাইমা কলার দুটি কাজ লেখো।

১৪. ফ্লোয়েম কলার উপাদান গুলির নাম লেখো।

১৫. জাইলেমকে মৃত কলা বলা হয় কেন?

১৬. জাইলেম ও ফ্লোয়েম কলার দুটি পার্থক্য লেখো।

১৭. ভাজক কলা ও স্থায়ী কলার দুটি পার্থক্য লেখো।

১৮. অস্থিকলার দুটি কাজ লেখো।

১৯. রক্তকে তরল যোগকলা বলা হয় কেন?

২০. স্নায়ু কলার বৈশিষ্ট্য এবং কাজ উল্লেখ করো।

২১. আবরণী কলার দুটি বৈশিষ্ট্য লেখো।

২২. ত্বকের কাজ উল্লেখ করো।

২৩. অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?

২৪. প্লীহার দুটি কাজ লেখো।

২৫. CSF কী? এর কাজ লেখো।

২৬. যকৃতকে ‘সুসজ্জিত জৈব রসায়নাগার’ বলা হয় কেন?

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

পরিমাপ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (2/3 নম্বর) Class 9 1st Unit Test Suggestion

১. এককের প্রয়োজনীয়তা কি?

২. মৌলিক একক কাকে বলে? উদাহরণ দাও।

৩. লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।

৪. একক বিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও।

৫. স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও।

৬. সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা গুলো কি কি?

৭. ভালো তুলাযন্ত্রের কি কি গুণ থাকা প্রয়োজন?

৮. মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে কোন অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়?

৯. ওজন বাক্সে বাটখারার অনুপাত 5:2: 2:1 রাখা হয় কেন?

১০. লিটার এর সংজ্ঞায় 4°C উষ্ণতার উল্লেখ থাকে কেন?

বল ও গতি

১. সব স্থিতি বা গতিই আপেক্ষিক ব্যাখ্যা করো।

২. চলন ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখো।

৩. দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো।

৪. ত্বরণের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দু-বার আসে কেন?

৫. নিউটনের প্রথম গতিসূত্র থেকে কার্যকর বলের ধারণা দাও।

৬. বাস চলতে শুরু করলে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে যায় কেন?

৭. কম্বল থেকে ধুলো ঝারার জন্য, কম্বলকে দড়ি থেকে ঝুলিয়ে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন?

৮. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও।

৯. বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পিছন দিকে হটে যায় কেন?

১০. বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?

১১. রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহয্যে রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো।

পদার্থ : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ পরমাণুর গঠন

১. রাদারফোর্ডের পরমাণু মডেলের গুণাবলী লেখো।

২. আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কোন কোন সিদ্ধান্তে উপনীত হন?

৩. রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলি উল্লেখ করো।

৪. সৌরজগৎ ও পরমাণু-এর মধ্যে দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো।

৫. নীলস বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন কখন শক্তি শোষণ ও কখন শক্তি বর্জন করে?

৬. পরমাণুক্রমাঙ্ক কে মৌলের ‘স্বকীয় ধর্ম’ বলা হয় কেন?

৭. আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও।

৮. আইসোবার এবং আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও।

৯. আইসোটোপ আইসোবার-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

১০. Na+ এবং Na -এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন?

১১. নিউক্লিয় বলের বৈশিষ্ট্য গুলি লেখো।

মোলের ধারণা

১. মৌলের সংজ্ঞা দাও।

২. অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে?

৩. জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো।

৪. পারমাণবিক ভর একক কি?

৫. 64g অক্সিজেনে কত গ্রাম-পরমাণু অক্সিজেন আছে?

দ্রবণ

১. কোলয়েড কাকে বলে? উদাহরণ দাও।

২. ব্রাউনীয় গতি কাকে বলে? এই গতি কিভাবে সৃষ্টি হয়?

৩. টিন্ডাল প্রভাব কাকে বলে?

৪. ইমালসন কি? উদাহরণ দাও।

৫. এরোসল কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি?

৬. একটি তেলে-জল জাতীয় ইমালশন এর উদাহরণ দাও এবং ব্যাখ্যা করো।

৭. সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা উৎপন্ন হয় কেন?

৮. কোন তরলে গ্যাসের দ্রাব্যতা উপর চাপের প্রভাব উল্লেখ করো।

৯. লাইকার অ্যামোনিয়া কি?

১০. সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ এর পার্থক্য লেখো।

১১. শিল্প ক্ষেত্রে সীড কেলাসের ব্যবহার লেখো।

Class 9 1st Unit Test Suggestion

Class 9 1st Unit Test Suggestion

Class 10 Math 1st Unit Test Suggestion

image
Class 9 1st Unit Test Suggestion
image 1
Class 9 1st Unit Test Suggestion
image 2
Class 9 1st Unit Test Suggestion

নবম শ্রেণীর PDF বই –

Class 9 PDF Book Download

Class 9 1st Unit Test Suggestion

Read More :

নবম শ্রেণীর সমস্ত বিষয়ের বই ফ্রি তে

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন ( Class 9 1st Unit Test Suggestion ) কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button