SuggestionClass 5

WBBSE Class 5 Bengali 2nd Unit Test Suggestion Important | পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা

প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে পঞ্চম শ্রেণীর জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর বাংলা বিষয়ের ( Class 5 Bengali 2nd Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

বিষয় বহু বিকল্পনীয় (মান-১) অতি সংক্ষিপ্ত (মান-১) ব্যাখ্যাভিত্তিক (মান-১) রচনাধর্মী (মান-৫) মোট নম্বর  
গদ্য  x ১=১  x ২=১  x ২=১ X  
কবিতা  x ১=১  x ২=১  x ২=১ X  
ব্যাকরণ  x ২=১  x ৩=১ x X  
নির্মিতি X X X  x ১=১  
মোট নম্বর     ২০ 

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

বাংলা 

১.১চিলেকোঠাহল ( কাঠের ঘর / তেতলার ঘর / ছাদের উপরে সিঁড়ির ঘর / বসবার ঘর ) 

উত্তর:- চিলেকোঠাহল ছাদের উপরে সিঁড়ির ঘর 

১.২ পুকুর থেকে ( মাছেরা / পাখিরা / পাতিহাঁসেরা / পোকারা ) উঠে গিয়েছে।  

উত্তর:- পুকুর থেকে পাতিহাঁসেরা উঠে গিয়েছে 

১.৩ আকাশটা বিশ্রী হয়ে থাকে ( রবিবারে / সোমবারে / শনিবারে / বুধবারে )। 

উত্তর:- আকাশটা বিশ্রী হয়ে থাকে রবিবারে 

১.৪ঝড়কবিতায় ঝড় এসেছিল ( ভোরবেলা / রাতে / দুপুরবেলা / সন্ধ্যাবেলা ) 

উত্তর:- দুপুরবেলা 

১.৫বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর।” বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল– (ধনাই/ আর্জান/ কফিল/ ট্যাকের) ওপর 

উত্তর:- ধনাই 

১.৬ গল্পে শিয়াল আসলে খুব – ( বোকা / চালাক / বুদ্ধিহীন / শিক্ষিত ) 

উত্তর:- চালাক 

১.৭ পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়– ( গ্রীষ্ম / বর্ষা / শরৎ / শীত) 

উত্তর:- গ্রীষ্ম 

১.৮পর্বতকোন্ লিঙ্গর উদাহরণ – ( পুংলিঙ্গ / ক্লীবলিঙ্গ / উভয়লিঙ্গ / স্ত্রীলিঙ্গ ) 

উত্তর:- ক্লীবলিঙ্গ 

১.৯ ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণরেখাঙ্কিত শব্দটি– ( একবচনদ্বিবচন / বহুবচন / কোনোটিই নয় ) 

উত্তর:- বহুবচন 

২.১ রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে কোথায় চলে যেতেন? 

উত্তর:- রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে অনেক দিনের জন্য পাহাড়-পর্বতে চলে  

যেতেন।  

২.২ কে আকাশটাকে গিলতে আসত? 

উত্তর:- রবিবারের ছুটির পর আসতে থাকা সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো  

ছায়া  আকাশটাকে গিলতে আসত 

. তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন  

মানুষের মতো হাত নেড়ে ডাকছে ? 

উত্তর: আমার চেনা এমন দুটি গাছের নাম অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন  

মানুষের  মতো হাত নেড়ে ডাকছে তা হল কলাগাছ, খেজুর গাছ 

২. আকাশ ঘিরে কীসের জন্য মেঘ জুটেছিল? 

উত্তর: চাঁদের লোভে মেঘ জুটেছিল 

২. গরান গাছের পিছনে কীসের ঝোপ ছিল? 

উত্তর: গরান গাছের পিছনে ছেঁদো বনেঝোপ ছিল 

২. শেষপর্যন্ত ফণীমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? 

উত্তর: শেষপর্যন্ত ফণীমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটাভরা, ছুঁচোলো পাতা  

চাইল 

২. গাছটি কখন ভালুক হয়ে যেত? 

উত্তর:- চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত 

২. একবচন কাকে বলে? উদাহরণ দাও 

উত্তর:- যার দ্বারা এক বা একটিমাত্র সংখ্যাকে বোঝায়, তাকে একবচন বলা হয়।  

যেমন-বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি 

২. লিঙ্গ পরিবর্তন করো: প্রকাশিকা 

উত্তর:- প্রকাশক 

২.১০গুলোযোগে একটি শব্দ গঠন করো 

উত্তর:- পাতাগুলো 

৩.১ ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? 

উত্তর: ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখল যে, সেখানে সবাই নানান ভোেজ ও  

আনন্দ-উৎসবে ব্যস্ততাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে 

৩.২ “তখনই বৃষ্টি নামে।”- কখন বৃষ্টি নামে ? 

উত্তর: গর্বিত ব্যাঙ উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেলতারপর থেকে যখনই ব্যাঙ  

ডাকে তখনই বৃষ্টি হয় 

৩.৩ কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? 

উত্তর: কালবৈশাখী ঝড়ের সময় কালো মেঘে আকাশ ঢেকে যায়বজ্র বিদ্যুৎ সহ  

প্রচন্ড বৃষ্টি হয় আর সাথে থাকে প্রবল বেগে ঝড় 

. রুপালি ঝালর বলতে কী বোঝো? 

উওরঃ এখানে সূর্যের আলোর সঙ্গে রুপালি ঝালরের তুলনা করা হয়েছেসূর্যের আলোয় যখন সব কিছু ঝিকমিক করে তখন তাকে রুপালি ঝালরের মতো দেখায় 

. ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? 

উত্তর: বাঘটা শিষের গর্তের ভিতর পড়তেই ধনাইয়ের মাথায় যে মধুর কলশিটাছিল সেটা বাঘের মাথার ওপর ভেঙে পড়লবাঘের সারা মুখে, চোখে মধু ছিটকে পড়লবাঘ ফ্যোৎ ফ্যোৎ করতে লাগলএভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল 

৩.৬ লিঙ্গ কয় প্রকার কি কি ? 

উওরঃ লিঙ্গ সাধারণত চার প্রকারযথাপুংলিঙ্গস্ত্রীলিঙ্গউভয়লিঙ্গক্লিবলিঙ্গ 

image

প্রিয় বন্ধু প্রিয়া,                                                                                তমলুক  

                                                                                                 পূর্ব মেদিনীপুর 

                                                                                                 সূচক ৭২১৬৩৬  

                                                                                                    ২০.০৪.২০২৪ 

শুভেচ্ছা নিওগতকাল তোমার চিঠি পেয়েছিতুমি জানতে চাইলে ছুটি আমি কীভাবে কাটাচ্ছি 

আমি চিন্তা করলাম ছুটিতে কিছু বই পড়ব আর বাগান করবসেজন্য আমি বেশকিছু টব সংগ্রহ করেছি গাছ লাগানো শুরু করেছিপ্রথমে আমি কিছু ফুলগাছ লাগাবো যেমনগোলাপ, বেলি, গাঁদাএরপর ফলগাছ লাগাবো যেমনপেয়ারা, পেঁপে, আতাএবং সাথে সাথে বাবা কিছু গল্পের বইও আমাকে কিনে দিয়েছেসেগুলোই আমি পড়বো।। তুমি একবার আমাদের বাড়িতে এসে ঘুরে যাও।। অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি।। তুমি বাড়িতে আসলে আমাদের খুব ভালো লাগবে।। আশা করি তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।। 

প্রিয়া রায়,                                                                                               ইতি , 

আনন্দ ভবন, শান্তিনিকেতন রোড,                                                রাজেশ সাহা 

বোলপুর  

সূচক৭৩১২০৪ 

অন্যান্য বিষয়ের সাজেশন :

Bengali- Click Here

English – Click Here

Mathematics – Click Here

Environmental Science – Click Here

Physical Education Click Here

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Class 5 Bengali 2nd Unit Test Suggestion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button