Suggestion

WBBSE Class 10 Physical Science 1st Unit Test Suggestion Important | দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান

প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে দশম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর ভৌতবিজ্ঞান বিষয়ের ( Class 10 Physical Science 1st Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে । তার সাথে প্রশ্নগুলি তোমাদের আসন্ন ২০২৩ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব সাহায্য করবে।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

পরিবেশের জন্য ভাবনা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে?

Ans : 6.5°C

২. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

Ans: স্ট্রাটোস্ফিয়ার

৩. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে?

Ans: আয়নোস্ফিয়ার

৪. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি?

Ans: মিথেন

৫. প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?

Ans: কার্বন ডাই অক্সাইড

৬. ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী পদার্থ কোনটি?

Ans: ক্লোরোফ্লুরো কার্বন

৭. জেট বিমান গুলি চলাচল করে বায়ুমন্ডলের কোন স্তর থেকে?

Ans: স্ট্রাটোস্ফিয়ার

৮. একটি মিথানোজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।

Ans: মিথানোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম

১০. একটি অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও।

Ans: পেট্রোলিয়াম শক্তি।

১১. মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমন্ডলের কোন স্তরে?

Ans: আয়নোস্ফিয়ার

১২. ফায়ারি আইস কাকে বলা হয়?

Ans: মিথেন হাইড্রেট কে ফায়ারি আইস বলা হয়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 2/3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলা হয় কেন?

২. বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়?

৩. ওজন গহবর কি?

৪. গ্রীন হাউজ প্রভাব কি?

৫. জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো?

৬. বায়োফুয়েল বলতে কী বোঝো?

৭. বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব গুলি আলোচনা করো?

৮. জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো?

৯. বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো?

গ্যাসের আচরণ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. বয়েলের সূত্রের ধ্রুবক গুলি কি কি?

Ans: গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা।

২. চার্লসের সূত্রের ধ্রুবক গুলি কি কি?

Ans: গ্যাসের ভর ও গ্যাসের চাপ।

৩. এস. আই. পদ্ধতিতে চাপের একক কি?

Ans: N/m² বা পাস্কাল

৪. জলের মোলার ভর কত?

 Ans: 18 g/mol

৫. পরমশূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত?

Ans: পরমশূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য।

৬. STP -তে 22.4 L কোনো গ্যাসের অনুর সংখ্যা কত?

Ans: STP -তে 22.4 L কোনো গ্যাসের অনুর সংখ্যা 6.022 × 10²³ টি।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ( 2/3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন )

১. গ্যাসের চাপ কাকে বলে? CGS পদ্ধতি ও SI পদ্ধতিতে চাপের একক কি?

২. বয়েলের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো।

৩. চার্লসের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো!

৪. অ্যাভোগাড্রো প্রকল্প টি লেখো ও ব্যাখ্যা করো।

৫. আদর্শ গ্যাস হওয়ার স্বীকার্য গুলি লেখো।

৬. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো।

৭. সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?

রাসায়নিক গণনা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি লেখো।

Ans: E = mc²

২. বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত?

Ans: 14.4

৩. ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি?

Ans: ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে, কোনো পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই হয়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর   ( 2/3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. রাসায়নিক সমীকরণ এর কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

২. প্রমাণ চাপ উষ্ণতায় 100 mL কোন গ্যাসের ভর 0.144 g। গ্যাসের বাষ্পঘনত্ব কত?

৩. 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? [ K = 39, Cl = 35.5 ]

পর্যায়-সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১.  নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লেখো।

Ans: কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়।

২. মেন্ডেলিফের পর্যায়-সারণিতে কতগুলি শ্রেণি কতগুলি পর্যায়ে আছে?

Ans: মেন্ডেলিফের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে 9 টি শ্রেণী ও 7 টি পর্যায় আছে। 

৩. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি?

Ans: ফ্লুরিন (F)

৪. বিরল মৃত্তিকা মৌল গুলি পর্যায়-সারণির কোন পর্যায়ে অবস্থিত?

Ans: ষষ্ঠ পর্যায়

৫. অ্যাক্টিনাইড মৌল গুলি পর্যায়-সারণিতে কোন পর্যায়ে অবস্থিত?

Ans: সপ্তম পর্যায়ে

৬. মেন্ডেলিফের পর্যায় সারণিতে ক্ষার ধাতু গুলি কোন গ্রুপে অবস্থিত?

Ans: IA নং গ্রুপে

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর   ( 2/3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন )

১. পর্যায় সারণির ত্রুটিগুলি উল্লেখ করো।

২. ক্ষার ধাতু কোনগুলি? এদের এরূপ নামকরণ করা হয়েছে কেন?

৩. সন্ধিগত মৌলের তিনটি বৈশিষ্ট্য লেখো।

৪. মুদ্রা ধাতু কাদের বলা হয়? এরা পর্যায় সারণির কোথায় অবস্থিত?

৫. নিষ্ক্রিয় মৌল বলতে কী বোঝো? উদাহরণ দাও।

৬. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?

৭. ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি কী?

৮. পর্যায় সারণির অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়? এই পর্যায়ে মৌলের সংখ্যা কত?

আয়নীয় ও সমযোজী বন্ধন

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?

Ans: সমযোজী বন্ধন

২. CaO -তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?

Ans: তড়িৎযোজী বন্ধন

৩. সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি যৌগিক অণুর নাম কী?

Ans: অ্যাসিটিলিন

৪. জলের অণুতে কতগুলি সমযোজী একবন্ধন আছে?

 Ans: 2 টি   

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর   ( 2/3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন )

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

১. অষ্টক সূত্র কাকে বলে?

২. দ্বৈত সূত্র কি?

৩. “তড়িৎযোজী বন্ধন কে প্রকৃত বন্ধন বলা যায় না”  –উক্তিটি ব্যাখ্যা করো।

৪. সমযোজ্যতা কাকে বলে?

৫. সমযোজী যৌগ গঠিত হওয়ার শর্ত গুলি আলোচনা করো।

৬. আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ।

৭. লুইস-ডট ডায়াগ্রাম এর সাহায্যে HF অণুর গঠন ব্যাখ্যা করো।

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

অন্যান্য বিষয়ের সাজেশন :

বাংলা – Click Here

English – Click Here

ভূগোল – Click Here

Read More :

দশম শ্রেণীর সমস্ত বিষয়ের বই ফ্রি তে

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Class 10 Physical Science 1st Unit Test Suggestion

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button