Suggestion

[99.9%] Madhyamik 2022 Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন 2022 free

Madhyamik 2022 Suggestion All Subject

মাধ্যমিক 2022

ভূগোল সাজেশন

Madhyamik 2022 Geography Suggestion

প্রিয় ছাত্র – ছাত্রীরা, তোমাদের জন্য এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর ভূগোল সাজেশন ( Madhyamik 2022 Geography Suggestion ) দেওয়া হলো। নিচে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা পর পর দেওয়া হলো।

মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও মক টেস্ট এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেইসবুক পেজ এ Join করে রাখো।

Madhyamik 2022 Physical Science Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

madhyamik english suggestion 2022

মাধ্যমিক 2022

ভূগোল সাজেশন

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

মাধ্যমিক ভূগোল সাজেশন 2022

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

( মান – 2 )

1. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি কী কী?

2. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার ও কী কী?

3. পার্থিব প্রক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও৷

4. মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝ?

5. প্রাকৃতিক ভূ-দৃশ্য কাকে বলে? 

6. বহির্জাত প্রক্রিয়ার শক্তি বলতে কী বোঝ?

7. অবরোহণ প্রক্রিয়া কাকে বলে?

8. পুঞ্জিত স্খলন কী?

9. ক্ষয়ীভবন কাকে বলে?

10. নগ্নীভবন কাকে বলে?

11. অবরোহণ প্রক্রিয়ার  প্রভাবগুলি উল্লেখ করো।

12. অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

13. পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?

14. জলচক্র কয়টি পর্যায়ে ঘটে? কী কী?

15. জলচক্র কাকে বলে?

16. জলবিভাজিকা কাকে বলে? উদাহরণ দাও?

17. জলবিভাজিকার বৈশিষ্ট্যগুলি লেখো।

18. পাখির পায়ের মতো ব-দ্বীপ কিভাবে গঠিত হয়?

19. বার্গস্রুন্ড কি?

20. পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?

21. আরাহন প্রক্রিয়া কাকে বলে?

22. আবহবিকার কাকে বলে?

23. নদী অববাহিকা কাকে বলে?

24. ষষ্ঠঘাতের সূত্র (Sixth Power Law) কী?

25. কিউসেক ও কিউসেক কী?

26. মিয়েন্ডার বা নদীবাঁক কাকে বলে?

27. ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকার নাম লেখ?

28. খাড়ি কাকে বলে?

29. ড্রামলিন কাকে বলে?

30. গ্রাবরেখা কাকে বলে?

31. ভেন্টিফ্যাক্ট কাকে বলে?

32. প্লায়া কাকে বলে?

33. ওয়াদি কাকে বলে?

34. বাজাদা কাকে বলে?

35. হিমশৈল কি?

36. প্রপাতকুপ কাকে বলে?

37. লোয়েশ কাকে বলে?

38. ক্যানিয়ন কাকে বলে

39. ধারণ অববাহিকা কাকে বলে

40. আদর্শ নদী কাকে বলে

41. নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো

42. পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়

43. ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে

44. হোয়েল ব্যাক কি

45. হিমবাহ জীবের মত এগিয়ে যায় কেন

46. U আকৃতির উপত্যকা বলতে কী বোঝো ?

47. ব্লো আউট কাকে বলে

48. মরু অঞ্চল প্রসারণ এর দুটি কারণ লেখ

49. মরুকরণ কাকে বলে

50. উত্তর গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান – ৩)

1. ব-দ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত।

2. ঝুলন্ত উপত্যকায় কেনো জলপ্রপাত সৃষ্টি হয়?

3. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেনো? 

4. বাৰ্খান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো

5. ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য

6. গিরিখাত ও ক্যানিয়ন এর পার্থক্য।

7. আবহবিকার ও ক্ষয়িভবনের মধ্যে পার্থক্য?

8. বর্হিজাত প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য?

9. অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য?

10. ভুমিরুপ  গঠনে বর্হিজাত প্রক্রিয়ার গুরুত্ব?

11. অপসারণ গত কিভাবে সৃষ্টি হয়?

12. ইয়ারদাং ও বার্খান এর মধ্যে পার্থক্য লেখ

13. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয়

14. মধ্য গতিতে নদীর চর সৃষ্টি হয় কেন

15. পললশঙ্কু ও বদ্বীপ এর মধ্যে পার্থক্য লেখ

16. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ

(মান – ৫)

1. নদীর ক্ষয়কার্যে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ লেখ?

2. নদীর সঞ্চয়কার্যে সৃষ্ট তিনটি ভূমিরূপ  সমন্ধে চিত্রসহ লেখ।

3. তিনপ্রকার ব-দ্বীপ সৃষ্টি চিত্রসহ আলোচনা করো।

4. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যে সৃষ্ট ভুমিরুপ চিত্রসহ আলোচনা করো।

5. বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট তিনটি ভূমিরুপ চিত্রসহ বিবরণ দাও।

6. বায়ুর সঞ্চয়কার্যে সৃষ্ট ভূমিরুপ চিত্রসহ লেখ?

ভারতের প্রাকৃতিক পরিবেশ

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান – 2)

1. ম্যাকমোহন লাইন কি ?

2. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন কোন দুটি রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয় ?

3. কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্রিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে ?

4. দুন বলতে কী বোঝো ?

5.  ভাঙ্গর ও খাদার কি ?

6. দুটি বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

7. ভৌমজল কি ?

8. গঙ্গার ডান তীরের উপনদী গুলি কি কি ?

9. সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য লেখ

10. মালনাদ ও ময়দান কি ?

11. কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো ।

12. বাগার ও থালি কি ?

13. দোয়াব কাকে বলে ?

14. কচ্ছের রন কি ?

15. লু ও আঁধি কি ?

16. মরুস্থলী কি ?

17. নরওয়েস্টার কি ?

18. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো।

19. ডেকানট্র্যাপ কি ?

20. আশ্বিনের ঝড় কাকে বলে ?

21. পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো।

22. ম্যানগ্রোভ অরণ্য কি ?

23. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ?

24. গঙ্গা অ্যাকশন প্ল্যান কি ?

25. কয়াল কি ?

26. চিনুক কি ?

27. মৌসিনরাম ও চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাত হয় কেন ?

28. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ?

29. অন্তর্বাহিনী নদী কাকে বলে ?

30. ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন ?

31. তাল ও দিয়ারা কি ?

32. বহুমুখী নদী পরিকল্পনা কি?

33. কোন স্থানকে কেন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ?

34. ধায়া ও বেট কাকে বলে ?

35. মৃত্তিকা ক্ষয় কাকে বলে ?

36. বেট কি ?

37. মরুস্থলি নামকরণ কেন হয়েছে ?

38. হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম লেখ

39. খাদার ও ভাঙ্গড় কাকে বলে ?

40. তরাই বলতে কী বোঝো ?

41. কচ্ছের রান কি?

42. দক্ষিণ ভারতের নদীগুলি চির প্রবাহী নয় কেন ?

43. ডিভিসির দুটি উদ্দেশ্য লেখ

44. দামোদর উপত্যকা পরিকল্পনা কি ?

45. ভারতের একটি পূর্ব বাহিনী ও একটি পশ্চিম বাহিনী নদীর নাম বল

46. নদী সংযুক্তি প্রকল্প বলতে কী বোঝো ?

47. দক্ষিণ ভারতের নদীর যেকোনো দুটি বৈশিষ্ট্য লেখ

48. শীতকালে তুষারপাত হয় ভারতের এমন দুটি রাজ্যের নাম বল

49. ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল দুটি কোথায় কোথায় অবস্থিত ?

50. ভুর ও রেগুর কি ?

51. সিরোজেম কি ?

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান -3)

1. নর্মদা নদী ও তাপ্তি নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন ?

2. সামাজিক বনসৃজন কাকে বলে ও এর উদ্দেশ্য কী?

3. সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য?

4. দৈর্ঘ্য  বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ কর?

5. ভারতের মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারন আলোচনা করো।

6. বহুমুখী নদী পরিকল্পনা কি?

7. কচ্ছের রান কি? এর ভৌগোলিক অবস্থান উল্লেখ করো ।

8. কচ্ছের রান ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং তার ভূমিরূপ কেমন ?

9. ভাঙ্গর ও খাদার এর মধ্যে পার্থক্য লেখ

10. দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ নেই কেন ?

11. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন ?

12. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা থেকে কি কি সুবিধা পাওয়া যায় ?

13. দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন ?

14. সেচ বাঁধ ও বহুমুখী বাঁধ এর মধ্যে পার্থক্য লেখ

15. করমন্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?

16. ভারতে প্রায়ই খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন ?0

17. মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো

18. কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো

19. ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ উল্লেখ করো তার প্রতিকার উল্লেখ করো

20. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখ

21. ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব আলোচনা করো।

22. ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ

23. উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখা

(মান -5)

1. পার্থক্য লেখো- ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল

2. পার্থক্য লেখো- উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতে নদনদী।

2. ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে, যেকোনো দুই প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ।

3. ভারতে ব্যবহৃত জলসেচ পদ্ধতি গুলি বিবরণ দাও

4. পশ্চিম হিমালয়ের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো

5. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কী কী তা আলোচনা করো।

6. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির সমন্ধে আলোচনা করো।

7. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ভারত ( ভারতের অর্থনৈতিক পরিবেশ )

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান – 2)

1. সোনালী চতুর্ভুজ কি ?

2. ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি?

3. পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ?

4. ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?

5. জনঘনত্ব কাকে বলে?

6. আদমশুমারি কাকে বলে ?

7. তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?

8. নগরায়ন কাকে বলে ?

9. মিনি স্টিল প্লান্ট সম্পর্কে ধারণা দাও

10. পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখ

11. জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন ?

12. পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন?

13. আধুনিক শিল্প দানব কাকে বলে?

14. জনবিস্ফোরণ কি?

15. খারিফ শস্য / জায়িদ শস্য / রবি শস্য কাকে বলে?

16. বাগিচা ফসল কাকে বলে?

17. বিশুদ্ধ কাঁচামাল কি?

18. তন্তু শস্য কি ?

19. খারিফ শস্য কাকে বলে ?

20. জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো ?

21. অনুসারী শিল্প কাকে বলে?

22. পেট্রোরসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্য গুলি কি কি ?

23. হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি ?

24. TISCO সম্পর্কে টীকা লেখ ।

25. টীকা লেখ পেট্রোরসায়ন শিল্প গুচ্ছ ।

26. ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো ।

27. সংকর ইস্পাত শিল্প সম্পর্কে টীকা লেখ

28. ভারতের একটি সরকারি এবং একটি বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ ।

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান -3)

1. দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ লেখ।

2. ধাপ চাষ ও ফালি চাষ এর মধ্যে পার্থক্য লেখ

3. দূর্গাপুরকে কেন ভারতের রূঢ় বলা হয়?

4. উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন ?

5. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো

6. শীতকালে ভারতে গম চাষ হয় কেন?

7. পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ উল্লেখ করো

8. পশ্চিম ভারতে পেট্রোলের অধিক উন্নতির কারণ গুলি লেখ

9. ভারতের কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা সংক্ষেপে লেখ

10. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন ?

11. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ

12. জল সংরক্ষণ কি? জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি?

13. গঙ্গা আ্যক্সন প্ল্যান কী?

14. ভারতকে জনঘনত্ত্বের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করে আলোচনা কর।

15. ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কি?

16. ভারতে গমচাষ বেশী হয় কেন?

17. ভারতিয় কৃষির তিনটি বৈশিষ্ট লেখ।

18. জলপথকে উন্নয়নের জীবন রেখা কেন বলা ?

19. খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ।

20. ভারতের কৃষি জলসেচ নির্ভর কেন?

21. কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কেন ?

22. চা তোলার জন্য মহিলা শ্রমিক প্রয়োজন হয় কেন?

23. ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত বিকাশের কারণ কী?

24. দক্ষিণ ভারতে কফি চাষ উন্নতির কারণ লেখ।

25. আহমেদাবাদকে কেন ভারতের ম্যান্ডোস্টার বলা হয় ?

26. ভারতে কৃষির সমস্যাগুলি লেখা?

27. ভারতে নগরায়নের তিনটি সমস্যা লেখ?

28. ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী?

29. পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশী কেন?

30. জলসেচের সুবিধা ও অসুবিধা লেখ?

31. গাঙ্গেয় অঞ্চল জঘনবসতিপুন্য কেন?

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

(মান -5)

1. পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণগুলি আলোচনা করো।

2. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি আলোচনা করো।

3. ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি আলোচনা করো।

4. ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো  

5. ভারতের ধান / গম / ইক্ষু / কার্পাস / কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।

6. ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে পরিবহন ও যোগাযোগে ব্যবস্থার গুরুত্ব লেখ।

7. ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি আলোচনা কর।

8.  হুগলি শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি লেখ

9. হুগলি নদীর উভয়তীরে পাটশিল্প কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো।

10. ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ আলোচনা কর।

11. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখ।

12. পূর্ব ও মধ্য ভারতে লৌহইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো

ম্যাপ পয়েন্টিং

১. পর্বত

গডউইন অস্টিন, পশ্চিমঘাট/পূর্বঘাট পর্বত, কারাকোরাম পর্বত, পীরপাঞ্জাল পর্বত। আরাবল্লি পর্বত, শিবালিক পৰ্বত, সাতপুরা পর্বত

২. নদী / হ্রদ

কাবেরী নদী, গোদাবরী, গঙ্গা, চিল্কা হ্রদ, উলার হ্রদ, তাপ্তি নদী, কৃষ্ণা নদী, লোকটাক হ্রদ

৩. জলবায়ু/ বৃষ্টিপাত

খরা প্রবন একটি অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র বা মৌসিমরান

৪. মাটি / মৃত্তিকা

ভারতের কৃষ্ণ বা রেগুর মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ভারতের শুষ্ক মৃত্তিকা অঞ্চল, উত্তর-পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি ল্যাটেরাইট মুক্তিকা যুক্ত অঞ্চল,

৫. অরন্য

ভারতের মরু উদ্ভিদ অঞ্চল, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল, কেন্দ্রীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার।

৬. ফসল বা কৃষি

পশ্চিম ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার, ভারতের কৃষি গবেষণা কেন্দ্র , পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল

৭. শিল্প

জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার, একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি ভারি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, ভারতের রূঢ় অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র।

৮. বন্দর এবং জনসংখ্যা

ভারতের করমুক্ত বন্দর, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য,ভারতের জনবিরল রাজ্য। সম্রাট বিগত বছর গুলিতে এসেছে ভারতের হাইটেক বন্দর, সর্বাধিক জনঘনত্ব পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল,পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রবেশদ্বার,

৯. মহানগর

উত্তর ভারতের বৃহত্তম মহানগর, ভারতের বৃহত্তম মহানগর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের একটি মহানগর, ভারতের – প্রধান প্রশাসনিক কেন্দ্র, পশ্চিম উপকূলের একটি মহানগর

১০ বিমানবন্দর

দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক – বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

অন্য বিষয়ের মাধ্যমিক সাজেশন ২০২২

মাধ্যমিক Bengali সাজেশন : Click Here

মাধ্যমিক English সাজেশন : Click Here

মাধ্যমিক History সাজেশন : Click Here

মাধ্যমিক Life Science সাজেশন : Click Here

মাধ্যমিক Physical Science সাজেশন : Click Here

মাধ্যমিক Geography সাজেশন : Click Here

মাধ্যমিক Math সাজেশন : Click Here

Madhyamik 2022 Geography Suggestion

Madhyamik 2022 Geography Suggestion

মাধ্যমিকে ভূগোল সাজেশনটি বিগত কয়েক বছরে মাধ্যমিকের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।

আরও পড়ুন :

Class 10 February Model Activity Task Part 2

Class 10 Final Model Activity Task

Class 10 Part 7 Model Activity Task

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button